U পৃষ্ঠা ৮
- English Word underlip Bengali definition [আন্ডালিপ্] (noun) নিচের ঠোঁট; অধর।
- English Word undermanned Bengali definition [আন্ডাম্যান্ড্] (adjective) (জাহাজ, কারখানা ইত্যাদি) অপর্যাপ্ত লোকবলসম্পন্ন।
- English Word undermentioned Bengali definition [আন্ডামেন্শ্ন্ড্] (adjective) নিম্নোক্ত; নিম্নে উল্লেখিত।
- English Word undermine Bengali definition [আন্ডামাইন্] (verb transitive) (১) নিচে গর্ত বা সুড়ঙ্গ খোড়া; ভিত্তি দুর্বল করা; অধঃখনন করা: undermined, অধঃখাত। (২) ক্রমশ/উত্তরোত্তর দুর্বল করা; কুঁড়ে কুঁড়ে খাওয়া: Too much drinking has undermined his health.
- English Word undermost Bengali definition [আনডামোস্ট্] (adjective), (adverb) সর্বনিম্নস্থ; সর্বাধঃস্থ; সর্বাধিক অভ্যন্তরস্থ; সর্বাধিক নিচে বা অভ্যন্তরে।
- English Word underneath Bengali definition [আন্ডানীথ্] (adverb), (preposition(al)) নিচে; নিম্নে; তলে; তলদেশে; অধোদেশে; অধোভাগে।
- English Word undernourished Bengali definition [আন্ডানারিশ্ট্] (adjective) সুস্বাস্থ্য ও স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত খাদ্য দেওয়া হয়নি এমন; অপুষ্ট। undernourishment (noun) অপুষ্টি; অবপুষ্টি।
- English Word underpants Bengali definition [আন্ডাপ্যান্ট্স্] (noun), (plural) জাঙিয়া। দ্রষ্টব্য panties.
- English Word underpass Bengali definition [আন্ডাপা:স্ America(n) আন্ডাপ্যাস্] (noun) যে রাস্তা অন্য রাস্তা বা রেলপথের নিচ দিয়ে যায়; অধোবর্ত্ম; অধোমার্গ।
- English Word underpin Bengali definition [আন্ডাপিন্] (verb transitive) (underpinned, underpinning, underpins) (১) (দেওয়াল ইত্যাদির নিচে) কংক্রিট বা পাথরের আলম নির্মাণ করা; ঠেস দেওয়া। (২) (লাক্ষণিক) (মামলা, যুক্তিতর্ক ইত্যাদির) আলম্ব বা ভিত্তি নির্মাণ করা।
- English Word underplay Bengali definition [আন্ডাপেই] (verb transitive) (past tense, past participle underpaid ([আন্ডাপেইড]) অপর্যাপ্ত বেতন বা মজুরি দেওয়া। underment (noun) অল্প বেতন/মজুরি।
- English Word underplot Bengali definition [আন্ডাপ্লট্] (noun) নাটকের বা গল্পের মূলকাহিনির অন্তর্ভুক্ত অন্যকাহিনি; উপকাহিনি; উপাখ্যান।
- English Word underpopulated Bengali definition [আন্ডাপপিউ্যলেইটিড্] (adjective) (দেশ বা এলাকা) আকার বা প্রাকৃতিক সম্পদের তুলনায় কম জনসমৃদ্ধ; স্বল্পাধ্যুষিত।
- English Word underpriviledged Bengali definition [আন্ডাপ্রিভালিজ্ড্] (adjective) অধিকতর ভাগ্যমান মানুষ, সামাজিক শ্রেণি, জাতি ইত্যাদির তুল্য সামাজিক ও শিক্ষগত সুযোগ-সুবিধা পায়নি এমন; স্বল্প প্রাধিকারপ্রাপ্ত।
- English Word underproduction Bengali definition [আন্ডাপ্রাডাক্শ্ন্] (noun) [uncountable noun] স্বল্পোৎপাদন; অপর্যাপ্ত উৎপাদন।
- English Word underquote Bengali definition [আন্ডাকোওউট্] (verb transitive) (বাজারদর অপেক্ষা) কম দর উল্লেখ করা।
- English Word underrate Bengali definition [আন্ডারেইট্] (verb transitive) অত্যন্ত অল্প মূল্য বা গুরুত্ব দেওয়া; হীন/ঊনজ্ঞান করা; ছোট করে দেখা: underrate an opponent.
- English Word underscore Bengali definition [আন্ডাস্কো(র্)] (verb transitive)= underline.
