U পৃষ্ঠা ৯
- English Word understock Bengali definition [আন্ডাস্টক্] (verb transitive) বাঞ্ছিত পারিমাণের চেয়ে কম মজুদ করা: an understocked farm.
- English Word understudy Bengali definition [আন্ডাস্টাডি] (noun) (plural understudies) (বিশেষত) অন্য অভিনেতার স্থলে অভিনয় করতে সমর্থ বা মহড়ারত অভিনেতা; প্রতিনট। □(verb transitive) (past tense, past participle understudied) (উক্তরূপ অভিনয়ের জন্য) (নাটকের পার্ট) অধ্যয়ন করা; প্রতিনট হিসেবে অভিনয় করা: Who is understudying Ceasar?
- English Word undertake Bengali definition [আন্ডাটেইক্] (verb transitive) (past tense undertook [আন্ডাটূক], past participle -undertaken) [আন্ডাটেইকন্]) (১) undertake (to do) something দায়িত্ব বা ভার গ্রহণ করা; (কিছু করতে) সম্মত হওয়া: He is too old to undertake the Presidency. (২) (কোনো কাজের) সূত্রপাত করা; (কাজ) শুরু করা/হাতে নেওয়া; উপযোগী উদ্যোক্তা হওয়া। (৩) জোর দিয়ে বলা; অস্বীকার করা; প্রতিশ্রুতি দেওয়া: Can you undertake that the scheme will succeed? undertaking [আনডাটেইকিঙ্] (noun) [countable noun] (১) উদ্যোগ; আরব্ধ কর্ম; উদ্যম; কর্মভার। (২) প্রতিশ্রুতি; প্রত্যাভূতি; অঙ্গীকার।
- English Word undertaker Bengali definition [আন্ডাটেইকা(র্)] (noun) মুরদাফরাশ; অন্ত্যকর্মনির্বাহক; (America(n)= mortician). undertaking [আন্ডাটেইকিঙ্] (noun) [uncountable noun] মুরদাফরাশি।
- English Word undertenant Bengali definition [আন্ডাটেনান্ট্] (noun) কোর্ফাপ্রজা বা ভাড়াটে। undertenancy [আন্ডাটেনানসি] (noun) কোর্ফা প্রজাস্বত্ব; কোর্ফা ভাড়া।
- English Word underthecounter Bengali definition [আন্ডা দা কাউন্টা(র্)] (adjective) দ্রষ্টব্য counter 1.
- English Word undertone Bengali definition [আন্ডাটোন্] (noun) [countable noun] (১) চাপা/নিচু স্বর: talk in undertones. (২) অন্তর্নিহিত গুণ: an undertone of discontent/hostility/sadness. অন্তঃপ্রবাহী/চাপা অসন্তোষ ইত্যাদি। (৩) মেড়মেড়ে/চাপা রং।
- English Word undertook Bengali definition [আন্ডাটূক্] undertake- এর past tense.
- English Word undertow Bengali definition [আন্ডাটো] (noun) বেলাভূমিতে আঘাতের পর ঢেউয়ের পশ্চাৎপ্রবাহ এবং এইভাবে সৃষ্ট স্রোত; ঢেউয়ের পশ্চাৎটান।
- English Word undervalue Bengali definition [আন্ডাভ্যাল্যিঊ] (verb transitive) সত্যিকার মূল্যের চেয়ে কম মূল্য ধরা; অবমূল্যায়ন করা। undervaluation [আন্ডাভ্যালিউএইশ্ন্] (noun) অবমূল্যায়ন।
- English Word underwater Bengali definition [আন্ডাওয়োটা(র্)] (adjective) জলতলবর্তী; অন্তর্জলি: underwater swimming, ডুবসাঁতার।
- English Word underwear Bengali definition [আন্ডাওয়েআ(র্)] (noun) [uncountable noun] underclothing.
- English Word underweight Bengali definition [আন্ডাওয়েইট্] (noun) [uncountable noun] যা স্বাভাবিক বা তার চেয়ে কম ওজন; ঊনওজন; ওজনে ঊনতা। □(adjective) [আন্ডাওয়েইট্] যা স্বাভাবিক বা আইনসম্মত, তার চেয়ে কম ওজনের; ঊনভার; ঊনমাপ; ওজনে কম: an underweight boy. দ্রষ্টব্য overweight.
