Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word vegeattion Bengali definition [ভেজিটেইশ্‌ন্] (noun) [uncountable noun] সাধারণ ও সমষ্টিগতভাবে উদ্ভিদ; উদ্ভিদজগৎ; গাছপালা: The island has a luxuriant vegeattion.
  • English Word vegetable Bengali definition [ভেজ্‌টাব্‌ল্] (adjective) উদ্ভিদ সম্বন্ধীয়; উদ্ভিজ্জ: the vegetable kingdom, উদ্ভিদজগৎ; vegetable oils, উদ্ভিজ্জ তেল। □(noun) [countable noun] গাছগাছড়া; উদ্ভিদ; শাকসবজি।
  • English Word vegetarian Bengali definition [ভেজিটেআরিআন্‌] (noun) উদ্ভিদভোজী; নিরামিষাশী: (attributive(ly)) a vegetarian diet, নিরামিষাশীর খাদ্য। vegetarianism [ভেজিটেআরিআন্‌ইজাম্‌] (noun) নিরামিষাহার ও এর সমর্থক মতবাদ; নিরামিষ ভোজন।
  • English Word vegetate Bengali definition [ভেজিটেইট্] (verb intransitive) (মানসিক প্রযত্ন বা বুদ্ধিবৃত্তিক ঔৎসুক্য বাদে) উদ্ভিদের মতো জীবনধারণ করা; (নিশ্চেষ্টভাবে) নীরস জীবনযাপন করা। vegetative [ভেজিটিভ] (adjective) উদ্ভিদের মতো বর্ধমান; উদ্ভিদের মতো বর্ধনকর; উদ্ভিদের মতো নিষ্ক্রিয়; বোধশক্তিহীন।
  • English Word vehement Bengali definition [ভীআমান্‌ট্‌] (adjective) (১) (অনুভূতি) প্রবল; প্রচণ্ড; উদ্দাম; ব্যগ্র; উৎকট; (ব্যক্তি, ব্যক্তির কথা, আচরণ ইত্যাদি) আবেগোদ্দীপ্ত; উগ্র; উদ্দাম; উদগ্র; উৎকট: a man of vehement characer; vehement desires/passions. (২) উচ্চণ্ড; প্রবল; প্রচণ্ড: a vehement wind. vehemently (adverb) প্রবলভাবে ইত্যাদি। vehemence [ভীআমান্‌স্] (noun) প্রবলতা; প্রচণ্ডতা; উদগ্রতা; উগ্রতা ইত্যাদি।
  • English Word vehicle Bengali definition [ভীইক্‌ল্‌] (noun) [countable noun] (১) যান; যানবাহন(২) মাধ্যম; বাহন: vehicle of thought. vehicular [ভিহিকিউলা(র্)] (adjective) যানবাহনসংক্রান্ত: vehicle traffic, যানবাহন চলাচল।
  • English Word veil Bengali definition [ভেইল্] (noun) [countable noun] (১) অবগুণ্ঠন; মুখাবরণ নেকাব: She deigned to lower her veil. take the veil সন্ন্যাসিনীব্রত গ্রহণ করা। (২) (লাক্ষণিক) যা লুকিয়ে রাখে বা আড়াল করে; ছদ্মবেশ; যবনিকা; অবগুণ্ঠন: a veil of mist; commit a crime under the veil of political movment. draw a veil over something কোনো বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা; চেপে যাওয়া; অবগুণ্ঠন টেনে দেওয়া: Our interlocutor drew a veil over the rest of the story. □(verb transitive) নেকাব/অবগুণ্ঠন পরা; অবগুণ্ঠিত করা; (লাক্ষণিক) ঢাকা/গোপন করা। veiling (noun) [uncountable noun] নেকাব তৈরি করার হালকা বস্ত্র।
  • English Word vein Bengali definition [ভেইন্] (noun) (১) শরীরের সব অংশ থেকে হৃৎপিণ্ডে রক্তবহনকারী নালি; শিরা; রগ। দ্রষ্টব্য artery (১). (২) (ক) গাছের পাতা বা কোনো-কোনো পতঙ্গের পাখায় শিরাসদৃশ রেখা। (খ) কোনো-কোনো শ্রেণির পাথরে (যেমন মর্মর পাথরে) রঙিন রেখা বা দাগ; শিরা। (গ) (লাক্ষণিক) মিশ্রণ: a vein melancholy. (৩) খনিজ বা আকরিকে পূর্ণ শিলায় চিড়/ফাটল; ধাতুশিরা: a vein of gold. (৪) মেজাজ; মানসিক অবস্থা/গতিক: in a humorous/melancholy/imaginative vein. veined [ভেইন্‌ড্] (adjective) শিরাযুক্ত; শিরাল: veined marble.
