Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word uncover Bengali definition [আন্‌কাভা(র্)] (verb transitive), (verb intransitive) (১) ঢাকনা/আবরণ উন্মোচন করা; (লাক্ষণিক) উন্মোচিত/উদ্ঘাটন/ ব্যক্ত করা: uncover a plot. (২). (সামরিক) আক্রমণের জন্য উন্মোচিত করা; অরক্ষণীয় করা: uncover the enemy’s left flank. (৩) (পুরাতনী) নিজের টুপি খোলা
  • English Word uncritical Bengali definition [আন্‌ক্রিটিক্‌ল্] (adjective) বিচারবুদ্ধিবর্জিত; নির্বিচার; বিচারহীন; বাছবিচারহীন
  • English Word uncrossed Bengali definition [আন্‌ক্রস্‌ট্ America(n) আন্‌ক্রোস্‌ট্] (adjective) (বিশেষত চেক) ক্রস-না-করা। দ্রষ্টব্য cross 2 (২).
  • English Word uncrowned Bengali definition [আন্‌ক্রাউন্‌ড্] (adjective) (রাজা প্রভৃতি) এখনো মুকুট পরানো হয়নি এমন; মুকুটহীন(২) রাজার ক্ষমতা আছে কিন্তু তাঁর পদবি, নাম ইত্যাদি নেই এমন; মুকুটহীন
  • English Word unction Bengali definition [আঙ্‌ক্‌শ্‌ন্] (noun) [uncountable noun] বিশেষত ধর্মীয় আচার হিসেবে তৈল মর্দন; অভ্যঞ্জনExtreme Unction (অর্থডক্স ও রোমান ক্যাথলিক পাদরি কর্তৃক) মুমূর্ষু ব্যক্তির অভ্যঞ্জন; অন্তিম অভ্যঞ্জন। (২) (কপট; লোকদেখানো) ঐকান্তিকতা; কথায় ও আচরণে সাবলীলতা; চাটুবাক্য; স্তাবকতা
  • English Word uncultivated Bengali definition [আন্‌কাল্‌টিভেইটিড্] (adjective) অকর্ষিত; অনাবাদি; অমার্জিত; অননুশীলিত
  • English Word uncultured Bengali definition [আন্‌কাল্‌চাড্‌] সংস্কৃতিহীন; অপরিশীলিত; শিক্ষাদীক্ষাহীন; অসভ্য
  • English Word uncut Bengali definition [আন্‌কাট্] (adjective) (বই) পৃষ্ঠার প্রান্তভাগে কাটা বা ছাঁটা হয়নি এমন; আকাটা; আছাঁটা; (বই, চলচ্চিত্র ইত্যাদি) অসংক্ষেপিত; অখণ্ড; অকর্তিত।
  • English Word undated Bengali definition [আন্‌ডেইটিড্] (adjective) তারিখবিহীন; বেতারিখ: an undated cheque; undated stocks, যে পরিপণের অর্থ ফেরত নেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই।
  • English Word undaunted Bengali definition [আন্‌ডোনটিড্] (adjective) নির্বিশঙ্ক; অকুতোভয়
  • English Word undeceive Bengali definition [আন্‌ডিসীভ] (verb transitive) ছলানামুক্ত করা; মোহ বা ভুল ভেঙে দেওয়া; প্রমাদমুক্ত করাundeceived (adjective) অপ্রতারিত; প্রমাদমুক্ত; মোহমুক্ত; ছলনামুক্ত।
  • English Word undecided Bengali definition [আন্‌ডিসাইডিড্] (adjective) অনিশ্চিত; অমীমাংসিত; মন স্থির করেনি এমন; অকৃতনিশ্চয়; দোলায়মান; দোলাচলচিত্ত
  • English Word undeclared Bengali definition [আন্‌ডিক্লেআড্] (adjective) (১) (শুল্কারোপযোগ্য পণ্য) শুল্ককর্মকর্তাদের কাছে অঘোষিত বা অপ্রদর্শিত/অদর্শিত(২) অঘোষিত; অবিজ্ঞাপিত: undeclared war.