- English Word underwent Bengali definition [আন্ডাওয়েন্ট্] undergo- এর past tense
- English Word underwhelm Bengali definition [আন্ডাওয়েল্ম্ America(n) আন্ডাহোয়েল্ম্] (verb transitive) (কথ্য, পরিহাস.) উৎসাহ-উদ্দীপনা, আগ্রহ, উত্তেজনা ইত্যাদি সৃষ্টি করতে ব্যর্থ হওয়া; অনভিভূত করা; to underwhelm an audience.
- English Word underwood Bengali definition [আন্ডাওয়ুড্] (noun) গাছের নিচে গজানো ছোট ছোট গাছ, ঝোপঝাড় ইত্যাদি; বনতল।
- English Word underworld Bengali definition [আনডাওয়াল্ড্] (noun) (১) (পুরাণ) প্রেতলোক; যমপুরী; পাতাল; শমনালয়। (২) সমাজের যে অংশ অপরাধ ও পাপকর্মের দ্বারা জীবিকা নির্বাহ করে; অপরাধজগৎ।
- English Word underwrite Bengali definition [আন্ডারাইট্] (verb transitive) (past tense) underwrote [আন্ডারোট্] past participle underwritten [আন্ডারিট্ন্] (বিশেষত জাহাজ সম্বন্ধে, বিমাচুক্তি স্বাক্ষরের মাধ্যমে) সম্ভাব্য ক্ষয়ক্ষতির আংশিক বা সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা; জনসাধারণ কর্তৃক অক্রীত (কোনো সম্পত্তির) সদ্য বাজারে ছাড়া সব হিস্যা কিনে নেওয়ার অঙ্গীকার করা; অবলিখন করা। underwriting (noun) অবলিখন। underwriter (noun) (বিশেষত জাহাজি) বীমাচুক্তির দায়গ্রহণকারী; অবলেখক।
- English Word undeserved Bengali definition [আন্ডাডিজাভ্ড্] (adjective) অন্যায়; অপ্রাপ্য; অনুচিত; অসংগত: an undeserved punishment/reward.
- English Word undesignedly Bengali definition [আন্ডিজাইনিড্লি] (adverb) অনিচ্ছাকৃতভাবে; অনভিপ্রায়ক্রমে; অজ্ঞানত।
- English Word undesirable Bengali definition [আন্ডিজাইআরাব্ল্] অস্পৃহ্য; অনাকাঙ্ক্ষ্য; অবাঞ্ছিত; অনাকঙ্ক্ষিত। □(noun) অবাঞ্ছিত ব্যক্তি।
- English Word undeterred Bengali definition [আন্ডিটাড্] (adjective) অদম্য; অকুতোভয়; অপ্রতিহত; অপ্রতিরুদ্ধ; অনিবারিত: undeterred by failure/weather.
- English Word undeveloped Bengali definition [আন্ডিভেলাপ্ট্] (adjective) অনুন্নত; অনুন্নীত: undeveloped land, (কৃষি, শিল্প, বসতি ইত্যাদির জন্য) এখনো অব্যবহৃত জমি।
- English Word undid Bengali definition [আন্ডিড্] undo- এর past tense (কথ্য) অন্তর্বাস।
- English Word undigested Bengali definition [আন্ডিজেস্টিড্] (adjective) যা হজম হয়নি; অজীর্ণ।
- English Word undignified Bengali definition [আন্ডিগ্নিফাইড্] (adjective) মর্যাদাহীন; অমর্যাদাকর; মানসম্ভ্রমহীন; আড়ষ্ট; জবুথবু।
- English Word undiplomatic Bengali definition [আনডিপ্লাম্যাটিক্] (adjective) অকূটনীতিক; কূটনীতিবিরুদ্ধ।
- English Word undischarged Bengali definition [আন্ডিস্চা:জ্ড্] (adjective) (মালামাল) খালাস না-করা; বেখালাস; (ঋণ) অশোধিত; (বিশেষত দেউলিয়া বা কোম্পানি) পাওনাদারদের আরো পাওনা পরিশোধের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়নি এমন; বেখালাস; অনবমুক্ত।
- English Word undisclosed Bengali definition [আন্ডিসক্লোউজ্ড্] (adjective) অপ্রকাশিত; অনুদ্ঘাটিত।
- English Word undiscovered Bengali definition [আন্ডিসকাভাড্] (adjective) অনাবিষ্কৃত। undiscoverable (noun) অনাবিষ্কার্য।