U পৃষ্ঠা ৫
- English Word uncle Bengali definition [আঙক্ল্] (noun) চাচা; কাকা; জ্যাঠা; মামা; খালু; মেসো; ফুপা; পিসা। (২) পিতা বা মাতার পুরুষ বন্ধু। Uncle Sam ব্যক্তিরূপে কল্পিত মার্কিন যুক্তরাষ্ট্র; স্যাম চাচা। Uncle Tom (নিষেধ.) (America(n), তুচ্ছার্থে) শ্বেতাঙ্গদের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। dutch uncle দ্রষ্টব্য Dutch (২).
- English Word unclean Bengali definition [আন্ক্লীন্] (adjective) (বিশেষত ইহুদিবিধান) আনুষ্ঠানিকভাবে অপবিত্র (যেমন শহর); হারাম; অশুচি।
- English Word unclouded Bengali definition [আন্ক্লাউডিড্] (adjective) (বিশেষত লাক্ষণিক) উজ্জ্বল; প্রশান্ত; অনাবিল; নির্মল; প্রসন্ন: a life of unclouded happiness. (যেমন cloudless sky).
- English Word unco Bengali definition [আঙ্কো] (adjective), (adverb) অত্যন্ত; অদ্ভুত; অদ্ভুতরকম। □(noun) উটকো লোক।
- English Word uncoloured Bengali definition (America(n)= -colored) [আন্কালাড্] (বিশেষত লাক্ষণিক) অতিরঞ্জনহীন; অত্যুক্তিবর্জিত; সাদামাটা: an uncoloured description of events.
- English Word uncomfortable Bengali definition [আন্কামফটাব্ল্ America(n) আন্কামফার্টাব্ল্] (adjective) অস্বস্তিকর: an uncomfortable chair/feeling.
- English Word uncommitted Bengali definition [আন্কামিটিড্] (adjective) uncommitted (to) (কোনো কার্যক্রম ইত্যাদির প্রতি) প্রতিশ্রুতিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ নয়; অনিরুদ্ধ; নির্দায়; নিষ্প্রতিজ্ঞ; মুক্ত: the uncommitted countries, যে সব দেশ আধুনিককালের কোনো শক্তিজোটের সঙ্গে সংশ্লিষ্ট নয়; জোটনিরপেক্ষ দেশসমূহ।
- English Word uncommon Bengali definition [আন্কামান্] (adjective) অসামান্য; অসাধারণ; বিরল; অনন্যসাধারণ। uncommonly (adverb) অসামান্যরকম: an uncommonly beautiful girl.
- English Word uncommunicable Bengali definition [আন্কাম্যিউনিকাব্ল্] (adjective) অন্যের জ্ঞানগোচর করা যায় না এমন, অনির্বচনীয়। uncommunicative [আন্কাম্যিউনিকাটিভ] (adjective) মুখবোজা; চাপাস্বভাব।
- English Word uncompromising Bengali definition [আন্কম্প্রমাইজিঙ্] (adjective) আপসহীন; অনমনীয়; অনড়; অটল: an uncompromising leader.
- English Word unconcern Bengali definition [আন্কানসান্] (noun) [uncountable noun] ঔদাসীন্য; নির্লিপ্ততা; নির্বিকারত্ব; উপেক্ষা, নিরাসক্তি।
- English Word unconcerned Bengali definition [আন্কানসান্ড্] (adjective) (১) unconcerned in something সংশ্লিষ্ট; অসংলগ্ন; অসম্পর্কিত; সংস্রবহীন; সম্বন্ধহীন। unconcerned with something/somebody নির্বিকার; নির্লিপ্ত; নিরাসক্ত; উদাসীন। (২) নিরুদ্বেগ; উৎকণ্ঠাহীন; অনুদ্বিগ্ন; নিশ্চিন্ত; অনুত্তেজিত; আগ্রহহীন। unconcernedly [আন্কান্সানিডলি] (adverb) নির্বিকারভাবে।
- English Word unconditional Bengali definition [আন্কন্ডিশানল্] (adjective) অপ্রতিবন্ধ; শর্তহীন; নিঃশর্ত; নিরঙ্কুশ: unconditional surrender. unconditionally [আন্কন্ডিশানালি] (adverb) নিঃশর্তভাবে।
- English Word unconditioned Bengali definition [আন্কানডিশ্ন্ড্] (adjective) শর্তনিরপেক্ষ; (বিশেষত) unconditioned reflex, উদ্দীপনার প্রতি সহজাত সাড়া, অনিয়ত প্রতিক্রিয়া/পরাবর্তন।
- English Word unconfirmed Bengali definition [আন্কান্ফাম্ড্] (adjective) অসমর্থিত; অনিশ্চিত।
- English Word uncongenial Bengali definition [আন্কান্জীনিআল্] (adjective) নিজ রুচি, প্রকৃতি ইত্যাদির প্রতি খাপ খায় না এমন; প্রকৃতিবিরুদ্ধ; অনুপযোগী; অননুগুণ; অননুকূল।
- English Word unconquerable Bengali definition [আন্কঙ্কারাব্ল্] (adjective) অজেয়; অনভিভবনীয়। unconquered (adjective) অজিত; অপরাজিত, অনভিভূত।
- English Word unconscionable Bengali definition [আন্কন্শানাব্ল্] (adjective) অযৌক্তিক; অন্যায্য; অবিবেচনাপ্রসূত; অত্যধিক: an unconscionable price.
