Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word suffocate Bengali definition [সাফাকেইট্] (verb transitive), (verb intransitive) (১) শ্বাসরোধ করা বা হওয়া; নিশ্বাস বন্ধ হয়ে আসা: The cigarette smoke almost suffocated her. (২) শ্বাসরোধ/কণ্ঠরোধ করে মারাsuffocation [সা্ফাকেইশ্‌ন্] (noun) শ্বাসরোধ; কণ্ঠরোধ।
  • English Word suffragan Bengali definition [সাফ্‌রাগান্‌] (noun) suffragan bishop, bishop suffragan বিশপের কর্তৃত্বাধীন এলাকার অংশবিশেষের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত বিশপ; সহকারী বিশপ
  • English Word suffrage Bengali definition [সাফ্‌রিজ্‌] (noun) (১) [countable noun] (আনুষ্ঠানিক) ভোট; নির্বাচন(২) [uncountable noun] ভোটাধিকার; বরণাধিকার: In many countries women had to agitate for their suffrage. suffragette [সাফ্‌রাজেট্] (noun) ব্রিটেনে বিশ শতকের গোড়ার দিকে- নারীর ভোটাধিকারের জন্য আন্দোলনকারিণী মহিলা।
  • English Word suffuse Bengali definition [সাফ্যিঊজ্‌] (verb transitive) (বিশেষত রং ও অশ্রু) ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া; সমাপ্লুত/ব্যাপ্ত করা: eyes suffused with tears; the evening sky suffused with crimson, সন্ধ্যার আবির ছড়ানো আকাশ। suffusion [সাফ্যিঊজ্‌ন্‌] (noun) [uncountable noun] ব্যাপ্তি; ব্যাপন; ব্যাপ্ততা; সমাপ্লাবন।
  • English Word Sufi Bengali definition [সূফি] (noun) মুসলিম মরমি সাধক, যাঁরা জীবনের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে নিজেদের বঞ্চিত করে অত্যন্ত সরল জীবনযাপন করেন
  • English Word sugar Bengali definition [শুগা(র্‌)] (noun) [uncountable noun] চিনি; শর্করাsugar-beet (noun) যে বিট থেকে চিনি উৎপন্ন হয়; চিনি-বিট। sugar-cane (noun) আখ; ইক্ষু; ইক্ষুদণ্ড। sugar-coated (adjective) শর্করাবৃত; চিনিপরিবৃত: sugar-coated pills; (লাক্ষণিক) আপাতমধুর; আপাত মনোলোভা; মধুমাখা: sugar-coated promises. sugar-daddy (noun) (কথ্য) সম্ভোগ বা বন্ধুত্বের বিনিময়ে যে ধনী (সাধারণত অধিকবয়সী) পুরুষ কোনো তরুণীর জন্য অকাতরে অর্থব্যয় করেন। sugarloaf (noun) আগেকার দিনে চিনির মোচাকার শক্ত দলা (দোকানে এভাবেই চিনি বিক্রি হত); চিনির তাল। sugar-lump (noun) চা, কফি ইত্যাদিতে দেওয়ার জন্য চিনির ছোট ঘনক (কিউব); চিনির খণ্ড। sugar-refinery (noun) চিনির শোধনাগার। sugar-tongs (noun) (plural) খাবার টেবিলে চিনির খণ্ড তুলে নেওয়ার ছোট চিমটাবিশেষ। □ (verb transitive) মিষ্টি করা; চিনি মেশানো; শর্করাযুক্ত করা। sugary (adjective) চিনির মতো মিষ্টি; অধিক চিনিযুক্ত; (লাক্ষণিক) অতিমধুর; মধুমাখা; মিঠা মিঠা: sugary compliments/music.
