Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word subvert Bengali definition [সাব্‌ভাট্] (verb transitive) মানুষের আস্থা, বিশ্বাস, প্রত্যয় দুর্বল করে (ধর্ম, সরকার) ধ্বংস/উৎখাত করা; পরাহত করা: subvert the monarchy. subversion [সাব্‌ভাশ্‌ন্ America(n) সাব্‌ভাজ্‌ন্] (noun) [uncountable noun] নাশকতামূলক তৎপরতা; উৎখাত; ধ্বংস।
  • English Word subway Bengali definition [সাব্ওয়েই] (noun) (১) [countable noun] পাতালপথ; সুড়ঙ্গ; ভূগর্ভস্থ পথ: Cross by the subway. (২) (the) subway (America(n)) শহরের ভূগর্ভস্থ রেলপথ; পাতাল ট্রেন (British/Britain - the underground, অথবা কথ্য, the tube) সুড়ঙ্গ ট্রেন: take the subway; travel by subway.
  • English Word subzero Bengali definition [সাব্‌জিআরো] (adjective) (তাপমাত্রা) শূন্য ডিগ্রির নিচে: subway temperatures.
  • English Word succeed Bengali definition [সাক্‌সীড্] (verb intransitive), (verb transitive) (১) succeed (in) সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা: succeed in life; succeed in (passing) an examination. (২) স্থলাভিষিক্ত/স্থলবর্তী হওয়া: The king Was succeeded by his eldest son. (৩) succeed (to) উত্তরাধিকারী হওয়া: succeed to an estate.
  • English Word success Bengali definition [সাক্‌সেস্‌] (noun) (১) [uncountable noun] সাফল্য; সফলতা; সিদ্ধি; চরিতার্থতা; কৃতকার্যতা; কৃতকৃত্যতা: meet with success. Nothing succeeds like success (প্রবাদ) এক ক্ষেত্রে সফল হলে অন্য ক্ষেত্রেও সফলতার সম্ভাবনা। (২) [uncountable noun] সমৃদ্ধি; সংবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য: have great success in life. (৩) [countable noun] যা সাফল্যমণ্ডিত হয়েছে; সাফল্য; সফলতা: The play was a great success. successful [সাক্‌সেস্‌ফল্] (adjective) সফল; সাফল্যমণ্ডিত; সিদ্ধ; সার্থক; কৃতার্থ; কৃতকার্য; কৃতকৃত্য; চরিতার্থ: successful candidates. successfully [সাক্‌সেস্‌ফালি] (adverb) সাফল্যের সঙ্গে, সফলভাবে, সার্থকভাবে।
  • English Word succession Bengali definition [সাক্‌সেশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] অনুক্রম; পর্যায়; অনুবর্তন; আনুপূর্ব; পরম্পরা: the succession of the seasons. in succession পরপর; পর্যায়ক্রমে; ক্রমান্বয়ে; five wet days in succession. (২) [countable noun] আনুপূর্বিক বস্তুর সংখ্যা; পরম্পরা: a succession of defeats/misfortunes. (৩) উত্তরাধিকার; দায়াধিকার; অধিকারপর্যায়; উত্তরাধিকারিত্ব: He is the first in succession to the throne. the Apostolic Succession যিশুর প্রেরিতপুরুষদের থেকে বিশপদের মাধ্যমে এবং সেন্ট পিটার থেকে পোপদের মাধ্যমে আধ্যাত্মিক কর্তৃত্বের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা; প্রেরিতপুরুষপরম্পরা। succession duty উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি বাবদ দেয় কর; উত্তরাধিকার কর।
  • English Word successive Bengali definition [সাকসেসিভ্‌] (adjective) ক্রমাগত; পারম্পরিক; আনুক্রমিক: The army has had three successive victories. successively (adverb) ক্রমাগতভাবে; পরপর।
  • English Word successor Bengali definition [সাক্‌সেসা(র্)] (noun) উত্তরাধিকারী; অবরাধিকারী; উত্তরসূরি: the successor to the throne; appoint a successor to a headmaster.
