Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word subsidiary Bengali definition [সাবসিডিআরি America(n) সাবসিডিএরি] (adjective) subsidiary to সহায়ক; সম্পূরক; অধীন: a subsidiary company, বড় কোম্পানির নিয়ন্ত্রণাধীন ছোট কোম্পানি; অধীন কোম্পানি। □ (noun) (plural subsidiaries) অধীন কোম্পানি; সহায়ক বস্তু বা ব্যক্তি।
  • English Word subsidy Bengali definition [সাবসাডি] (noun) [countable noun] (plural subsidies) সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠান কিংবা অন্য কোনো শুভ উদ্যোগে সাহায্য হিসেবে, যুদ্ধলিপ্ত মিত্ররাষ্ট্রকে সহায়তাস্বরূপ কিংবা দ্রব্যমূল্য একটি কাঙ্ক্ষিত স্তরে সীমিত রাখতে বিশেষত সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক বরাদ্দকৃত অর্থ; (সরকারি) অর্থ-সাহায্য; ভরতুকি। subsidize, subsidise [সাব্‌সিডাইজ্‌] (verb transitive) অর্থসাহায্য; ভরতুকি দেওয়া: subsidized industries, ভরতুকিপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠান। subsidization, subsidisation [সাব্‌সিডাইজেইশ্‌ন America(n) সাবসাডিজেইশ্‌ন] (noun) [uncountable noun] ভরতুকি প্রদান।
  • English Word subsist Bengali definition [সাব্‌সিস্‌ট্] (verb intransitive) (on) প্রাণ/জীবন নির্বাহ করা; বেঁচে/টিকে/বিদ্যমান থাকা; বাঁচিয়ে/টিকিয়ে রাখা: subsist on a vegetable diet/on charities. subsistence [সাব্‌সিস্‌টান্‌স্‌] (noun) [uncountable noun] অস্তিত্ব; প্রাণযাত্রা; উপজীবিকা; জীবনোপায়; প্রাণনির্বাহ; জীবননির্বাহ: bare subsistence, গ্রাসাচ্ছাদন; a subsistence wage, কোনো রকমে প্রাণনির্বাহ করার উপযোগী মজুরি; নিতান্ত প্রাণ ধারণোপযোগী মজুরি; subsistcrops, (অর্থকরী ফসলের বিপরীত) ভোগ্যফসল; on a subsist level, কেবল প্রাণধারণের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার মানে; নিতান্ত প্রাণধারণের স্তরে।
  • English Word subsoil Bengali definition [সাব্‌সয়ল্] (noun) [uncountable noun] ভূপৃষ্ঠের অব্যবহিত নিম্নবর্তী মাটির স্তর; অধোমৃত্তিকা
  • English Word subsonic Bengali definition [সাব্‌সনিক] (adjective) শব্দের গতির চেয়ে ধীর/ধীরগামী; অবশাব্দিক। দ্রষ্টব্য supersonic.
  • English Word subspecies Bengali definition [সাব্‌স্‌পীসীজ্‌] (noun) (plural অপরিবর্তিত) প্রজাতির উপবিভাগ; উপপ্রজাতি
  • English Word substance Bengali definition [সাব্‌স্‌টান্‌স্] (noun) (১) [countable noun, uncountable noun] (বিশেষ ধরনের) বস্তু; পদার্থ: same substance in different forms . (২) [uncountable noun] প্রধান অংশ,; সার; সারাংশ; সারবস্তু; সারকথা: an argument of little substance; in substance, সারত। ৩ [uncountable noun] দৃঢ়তা; ঘনত্ব; সার; অন্তঃসার; বস্তু; সারবত্তা: This material has little substance. (৪) [uncountable noun] বিত্ত; ধন; সম্পদ; বৈভব: one’s whole substance, যথাসর্বস্ব; a man of substance, বিত্তশালী ব্যক্তি।
  • English Word substandard Bengali definition [সাব্‌স্‌ট্যানডাড্] (adjective) নিম্নমানের
  • English Word substantial Bengali definition [সাব্‌স্‌ট্যান্‌শ্‌ল্] (adjective) (১) মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত; সুদৃঢ়; সংহত; সারগর্ভ; সারবান(২) বিপুল; সুপ্রচুর; উল্লেখযোগ্য; মোটারকম; a substantial meal/improvement/loan. (৩) সচ্ছল; ধনাঢ্য; বিত্তবান; ধনী: a substantial business firm; substantial farmers. (৪) মূলগত; সারগত: in substantial agreement, মূলগতভাবে একমত। (৫) বাস্তব; বাস্তবিক; প্রকৃত; মূর্তিমান: I’am not sure whether it was something substantial or a mere illusion. substantially [সাব্‌স্‌ট্যান্‌শালি] (adverb) উল্লেখযোগ্যভাবে; প্রচুর পরিমাণে; সারত: substantially to organize the rally.
