Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word surf Bengali definition [সাফ্] (noun) [uncountable noun] সমুদ্রতীর, বালুচর কিংবা সামুদ্রিক শৈলশ্রেণির উপর আছড়ে পড়া সফেন তরঙ্গপুঞ্জ; তরঙ্গভঙ্গ; লহরিsurfing, surf-riding (noun(s) একটি সরু ফলকের উপর দাঁড়িয়ে তরঙ্গবাহিত হতে হতে ভারসাম্য রাখার খেলা; তরঙ্গক্রীড়া; লহরিলীলা। surf-board (noun) উপর্যুক্ত খেলায় ব্যবহৃত ফলক; লহরিফলক। surf-boat (noun) তরঙ্গভঙ্গের মধ্যে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি নৌকা; তরঙ্গতরি।
  • English Word surface Bengali definition [সাফিস্‌] (noun) [countable noun] (১) যেকোনো বস্তুর বহির্ভাগ; কোনো বস্তুর যেকোনো পার্শ্ব; পৃষ্ঠ; পৃষ্ঠভাগ; তল; The surface of the earth, ভূতল; ভূপৃষ্ঠ; a smooth surface; How many surfaces does a cube have? (২) (তরল, বিশেষত কোনো জলরাশির) উপরিভাগ; উপরিতল; পৃষ্ঠ: surface vessels সাধারণ জাহাজ। (৩) surfacemail স্থলপথে বা জলপথে প্রেরিত ডাক; সাধারণ ডাকsurface-to-air (ক্ষেপণাস্ত্র ইত্যাদি) বিমান লক্ষ্য করে ভূপৃষ্ঠ বা জাহাজ থেকে নিক্ষিপ্ত; পৃষ্ঠ থেকে আকাশে উৎক্ষিপ্ত। (৪) বহিরঙ্গ; বাহ্য; বাহির; খোলস: You will find him quite a different person, when you get below the surface. (৫) (attributive(ly)) বাহ্য, বাহ্যিক; উপর-উপর; মৌখিক: surface politeness: surface impressions; surface noise, বাহ্যিক অতিশব্দ (যেমন গ্রামোফোন রেকর্ডে স্টাইলাসের ঘর্ষণজাত শব্দ)। □ (verb transitive), (verb intransitive) (১) ঢালাই করা: surface a road with gravel/tarmac. (২) (ডুবোজাহাজ ডুবুরি প্রভৃতি) ভেসে ওঠা
  • English Word surfeit Bengali definition [সাফিট্‌] (noun) সাধারণত a surfeit (of) যেকোনো বস্তুর, বিশেষত খাদ্য ও পানীয়ের আতিশয্য/ বাহুল্য; অতিপান বা অতিভোজনের দরুন অস্বস্তি; বিবমিষা: have a surfeit of, (খেয়ে খেয়ে) অরুচি/বিতৃষ্ণা ধরা। □ (verb transitive) surfeit somebody/oneself (with) কোনোকিছু মাত্রা ছাড়িয়ে গ্রহণ করা: surfeit oneself with fruit, ফল খেয়ে পেট বোঝাই করা: be surfeited with pleasure.
  • English Word surge Bengali definition [সাজ্‌] (verb intransitive) তরঙ্গিত/উদ্বেলিত হওয়া; তরঙ্গের মতো ধাবিত হওয়া: The floods surged over the valley. The crowd surged forward to hail the hero. □ (noun) উচ্ছ্বাস; কল্লোল; উল্লোল; তরঙ্গোচ্ছ্বাস: the surge of the sea; a surge of pity/anger.
  • English Word surgeon Bengali definition [সাজান্‌] (noun) (১) অস্ত্রচিকিৎসক; শল্যচিকিৎসক; শল্যবিদ; অস্ত্রোপচারকdental surgeon (noun) অস্ত্রোপচারে প্রশিক্ষণপ্রাপ্ত দন্তচিকিৎসক; দাঁতের শল্যবিদ। house surgeon (noun) হাসপাতালের চাকরিতে নিয়োজিত অস্ত্রচিকিৎসক। (২) নৌবাহিনীতে কর্মরত চিকিৎসক: surgeon-commander.