  • English Word succinct Bengali definition [সাকাসিঙ্‌ক্‌ট্‌] (adjective)= terse; সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃতsuccinctly (adverb) সংক্ষিপ্তভাবে; চুম্বকভাবে; অল্প কথায়। succinctness (noun) সংক্ষিপ্ততা; সংহৃতি।
  • English Word succour Bengali definition (America(n)= succor) [সাকা(র্‌)] (noun) [uncountable noun] (সাহিত্যিক) প্রয়োজনের সময় প্রদত্ত সাহায্য; ত্রাণ। □ (verb transitive) (বিপদআপদ থেকে) ত্রাণ/উদ্ধার করা।
  • English Word succubus Bengali definition [সাক্যিঊবাস্] (noun) ঘুমন্ত পুরুষের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয় বলে কথিত প্রেতযোনিবিশেষ; পিশাচী। দ্রষ্টব্য incubus.
  • English Word succulent Bengali definition [সাক্যিঊলান্‌ট্‌] (adjective) (১) (ফল, মাংস) রসালো; সরস; সুস্বাদু(২) (কাণ্ড, পাতা) সুপুষ্ট; (উদ্ভিদ) সুপুষ্ট কাণ্ড ও পাতাবিশিষ্ট; ফোঁপালো। □ (noun) [countable noun] ফোঁপালো উদ্ভিদ (যেমন ফণিমনসা)। succulence [সাক্যিঊলান্‌স্‌] (noun) [uncountable noun] সরসতা; স্বাদুতা; সুপুষ্টতা।
  • English Word succumb Bengali definition [সাকাম্] (verb intransitive) succumb (to) (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া: succumb to one’s injuries.
  • English Word such Bengali definition [সাচ্] (adjective) ('comparative' বা 'super'] নেই, 'indefinite article' ও 'noun'- এর মাঝখানে বসে না, 'no, some, 'many' ও 'all'-এর পর 'such-এর অবস্থান লক্ষণীয়) (১) এ রকম; এহেন; এ জাতীয়; এ ধরনের; এমন; ও রকম; অমন; সে রকম; তেমন: such a book (as that); such books (as those); no such books (as those); artists such as Picasso and Dali; such artists as Picasso and Dali; such studends as these; students such as these; on such an occasion as this; on an occasion such as this. Some such idea was in my mind. Have you ever heard of such a thing? (২) such as it is কোনোকিছুর নিম্নমান, অকিঞ্চিৎকরত্ব ইত্যাদির আভাস দিতে ব্যবহৃত হয়: I don’t care for that house, such as it is, বাড়িটার যা অবস্থা তাতে...I such as to (infinitive) এত বেশি; এমনই; এমন: His ignorance is such as to drive you to despair. (৩) such that; such ...that এমন...যে: His language was such that everyone loathed him. (৪) (such so-এ র অবস্থান লক্ষণীয়) এত; অত; এমন: You need n’t be in such a hurry. (৫) (গুরুত্ব আরোপ করার জন্য, বিশেষত উৎক্রোশাত্মক বাক্যে): She gave me such a surprise! (বড্ডো চমকে দিয়েছিল!); It was such an enjoyable trip! (কী আনন্দদায়কই না ছিল!) (৬) (predicative(ly) প্রয়োগ) এমনই; তেমন; সে রকম; এ রকম: Such was not his plan. Such is life such! Such was his proposal. □ (pronoun) সেই; তেমন; সে রকম: He is a successful teacher and is recognized as such. He happened to be with us at the airport but such was not his plan. as such প্রকৃত/সত্যিকার অর্থে: He did not deride poetry as such but only what passes for it. such as যেগুলো; যেমনটি: We do not have the discs you are looking for, but I’ll show you such as we have. suchlike (adjective) (কথ্য) ঐ ধরনের/অনুরূপ কিছু: I have no stomach for wrestling, but-fighting and such like.