  • English Word suggest Bengali definition [সাজেস্‌ট্‌ America(n) সাগ্‌জেট্‌] (verb transitive) (১) suggest something (to be); suggest (to be) that...; suggest doing something বিবেচনার জন্য সম্ভাবনারূপে উপস্থাপন করা; প্রস্তাব করা; পরামর্শ দেওয়া; বাতলানো: I suggested a thorough check-up. He suggested that we should see the chairman. Do you suggest visiting the museum? (২) (চিন্তা, সম্ভাবনা ইত্যাদি) মনে আনা: His persistent cough suggests tuberculosis. (৩) (reflexive) মনে পড়া/আসা: The idea suggested itself when we were discussing our future course of action. suggestible [সাজেস্‌টাব্‌ল্‌] (adjective) প্রস্তাব; পরামর্শ; অভিভাবন (suggestion দ্রষ্টব্য) দ্বারা প্রভাবিত করা যায় এমন; অভিভাবনীয়; প্রস্তাবনীয়। suggestion [সাজেস্‌শান্ America(n) সাগ্‌জেটাব্‌ল্‌] (noun) (১) [uncountable noun] প্রস্তাবন; প্রস্তাব; পরামর্শ; মন্ত্রণা: at the suggestion of his father; on my suggestion. (২) [countable noun] প্রস্তাবিত পরিকল্পনা পন্থা ইত্যাদি; প্রস্তাব; পরামর্শ: I like your suggestion. (৩) [countable noun] ক্ষীণ আভাস: There was a suggestion of irritation in his tone. (৪) [uncountable noun] অন্য ভাবের অনুষঙ্গে মনের মধ্যে কোনো ভাব বা চিন্তা জাগরিত করার প্রক্রিয়া; অভিভাবনhypnotic suggestion সম্মোহিত বা সংবিষ্ট অবস্থায় কোনো ব্যক্তির মনে ভাব বা প্রণোদনা প্রবিষ্ট করা; সাংবেশিক অভিভাবন। suggestive [সাজেস্‌টিভ্‌ America(n) সাগ্‌জেস্‌টিভ্‌] (adjective) (১) ইঙ্গিতপূর্ণ; ব্যঞ্জনাপূর্ণ: suggestive remarks. (২) অনুচিত বা অশালীন ইঙ্গিতপূর্ণ: suggestive jokes. suggestively (adverb) ইঙ্গিতপূর্ণভাবে।
  • English Word sui generis Bengali definition [সূঈজেনারিস্‌] (predicative(ly)), (adjective) (লাতিন) নিজ শ্রেণির; অনন্য; অদ্ভুত
  • English Word suicide Bengali definition [স্যূইসাইড্‌] (noun) (১) [uncountable noun, countable noun] আত্মহত্যা; আত্মহনন; আত্মঘাতী (ব্যক্তি): commit suicide; two suicides this week. (২) [uncountable noun] নিজ স্বার্থ বা কল্যাণের পরিপন্থী কাজ; আত্মহত্যা; আত্মদ্রোহ: political suicide. suicidal [স্যূইসাইড্ল্] (adjective) আত্মঘাতী।
  • English Word suit 1 Bengali definition [সূট্] (noun) (১) [countable noun] একই উপাদানে তৈরি পরিচ্ছদসমূহ; বস্ত্রযুগ; যুগ; স্যূট: a suit of armour, বর্মযুগ; a man’s suit, জ্যাকেট, (কটিবস্ত্র) ও ট্রাউজার্স; a woman’s suit, জ্যাকেট ও ট্রাউজার্স; a two/three-piece suit; a dress suit, পুরুষের আনুষ্ঠানিক সান্ধ্যপোশাক। suitcase (noun) সুটকেস; তোরঙ্গ। (২) [countable noun] (আনুষ্ঠানিক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষত কোনো শাসকের কাছে পেশকৃত অনুরোধ; দরখাস্ত; আর্জি; প্রার্থনা: grant somebody’s suit; press one’s suit, সনির্বন্ধ অনুরোধ করা। (৩) [countable noun] (সাহিত্যিক অথবা প্রাচীন প্রয়োগ) পাণিপ্রার্থনা: plead/press one’s suit with a young woman. (৪) (law.) suit মামলা; মোকদ্দমা: a criminal/civil