  • English Word veld Bengali definition [ভেল্‌ট্‌] (noun) [uncountable noun] দক্ষিণ আফ্রিকার মরুভূমির সমতল, নিষ্পাদপ তৃণভূমি; ভেল্ট। দ্রষ্টব্য pampas, prairie, savannah, steppe.
  • English Word velleity Bengali definition [ভেলীইটি] (noun) নিম্নমাত্রার বা দুর্বল ইচ্ছাবৃত্তি, যা কর্মে প্রবৃত্ত করে না; ইচ্ছাভাস
  • English Word vellum Bengali definition [ভেলাম্] (noun) [uncountable noun] লেখার পত্র হিসেবে প্রস্তুত ভেড়া বা ছাগলের চামড়া; ঐ চামড়াসদৃশ কাগজ
  • English Word velocipede Bengali definition [ভিলসিপীড্] (noun) সামনের চাকার সঙ্গে প্যাডেলযুক্ত আদ্যকালীন সাইকেল; দ্বিচক্রযান; (America(n)) শিশুদের দ্বিচক্রযান।
  • English Word velocity Bengali definition [ভিলসাটি] (noun) [uncountable noun] (১) গতি; দ্রুতি(২) গতির হার; বেগ: muzzle velocity, বন্দুকের মুখ ত্যাগকালে বুলেটের বেগ।
  • English Word velour Bengali definition [ভালুআ(র্)] (noun) [uncountable noun] মখমল বা ফেল্টসদৃশ বস্ত্রবিশেষ; মখমল
  • English Word velvet Bengali definition [ভেল্‌ভিট্] (noun) [uncountable noun] মখমল: (attributive(ly)) a velvet frock; a velvet treat, (লাক্ষণিক) কোমল; নিঃশব্দ পদপাতan iron hand in a velvet glove শিষ্টাচার, মিষ্টি কথা ইত্যাদির দ্বারা প্রচ্ছন্ন নির্মমতা; তুলনীয় মিছরির ছুরি। velveteen [ভেলভিটীন্] (noun) [uncountable noun] সস্তা মখমল। velvety (adjective) মখমলের মতো মসৃণ ও নরম।
  • English Word venal Bengali definition [ভীন্‌ল্] (adjective) (১) (ব্যক্তি) অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ; অর্থগৃধ্নু: venal judges/politicians. (২) (আচরণ) (সম্ভাব্য) অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত: venal practices. venally [ভীনালি] (adverb) অর্থলালসাবশত ইত্যাদি। venality [ভিন্যালাটি] (noun) অর্থলালসা; অর্থগৃধ্নুতা।
  • English Word venation Bengali definition [ভিনেইশ্‌ন্‌] (noun) (পাতা বা পাতাসদৃশ কোনো প্রত্যঙ্গে) শিরাবিন্যাস
  • English Word vend Bengali definition [ভেন্‌ড্] (verb transitive) (প্রধানত আইন সম্বন্ধীয়) বিক্রি করা; (বিশেষত ক্ষুদ্র পণ্যদ্রব্য) বিক্রির জন্য উপস্থাপন করা। vending machine সিগারেট, খাদ্যদ্রব্য প্রভৃতি ছোটখাটো পণ্য বিক্রির জন্য মুদ্রাচালিত যন্ত্রবিশেষ; বিক্রয়কল। vendee [ভেন্‌ডী] (noun) ক্রেতা। vender, vendor [ভেন্‌ডা(র্‌)] (noun(s)) বিক্রেতা: news vend.
