Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word supersede Bengali definition [সূপাসীড্] (verb transitive) স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel. supersession [সূপাসেশ্‌ন্‌] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
  • English Word supersonic Bengali definition [সূপাসনিক্] (adjective) (গতি) শব্দের গতির চেয়ে দ্রুততর; (বিমান) শব্দের চেয়ে দ্রুততর গতিতে উড্ডয়নক্ষম; অতিশাব্দিক; শব্দাতিরেক।
  • English Word superstition Bengali definition [সূপারস্‌টিশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] কুসংস্কার; অন্ধবিশ্বাসsuperstitious [সূপাস্‌টিশাস্] (adjective) কুসংস্কারাচ্ছন্ন; কুসংস্কারমূলক: superstitious beliefs/ideas/people. superstitiously (adverb) কুসংস্কারাচ্ছন্নভাবে।
  • English Word superstructure Bengali definition [সূপাস্‌ট্রাকচা(র্‌)] (noun) উপরকাঠামো; জাহাজের প্রধান ডেকের উপরিবর্তী অংশ; পরিকাঠামো
  • English Word supertax Bengali definition [সূপাট্যাক্‌স্‌] (noun) [countable noun, uncountable noun] একটি নির্দিষ্ট স্তরের উপরে আয়ের জন্য প্রদেয় (আয়করের অতিরিক্ত) কর; অধিকর
  • English Word supervene Bengali definition [সূপাভীন্‌] (verb intransitive) (আনুষ্ঠানিক) (কোনো অবস্থা বা প্রক্রিয়ার মাঝখানে) পরিবর্তন বা বাধা হিসেবে আসা/ঘটা; হঠাৎ উপস্থিত হওয়া; অধ্যাগত হওয়াsupervention (noun) অধ্যাগমন।
  • English Word supervise Bengali definition [সূপাভাইজ] (verb transitive), (verb intransitive) (কাজ, কর্মী, প্রতিষ্ঠান) তত্ত্বাবধান/পরিদর্শন/আবেক্ষণ করাsupervision [সূপাভিজ্‌ন্‌] (noun) অবেক্ষণ; তত্ত্বাবধান; কার্যাবেক্ষণ: under the supervise of. supervisory [সূপাভাইজারি] (adjective) তত্ত্বাবধানের; আবেক্ষণিক।
  • English Word supine Bengali definition [সূপাইন্‌ America(n) সুপাইন্‌] (adjective) (১) চিৎ; উত্তানশয়; উত্তান। দ্রষ্টব্য prone (১)। (২) নিষ্কর্মা; অকর্মা; অকর্মণ্য; অলসsupinely (adverb) উত্তানশয়নে; আলস্যে।
  • English Word supper Bengali definition [সাপা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] দিনের শেষ আহার (যা নৈশভোজ বা ডিনারের চেয়ে পরিমাণে অল্প বা কম আনুষ্ঠানিক); সায়মাশ: eat very little supper. supperless (adjective) সায়মাশবিহীন; রাতে অভুক্ত: go to bed supperless.
  • English Word supplant Bengali definition [সাপ্‌লা:ন্‌ট্ America(n) সাপ্‌ল্যান্‌ট্] (verb transitive) (১) (কোনোকিছুর) স্থান দখল করা; উচ্ছেদ করা: Country-boats will soon be supplanted by motorised boats. (২) (কাউকে) অপসারিত করে তার স্থান অধিকার করা: He has been supplanted in his mother’s affection by his youngest brother. supplanter (noun) উচ্ছেদকারী; অপসারণকারী।
  • English Word supple Bengali definition [সাপ্‌ল্] (adjective) নমনীয়; সুনম্য; কোমল; (মন) সংবেদনশীল; নরম: the supple limbs of a child; a supple mind suppleness (noun) নমনীয়তা; সুনম্যতা; কোমলতা; সংবেদনশীলতা।
  • English Word supplement Bengali definition [সাপ্‌লিমান্‌ট্‌] (noun) [countable noun] (১) উৎকর্ষ বা সম্পূর্ণতার জন্য যা যোগ করা হয়; পরিলিখ; উত্তরখণ্ড; সম্পূরক অংশ; সম্পূরণী(২) সংবাদপত্র বা সাময়িকপত্রের সঙ্গে অতিরিক্ত; পৃথক সংযোজন; ক্রোড়পত্র; সম্পূরণী: The Times Literary Supplement. □ (verb transitive) [সাপ্‌লিমেন্‌ট্] সংযোজন/সম্পূরণ করা; ঘাটতি পূরণ করা: supplement one’s ordinary income by writing articles.
