Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word uproot Bengali definition [আপ্‌রূট্] (verb transitive) উপড়ানো; উৎপাটন/ছিন্নমূল করা; উন্মুলিত/ছিন্নমূল করা
  • English Word upset Bengali definition [আপসেট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle upset) (upset, upsetting, upsets) (১) উলটানো; উলটে পড়া, ফেলা বা পাওয়া; উবুড় করা বা হওয়া: He upset the boat. (২) (মানসিকভাবে) বিপর্যস্ত করা; ওলটপালট করা; মেজাজ বিগড়ানো; বিচলিত/অস্থির করা; তছনছ/চুরমার/লণ্ডভণ্ড করা। □(noun) [আপ্‌সেট্] [countable noun] (১) বিপর্যয়; ওলটপালট; বিশৃঙ্খলা; অস্থিরতা; গোলমাল: a stomach upset; have a terrible upset. (২) (ক্রীড়া) অপ্রত্যাশিত ফল; বিপর্যয়
  • English Word upshot Bengali definition [আপ্‌শট্] (noun) the upshot (of something) ফলাফল; পরিণাম; ফলনিবৃত্তি; শেষফল
  • English Word upsidedown Bengali definition [আপ্‌সাইড্‌ডাউন্‌] (adverb) উলটো/অধোমুখ করে; ওলটপালট/তছনছ/লণ্ডভণ্ড করে: hold something upsidedown.
  • English Word upskill Bengali definition [আপ্‌স্কিল] (verb) নতুন কর্মচারীকে নতুন অথবা বাড়তি দক্ষতা অর্জনে সহায়তা করা: upskilling the team.
  • English Word upstage Bengali definition [আপ্‌স্‌টেইজ্‌] (adjective) (কথ্য) হামবড়া; উন্মাসিক; আত্মম্ভরি। □(adverb) মঞ্চের পশ্চাদ্ভাগে। □(verb transitive) অন্যের দিক থেকে নিজের দিকে দৃষ্টি ফিরানো; অসুবিধায় ফেলা: The boy upstaged his classmates by his brilliance. The group refused to be upstaged by their fellow.
  • English Word upstairs Bengali definition [আপ্‌স্‌টেআজ্‌] (adverb) (১) উপরের তলায়: go upstairs. (২) (attributive(ly)) উপরের তলায়: an upstairs room.
  • English Word upstanding Bengali definition [আপ্‌স্‌ট্যান্‌ডিঙ্] (adjective) ঋজু হয়ে দণ্ডায়মান; সোজা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান; সুস্থসবল
  • English Word upstart Bengali definition [আপ্‌স্‌টা:ট্] (noun), (adjective) হঠাৎ বিত্ত, ক্ষমতা বা উচ্চতর সামাজিক অবস্থান পেয়েছে এমন (ব্যক্তি), বিশেষত যার আচরণ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে; ভুঁইফোড়
  • English Word upstream Bengali definition [আপ্‌স্‌ট্রীম্] (adverb) নদীর উজানে; স্রোতের প্রতিকূলে; উজানে; উজানস্রোতে
  • English Word upsurge Bengali definition [আপ্‌সাজ্] (noun) (আবেগের) উচ্ছ্বাস; সমুচ্ছ্বাস
  • English Word uptake Bengali definition [আপ্‌টেইক্] (noun) (কথ্য) ক্ষিপ্রধী; জড়ধী
  • English Word uptight Bengali definition [আপ্‌টাইট্] (adjective) uptight (about) (অপশব্দ) (১) আশঙ্কিত; বিচলিত: uptight about an interview/examination. (২) অস্বস্তিপূর্ণ; পক্ষপাতদুষ্ট; বৈরী; সন্ত্রস্ত
  • English Word uptodate Bengali definition [আপ্‌টাডেইট্] (adjective) আধুনিক; হালনাগাদ; কেতাদুরস্ত
  • English Word uptown Bengali definition [আপ্‌টাউন্‌] (adjective), (adverb) (America(n)) (শহরের আবাসিক বা অবাণিজ্যিক) উপরের দিকের; উপরের দিকে: uptown Dhaka.
  • English Word upturn Bengali definition [আপ্‌টান্] (noun) উপরের দিকে মোড়; ভালোর দিকে পরিবর্তন; ঊর্ধ্বমুখী প্রবণতা; ঊর্ধ্বগতি: an upturn in business /employment/production.
  • English Word upward Bengali definition [আপ্ওয়াড্] (adjective) ঊর্ধ্বমুখী; ঊর্ধ্বাভিমুখupward (social) mobilty এক (সামাজিক) শ্রেণি থেকে অন্য শ্রেণির অভিমুখে চলন; ঊর্ধ্বমুখী জঙ্গমতা; উৎসর্পণ। □(adverb) upward(s) উপরের দিকে; ঊর্ধ্বাভিমুখে। upwards of অধিক: upwards of a hundred people.