  • English Word surgery Bengali definition [সাজারি্] (noun) (plural surgeries) (১) [uncountable noun] অস্ত্রোপচার; শল্যচিকিৎসা; শল্যবিদ্যা; শল্যতন্ত্র; qualified in both surgery and medicine. (২) [countable noun] (British/Britain) (চিকিৎসক বা দন্তচিকিৎসকের) রোগী দেখার ঘর: surgery hours, 4 pm to ৪ pm; pollitical surgery, (কথ্য) যে ঘরে সংসদ সদস্যের সঙ্গে তার এলাকার লোক পরামর্শ করতে পারে; রাজনৈতিক মন্ত্রগৃহ
  • English Word surgical Bengali definition [সাজিক্‌ল্‌] (adjective) অস্ত্রচিকিৎসা সম্বন্ধীয়; শল্যতান্ত্রিক: surgical treatment, অস্ত্রচিকিৎসা; surgical instruments, শল্যোপকরণ; a surgical boot, বিকৃত পায়ে পরানোর উপযোগী করে তৈরি জুতা; শল্যপাদুকা। surgically [সাজিক্‌লি] (adverb) অস্ত্রচিকিৎসায়, শল্যতান্ত্রিকভাবে ইত্যাদি।
  • English Word surly Bengali definition [সালি্] (adjective) (surlier, surliest) রুক্ষপ্রকৃতি; কর্কশস্বভাব; খিটখিটেsurlily [সালিলি] (adverb) রুক্ষভাবে। surliness (noun) কার্কশ্য; স্বভাবকার্কশ্য; স্বভাববত্রুতা।
  • English Word surmise Bengali definition [সামাইজ্‌] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) আন্দাজ/অনুমান/সন্দেহ করা: I surmised as much. □ (noun) [countable noun] [সামাইজ্‌] আন্দাজ; অনুমান; সন্দেহ।
  • English Word surmount Bengali definition [সামাউনা্‌ট্] (verb transitive) (১) কাটিয়ে ওঠা; অতিক্রম করা; পার/উত্তীর্ণ হওয়া(২) (passive) be surmounted by/with অধিরোপিত/অধ্যারোপিত হওয়া: a spire surmounted by a wealther-vane. surmountable [সামাউনা্টাব্‌ল্‌] (adjective) অতিক্রম্য; অতিক্রমণীয়।
  • English Word surname Bengali definition [সানেইম্‌] (noun) [countable noun] কুলনাম; বংশনাম; পদবি। দ্রষ্টব্য give 1 (১১) ভুক্তিতে given name, Christian ভুক্তিতে Christian name এবং forename.
  • English Word surpass Bengali definition [সাপা:স্ America(n) সাপ্যাস্‌] (verb transitive) ছাড়িয়ে যাওয়া; অতিক্রম করা, অতিরিক্ত হওয়া: surpass somebody in strength/speed/skill. surpassing (adjective) অতুলনীয়; অতুল্য; অপ্রতিম: of surpassing beauty. surpassingly (adverb) অনতিক্রম্যরূপে; বিষম; অতুলনীয়রূপে: surpassingly ugly.