  • English Word substantiate Bengali definition [সাবস্‌ট্যান্‌শিএইট্] (verb transitive) দাবি, বিবৃতি, অভিযোগ ইত্যাদির সপক্ষে তথ্য উপস্থিত করা; প্রমাণ/সাবুত করাsubstantiation [সাব্‌স্‌ট্যান্‌শিএইশ্‌ন্‌] (noun) প্রমাণীকরণ; সাবুতকরণ।
  • English Word substantival Bengali definition [সাব্‌স্‌টান্‌টাইভ্‌ল্‌] (adjective) (ব্যাকরণ) বিশেষ্য-প্রকৃতির; বিশেষ্যস্থানীয়: a substantival clause, বিশেষ্যস্থানীয় খণ্ডবাক্য।
  • English Word substantive Bengali definition [সাব্‌স্‌টান্‌টিভ্] (adjective) স্বতন্ত্র; স্বাধীন; বাস্তব; প্রকৃত; সত্যিকার: to attain the status of a substantive nation; a substantive motion (বিতর্কে) যে সংশোধনী গৃহীত হওয়ায় তা আরো আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়; স্বতন্ত্র প্রস্তাব। [সাব্‌স্‌ট্যানটিভ্] rank (British/Britain) স্থায়ী পদমর্যাদা। □ (noun) (ব্যাকরণ) বিশেষ্য; সত্ত্ববাচক পদ।
  • English Word substation Bengali definition [সাব্‌স্‌টেইশ্‌ন্‌] (noun) (বিদ্যুৎবিতরণ ইত্যাদি) উপকেন্দ্র; শাখাঘাঁটি
  • English Word substitute Bengali definition [সাব্‌স্‌ট্যিঊট্ America(n) সাব্‌স্‌টূট] (noun) বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প: Can you find a good substitute for tea? □ (verb transitive), (verb intransitive) substitute (something/somebody) (for) বিকল্পরূপে ব্যবহার করা বা ব্যবহৃত হওয়া; স্থলবর্তী/উপকল্পিত/অধ্যস্থ করা বা হওয়া: substitute margarine for butter. Can you substitute for Mr. Fahim during his absence? substitution [সাব্‌টিটিঊশ্‌ন্‌ America(n) সাব্‌টিটূশ্‌ন্‌] (noun) [uncountable noun] উপকল্পন; প্রতিকল্পন।
  • English Word substratum Bengali definition [সাব্‌স্‌ট্রা:টাম্ America(n) সাব্‌স্‌স্ট্রেইটাম্‌] (noun) (plural substratum [সাব্‌স্‌স্ট্রেইটাম্‌]) (১) নিম্নস্থ স্তর;অধঃস্তর: a substratum of rock, নিম্নস্থ শিলাস্তর। (২) ভিত্তি; মূল: The novel has a substratum of truth.
  • English Word substructure Bengali definition [সাব্‌স্‌ট্রাকচা(র্‌)] (noun) বুনিয়াদ। দ্রষ্টব্য superstructure (noun)
  • English Word subsume Bengali definition [সাব্‌সিঊম্ America(n) সাব্‌সূম্] (verb transitive) subsume (under) (দৃষ্টান্ত ইত্যাদি কোনো নিয়মের অধীনে কিংবা বিশেষ কোনো শ্রেণির) অন্তর্ভুক্ত করা, আকলন করা
  • English Word subtenant Bengali definition [সাব্‌টেনান্‌ট্‌] (noun) যে প্রজা বা ভাড়াটে অন্য প্রজা বা ভাড়াটের কাছ থেকে (জমি, বাড়ি ইত্যাদি) ইজারা/ভাড়া নেয়; কোর্ফা প্রজা/ভাড়াটেsubtenancy [সাব্‌টেনান্‌সি] (noun) উপপ্রজাস্বত্ব; কোর্ফা ভাড়া।
  • English Word subtend Bengali definition [সাবটেন্‌ড্] (verb transitive) (জ্যামিতি) (জ্যা বা ত্রিভুজের বাহু) (কোণ বা চাপের) ঠিক বিপরীত দিকে/সম্মুখে অবস্থান করা; বিপ্রতীপ হওয়া: subtended angle, সম্মুখ কোণ।
  • English Word subterfuge Bengali definition [সাব্‌টাফিঊজ্‌] (noun) [countable noun] (বিশেষত ঝামেলা বা অপ্রীতিকর কিছু এড়ানোর জন্য) ছল; ব্যপদেশ; চাতুরী; [uncountable noun] ছলচাতুরী; প্রতারণা; ধোঁকা।
  • English Word subterranean Bengali definition [সাব্‌টারেইনিআন্‌] (adjective) ভূগর্ভস্থ; অন্তভৌম: a subterranean passage সুড়ঙ্গ; পাতালপথ: subterranean river, অন্তঃসলিল; subterranean fires.
