U পৃষ্ঠা ২১
- English Word Urs Bengali definition [উর্স্] (noun) (plural) মুসলিম সাধকদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান; উরস।
- English Word us Bengali definition [দুর্বল রূপ: জোরালো রূপ: আস] (pronoun) আমাদেরকে; আমাদের।
- English Word usage Bengali definition [ইঊজিজ America(n) ইঊসিজ্] (noun) (১) ব্যবহার। (২) [countable noun, uncountable noun] ভাষা ব্যবহারের প্রচলনসমূহ (বিশেষত ভাষার যেসব দিক ব্যাকরণ দ্বারা শাসিত হয় না); প্রয়োগ; প্রয়োগবিধি: a guide to Frence grammar and usage. (৩) [countable noun, uncountable noun] (সামাজিক) রীতিনীতি; আচরণবিধি; রীতিপদ্ধতি; আচারব্যবহার: social usage(s).
- English Word USB Bengali definition [ইউএসবি] (noun) ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাসের সংক্ষেপ। এটা সহজে বহনযোগ্য খুদে ইলেকট্রনিক ডিভাইস, যা বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা ডাটা বা তথ্য সংরক্ষণে সহায়তা দেয়: In 1 9 9৪ USB became widespread.
- English Word use 1 Bengali definition [ইঊস্] (noun) (১) ব্যবহার: the use of tools/electricity. in use ব্যবহৃত হচ্ছে এমন; আচরিত। out of use অব্যবহৃত; ব্যবহারবর্জিত। come into use ব্যবহৃত/প্রচলিত হওয়া; চালু হওয়া; ব্যবহৃত হতে শুরু করা। go/fall out of use চলন না-থাকা; অচল/অপ্রচলিত হয়ে যাওয়া; আর ব্যবহৃত না-হওয়া। make (good/the best) use of সদ্ব্যবহার/উত্তম ব্যবহার করা: make use of an opportuanity. (২) [countable noun, uncountable noun] যে উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে নিযুক্ত করা হয় বা করা যায়; কোনো ব্যক্তি বা বস্তু যে কাজ করতে পারে; ব্যবহার; প্রয়োগ; প্রয়োজন; দরকার: a tool with many uses; have no further use for something. I have no use for (অপছন্দ করি; সহ্য হয় না) workers who Shirk work. (৩) [uncountable noun] মূল্য; লাভ: It’s of no use to an old man. It’s no use your offering excuses for being late. (৪) [uncountable noun] ব্যবহার করার ক্ষমতা: lose the use of one’s legs, পঙ্গু হওয়া। (৫) [uncountable noun] ব্যবহার করার অধিকার: give somebody the use of one’s library, ব্যবহার করতে দেওয়া। (৬) [uncountable noun]= usage; অভ্যাসের মধ্য দিয়ে অর্জিত স্বাচ্ছন্দ্য; ব্যবহার: Use is the best guide. useful [ইঊস্ফুল্] (adjective) (১) দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়: a use tool. (২) (কথ্য) যোগ্য; সমর্থ; কর্মক্ষম: a use member of a team. usefully [ইঊস্ফালি] (adverb) কার্যকরভাবে; উপযোগীরূপে। usefulness (noun) প্রয়োজনীয়তা; উপকারিতা; উপকার; হিত; মঙ্গল। useless (adjective) (১) অকাজের; মূল্যহীন; অর্থহীন; অপদার্থ; অকেজো; অকার্যকর: a use old bicycle. (২) নিষ্ফল; বৃথা; অর্থহীন: It’s use to advice him. uselessly (adverb) অনর্থক; খামোকা; অহেতুক; শুধুশুধু। uselessness অর্থহীনতা; নিষ্ফলতা; অকার্যকরতা।
- English Word use 2 Bengali definition [ইঊজ্] (verb transitive) (past tense, past participle used [ইঊজ্ড্] (১) use (for) ব্যবহার করা; কাজে লাগানো; প্রয়োগ করা। (২) use something (up) খরচ করা; নিঃশেষ করা: use up all one’s energies. (৩) (কারো সঙ্গে) ব্যবহার/আচরণ করা: He used his servant badly. used [ইঊজ্ড্] (adjective) ব্যবহৃত; পুরাতন: used cars. usable [ইঊজাব্ল্] (adjective) ব্যবহারযোগ্য। user (noun) ব্যহারকারী।
- English Word used 1 Bengali definition [ইঊস্ট্] (anomalous finite) (negative(ly)) used not; usedn’t/usen’t [ইঊস্ন্ট্] (কথ্য) didn’t use [ইঊস্ট্] used to + infinitive ( অতীতের নিত্য বা প্রায়িক ঘটনা নির্দেশে ব্যবহৃত।): He used to come everyday, তিনি আসতেন। there used to be (কোনোকিছুর অতীত অস্তিত্বসূচক): There used to be a herd of cattle grazing in the field, use(d)n’t there/didn’t there?