  • English Word surplice Bengali definition [সাপ্লিস্‌] (noun) (সাধারণত সাদা) প্রশস্ত আস্তিনযুক্ত; ঢিলা আংরাখাবিশেষ, যা কোনো-কোনো পাদরি গির্জার উপাসনা-অনুষ্ঠানে তাদের নির্দিষ্ট অন্তরীয়ের উপরে পরিধান করেন; উত্তরবাসsurpliced (adjective) উত্তরবাস পরিহিত।
  • English Word surplus Bengali definition [সাপ্লাস্‌] (noun) [countable noun] উদ্বর্ত; উদ্বৃত্ত। দ্রষ্টব্য deficit. (২) (attributive(ly)) উদ্বৃত্ত; বাড়তি; অবশিষ্ট: surplus labour, উদ্বৃত্ত জনশক্তি (যাদের জন্য কাজ সেই); a sale of a surplus stock; surplus population, উদ্বৃত্ত জনসংখ্যা (কাঙ্ক্ষিত বলে বিবেচিত সংখ্যার অতিরিক্ত)। surplusstore (British/Britain) যে দোকানে উদ্বৃত্ত (যেমন সামরিক বাহিনীর) পণ্যসামগ্রী বিক্রি হয়; বাড়তি পণ্যের দোকান।
  • English Word surprise Bengali definition [সাপ্রাইজ্‌] (noun) (১) [countable noun, uncountable noun] চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়: It was a great surprise. To my surprise, he came out unhurt. take somebody by surprise অতর্কিতে/অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলা বা পাকড়াও করা। take a fort/town etc by surprise অতর্কিত আক্রমণে দুর্গ/শহর অধিকার করা। (২) (attributive(ly)) অপ্রত্যাশিত; অতর্কিত; আকস্মিক: a surprise attack/visit. □ (noun) (১) বিস্মিত/বিস্ময়ান্বিত/বিস্ময়াপন্ন/চমৎকৃত/অবাক/আশ্চর্য হওয়াbe surprised বিস্মিত/বিস্ময়াপন্ন/অবাক/আশ্চর্য হওয়া; We’re surprised (to learn that) you are leaving so soon. (৩) অতর্কিতে আক্রমণ বা পাকড়াও করা: surprise the enemy; surprise a burglar in the act of breaking into a house. (৪) surprise somebody into doing something কাউকে খোঁচা দিয়ে কিছু করানোsurprising (adjective) বিস্ময়কর; আশ্চর্যজনক; চমৎকারিক; অদ্ভুত। surprised (adjective) বিস্মিত; বিস্ময়াপন্ন; বিস্ময়োপহত; বিস্ময়াকুল; চমৎকৃত; আশ্চর্যান্বিত। surprisedly [সাপ্রাইজিড্‌লি] (adverb) সবিস্ময়ে; বিস্ময়ান্বিতভাবে।
  • English Word surrealism Bengali definition [সারিআলিজাম্‌] (noun) [uncountable noun] বিশ শতকে শিল্প ও সাহিত্যঘটিত আন্দোলনবিশেষ, যার লক্ষ্য মগ্নচৈতন্যের রূপায়ণ (ফলে অনেক চিত্রপটে দেখা যায় স্বপ্নের মতো বানানো খাপছাড়া বস্তুর একত্র সমাবেশ); পরাবাস্তববাদ; পরাচেতনাবাদsurrealist [সারিআলিস্‌ট্] (noun) পরাবাস্তববাদী (লেখক, শিল্পী প্রভৃতি)। surrealismic [সারিআলিস্‌টিক্] (adjective) পরাবাস্তববাদী; পরাচেতনাবাদী।
  • English Word surrender Bengali definition [সারেন্‌ডা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) (শত্রু, পুলিশ ইত্যাদির কাছে) সমর্পণ করা; আত্মসমর্পণ করা, পরের হাতে তুলে দেওয়া; বশ্যতা স্বীকার করা: The hijacker surrendered to the police. (২) দখল ছেড়ে দেওয়া; উৎর্সজন/বিসর্জন; স্বত্বত্যাগ করা: I shall not surrender my right. surrender one’s insurance policy, এককালীন অর্থের বিনিময়ে বিমার স্বত্বত্যাগ করা: value, উক্তরূপ উৎসর্জনের বিনিময়ে প্রাপ্ত অর্থ; উৎসর্জনমূল্য। (৩) surrender (oneself) to অভ্যাস, আবেগ, প্রভাব ইত্যাদির বশবর্তী হওয়া; হার মানা: Don’t surrender (yourself) to despair. □ (noun) আত্মসমর্পণ; উৎসর্জন; বশ্যতা; উৎসর্জনমূল্য; উপরে ২ দ্রষ্টব্য
  • English Word surreptitious Bengali definition [সারাপ্‌টিশাস্‌] (adjective) (কাজ) গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তাsurreptitiously (adverb) চুপিচুপি; লুকিয়ে লুকিয়ে।
  • English Word surrogate Bengali definition [সারাগেইট্] (noun) (বিশেষত বিশপের) প্রতিনিধি; প্রতিভূ। দ্রষ্টব্য suffragan.