  • English Word subtitle Bengali definition [সাব্‌টাইট্‌ল্] (noun) (১) (বইয়ের) উপশিরোনাম; উপনাম(২) বিদেশি ভাষার চলচ্চিত্রে ফিল্মের উপর সংলাপের মুদ্রিত অনুবাদ; উপাখ্যান
  • English Word subtle Bengali definition [সাট্‌ল্] (adjective) (১) সূক্ষ্ম; অতিসূক্ষ্ম; নিগূঢ়: a subtle charm/flavour; subtle humour; a subtle distinction. (২) চতুর; জটিল; সূক্ষ্ম: a subtle argument/design. (৩) তীক্ষ্ণধী; সূক্ষ্মবুদ্ধি; কুশাগ্রবুদ্ধি; সূক্ষ্মাদর্শী; সুবেদী: a subtle observer/critic. subtly [সাট্‌লি] (adverb) সূক্ষ্মভাবে। subtlety [সাট্‌ল্‌টি] (noun) (plural subtleties) [uncountable noun] সূক্ষ্মতা; সৌক্ষ্ম্য; সূক্ষ্মদর্শিতা; [countable noun] সূক্ষ্মভেদাভেদ।
  • English Word subtopia Bengali definition [সাব্‌টোপিআ] (noun) [uncountable noun] একই ধাঁচের প্রমিত ভবনরাজি অধ্যুষিত, ইতস্তত প্রসারিত বৈচিত্র্যহীন নগর-এলাকা; দেশের যে অংশে ঐরূপ নগর-এলাকা রয়েছে; ঐভাবে নগরায়ণ করার প্রবণতা এবং তার ফল; উপপুরী
  • English Word subtract Bengali definition [সাব্‌ট্র্যাক্‌ট্‌] (noun) subtract (from) বিয়োগ/ব্যবকলন করাsubtraction [সাব্‌ট্র্যাকশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] বিয়োগ; ব্যবকলন।
  • English Word subtrahend Bengali definition [সাব্‌ট্র্যাহেন্‌ড্‌] (noun) (গণিত.) বিয়োজ্য সংখ্যা বা রাশি; শোধক
  • English Word subtropical Bengali definition [সাবট্রপিক্‌ল্‌] (adjective) প্রায় গ্রীষ্মমণ্ডলীয়: a subtropical climate; subtropical plants.
  • English Word suburb Bengali definition [সাবাব্] (noun) [countable noun] উপশহর; উপনগর; উপপুরthe suburbs উপশহরসমূহ; শহরতলি; নগরোপান্ত। suburban [সাবাবান্‌] (adjective) (১) উপনগরস্থ; উপপুরিক: suburban shops. (২) (তুচ্ছার্থে) নাগরিক বা গ্রামীণ কোনো সদ্‌গুণাবলিরই অধিকারী নয় এমন; আগ্রহ ও দৃষ্টিভঙ্গিতে সংকীর্ণ; উপনগরিক; নগরোপান্তিকsuburbia [সাবাবিআ] (noun) [uncountable noun] (সাধারণত তুচ্ছার্থে) (১) (সমষ্টিগতভাবে) নগরোপান্ত; উপনগর; শহরতলি(২) উপনগরিক জীবনযাত্রা; উপনগরিক দৃষ্টিভঙ্গি/মনোভাব
  • English Word subvention Bengali definition [সাবভেন্‌শ্‌ন্‌] (noun) অর্থ সাহায্য; ভরতুকি
  • English Word subversive Bengali definition [সাব্‌ভাসিভ] (adjective) নাশকতামূলক; পরিধ্বংসী: subversive propaganda; subversive of happiness, সুখান্তকর।