  • English Word supplementary Bengali definition [সাপ্লিমেন্ট্রি] (adjective) (১) অতিরিক্ত; সম্পূরক; অনুপূরক; অতিদিষ্ট: supplementary estimates; supplementary benefit, (British/Britain) দুস্থদের সাহায্যার্থে রাষ্ট্র কর্তৃক বরাদ্দকৃত অতিরিক্ত অর্থ। (২) (কোণ) সম্পূরক।
  • English Word suppliant Bengali definition [সাপ্‌লিআন্‌ট্‌] (noun), (adjective) (আনুষ্ঠানিক) দীনপ্রার্থী; শরণাগত; শরণার্থী; প্রার্থয়িতা; কৃতাঞ্জলি; বদ্ধাঞ্জলি: Kneel as a suppliant at the altar; in a suppliant attitude, কৃতাঞ্জলিপুটে।
  • English Word supplicate Bengali definition [সাপ্‌লিকেইট্‌] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক ও সাহিত্যিক) দীনভাবে কৃতাঞ্জলিপুটে প্রার্থনা/যাচঞা করা; অনুনয়বিনয়/কাকুতিমিনতি করা: supplicate somebody for help; supplicate somebody’s protection; supplicate for pardon. supplicant [সাপ্‌লিকান্‌ট্‌] (noun) অর্থী; যাচক; শরণার্থী। supplication [সাপ্‌লিকেইশ্‌ন্‌](noun) [countable noun, uncountable noun] সনির্বন্ধ/সানুনয় প্রার্থনা; যাচঞা; অনুনয়।
  • English Word supply Bengali definition [সাপ্‌লাই] (verb transitive) (past tense, past participle supplied) supply something to somebody; supply somebody with something সরবরাহ করা; যোগানো; যোগান দেওয়া: supply gas/electricity to domestic consumers; supply consumers with gas, etc. (২) (প্রয়োজন) মেটানো; (অভাব) মোচন করা: Who will supply the need for more houses and schools? □ (noun) (১) [uncountable noun, countable noun] (plural supplies) সম্ভার; জোগান; সরবরাহ: a good supply of reading matter; new supplies of garments. supply and demand সরবরাহ ও চাহিদা (বাজার নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয়) in short supply দুষ্প্রাপ্য (এই অর্থে scarce প্রচলিত)। (২) supplies (বিশেষত) সরকারি প্রয়োজন যেমন সামরিক বাহিনীর চাহিদা) মেটানোর জন্য মজুদ; সরবরাহ; জোগান: medical supplies. (৩) be/go on supply অস্থায়ী বিকল্প হিসেবে (যেমন শিক্ষক বা পাদরি) হিসেবে কাজ করা: (attributive(ly)) a supply teacher, বিকল্প শিক্ষক। (৪) supplies (British/Britain) সরকার পরিচালনায় ব্যয় নির্বাহ করতে সংসদ কর্তৃক অর্থবরাদ্দ; সম্ভরণSupply Day (লোকসভায়) যেদিন (ব্যয়ের) প্রাককলনের অনুমোদন চাওয়া হয়; সম্ভরণ-দিবস। (৫) supplies (কোনো ব্যক্তির জন্য) ভাতা; রসদ; হাতখরচ: Annoyed at the boy’s prodigality the father cut off his supplies. supplier (noun) যোগানদার; সরবরাহকারী।
  • English Word support Bengali definition [সাপোট্] (verb transitive) (১) ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা: supported with the hand, করালম্বিত; These pillars cannot support the building. (২) সমর্থন করা; চালু রাখতে সাহায্য করা: support a claim/a political party;supporting troops, জোগান; মজুদ সৈন্য: a hospital supported by voluntary contributions, ঐচ্ছিক অবদানে পরিপোষিত হাসপাতাল; an accusation not supported by proofs; a supporting actor, সহায়ক অভিনেতা; a supporting film (মূল ছবির) সহায়ক ছবি। (৩) প্রতিপালন/পোষণ/পরিপোষণ/পরিপালন করা: He has no family to support. (৪) সহ্য করা; How long shall I have to support his jealousy? □ (noun) (১) আলম্ব; উপঘ্ন; সাহায্য; সমর্থন; ভরণপোষণ; উপজীবিকা: The building needs more support. You can count on my support in the next