- English Word used 2 Bengali definition [ইঊস্ট্] (adjective) used to অভ্যস্ত: I’ll never get used to his kind of life.
- English Word userfriendly Bengali definition [ইঊজাফ্রেন্ড্লি] (adjective) (বিশেষত কম্পিউটারের যন্ত্রপাতি ও পূর্বলেখ) অবিশেষজ্ঞ ব্যবহারকারীদের জন্য সহজ; সহজে ব্যবহারযোগ্য; সহজ ব্যবহারোপযোগী; ব্যবহারবান্ধব; ব্যবহারমিত্র।
- English Word usher Bengali definition [আশা(র্)] (noun) (১) যে ব্যক্তি রঙ্গালয়, প্রেক্ষাগৃহ ইত্যাদিতে মানুষকে তাদের আসন দেখিয়ে দেয়; প্রবেশক; দ্বারিক। (২) আদালত প্রভৃতিতে দ্বারপাল; দ্বারী। □(verb transitive) (১) অগ্রবর্তী হয়ে নিয়ে যাওয়া; এগিয়ে দেওয়া। (২) usher something in সূচনা করা; ঘোষণা করা। usherette [আশারেট্] (noun)
- English Word ustad Bengali definition [ঊস্তাদ্] (noun) (১) অভিজ্ঞ ব্যক্তি। (২) শিল্প ও সংগীতে পারদর্শী ব্যক্তি। (৩) কোনো বিশেষ বিষয়ে জ্ঞানী ব্যক্তিকে শিক্ষক বিবেচনায় দেওয়া উপাধি; ওস্তাদ: Ustad Alauddin/Bismillah Khan, ওস্তাদ আলাউদ্দিন; বিসমিল্লাহ খান (খাঁন)।
- English Word usual Bengali definition [ইঊজ্ল্] (adjective) সচরাচর ঘটে এমন; প্রচলিত; প্রথাগত; নিত্যনৈমিত্তিক; স্বাভাবিক; নিত্যদিনের: We came borne later than usual; The usual onlookers gathered around the jugglar. as usual যথারীতি। usually [ইঊজালি] (adverb) সচরাচর; সাধারণত।
- English Word usurer Bengali definition [ইঊজা্রা(র্)] (noun) সুদের কারবারি; সুদখোর; কুসীদজীবী।
- English Word usurp Bengali definition [ইঊজাপ্] (verb transitive) (কারো ক্ষমতা, কর্তৃত্ব, পদ) অন্যায়ভাবে দখল করা; জবরদখল করা: usurp the throne. usurper (noun) জবরদখলকারি। usurpation [ইঊ্যজাপেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] জবরদখল।
- English Word usury Bengali definition [ইঊজা্রি] (noun) [uncountable noun] সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চোটা; চড়া সুদ। usurious [ইঊ্যজ্যি্উআরিআস্ America(n) ইঊ্যজুউআরিআস্] কৌসীদ; চোটাঘটিত; সুদি বা বার্ষিক: a usury transaction; a usury rate of interest, গলাকাটা সুদের হার।
- English Word utensil Bengali definition [ইঊটেন্সিল্] (noun) বিশেষত গৃহে ব্যবহারের জন্য হাতিয়ার; সাজসরঞ্জাম: household utensils গৃহসরঞ্জাম; গার্হস্থ্য উপকরণ; writing utensils, লেখার সরঞ্জাম।
- English Word uterus Bengali definition [ইঊটারাস্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) জরায়ু; গর্ভ; জঠর। uterine [ইঊটারাইন্] (adjective) জরায়ুঘটিত; জরায়ুজ; জরায়ুস্থ: বৈপিত্র/বৈপিত্রেয় ভাই।
- English Word utilitarian Bengali definition [ইঊটিলিটেআরিআন্] (adjective) (১) সত্য, সুন্দর ও কল্যাণের চেয়ে উপযোগিতার উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; উপযোগবাদী। (২) উপযোগবাদী ও তাদের আদর্শ সম্বন্ধীয়; উপযোগবাদী। □(noun) Utilitarian উপযোগবাদের সমর্থক; উপযোগবাদী। utilitarianism [ইঊটিলিটেআরিনিজাম্] (noun) [uncountable noun] জীবনের শেষ্ঠ বিধান হচ্ছে ‘সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ’ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা- এই রাজনৈতিক ও শ্রেয়োনীতিক মতবাদ; উপযোগবাদ।