  • English Word undefended Bengali definition [আন্‌ডিফেন্‌ডিড্] (adjective) (বিশেষত মামলা) বিবাদিপক্ষে কোনো যুক্তিতর্কের অবতারণা করা হয়নি এমন
  • English Word undefiled Bengali definition [আন্‌ডিফাইল্‌ড্] (adjective) অদৃষ্ট; অকলুষিত; অকলঙ্কিত; অদূষিত; নির্মল
  • English Word undefined Bengali definition [আন্‌ডিফাইন্‌ড্] (adjective) সংজ্ঞা নির্ণয় করা হয়নি এমন; অনির্ণীত; অপরিচ্ছন্ন; অনির্দিষ্ট; অলক্ষিত
  • English Word undelivered Bengali definition [আন্‌ডিলিভড্‌] (adjective) বিলি করা হয়নি এমন; অবিতরিত
  • English Word undemocratic Bengali definition [আন্‌ডেমাক্র্যাটিক] (adjective) অগণতান্ত্রিক
  • English Word undemonstrative Bengali definition [আন্‌ডিমন্‌সট্রাটিভ্‌] (adjective) আবেগ, আগ্রহ প্রকাশ করতে অভ্যস্ত নয়; চাপা; অচপল
  • English Word undeniable Bengali definition [আন্‌ডিনাইআব্‌ল্] (adjective) অস্বীকার করা যায় না এমন; অনস্বীকার্য; অকাট্য; সন্দেহাতীতundeniably [আন্‌ডিনাইআব্‌লি] (adverb) অবশ্যস্বীকার্যরূপে; সন্দেহাতীতরূপে।
  • English Word undenominational Bengali definition [আন্‌ডিনমিনেইশান্‌ল্] (adjective) বিশেষ কোনো ধর্মীয় গোষ্ঠী সংশ্লিষ্ট নয় এমন; অসাম্প্রদায়িক: undenominational education/schools.
  • English Word under 1 Bengali definition [আন্‌ডা(র্‌)] (adjective) নিচে; তলে; নিম্নে; নিম্নপদে ইত্যাদি: The boat went under, ডুবে গেছে: He stayed under for one minute, পানির নিচে। down under (British/Britain, কথ্য) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। (২) (noun(s)-এর পরিবর্তনসাধক) অধীনস্থ; নিম্নপদস্থ; অবর: under secretary, সহকারী সচিব।
  • English Word under 2 Bengali definition [আন্‌ডা(র্)] (preposition(al)) (১) নিচে; তলে; নিম্নে; তল/নিচ দিয়ে: The workers were gossiping under the factory wall. (২) ভিতরে আচ্ছাদিত; তলে; নিচে: The child hid his face under the bedclothes. (৩) চেয়ে ন্যূনতর; নিচের; নিম্নপদস্থ; children under (বিপরীত over/above) fifteen years of age, পনের বছরের কম বয়সের: books for the under tens (বিপরীত over-tens); speak under one’s breath, ফিসফিস করে কথা বলা। under age দ্রষ্টব্য age. (৪) (বিভিন্ন অবস্থাসূচক): under discussion, আলোচ্য; বক্ষ্যমাণ: road under repair, সংস্কারাধীন; under sentence of death, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত; India under the Mughals, মোগল শাসনাধীন; twenty acres under rice, ধান্যরোপিত বিশ একর; be under the impression that..., ধারণা/বিশ্বাস থাকা; living under an assumed name, ছদ্মনামে জীবনযাপন করা। (৫) (সাহিত্যিক ও লাক্ষণিক) কোনোকিছুর ভারে অবনমিত: marching under a heavy load; sink under a load of greif, দুঃখের চাপে নুয়ে পড়া।
  • English Word under- Bengali definition [আন্‌ডা(র্)] (prefix) দ্রষ্টব্য পরি.
  • English Word under-happy Bengali definition [আানডারহ্যাপি] (adjective) (অপিচ under happy) যতটা সুখী হওয়া উচিত অথবা হতে পারত, তার চেয়েও কম সুখী; ঊনসুখী: The workers in Singapore in the range of being ‘Under Happy’.
  • English Word underact Bengali definition [আন্‌ডার্‌ অ্যাক্‌ট্‌] (verb transitive), (verb intransitive) যথোচিত তেজ, শক্তি, জোরসহ অভিনয় না করা; মিনমিনে/নিষ্প্রাণ/ নিস্তেজভাবে অভিনয় করা: underact the role of Lear.
  • English Word underarm Bengali definition [আন্‌ডারা:ম্] (adjective), (adverb) (ক্রিকেট, টেনিস) হাত কনুই সোজা রেখে ছোড়া: underarm bowling; bowl/serve underarm.
  • English Word underbelly Bengali definition [আন্‌ডাবেলি] (noun) (plural underbellies) পশুর শরীরের নিম্নভাগ, যেমন (বিশেষত শূকরের) মাংসখণ্ড; পেটের মাংস
  • English Word underbid Bengali definition [আন্‌ডাবিড্] (verb transitive) (past tense, past participle অপরিবর্তিত) দ্রষ্টব্য bid 1 (১) (১) (অন্যের চেয়ে) কম দর হাঁকা(২) (তাসের খেলা, ব্রিজ) (হাতের তাসের শক্তির তুলনায়) কম ডাকা
  • English Word underbred Bengali definition [আন্‌ডাব্রেড্] (adjective) অযত্নপালিত; অবলালিত; অমার্জিত; ইতর