election. The divorced wife claimed support from her ex-husband. in support (সৈন্যদল) জোগান; মজুদ; সাহায্যার্থে প্রস্তুত। (be) in support of somebody/something সাহায্যে; সমর্থনে। (২) [countable noun] অবলম্বন; আশ্রয়; নির্ভর: He is the only support of his family. price supports (America(n)) ভরতুকি। supportable [সাপোটাব্‌ল্] (adjective) সহনীয়; সমর্থনীয়; সমর্থনযোগ্য। supporter (noun) সমর্থক; ধারক; পোষক; প্রতিপালক। supportive (adjective) সহায়ক; সমর্থক।
  • English Word suppose Bengali definition [সাপোজ্] (verb transitive) (১) মনে করা; ধরা; সত্য বলে ধরে নেওয়া: Let us suppose (that) he told the truth. I don’t suppose for one/a minute that...আমি বিশ্বাস করি না যে…। (২) অনুমান/ আঁচ/আন্দাজ করা; ভাবা: He came to borrow money, I suppose ? (৩) (অনুজ্ঞাসূচক কিংবা প্রস্তাব উত্থাপনের জন্য ব্যবহৃত) Suppose we go for a walk. (৪) শর্তরূপে প্রয়োজন হওয়া; ইঙ্গিত করা: A successful career supposes hard work. (৫) be supposed to (ক) কারো কাছ থেকে প্রত্যাশিত হওয়া: Am I supposed to look after the children? আমারই দেখাশোনা করার কথা কিনা। (খ) (কথ্য) (নঞর্থক বাক্যে) অনুমতিপ্রাপ্ত হওয়া: The children are not supposed to go to the theatre, থিয়েটারে যাওয়ার অনুমতি নেই। supposing (conjunction): supposing we arrive late, where shall we put up? supposed (adjective) তথৈব; স্বীকৃত; কথিত: his supposed courage. supposely [সাপোজিড্‌লি] (adverb) যা ধরে নেওয়া হয়েছে; তদনুসারে; অনুমানসিদ্ধভাবে।
  • English Word supposition Bengali definition [সাপাজিশ্‌ন্] (noun) (১) [uncountable noun] অনুমান; কল্পনা: Your theory is based on mere supposition. (২) [countable noun] অনুমান; আন্দাজ; আঁচ: His suppositions were proved false. on this supposition; on the supposition that ...যদি ধরে নেওয়া যায় যে…।
  • English Word suppository Bengali definition [সাপজিট্রি America(n) সাপজিটোরি] (noun) (plural suppositories) মলদ্বার বা যোনিপথে ঢুকিয়ে ব্যবহার্য কোষাকৃতি, দ্রবণীয় ভেষজ উপচারবিশেষ; নিবেশ্য
  • English Word suppress Bengali definition [সাপ্রেস] (verb transitive) (১) দমন করা: suppress a rising/the slave trade. (২) প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা; suppress the truth/a yawn/one's feelings: suppress a newspaper. suppression [সাপ্রেশ্‌ন্‌] (noun) দমন; নিগ্রহ; নিগ্রহণ; গোপন: suppression of the breath, শ্বাসরোধ; suppression of the voice, বাকস্তম্ভ; suppression of the urine, মূত্রাবরোধ; suppression of the passions, ইন্দ্রিয়নিগ্রহ। suppressive (adjective) দমনমূলক; নিগ্রহাত্মক। suppressor [সাপ্রেসা(র্‌)] (noun) নিগ্রাহক; (বিশেষত) বেতার ও টেলিভিশনের সংকেতগ্রহণে যাতে বিঘ্নসৃষ্টি না-করে সেজন্য বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে সংযুক্ত কৌশলবিশেষ; সংরোধক।
  • English Word suppurate Bengali definition [সাপ্যিউরেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) পুঁজ হওয়া; পেকে ওঠাsuppuration [সাপ্যিউরেইশ্‌ন্‌] (noun) পচন; পুঁজত্ব; সংস্রাব।
  • English Word supra Bengali definition [সূপ্রা] (adjective) (লাতিন আনুষ্ঠানিক) উপরে
  • English Word supranational Bengali definition [সূপ্রান্যাশনাল্‌] (adjective) জাতি বা রাষ্ট্রসমূহের উপরে; আধিজাতিক; আধিরাষ্ট্রিক: a supranational authority.