- English Word utility Bengali definition [ইঊটিলাটি] (noun) (plural utilities) (১) [uncountable noun] উপযোগিতা; উপযোগ: (attributive(ly)) utility van/truck, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী ভ্যান, ট্রাক। (২) [countable noun] (public) utility পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, বাস বা ট্রেন সার্ভিস প্রভৃতি জনউপযোগমূলক সেবা; জনউপযোগ।
- English Word utilize, utilise Bengali definition [ইঊটিলাইজ্ America(n) ইঊটালাইজ্] (verb transitive) ব্যবহার করা; কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া। utilizable [ইঊটিলাইজাবল] (adjective) ব্যবহারযোগ্য। [ইঊটিলাইজেইশ্ন্ America(n) ইঊটালিজেইশ্ন্] (noun) [uncountable noun] ব্যবহার; সদ্ব্যবহার।
- English Word utmost Bengali definition [আট্মোস্ট্] (adjective) চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়: in the utmost danger; of the utmost importance. □(noun) যথাসাধ্য; যথাশক্তি; যথাসম্ভব: exert/enjoy oneself to the utmost.
- English Word Utopia Bengali definition [ইঊটোপিআ] (noun) [countable noun] কাল্পনিক, নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা; স্বপ্নরাষ্ট্র; স্বর্গরাজ্য। Utopian [ইঊটোপিআন্] (adjective) (অপিচ utopia) আকর্ষণীয় ও বাঞ্ছনীয় তবে অবাস্তব; আকাশকুসুম: a utopian scheme.
- English Word utter 1 Bengali definition [আটা(র্)] (adjective) সম্পূর্ণ; বদ্ধ; একদম; একেবারে; চরম; নিতান্ত; নিরেট; ঘোর: utter darkness; an utter slander. utterly (adverb) (১) সম্পূর্ণরূপে; একেবারে ইত্যাদি। (২) অন্তরের অন্তস্তল পর্যন্ত; মনেপ্রাণে; সমগ্র সত্তা দিয়ে: He utterly despises you.
- English Word utter 2 Bengali definition [আটা(র্)] (verb transitive) (১) মুখ দিয়ে (শব্দ) করা; উদীরণ করা: utter a sigh/a cry of pain. (২) বলা; উদীরণ/উচ্চারণ করা: He did not utter a word. utterance [আটারান্স্] (noun) (১) (কেবল singular) বাচনভঙ্গি: a clear/defective/very rapid utterance. (২) [countable noun] উক্তি; কথা; উচ্চারণ; অভ্যুদীরণ। (৩) [uncountable noun] উদীরণ: give utterance to (one’s feelings etc) ভাষায় ব্যক্ত করা; উদীরিত করা। uttered (past tense, past participle) উচ্চারিত।
- English Word uvula Bengali definition [ইঊভ্যিউলা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) আলজিহ্বা; আলজিব। uvular [ইঊভ্যিউলা(র্)] (adjective) আলজিহ্বা; আলজিব।
- English Word UX Bengali definition [ইঊএক্স] (noun) [countable noun, plural UXs] (ব্যবসায় ও কম্পিউটিং) ‘user experience’ -এর সংক্ষেপ। কোনো পণ্য, পদ্ধতি বা সেবা গ্রহণকালে ব্যক্তির সার্বিক অভিজ্ঞতা ও অনুভূতি: At that point I knew I wanted to pursue UX design.
- English Word uxorious Bengali definition [আকসোরিআস্] (adjective) নিজ স্ত্রীর প্রতি অত্যাসক্ত; স্ত্রৈণ; স্ত্রৈণসুলভ। uxoriously (adverb) স্ত্রৈণের মতো। uxoriousness (noun) স্ত্রৈণতা।