• Bengali Word Indian English definition [ইন্‌ডিআন্‌] (adjective), (noun) ১ ভারতীয়; হিন্দুস্তানি।
    (২) American Indian আমেরিকার আদিবাসীদের একজন; মার্কিন ইন্ডিয়ান। West Indian পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (West Indies) -সংক্রান্ত বা ঐ দ্বীপপুঞ্জের অধিবাসী; পশ্চিম ভারতীয়। (৩) (বিবিধ প্রয়োগ) Indian club ব্যায়ামের বোতলাকৃতি গদা; মুগুর। Indian corn [uncountable noun] ভুট্টা। in Indian file একজনের পিছনে একজন করে সারিবদ্ধ। Indian hemp, hemp. দ্রষ্টব্য Indian ink (noun) চীন ও জাপানে তৈরি ঘন কালো কালিবিশেষ; চীনা কালি। Indian summer বিশেষত আমেরিকার উত্তরাঞ্চলে শরতের শেষে শান্ত; শুষ্ক, ধোঁয়াটে আবহাওয়ার কাল; (লাক্ষণিক) বৃদ্ধ বয়সে যৌবনের অনুভূতির পুনরুজ্জীবন; অকালযৌবন।