Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sum Bengali definition [সাম্‌] (noun) (১) (অপিচ sum total) যোগফল; সমষ্টি; সাকল্য(২) অঙ্ক: good at sums; do a sum in ones head. (৩) অর্থের পরিমাণ; অঙ্ক: a large sum; save a nice little sum. (৪) in sum সংক্ষেপে; অল্পকথায় (verb transitive),(verb intransitive) (summed, summing, sums) sum (somebody/something) up (ক) যোগ/সংখ্যা/সাকল্য করা; সংখ্যা/সমষ্টি নির্ণয় করা। (খ) সংক্ষেপে বর্ণনা করা; সারসংক্ষেপ/উপসংহার করা: The President summed up the arguments of the speakers. (গ) (সম্যক) ধারণা করা; বিচার করা; মতামত তৈরি করা; পরিমাপ করা: The visitor summed up the situation in no time. He did not take long to sum his opponent up. summing-up (noun) (plural summings-up) (বিচারক কর্তৃক মোকদ্দমার সাক্ষ্যপ্রমাণ, যুক্তিতর্ক ইত্যাদির) পর্যালোচনা।
  • English Word sumac(h) Bengali definition [শূম্যাক] (noun) (বিভিন্ন ধরনের) গুল্ম বা ছোট গাছবিশেষ, যার শুকনা পাতা চামড়ার তাম্রীকরণ (ট্যানিং) এবং কাপড় রাঙাতে ব্যবহৃত হয়; শুমাক
  • English Word summary Bengali definition [সামারি] (adjective) (১) সংক্ষিপ্ত; সাংক্ষেপিক: a summary account. (২) অবিলম্বে কিংবা খুঁটিনাটির প্রতি মনোযোগ না-দিয়ে কৃত বা প্রদত্ত; সাংক্ষেপিক: summary justice/punishment/methods. □ (noun) (plural summaries) সংক্ষিপ্তসার; সারসংগ্রহ; সারসংকলন। summarily [সামারালি America(n) সামেরালি] (adverb) সংক্ষেপে; সংক্ষেপত; সংক্ষিপ্তভাবে। summarize, summarise [সামারাইজ্‌] (verb transitive) সার সংগ্রহ করা; সংক্ষেপ করা; সংক্ষিপ্ত করা বা হওয়া।
  • English Word summat Bengali definition [সামাট্] (noun) (তাপ-উষ্ণতা) কোনোকিছু; কিঞ্চিৎ
  • English Word summation Bengali definition [সামেইশ্‌ন্‌] (noun) (১) যোগ; সমাযোগ; সমষ্টি; সমাহার(২) সংক্ষেপণ; সংক্ষিপ্ত পর্যালোচনা
  • English Word summer Bengali definition [সামা(র্‌)] (noun) [uncountable noun, countable noun] গ্রীষ্মকাল (গ্রীষ্মমণ্ডলের বাইরে মে বা জুন থেকে আগস্ট পর্যন্ত); গ্রীষ্ম; নিদাঘ; In (the) summer; this/next/last summer; (attributive(ly)) summer weather; the summer holidays. গ্রীষ্মাবকাশ; summer cottage/house,(গ্রীষ্মকালে ব্যবহারের জন্য) গ্রীষ্মকুটির; a girl of ten summers; (সাহিত্য) দশ বছর বয়সের মেয়ে। summer-house (noun) বাগান, পার্ক ইত্যাদি স্থানে আসন-সংবলিত আশ্রয়; ছায়াঘর; আতপঘর। summer school (noun) (প্রায়ই কোনো বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মের ছুটির সময়ে আয়োজিত বক্তৃতামালা; গ্রীষ্মকালীন অধ্যয়নক্রম। summertime (noun) গ্রীষ্মকাল। summertime (কোনো-কোনো দেশে স্বীকৃত) গ্রীষ্মকালীন সময় (গ্রীষ্মকালে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে দিয়ে সময় গণনা করা হয়, যাতে সন্ধ্যা একঘণ্টা পিছিয়ে যায়)। দ্রষ্টব্য (noun) daylight ভুক্তিতে daylight Saving. Indian summer, দ্রষ্টব্য Indian (৩). □ (noun) গ্রীষ্মযাপন করা: summer at the seaside/in the mountains. summery (adjective) গ্রীষ্মকালীন; গ্রীষ্মসুলভ; গ্রীষ্মের উপযোগী; গরমকালের: a summery dress.