  • English Word suck Bengali definition [সাক্] (verb transitive),(verb intransitive) (১) suck something (in/up/through, etc) (from/out of, etc) চোষা; চুষে নেওয়া; চোষণ করা; শোষণ করা; শুষে নেওয়া: suck the juice from a mango; suck poison from out of a wound; (লাক্ষণিক) suck in knowledge. (২) তরল পদার্থ কিংবা (লাক্ষণিক) জ্ঞান, তথ্য ইত্যাদি ভিতরে টেনে নেওয়া; শুষে নেওয়া; (স্তন্য) পান করা: a baby sucking its mother’s breast. He sucked the mango dry. (৩) মুখের মধ্যে দিয়ে নাড়াচাড়া করা এবং জিহ্বা দিয়ে লেহন করা; চোষা; suck a toffee. (৪) টানা; টান দেওয়া; চোষা; He is sucking at the pipe. The hungry baby is sucking away at the empty feeding-bottle. (৫) suck something (up): Plants that suck up moisture from the soil. (৬) (ঘূর্ণাবর্ত ইত্যাদি) গ্রাস করা: The wrecked sailor was sucked (down) into the whirlpool. (৭) suck up (to) (অপশব্দ) চাটুকথায় কিংবা উপকারের আশ্বাস দিয়ে মন ভোলানোর চেষ্টা করা; পদলেহন করা। □ (noun) তোষণ: have/take a suck at a lollipop.
  • English Word sucker Bengali definition [সাকা(র্)] (noun) [countable noun] (১) চোষক; চোষণকারী(২) কোনো কোনো প্রাণিদেহের প্রত্যঙ্গবিশেষ যা তাদের চোষণের দ্বারা কোনোকিছুর উপরিভাগে লেগে থাকতে সাহায্য করে; চোষক(৩) রাবারের তৈরি কৌশলবিশেষ (যেমন রাবারের অবতল চাকতি), যা চোষণের দ্বারা কোনো তলের সঙ্গে সেঁটে থাকে; (রাবারের) চোষক। (৪) গাছ, গুল্ম ইত্যাদির শিকড় থেকে উদ্গত অবাঞ্ছিত অঙ্কুর; প্ররোহ; গজ(৫) (কথ্য) নির্বিবেক ধোঁকাবাজ, বিজ্ঞাপন ইত্যাদির দ্বারা প্রবঞ্চিত হওয়ার মতো নির্বোধ লোক; ভ্যাবড়া
  • English Word suckle Bengali definition [সাক্‌ল্] (verb transitive) স্তন্যদান করা; স্তন্যপান করানো; মাই দেওয়া; দুধ খাওয়ানোsuckling [সাক্‌লিঙ্‌] (noun) স্তন্যপায়ী শিশু/শাবক। babes and sucklings নিষ্পাপ শিশুরা; দুধের বাচ্চারা। দ্রষ্টব্য mouth 1
  • English Word sucrose Bengali definition [সূক্রোজ্‌] (noun) আখ ও বিট থেকে প্রাপ্ত চিনির পারিভাষিক নাম; সুক্রোজ
  • English Word suction Bengali definition [সাক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) চোষণ; বায়ু, তরলপদার্থ প্রভৃতি অপসারণ করে আংশিক শূন্যতা সৃ ষ্টির দ্বারা বাইরের বায়ুচাপে তরলপদার্থ বা ধূলিকণা ভিতরে প্রবেশ করানো: This pump works by suckle. (২) দুটি তলকে পরস্পর এঁটে রাখার জন্য অনুরূপ প্রক্রিয়া, যেমন রাবারের অবতল চাকতি কিংবা মাছির পা; চোষণ
  • English Word sudden Bengali definition [সাড্‌‌ন্‌] (adjective) আকস্মিক; অতর্কিত: sudden death. □ (noun) (কেবল) all on a sudden অপ্রত্যাশিতভাবে; আচমকা; অকস্মাৎ; হঠাৎ। suddenly (adverb) হঠাৎ, অকস্মাৎ ইত্যাদি। suddenness (noun) আকস্মিকতা।
  • English Word sudoku Bengali definition [সুডুকু] (noun) (plural sudokus) সুডোকু এক ধরনের সংখ্যার ধাঁধার খেলা। এর ছকে ৯ x ৯= ৮১টি ঘর আছে। এই ৮১টি ঘর আবার ৯টি ছোট ছোট বর্গে বিভক্ত। প্রতিটি ছোট বর্গে ৯টি করে ঘর থাকে। খেলার শুরুতে কিছু কিছু ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলার কয়েকটি বসানো থাকে: Solving sudoku is all about eliminating the impossible.