suit; bring a suit against somebody; be a party in a suit. (৫) [countable noun] তাসের চারটি শ্রেণির যেকোনো একটি; কেতাa long suit একই কেতার বা রঙের অনেকগুলো তাস; লম্বা কেতা; একজন খেলোয়াড়ের হাত। follow suit (ক) যে রঙের তাস পেড়ে খেলা শুরু হয়েছে, সেই রঙের তাস খেলা। (খ) (লাক্ষণিক) অন্যের দৃষ্টান্ত/পদাঙ্ক অনুসরণ করা। suiting (দোকানের ভাষায়) পোশাক তৈরি করার কাপড়: gentlemen’s suiting, (পুরুষের) স্যুটের কাপড়।
  • English Word suit 2 Bengali definition [সূট্] (verb transitive), (verb intransitive) (১) সন্তুষ্ট করা; প্রয়োজন মেটানো; উপযোগী/যথাযোগ্য/উপযুক্ত হওয়া: Friday will suit me very well. The climate does not suit me/my health. suit oneself নিজের ইচ্ছে/মরজি মতো চলা/কাজ করা। suit somebody down to the ground সর্বতোভাবে/সম্পূর্ণভাবে উপযোগী হওয়া। (২) (বিশেষত পোশাক, কেশবিন্যাস ইত্যাদি) মানানো; মানানসই হওয়া; খাপ খাওয়া: This dress does not suit her. (৩) suit something to উপযোগী/মানানসই/সামঞ্জস্যপূর্ণ করা: suit the punishment to the crime. suit the action to the word প্রতিশ্রুতি, হুমকি প্রভৃতি অবিলম্বে কার্যকর করা। (৪) (past participle) be suited (to/for) উপযুক্ত/যোগ্য উপযোগী হওয়া: He is not suited to teach young children.
  • English Word suitable Bengali definition [সূটাব্‌ল্‌] (adjective) উপযোগী; উপযুক্ত; যোগ্য; যথাযোগ্য; মানানসই; যথোপযুক্ত: a suitable place for picnic; a suitable case for treatment, চিকিৎসাযোগ্য রোগ। suitably [সূটাব্‌লি্] (adverb) যথোচিতভাবে, মানানসইভাবে ইত্যাদি। suitability [সূটাবিলাটি] (noun) suitableness (noun) উপযুক্ততা; উপযোগিতা।
  • English Word suite Bengali definition [সুয়ীট্] (noun) [countable noun] (১) (কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির) অনুচরবর্গ; পরিচরবর্গ; সহচরবৃন্দ(২) পরস্পর মানানসই আসবাবপত্রের পূর্ণাঙ্গ সমষ্টি বা সংগ্রহ; আসবাবসমষ্টি: a dining-room suite, অর্থাৎ টেবিল, চেয়ার, সাইডবোর্ড ইত্যাদি: a lounge/bedroom suite. (৩) পরস্পরসম্পৃক্ত কক্ষসমষ্টি (যেমন হোটেলে একটি শয়নকক্ষ, একটি বসার ঘর ও একটি স্নানঘর)। (৪) পরস্পরসম্পৃক্ত বস্তু সমষ্টি: a computer suite, কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি। (৫) (সংগীত) বাদ্যভাণ্ডের জন্য তিন বা ততোধিক পরস্পরসম্পৃক্ত অংশের সমন্বয়ে রচিত সংগীত; সুরধারা
  • English Word suitor Bengali definition [সূটা(র্‌)] (noun) (১) মামলাকারী; মামলা দায়েরকারী। দ্রষ্টব্য suit 1 (৪). (২) (বিয়ে) পাণিপ্রার্থী; বিবাহার্থী। দ্রষ্টব্য suit 1 (৩).
  • English Word sulfa Bengali definition (America(n)= sulpha. দ্রষ্টব্য sulphonamides.
  • English Word sulfate Bengali definition (America(n)= sulphate.
  • English Word sulfide Bengali definition (America(n))= sulphide
  • English Word sulfonamides Bengali definition (America(n)= sulphonamides.
  • English Word sulfur, sulfuric, sulfurous, etc Bengali definition America(n)= sulpher, sulphuric, sulphurous etc.