  • English Word vendetta Bengali definition [ভেনডেটা] (noun) বংশানুক্রমিক বিবাদ, যাতে বিবদমান প্রত্যেক পরিবারের সদস্যরা পূর্ববর্তী হত্যার প্রতিশোধ নিতে হত্যাকাণ্ডে জড়ায়; বংশানুক্রমিক প্রতিহিংসা
  • English Word veneer Bengali definition [ভানিআ(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] (আসবাবপত্রের জন্য) অপেক্ষাকৃত সস্তা কাঠের উপর আঠা দিয়ে লাগানো উন্নতমানের কাঠ (বা কাঠের পাতলা আস্তরণ); কাষ্ঠপ্রলেপ(২) (লাক্ষণিক) (শিষ্টাচার ইত্যাদির) অগভীর প্রলেপ, যা সত্যিকার প্রকৃতিকে আড়াল করে রাখে; প্রলেপ: a veneer of modern education. □(verb transitive) (দামি) কাঠে আস্তীর্ণ করা।
  • English Word venerable Bengali definition [ভেনারাব্‌ল্] (adjective) বয়স, চরিত্র ইত্যাদি কারণে শ্রদ্ধেয়; ভক্তিভাজন; পরমপূজনীয়; পূজ্যপাদ; পরমপবিত্র: a venerable teacher; the venerable ruins of a mosque. (২) (ইংল্যান্ডীয় গির্জায়) আর্চডিকনের (বিশপের অধস্তন যাজক) উপাধি; (রোমের গির্জার) সরকারিভাবে সন্ত হিসেবে ঘোষিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন এমন ব্যক্তির উপাধি
  • English Word venerate Bengali definition [ভেনারেইট্] (verb transitive) গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করাveneration [ভেনারেইশ্‌ন্] (noun) গভীর শ্রদ্ধা; সম্মাননা; অভ্যর্থনা।
  • English Word venereal Bengali definition [ভানিআরিআল্] (adjective) যৌনসংসর্গঘটিত; venereal disease, (সংক্ষেপ VD) যৌনব্যাধি।
  • English Word Venetian Bengali definition [ভানীশ্‌ন্] (adjective) ভেনিসীয়Venetian blinds বহুখণ্ড (কাঠ বা প্লাস্টিকের) আনুভূমিক ছিলকার সমন্বয়ে তৈরি খড়খড়ি, যা ঘরে আলোহাওয়া ঢোকানোর জন্য প্রয়োজনমতো বিন্যস্ত করা যায়; ভেনিসীয় খড়খড়ি।
  • English Word vengeance Bengali definition [ভেন্‌জান্‌স্] (noun) [uncountable noun] (১) প্রতিশোধ; প্রতিহিংসা(২) with a vengeance (কথ্য) পুঙ্খানুপুঙ্খভাবে; প্রত্যাশাতীতভাবে: congratulation poured in with a vengeance.
  • English Word vengeful Bengali definition [ভেন্‌জ্‌ফ্‌ল্‌] (adjective) প্রতিহিংসাপরায়ণ; প্রতিশোধকামী
  • English Word venial Bengali definition [ভীনিআল্] (adjective) (পাপ, ভুল, ত্রুটি) ক্ষমার্হ; মার্জনীয়; লঘু; উপেক্ষণীয়
  • English Word venison Bengali definition [ভেনিজ্‌ন্‌] (noun) [uncountable noun] মৃগ বা হরিণের মাংস
  • English Word venom Bengali definition [ভেনাম্] (noun) [uncountable noun] সর্পবিষ; গরল; (লাক্ষণিক) ঘৃণা; বিদ্বেষ। venomed [ভেনাম্‌ড্‌] (adjective) (লাক্ষণিক) বিদ্বেষপূর্ণ; বিষদিগ্ধ; বিষাক্ত: venomed remarks. venomous [ভেনামাস্] (adjective) বিষধর; মারাত্মক; বিদ্বেষপূর্ণ: venomous snakes/critcism. venomously (adverb) বিষাক্তভাবে।
  • English Word venous Bengali definition [ভীনাস্] (adjective) (১) শিরাসংক্রান্ত; শিরাস্থ: venous blood (arterial blood-এর বিপরীত)। (২) (উদ্ভিদবিদ্যা) শিরাযুক্ত: venous leaf.