- English Word unconscious Bengali definition [আন্কনশাস্] (adjective) অচেতন; সংজ্ঞাহীন; নিশ্চেতন; বেহুঁশ; চৈতন্যহীন; অজ্ঞান; অবচেতন: unconscious humour, লেখক বা বক্তার অভিপ্রায়নিরপেক্ষ রসিকতা; অবচেতন/নির্জ্ঞাত রসিকতা। the unconscious (মনোবিজ্ঞান) নিজের মানসিক কর্মকাণ্ডের যে অংশ সম্বন্ধে আমরা নির্জ্ঞাত থাকি, অথচ যা স্বপ্ন, আচরণ ইত্যাদির নিপুণ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত ও উপলব্ধি করা যায়; অবচৈতন্য; নির্জ্ঞান। unconsciously (adverb) নির্জ্ঞাতভাবে; অবচেতনভাবে। unconsciousness (noun) অচেতনতা; অচৈতন্য; সংজ্ঞাহীনতা; চৈতন্যহীনতা।
- English Word unconsidered Bengali definition [আন্কানসিডাড্] (adjective) (১) (শব্দ, মন্তব্য ইত্যাদি) যথোচিত বিচার-বিবেচনা ছাড়াই কৃত উক্ত ইত্যাদি; বিচার বিবেচনাবর্জিত। (২) অবিবেচিত; অগ্রাহ্য।
- English Word unconstitutional Bengali definition [আন্কন্স্টিট্যিঊশান্ল্ America(n) আন্কন্স্টিটূঊশান্ল্] (adjective) অনিয়মতান্ত্রিক; অসাংবিধানিক। unconstitutionally (adverb) অসাংবিধানিকভাবে।
- English Word uncontested Bengali definition [আন্কান্টেস্টিড্] (adjective) বিরোধিতা করা হয়নি এমন; প্রতিদ্বন্দ্বিতাহীন; বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
- English Word uncontrollable Bengali definition [আন্কানট্রোলাব্ল্] (adjective) নিয়ন্ত্রণ করা যায় না এমন, অদম্য; অবাধ্য; বেয়াড়া; অসংযমনীয়। uncontrolled (adjective) অসংযত; অনিয়ন্ত্রিত।
- English Word unconventional Bengali definition [আন্কানভেন্শান্ল্] (adjective) সাধারণ বা সামান্য নয়; সমাজের রীতিনীতির বন্ধনমুক্ত থেকে মুক্ত; বেদস্তুর; অগতানুগতিক; প্রচলবিমুখ; প্রথাবিরোধী; গতানুগতিকতামুক্ত: an unconventional dress/person/way of life.
- English Word unconvincing Bengali definition [আন্কান্ভিনসিঙ্] (adjective) সত্য; সঠিক বা বাস্তব মনে হচ্ছে না এমন; অপ্রত্যয়জনক; অপ্রত্যয়ার্হ: an unconvincing explanation/attempt/ disguise. unconvinced (adjective) বিশ্বাস বোধ করে না এমন; অপ্রত্যয়ী।
- English Word uncooked Bengali definition [আন্কুক্ট্] (adjective) রাঁধা হয়নি এমন।
- English Word uncork Bengali definition [আন্কোক্] (verb transitive) (বোতলের) ছিপি খোলা।
- English Word uncountable Bengali definition [আন্কাউন্টাব্ল্] (adjective) অগণ্য; অসংখ্য।
- English Word uncouple Bengali definition [আন্কাপ্ল্] (verb transitive) বন্ধনমুক্ত করা; বাঁধন খুলে দেওয়া; বিযুক্ত/বিমুক্ত করা।
- English Word uncouth Bengali definition [আন্কূথ্] (adjective) (ব্যক্তি ও আচরণ) অমার্জিত; অভব্য; অশিষ্ট; গোঁয়ার; চোয়াড়; গ্রাম্য; অপ্রতিভ। uncouthly (adverb) অমার্জিতভাবে ইত্যাদি। uncouthness (noun) অভব্যতা; গ্রাম্যতা; গোঁয়ার্তুমি; অপ্রতিভতা।