  • English Word summit Bengali definition [সামিট্] (noun) [countable noun] শিখর; চূড়া; শীর্ষ; শৃঙ্গ: reach the summit. (লাক্ষণিক) the summit of his ambition/power; talks at the summit. summit talk/meeting রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা; শীর্ষবৈঠক।
  • English Word summon Bengali definition [সামান্‌] (verb transitive) (১) summon somebody (to something/to do something) তলব করা; ডেকে পাঠানো; হাজির হতে আমন্ত্রণ/আহ্বান জানানো; সমন জারি করা; summon shareholders to a general meeting; summon somebody to appear at a court. (২) summon something up একত্র/জড়ো/সঞ্চয় করা: summon up one’s courage/energy/nerve for a task/to do something.
  • English Word summons Bengali definition [সামান্‌জ্‌] (noun) (plural summonses) [countable noun] (১) (বিচারকের সামনে হাজির হতে) তলবনামা; সমন: Issue a summons. (২) (কিছু করা বা কোথাও হাজির হতে) হুকুম; হুকুমনামা; আদেশপত্র। □ (verb transitive) তলবনামা/সমন পাঠানো/জারি করা।
  • English Word summum bonum Bengali definition [সামাম্‌বোনম্] (লাতিন) প্রধান বা পরম মঙ্গল; পরমার্থ
  • English Word sump Bengali definition [সাম্‌প্‌] (noun) (১) অন্তর্দাহ ইনজিনের অন্তবেষ্টনীর তলদেশে পিচ্ছিলকারক তেল সংরক্ষণের আধার; তৈলকূপ(২) যে গর্ত বা নিচু এলাকায় তরল বর্জ্যপদার্থ নিষ্কাশিত হয়; নিষ্কাশন-কূপ
  • English Word sumpter Bengali definition [সাম্‌টা(র্‌)] (noun) (পুরাতনী) ভারবাহী অশ্ব কিংবা ভারবাহী অশ্বের চালক: sumpter-horse/-mule etc, ভারবাহী জন্তু।
  • English Word sumptuary Bengali definition [সাম্‌পট্যিঊআরি America(n) সাম্‌পচুএরি] (adjective) (কেবল attributive(ly)) (আইন সম্বন্ধীয়) অযথা বলে বিবেচিত ব্যক্তিগত ব্যয়ের নিয়ন্ত্রণমূলক; ব্যয়নিয়ন্ত্রক
  • English Word sumptuous Bengali definition [সাম্‌পচুআস্‌] (adjective) মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো: a sumptuous feast; sumptuous clothes. sumptuously (adverb) জাঁকালোভাবে; ব্যয়বহুলভাবে। sumptuousness (noun) মহামূল্যতা; মহার্ঘতা; বহুমূল্যতা।
  • English Word sun Bengali definition [সান্] (noun) (১) (the) sun সূর্য; রবিrise with the sun ঊষাকালে শয্যাত্যাগ করা। midnight sun (মেরু-অঞ্চলে দৃষ্ট) মধ্যরাত্রির সূর্য। (২) (the) sun রৌদ্র; রোদ; সূর্যকিরণ: sit in the sun! have the sun in one’s eyes. under the sun পৃথিবীতে; ভূমণ্ডলে; পৃথিবীর যেকোনোখানে। give somebody/have a place in the sun (লাক্ষণিক) ধরার এক কোণে বিকাশের অনুকূল একটুখানি ঠাঁই দেওয়া/পাওয়া। (৩) [countable noun] যেকোনো স্থির জ্যোতিষ্ক; সূর্য: millions of suns larger than ours. (৪) (যৌগশব্দ) sun-baked (adjective) রোদপোড়া; রৌদ্রদগ্ধ; আতপপক্বsunbathe (verb intransitive) সূর্যস্নান/আতপস্নান/রৌদ্রসেবন করা। নিচে sunburn দ্রষ্টব্য sunbeam (noun) সূর্যরশ্মি; সূর্যকিরণ; রবিকর; (কথ্য) হাসিখুশিপূর্ণ সুখী ব্যক্তি (বিশেষত শিশু)। sunblind (noun) জানালার বিশেষত জানালার বাইরের আচ্ছাদন; রৌদ্রাবরণ। sun-bonnet/-hat (noun(s) মুখ ও গলা রোদের আড়ালে রাখার জন্য টুপি; আতপত্রাণ টুপি। sunburn (noun) [countable noun, uncountable noun] চামড়ার অধিক রোদ লাগার ফলে সৃষ্ট দাগ বা লাল ফোস্কা; রোদে পোড়া ঘা/দাগ। sunburnt, sunburned (adjective(s) উক্ত ঘা যুক্ত; রোদে পোড়া; রৌদ্রদগ্ধ। sunburst (noun) (মেঘের ফাঁক দিয়ে) রোদের ঝিলিক। sun-clad (adjective) জ্যোতির্বসন। sundial (noun) সূর্যঘড়ি। sundown (noun) [uncountable noun] সূর্যাস্ত। sundowner (noun) (ক) (অস্ট্রেলিয়ায়) যে ভবঘুরে নিয়মিতভাবে ঠিক সন্ধেবেলায় (ভেড়ার খামার ইত্যাদিতে) এসে হাজির হয়। (খ) (কথ্য) (সাধারণত সুরাজাতীয়) যে পানীয় সূর্যাস্তকালে পান করা হয়; সান্ধ্যসুরা। sun-drenched (adjective) রৌদ্রঝলসিত; রৌদ্রকরোজ্জ্বল: sun-drenched beaches along the Riviera. sun-dried (adjective) (ফল ইত্যাদি) আতপশুষ্ক; রোদে শুকানো। sun-fish (noun) প্রায়-বর্তুলাকার বৃহৎ মৎস্যবিশেষ। sunflower (noun) সূর্যমুখী (ফুল)। sun-glasses (noun) (plural) আতপত্রাণচশমা। sun-god (noun) সূর্যদেবতা। sun-helmet (noun) ক্রান্তি অঞ্চলে রোদ থেকে মাথা বাঁচানোর জন্য বিশেষভাবে তৈরি শিরস্ত্রাণ; রৌদ্রশিরস্ত্র। sun-lamp (noun) কৃত্রিম রৌদ্রস্নানের জন্য ব্যবহৃত; সূর্যের মতো অতিবেগুনি রশ্মিবিক্ষেপক দীপবিশেষ; সূর্যবর্তিতা। sunlight (noun) [uncountable noun] সূর্যালোক; রোদ। sunlit (adjective) রৌদ্রকরোজ্জ্বল; রৌদ্রঝলমল; রৌদ্রদীপ্ত: a sunlit landscape. sun-lounge কিংবা; অপেক্ষাকৃত অল্পপ্রচলিত। sun-parlour/-porch (noun(s)) প্রচুর রোদ পাওয়া যায় এমন স্থানে কাচের দেওয়ালবেষ্টিত বারান্দা; রৌদ্রমণ্ডপ। sun-ray (noun) শরীরের উপর প্রযুক্ত অতিবেগুনি রশ্মি; সূর্যরশ্মি: (attributive(ly)) sun-ray treatment. sun-rise (noun) [uncountable noun] সূর্যোদয়; সূর্যোদয়কাল; উদয়কাল। sun-roof (কিংবা, অল্পপ্রচলিত sunshine-roof) (noun) সূর্যের আলো ভিতরে ঢোকানোর জন্য সেলুনগাড়ির ছাদে টানা ঢাকনা; রোদছাদ। sunset [সানসেট্] (noun) [uncountable noun] সূর্যাস্ত; সূর্যাস্তকাল; দিনান্ত। sunshade (noun) রৌদ্রনিবারণের জন্য ছাতাবিশেষ; দোকানের জানালার উপরকার চন্দ্রাতপ; আতপত্র। sunshine (noun) [uncountable noun] সূর্যালোক; রোদ। sunspot (noun) (জ্যোতির্বিদ্যা) সূর্যপৃষ্ঠে সময়ে সময়ে দৃষ্ট কালো দাগ, যা অনেক সময়ে বৈদ্যুতিক গোলযোগ সৃষ্টি করে এবং বেতারযোগাযোগ ব্যাহত করে; সৌরকলঙ্ক; (কথ্য) রোদালো স্থান (যেখানে মেঘবৃষ্টি কম হয়)। sunstroke (noun) [uncountable noun] সর্দিগর্মি। suntan (noun) [uncountable noun, countable noun] রৌদ্রে উন্মোচিত রাখার ফলে ত্বকের তামাটে রং; রৌদ্রতাম্র: suntan lotion/oil. sun-trap (noun) (বায়ু থেকে আড়াল-করা) উষ্ণ, রোদালো স্থান; রৌদ্রকূট। sun-up (noun) [uncountable noun] (কথ্য) সূর্যোদয়। sun-worship (noun) [uncountable noun] সূর্যোপাসনা; সূর্যপূজা; (কথ্য) সূর্যস্নানের প্রতি আসক্তি। □ (verb transitive) (sunned, sunning, suns) রোদ পোহানো/লাগানো। sunless (adjective) সূর্যহীন। sunny (adjective) (sunnier, sunniest) (১) রোদালো; সূর্যালোকিত; সূর্যতপ্ত: a sunny room; sunny days. sunny-side up (America(n) (ডিম) একদিক ভাজা। (২) হাসিখুশি; প্রহৃষ্ট; আমুদে; প্রফুল্ল: a sunny smile/disposition/welcome. sunnily [সানিলি্] (adverb) রোদালোভাবে; সানন্দে।
