• Bengali Word cross 2 English definition [ক্রস্‌ America(n) ক্রোস্‌] (verb transitive), (verb intransitive) ১ cross (from) (to) পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।
    cross a person’s path মুখোমুখি হওয়া। cross one’s mind চিন্তা বা ভাবনা ইত্যাদির উদ্রেক হওয়া। (২) cross (off/out/through) আড়াআড়ি লাইন টেনে বাতিল করা। cross a cheque চেক ক্রস করে দেওয়া। crossed cheque (noun) ব্যাংর মাধ্যমে পরিশোধ্য চেক। cross one’s t’s and dot one’s i’s (লাক্ষণিক) সতর্ক ও যথাযথ হওয়া। (৩) আড়াআড়িভাবে বা উপরে রাখা: to cross one’s legs; to cross one’s arms. cross somebody’s palm with silver তাকে (বিশেষ করে ভাগ্যগণনাকারীকে) একটি মুদ্রা দাও। cross swords with somebody যুদ্ধ অথবা বিতর্ক কর। keep one’s finger’s crossed (লাক্ষণিক) পরিকল্পনার চরম সাফল্য সম্পর্কে আশা পোষণ করা। (৪) cross oneself ভয় পেয়ে স্রষ্টার কাছে আশ্রয় লাভের উদ্দেশ্যে নিজদেহে ক্রুশ আঁকা। (৫) পরস্পরকে অতিক্রম করা। crossed line ক্রস কানেকশন; ভুলক্রমে টেলিফোনে ভিন্ন লাইনের সংযোগ। (৬) বিরুদ্ধাচরণ অথবা বাধাদান করা। (৭) cross (with) সংকর সৃষ্টি করা। cross swords; cross (with somebody) দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়া; তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়া।