  • English Word sulk Bengali definition [সাল্‌ক্‌] (verb intransitive) মুখ গোমড়া/গুমসা/ভার করা; রাগ করে কথা না-বলাthe sulks (noun) (plural) গোমড়া ভাব: be in the sulks; have (a fit of) the sulks, গোসা করা। sulky (adjective) (sulkier, sulkiest) গোমড়ামুখো; অসামাজিক; অন্তঃকোপিত: as sulky as a bear; be/get sulky with somebody about a trifle. sulkily [সাল্‌কিলি] (adverb) গোমড়ামুখে; মুখ ভার করে। sulkiness (noun) অন্তঃকোপ; অন্তঃকোপিতা; গোমড়ামুখ।
  • English Word sullen Bengali definition [সালান্‌] (adjective) (১) চাপা ক্রোধযুক্ত; অন্তঃকোপী; গোমড়ামুখো; ক্ষমাহীন; প্রতীপ; বিরূপ: sullen looks. (২) গুমোটপূর্ণ; গুমসা; গুমো; বিষণ্ণ; তিমিরাবৃত: a sullen sky. sullenly (adverb) চাপা ক্রোধে; অন্তঃক্রোধে ইত্যাদি। sulleniness (noun) অন্তঃক্রোধ; অন্তঃক্রোধিতা; গুমোট।
  • English Word sully Bengali definition [সালি্] (verb transitive) (past tense, past participle sullied) (সাধারণত লাক্ষণিক) কলঙ্কিত/কালিমা লেপন/মর্যাদাহানি করা: sully somebody’s reputation.
  • English Word sulpha Bengali definition (America(n)= sulfa) [সাল্‌ফা্] (noun) দ্রষ্টব্য sulphonamides.
  • English Word sulphate Bengali definition (America(n)= sulfate) [সাল্‌ফেইট্] (noun) [countable noun, uncountable noun] গন্ধকাম্লজাত লবণ: sulphate of copper/copper sulphate, (CuSO 4): তুঁতে sulphate of magnasium.
  • English Word sulphide Bengali definition (America(n)= sulfide) [সালফাইড্] (noun) [countable noun, uncountable noun] গন্ধক এবং অন্য রাসায়নিক মৌলের যৌগ; সালফাইড: hydrogen sulphide, (H 2S) গন্ধকযুক্ত উদজান (পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসবিশেষ)।
  • English Word sulphonamides Bengali definition (America(n)= sulfonamides) [সাল্‌ফনামাইড্‌জ্‌] (noun) (plural) ব্যাক্টেরিয়াধ্বংসী নিমিত্তরূপে ব্যবহৃত এক শ্রেণির ঔষধ (সংশ্লেষাত্মক রাসায়নিক যৌগ, যা sulpha drugs নামেও পরিচিত); সালফা ভেষজ।
  • English Word sulphur Bengali definition (America(n)= sulfur) [সাল্‌ফা(র্‌)] (noun) (রসায়ন) গন্ধক; (প্রতীক S)। sulphuretted [সাল্‌ফিঊরেটিড্‌] (adjective) গন্ধকঘটিত: sulphuretted hydrogen (H 2S). sulphureous (America(n)= suIfuretted) [সাল্‌ফিঊআরিআস্‌] (adjective) গন্ধকময়; গন্ধযুক্ত; গন্ধকধর্মক; গন্ধকগুণক। sulphuric (America(n)= sulfuretted) [সাল্‌ফিঊআরিক্] (adjective) গন্ধক: sulphuric acid, তেলতেলে বর্ণহীন অত্যন্ত শক্তিশালী অম্লবিশেষ H 2SO 4); গন্ধকাম্লsulphurous [সাল্‌ফারাস্‌] (adjective) গন্ধকময়; গন্ধকগুণবিশিষ্ট।
  • English Word sultan Bengali definition [সাল্‌টান্‌] (noun) সুলতানsultanate [সালটানেইট্] (noun) সুলতানের পদমর্যাদা, শাসনামল বা রাজ্য। sultana [সাল্‌টা:না America(n) সাল্‌ট্যানা] (noun) সুলতানা।
  • English Word sultana Bengali definition [সাল্‌টা:না America(n) সাল্‌ট্যানা] (noun) [countable noun] কিশমিশ
  • English Word sultry Bengali definition [সাল্‌ট্রি] (adjective) (sultrier, sultriest) (বায়ুমণ্ডল, আবহাওয়া) ভাপসা; গুমসা; (মানুষের মেজাজ) উগ্র; তিরিক্ষি; সংরক্ত। sultrily [সাল্‌ট্রালি] (adverb) তিরিক্ষিভাবে ইত্যাদি। sultriness (noun) গুমোট; উগ্রতা; তিরিক্ষিভাব; সংরক্ততা।