  • English Word uranium Bengali definition [ইঊরেইনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) তেজস্ক্রিয় ধর্মবিশিষ্ট ভারী সাদা মৌল (প্রতীক U), পারমাণবিক শক্তির অন্যতম উৎস; ইউরেনিয়ম
  • English Word Uranus Bengali definition [ইঊরেইনাস্‌] (noun) (জ্যোতির্বিদ্যা) সূর্য থেকে দূরত্বের দিক থেকে সপ্তম গ্রহ; ইউরেনিয়ম
  • English Word urban Bengali definition [আবান্] (adjective) নগর সম্বন্ধীয় বা নগরস্থ; নাগরিক; নগর; শহুরে: urban areas; urban guerrillas, দ্রষ্টব্য guerrilla. urbanize, urbanise [আবান্‌নাইজ্‌] (verb transitive) নগরায়িত করা। urbanization, urbanisation [আবানাইজেইশ্‌ন্‌ America(n) আবানিজেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] নগরায়ণ।
  • English Word urbane Bengali definition [আবেইন্] (adjective) শিষ্ট; সুসংস্কৃত; মার্জিত; শিষ্টাচারী; শিষ্টাচারপূর্ণ; সুসভ্যurbanely (adverb) মার্জিতভাবে ইত্যাদি। urbanity [আব্যানাটি] (noun) [uncountable noun] পরিশীলন; পরিমার্জনা; নাগরিকতা; সভ্যাচার; (plural urbaneties) শিষ্টাচার; মার্জিত আচরণ; সুজনতা।
  • English Word urchin Bengali definition [আচিন্‌] (noun) দুষ্ট বালক বা বালিকা; চেংড়া বা চেংড়ি; ছোঁড়া বা ছুঁড়ি; (প্রায়ই street-urchin) দরিদ্র দুঃস্থশিশু; টোকাই।
  • English Word Urdu Bengali definition [উআডূ] (adjective), (noun) উত্তর ভারতীয় ভাষাবিশেষ, যা পাকিস্তানের রাষ্ট্রভাষা; ঊর্দু
  • English Word urethra Bengali definition [ইঊরিথ্‌রা] (noun) মূত্রনালি
  • English Word urge Bengali definition [আজ্‌] (verb transitive) (১) urge somebody/something (on/onward/forward) তাড়া করা/দেওয়া; তাড়ানো; ঠেলে নেওয়া: urge a horse onward. (২) urge somebody (to do something) পীড়াপীড়ি/নির্বন্ধ করা; তাড়া দেওয়া; জোরালো সুপারিশ করা; প্রবর্তন করা; প্ররোচিত করা: The shopkeeper urged her to buy a new dress. (৩) urge something (on/upon something) নির্বন্ধসহকারে বোঝানো; গুরুত্ব আরোপ করা: He urged on his son the importance of being honest. □(noun) [uncountable noun, countable noun] তীব্র আকাঙ্ক্ষা; অভিলাষ; অত্যভিলাষ; বাসনা; অত্যাকাঙ্ক্ষা: an urge to eat caviar.
  • English Word urgent Bengali definition [আজান্‌ট্‌] (adjective) জরুরি; অত্যাবশ্যক; অপরিহার্য; আশু কর্তব্য(২) (ব্যক্তি, তার কণ্ঠ ইত্যাদি) সনির্বন্ধ; নির্বন্ধযুক্ত; নির্বন্ধিতurgently (adverb) জরুরিভাবে; জরুরি ভিত্তিতে। urgeney [আজান্‌সি] (noun) [uncountable noun] অত্যাবশ্যক; অত্যাবশ্যকীয়তা: a matter of great urgent, অতিজরুরি বিষয়।
  • English Word uric Bengali definition [ইঊআরিক্] (adjective) মূত্রসম্বন্ধীয়
  • English Word urine Bengali definition [ইঊআরিন] (noun) [uncountable noun] প্রস্রাব; মূত্রurinal [ইঊআরিন্‌ল্‌] (noun) (১) (bed urinal) (অসুস্থ ব্যক্তির জন্য) মূত্রাধার(২) (public urinal) (সর্বসাধারণের জন্য) প্রস্রাবখানাurinate [ইঊআরিনেইট্] (verb transitive) মূত্রত্যাগ করা; প্রস্রাব করা। urinary [ইঊআরিন্‌রি America(n) ইঊআরিনেরি] (adjective) মূত্রঘটিত: a urine infection.
  • English Word URL Bengali definition [ইউআরএল] (noun) ইউনিফর্ম রিসোর্স লোকেটরের সংক্ষেপই ইউআরএল। ওয়েবসাইটের অ্যাড্রেসবারের ভিতর যে লেখাগুলো থাকে তা-ই ইউআরএল। যদি ব্যবহারকারী কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েবপেজ ভিজিট করতে চান, তাহলে অ্যাড্রেসবারে ইউআরএল বসিয়ে এন্টার চাপ দিলে ব্রাউজারে ওয়েবপেজটি খুলবে। এছাড়া কি-বোর্ডের এফসিক্স (F 6) বাটন চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়: Don’t have the URL link but one can locate it pretty easily.
  • English Word urn Bengali definition [আন্‌] (noun) (১) সাধারণত কাণ্ড ও পীঠিকাবিশিষ্ট পাত্রবিশেষ, যা বিশেষত শবভস্ম রাখতে ব্যবহৃত হয়; ভস্মাধার(২) চা বা কফি বানানো বা গরম রাখতে ব্যবহৃত পাত্রবিশেষ; মটকা