  • English Word suds Bengali definition [সাড্‌স্‌] (noun) (plural) সাবানের ফেনা
  • English Word sue Bengali definition [স্যিঊ America(n) সূ] (verb transitive), (verb intransitive) sue (for) (১) মামলা করা; অভিযুক্ত করা: sue a person for damages. (২) আবেদন/প্রার্থনা করা: sue (the enemy) for peace; sue for a divorce.
  • English Word suede Bengali definition [সোয়েইড্] (noun) [Uncountable noun] ছাগচর্ম থেকে তৈরি নরম চামড়াবিশেষ, যার মাংসের দিকটা ঘষে নরম তুলোট কাগজের মতো করা হয়; সোয়েড: (attributive(ly)) suede shoes/gloves.
  • English Word suet Bengali definition [সোয়েইড্‌] (noun) [uncountable noun] ভেড়া ও ষাঁড়ের বৃক্কের চারদিকে সঞ্চিত শক্ত চর্বি, যা রান্নায় ব্যবহার করা হয়; বসাsuety (adjective) রসাযুক্ত; রসাতুল্য।
  • English Word suffer Bengali definition [সাফা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) suffer (from) ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া: suffer from headaches; suffering from loss of memory. His classes suffered during his absence. He will have to suffer for his misdeeds. (২) বোধ করা; ভোগ/বরণ করা; অভিজ্ঞতা লাভ করা: suffer pain/defest/adversity; suffer death, মৃত্যুবরণ/মৃত্যুদণ্ড ভোগ করা। (৩) দেওয়া (এই অর্থে allow, permit অধিক বাঞ্ছনীয়)। (৪) সহ্য/বরদাশত করা: I won’t suffer your insolence. suffer fools gladly বোকা লোকদের সঙ্গে সহনশীল হওয়া। sufferer [সাফারা(র্‌)] (noun) দুঃখভোগী; দুঃখভোক্তা; ভুক্তভোগী। sufferable [সাফারাব্‌ল্] (adjective) সহনীয়। suffering (noun) (১) [uncountable noun] দুঃখবেদনা; দুঃখকষ্ট: The war was a time of suffering for all of us. (২) (plural) দুঃখক্লেশ; ভোগান্তি: He bore his sufferings bravely.
  • English Word sufferance Bengali definition [সাফারান্‌স্‌] (noun) [uncountable noun] on sufferance আপত্তির অনুপস্থিতিতে যে অনুমতি সূচিত করে, সেই অনুমতিক্রমে; মৌন সহনশীলতা বলে: He may be here on sufferance, তার অনুপস্থিতি কাঙ্ক্ষিত না-হলেও অনিষিদ্ধ।
  • English Word suffice Bengali definition [সাফাইস্‌] (verb intransitive), (verb transitive) (১) suffice (for) পর্যাপ্ত/যথেষ্ট হওয়া; (এই অর্থে 'be enough' অধিক প্রচলিত): £ 20 will suffice for you. Suffice it to say that..., আমি এইটুকুমাত্র বলব যে; .…. (২) প্রয়োজন মেটানো: His meagre income does not suffice his large family.
  • English Word sufficient Bengali definition [সাফিশন্‌ট্‌] (adjective) যথেষ্ট; পর্যাপ্ত; ঢেরsufficiently (adverb) যথোচিতভাবে; পর্যাপ্তরূপে; ঢের। sufficiency [সাফিশন্‌সি] (noun) (সাধারণত a sufficient of something) পর্যাপ্ত/যথেষ্ট পরিমাণ: a sufficient of fuel for the journey.
  • English Word suffix Bengali definition [সাফিক্‌স্] (noun) (এই অভিযানে সংক্ষেপ 'suff') বিভক্তি ও প্রত্যয়; অধিযোজন; দ্রষ্টব্য prefix এবং পরি. ৩।