  • English Word surround Bengali definition [সারাউন্‌ড্] (verb transitive) বেষ্টন/বেষ্টিত/পরিবেষ্টন/পরিবৃত করা: a house surrounded with trees. □ (noun) দেওয়াল ও গালিচার মধ্যবর্তী মেঝে এবং এর আবরক; পরিতল: a linoleum surround. surrounding (adjective) পারিপার্শ্বিক; পরিবেষ্টক। surroundings (noun) (plural) প্রতিবেশ; পরিবেষ্টন: living in agreeable surroundings.
  • English Word surtax Bengali definition [সাট্যাক্‌স্‌] (noun) [countable noun, uncountable noun] একটি নির্দিষ্ট স্তরের ঊর্ধ্বে ব্যক্তিগত আয়ের উপর আরোপিত অতিরিক্ত কর; উপরিকর। □ (noun) উপরিকর ধার্য করা।
  • English Word surveillance Bengali definition [সাভেইলান্‌স্‌] (noun) [uncountable noun] সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা: under police surveillance.
  • English Word survey Bengali definition [সাভেই] (verb transitive) (১) সামগ্রিকভাবে দেখা; অবলোকন করা: survey the countryside from the top of a hill. (২) সামগ্রিকভাবে পর্যালোচনা করা: to survey the international situation. (৩) জরিপ করা: survey a village/a railway. (৪) (ভবন ইত্যাদির) অবস্থা পরীক্ষা করা; পরিদর্শন করাsurveying (noun) [uncountable noun] জরিপ; পরিদর্শন: land survey surveying; a surveying ship. □ (noun) [সাভেই] [countable noun] (১) সামগ্রিক পর্যালোচনা: make a general survey of the situation/subject. (২) জরিপ: an aerial survey of coastal districts; the ordnance survey of Great Britain. ordnance survey দ্রষ্টব্য surveyor [সাভেইআ(র্‌)] (noun) (১) জরিপকারী(২) ভবনপরীক্ষক(৩) সরকারি পরিদর্শক: surveyer of weights and measures; the surveyor of highways. Quantity surveyor, দ্রষ্টব্য quantity.
  • English Word survival Bengali definition [সাভাইভ্‌ল্] (noun) (১) [uncountable noun] বেঁচে থাকা বা বিদ্যমান থাকার অবস্থা; অন্যের মৃত্যুর পরে বিদ্যমানতা; টিকে থাকার অবস্থা; অব্যাহত অস্তিত্ব; উত্তরজীবিতা; উদ্বর্তন: survival after death (আত্মার) মরণোত্তর জীবন; the survival of the fittest, যোগ্যতমের উদ্বর্তন; (attributive(ly)) a survival kit, দুর্যোগ, দুর্ঘটনা ইত্যাদিতে জীবনধারণের জন্য অপরিহার্য উপকরণাদিপূর্ণ থলে; ত্রাণপেটিকা। (২) [countable noun] টিকে থাকা সত্ত্বেও সেকেলে বলে বিবেচিত ব্যক্তি, রীতিনীতি, বিশ্বাস ইত্যাদি; উত্তরজীবী
  • English Word survive Bengali definition [সাভাইভ] (verb transitive), (verb intransitive) বেঁচে/টিকে থাকা; (কারো মৃত্যুর পরেও) বেঁচে থাকা; উত্তরজীবী হওয়া; (কোনোকিছুর পরে) জীবিত থাকা: survive an earthquake/shipwreck; He survived four wives. survivor [সাভাইভা(র্)] (noun) উত্তরজীবী: send help to the survivors of the cyclone.