  • English Word sundae Bengali definition [সান্‌ডেই America(n) সানডী] (noun) পিষ্ট ফল, ফলের রস, বাদাম ইত্যাদি যুক্ত আইসক্রিমের টুকরা; সান্ডি
  • English Word Sunday Bengali definition [সান্‌ডি] (noun) রবিবারone’s Sunday clothes/best (কথ্য, কৌতুকাত্মক) কারো সর্বোৎকৃষ্ট জামাকাপড়। Sunday school (গির্জা ইত্যাদিতে শিশুদের ধর্মশিক্ষার জন্য) রবিবারের পাঠশালা। a month of sunders সুদীর্ঘ সময়; অনন্তকাল।
  • English Word sunder Bengali definition [সান্‌ডা(র্‌)] (verb transitive) (প্রাচীন প্রয়োগ কিংবা সাহিত্যিক) পৃথক/বিযুক্ত করা। □ (noun) (কেবল) in sunder== asunder.
  • English Word sundries Bengali definition [সান্‌ড্রিজ্‌]](noun) (plural) আলাদা আলাদাভাবে নাম না-করা বিবিধ ক্ষুদ্র দ্রব্য; নানাবস্তু
  • English Word sundry Bengali definition [সান্‌ড্রি] (adjective) বিবিধ; নানাবিধ; রকমফের; রকমারি; বিচিত্র: on sundry occasions. all and sundry (কথ্য) সকলে; সবাই; সবকিছু।
  • English Word sung Bengali definition [সাঙ্] sing -এর past participle
  • English Word sunk Bengali definition [সাঙ্‌ক্‌] sink 2- এর past participle
  • English Word sunken Bengali definition [সাঙ্‌ক্‌ন্‌] sink 2 (৫) sunkened past participle
  • English Word sunny Bengali definition [সানি্] (adjective) দ্রষ্টব্য sun.
  • English Word sunrise economy Bengali definition [সানরাইজ ইকনমি] (noun) সদ্য গড়ে ওঠা ও দ্রুত বিকাশমান শিল্প ব্যবসায়ের বদৌলতে পুষ্ট অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্র
  • English Word sunrise industry Bengali definition [সানরাইজ ইন্‌ডাস্ট্রি] (noun) সদ্য ও দ্রুত বিকাশমান শিল্প বা ব্যবসায় (বিশেষত ইলেকট্রনিকস); হাইটেক শিল্প: When does a sunrise industry begin to resemble a sunset one?
  • English Word sup 1 Bengali definition [সাপ্] (verb intransitive), (verb transitive) (supped, supping, sups) sup (up) (বিশেষত স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে) অল্প অল্প পান করা; চুমুক দিয়ে খাওয়া: sup(up) one’s broth. □ (noun) চুমুক: a sup of ale. He had had neither bite nor sup (= খাদ্যও না, পানীয়ও না) for the whole day.
  • English Word sup 2 Bengali definition [সাপ্] (verb intransitive) (supped, supping, sups) sup on/off (বিরল) খাওয়া: sup on bread and cheese. He that sups with the devil must have a long spoon (প্রবাদ) সন্দেহজনক চরিত্রের ব্যক্তির সঙ্গে আচরণে সাবধানতা আবশ্যক।
  • English Word super Bengali definition [সূপা(র্‌)] (noun) (কথ্য) সংখ্যাতিরিক্ত; অতিসংখ্য; (পুলিশের) অধিকর্মিক। □ (adjective) (কথ্য) চমৎকার; অত্যুত্তম; অত্যুৎকৃষ্ট; খাসা।
  • English Word superabundant Bengali definition [সূপারাবান্‌ডান্‌ট্‌] (adjective) সুপ্রচুর; অঢেল; অপর্যাপ্ত; অতিপ্রচুরsuperabundance [সূপারাবান্‌ডান্‌স্‌] (noun) অতিপ্রাচুর্য; অতিবাহুল্য।