- English Word undersecretary Bengali definition [আন্ডাসেক্রাট্রি America(n) আন্ডাসেক্রাটেরি] (noun) (plural undersecretaries) সহকারী/অবর সচিব, বিশেষত (Parliamentary Undersecretary) সিভিল সার্ভিসের সদস্য ও কোনো সরকারি বিভাগের প্রধান।
- English Word undersell Bengali definition [আন্ডাসেল্] (verb transitive) (past tense, past participle undersold [আন্ডাসোল্ড্]) (প্রতিযোগীদের চেয়ে) কম দামে বিক্রি করা।
- English Word undersexed Bengali definition [আন্ডাসেক্স্ট্] (adjective) যা স্বাভাবিকতার চেয়ে কম যৌনকামনা বা ক্ষমতাসম্পন্ন; ঊনকামী।
- English Word undershoot Bengali definition [আন্ডাশূট্] (verb transitive) (past tense, past participle shot [আন্ডাশট]) (বিমান) অবতরণভূমি পর্যন্ত না-পৌঁছেই অবতরণ করা; পিছিয়ে অবতরণ করা।
- English Word undershot Bengali definition [আন্ডাশট্] (adjective) (কলের চাকা) নিম্নস্থ জলপ্রবাহচালিত।
- English Word underside Bengali definition [আন্ডাসাইড্] (noun) ভিতরের দিক।
- English Word undersign Bengali definition [আন্ডাসাইন্] (verb transitive) (চিঠি ইত্যাদির) নিচে স্বাক্ষর করা: the undersigned, নিম্নস্বাক্ষরিত।
- English Word undersized Bengali definition [আন্ডাসাইজ্ড্] (adjective) যা স্বাভাবিক, তার চেয় ক্ষুদ্রাকার; বেঁটে; খর্বাকার; করকটে।
- English Word underslung Bengali definition [আন্ডাশ্লাঙ্] (adjective) (গাড়ির) অক্ষদণ্ডের নিচে কামানযুক্ত।
- English Word understaffed Bengali definition [আন্ডাস্টা:ফ্ট America(n) [আন্ডাস্ট্যাফ্ট্] (adjective) স্বল্প জনবলসম্পন্ন: The college is badly understaffed, শিক্ষকসংখ্যার দিক থেকে নিতান্ত হীনবল।
- English Word understand Bengali definition [আন্ডাস্ট্যান্ড্] (verb transitive) (past tense, past participle understood [আন্ডাস্টুড্]) (১) বোঝা; বুঝতে পারা; প্রণিধান/উপলব্ধি করা: understand German. understand a problem. She did not understand her husband. make oneself understood নিজের বক্তব্য স্পষ্ট করা/বোঝাতে পারা। (Now), understand me (হুমকি বা হুঁশিয়ারির ভূমিকাস্বরূপ প্রায়ই ব্যবহৃত বাক্যাংশ) এবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। understand one another (দুই ব্যক্তি ও পক্ষ) অপরের দৃষ্টিভঙ্গি, অনুভূতি, অভিপ্রায় ইত্যাদি সম্বন্ধে সজাগ থাকা; পরস্পরকে বুঝতে পারা। (২) (প্রাপ্ত তথ্য থেকে) জানা; অনুমান করা; ধরে নেওয়া: Am I to understand that you are ready to help? Give somebody to understand (that...) (কারো) মনে এই বিশ্বাস জন্মানো যে…: (কাউকে) এই ধারণা দেওয়া যে,...: He was given to understand that his colleagues would support his proposal. (৩) (শব্দ বা বাক্যাংশ) মনে মনে ধরে নেওয়া; উহ্য মনে করা। understandable [আন্ডাস্ট্যান্ড্আব্ল্] (adjective) বোধগম্য। understandably [আন্ডাস্ট্যান্ড্আব্লি] (adverb) বোধগম্যভাবে: She’s understandably disappointed. understanding (adjective) অন্যের অনুভূতি বা দৃষ্টিভঙ্গি বোঝেন এমন; অন্তর্দর্শী; অনুকম্পী; সহমর্মিতাপূর্ণ: with an understanding smile. □(noun) (১) [uncountable noun] স্বচ্ছ চিন্তাশক্তি; বোধশক্তি; মেধা; বুদ্ধি; উপলব্ধি; ধীশক্তি। (২) [uncountable noun] সহমর্মিতা অনুভব করবার, অন্যের দৃষ্টিকোণ থেকে দেখবার ক্ষমতা; অনুকম্পা; সহমর্মিতা। (৩) (প্রায়ই an understand তবে plural বিরল) বোঝাপড়া; মতৈক্য; সমঝোতা: reach/come to an understanding with job. on this understanding এই শর্তে। on this understanding that... এই শর্তে যে...।
- English Word understate Bengali definition [আন্ডাস্টেইট্] (verb transitive) পুরোপুরি বা পর্যাপ্তভাবে উল্লেখ করতে না-পারা; অত্যধিক সংযত ভাষায় প্রকাশ করা; ঊনোক্তি করা: He understated the difficulties lying ahead. understatement [আন্ডাস্টেইট্মান্ট্] (noun) [Uncountable noun, Countable noun]. ঊনোক্তি।