  • English Word susceptible Bengali definition [সাসেপ্‌টাব্‌ল্‌] (adjective) (১) অনুভূতির দ্বারা সহজে প্রভাবিত হয় এমন; গ্রহণশীল; সহজগ্রাহী; গ্রাহী: a girl with a susceptible nature: a susceptible young man, যে সহজেই প্রেমে পড়ে; সুলভপ্রেমী; প্রণয়োন্মুখ। (২) susceptible to সংবেদনশীল; বেদনক্ষম: susceptible to flattery/kind treatment; susceptible to pain সুলভদুঃখ। (৩) susceptible of (আনুষ্ঠানিক) যোগ্যক্ষম; গ্রহণক্ষম: His assertion is not susceptible of proof, প্রমাণক্ষম নয়। susceptibility [সাসেপটাবিলাটি] (noun) (plural susceptibilities) (১) [uncountable noun] সংবেদনশীলতা; গ্রহণশীলতা; গ্রাহকত্ব: susceptible to hay fever/hypnotic influences. (২) (plural) ব্যক্তিপ্রকৃতির সংবেদনশীল বিন্দু; স্পর্শকাতর বিন্দু: wounding one’s susceptibities.
  • English Word suspect Bengali definition [সাসপেক্‌ট্] (verb transitive) (১) (কোনোকিছু ঘটতে পারে বলে) অনুভব বা ধারণা করা; আশঙ্কা করা; সন্দেহ করা: We suspected a surprise attack. Is foul play suspected? (২) সন্দেহপোষণ করা; সংশয় করা: suspect the truth of an account. (৩) suspect somebody (of something) (দোষী বলে) সন্দেহ করা: I don’t suspect you of the crime. □ (noun) [সাস্‌পেক্‌ট্‌] সন্দেহভাজন (ব্যক্তি); সন্দেহের পাত্র: political suspects. □ (predicatively adjective) suspectable [সাসপেক্‌টা্‌বল] সন্দেহভাজন; সন্দেহজনক: His movements are suspectable.
  • English Word suspend Bengali definition [সাস্‌পেন্‌ড্‌] (verb transitive) (১) suspend something (from) ঝোলানো; লটকানো; আলম্বিত/লম্বিত করা: lamps suspended from the celling. (২) (passive) (বাতাসে বা তরলপদার্থে বস্তুকণিকা) ভাসমান/আলম্বিত থাকা: dust/smoke suspended in the still air. (৩) সাময়িকভাবে বন্ধ রাখা; বিলম্বিত করা: suspend payment; suspend judgement; suspend a rule; in a state of suspended animation, মূর্ছিত/মূর্ছাপ্রাপ্ত/হতচেতন অবস্থায়; (লাক্ষণিক, কৌতুক, প্রতিষ্ঠান, পরিষদ ইত্যাদি) সাময়িকভাবে নিষ্ক্রিয়, মূর্ছিত দশায়: a suspended sentence/ suspended execution of sentence, দোষী ব্যক্তি আইন মান্য করে চললে দণ্ড কার্যকর হবে না বলে দণ্ডাজ্ঞা; মুলতবি দণ্ডাজ্ঞা। (৪) সাময়িকভাবে বরখাস্ত/কর্মচ্যুত/নিবৃত করা: suspend a (professional) football player.
  • English Word suspender Bengali definition [সাস্‌পেন্‌ডা(র্‌)] (noun) (pair of) suspenders ১ (British/Britain) মোজা আটকে রাখার জন্য (স্থিতিস্থাপক) ফিতাবিশেষ; জঙ্ঘাবন্ধনীsuspenderbelt (noun) মেয়েদের মোজা টেনে ধরে রাখার জন্য আকড়িযুক্ত, হালকা কটিবস্ত্র; কটিত্র; কটিবন্ধনী; (America(n)) প্যান্ট যথাস্থানে ধরে রাখার জন্য কাঁধের উপর দিয়ে পরার জোড়া ফিতাবিশেষ (British/Britain braces)।
  • English Word suspense Bengali definition [সাস্‌পেন্‌স্] (noun) [uncountable noun] অনিশ্চয়তা; উৎকণ্ঠা; সংশয়: in suspense, দোলায়মান; সংশয়াপন্ন। keep somebody in suspense অনিশ্চয়ের মধ্যে রাখা।