• Bengali Word age 1 English definition [এইজ্] ১ [Countable noun] বয়স।
      be/come of age বয়ঃপ্রাপ্ত/সাবালক হওয়া। দ্রষ্টব্য consent ভুক্তিতে age of consent. be of an age জীবনের যে স্তরে পৌঁছলে কিছু একটা করা উচিত: of an age when you ought to choose a good career. over age বয়সোত্তীর্ণ: He’s over age for the job. দ্রষ্টব্য limit 1 ভুক্তিতে age limit. under age অপ্রাপ্তবয়স্ক; নাবালক; অপোগণ্ড। age-bracket (noun) দুটি সুনির্দিষ্ট বয়সের মধ্যবর্তী জীবৎকাল (যেমন ২০ ও ৩০–এর মধ্যবর্তী); বয়োবন্ধনী। age-group (noun) একই বয়সের বহুসংখ্যক ব্যক্তি; বয়সের বর্গ। (২) [Uncountable noun] (যৌবনের বৈপরীত্যক্রমে) বুড়ো বয়স; বার্ধক্য; বৃদ্ধকাল: In spite of his age, he maintains good health. (৩) [Countable noun] যুগ: the age of science; the age of Shakespeare. দ্রষ্টব্য golden (২), দ্রষ্টব্য middle (৩) ও দ্রষ্টব্য stone (১) ভুক্তিতে golden age, middle age, the Middle Ages, the Stone Age. (৪) [Countable noun] (কথ্য) অতি দীর্ঘ সময়; অনন্তকাল: We’ve been waiting an age.
    • Bengali Word age 2 English definition [এইজ্] (verb transitive, verb intransitive) (present participle ageing বা' aging, past participle aged [এইজ্‌ড্‌])
      aged [এইজ্‌ড্‌] (predicatively adjective) বর্ষী; বয়সের; বয়স্ক: a girl aged seven. □ (attributively adjective) [এইজিড্‌] বুড়ো; প্রবীণ; অতিবৃদ্ধ; বর্ষীয়ান; বর্ষিষ্ঠ: an aged lady, বর্ষীয়সী মহিলা। aging, ageing [Uncountable noun] বুড়ো হওয়ার প্রক্রিয়া; সময় অতিবাহিত হওয়ার পরিণামস্বরূপ পরিবর্তন; বয়োবৃদ্ধি। ageless (adjective) শাশ্বত; চিরন্তন; চিরতরুণ; কালজয়ী। age long (adjective) আবহমান; যুগযুগান্তবাহিত। age-old, (adjective) সুপ্রাচীন; দীর্ঘপ্রচলিত: age-old customs/ceremonies.
    • Bengali Word agency English definition [এইজান্‌সি] (noun) (plural agencies) ১ নিযুক্তক বা এজেন্টের ব্যবসা ও ব্যবসার স্থান; নিযুক্তক স্থান: travel agencies; an employment agency, নিয়োগ এজেন্সি।
      (২) [Uncountable noun] the agency of ক্রিয়া; মাধ্যমে; সহায়তায়: Small stones made smooth and round through the agency of water. He got the contract through/by the agency of friends.
    • Bengali Word agenda English definition [আজেন্‌ডা] [Countable noun] ১ আলোচ্যসূচি: item 3 (three) on the agenda.
      (২) (কম্পিউটার) কোনো সমস্যার সমাধানের জন্য কিছুসংখ্যক পরিক্রিয়ার (operations) সমন্বয়ে গঠিত কার্যপ্রণালী; কার্যক্রম।
    • Bengali Word agent English definition [এইজান্‌ট্‌] (noun) ১ যে ব্যক্তি অন্যের প্রতিনিধিত্ব করে কিংবা তার প্রতিনিধিস্বরূপ ব্যবসা চালায়; আহিলকার; কারিন্দা; নিযুক্তক: a house agent, বাড়ির দালাল/আহিলকার।
      literary agent, যে ব্যক্তি লেখকদের প্রকাশক সন্ধানে সাহায্য করে; সাহিত্যপ্রতিনিধি। a shipping বা forwarding agent, যে ব্যক্তি বণিক, উৎপাদনকারী প্রভৃতির পণ্য জল, স্থল, রেল বা বিমান পথে প্রেরণ করে; পণ্যপ্রেষক। law agent (স্কটল্যান্ডে) কৌসুলি; ব্যবহারদেশক। দ্রষ্টব্য free 1 (১), দ্রষ্টব্য secret (১)। (২) (ক) কিছু সিদ্ধির জন্য বা কোনো ফললাভের জন্য নিযুক্ত ব্যক্তি; দালাল; আহিলকার। (খ) (বিজ্ঞান.) কার্য উৎপাদন করে এমন পদার্থ, নৈসর্গিক প্রপঞ্চ ইত্যাদি; ঘটক: Natural agents like rain and frost had worn away the monument.