  • English Word supreme Bengali definition [সূপ্রীম্‌] (adjective) (১) সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক: The Supreme Commander, সর্বাধিনায়ক; the Supreme Court, সর্বোচ্চ আদালত; the Supreme Soviet, সর্বোচ্চ সোভিয়েত (প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ব্যবস্থাপক সভা); the Supreme Being, ঈশ্বর; অখিলাত্মা; পরমপুরুষ। (২) সর্বাধিক গুরুত্বপূর্ণ; চরম; পরম: make the supreme sacrifice, জীবনোৎসর্গ করা। supremely (adverb) পরমভাবে; চরমভাবে: supremely happy, পরম সুখী। supremacy [সূপ্রেমাসি] (noun) [uncountable noun] আধিপত্য; প্রাধান্য; শ্রেষ্ঠত্ব; প্রভুত্ব; ঈশিত্ব; supremacy over, সর্বোচ্চ কর্তৃত্ব; There was none to challenge his supremacy.
  • English Word surcharge Bengali definition [সাচা:জ্] (noun) (১) (জরিমানা হিসেবে বা অন্য কোনো বাবদে) নির্ধারিত মাশুলের অতিরিক্ত দাবি; অধিশুল্ক(২) অধিক বা অতিরিক্ত বোঝা; অধিভার(৩) ডাকটিকিটের উপর মূল্যপরিবর্তনসূচক মুদ্রিত ছাপ; অধিমুদ্রা। □ (verb transitive) (১) অধিক বোঝাই করা; অধিশুল্ক দাবি করা
  • English Word surd Bengali definition [সাড্] (noun) (গণিত.) যে রাশি, বিশেষত মূল (√) সাধারণ সংখ্যা বা রাশির সসীম ভাষায় প্রকাশ করা যায় না; করণী
  • English Word sure Bengali definition [শুআ(র্‌)] (adjective) (surer, surest) (১) (কেবল predicative(ly)) নিশ্চিত; সুনিশ্চিত; নিঃসংশয়; নিঃসন্দেহ; দৃঢ়নিশ্চয়; কৃতনিশ্চয়be/feel sure (about something) নিঃসন্দিগ্ধ/নিঃসন্দেহ হওয়া: I am not sure (about it). be/feel sure of something/that ...., নিঃসংশয়/নিশ্চিত হওয়া: How can you be sure of his probity! sure be/feel sure of oneself আত্মবিশ্বাস থাকা। be sure to do something; (কথ্য) be sure and do something অবশ্য; ত্রুটি না-করা: Be sure to come and join the party. to be sure (সে কথা) সত্য; তা বটে: He is not wealthy, to be sure, but he’s generous. make sure that .../of something (ক) নিশ্চিত হওয়া: I made sure she would not fail to keep her word. (খ) নিজেকে সন্তুষ্ট করা; (কোনোকিছুর প্রাপ্তি) নিশ্চিত করা: The book is not easily available; you would better make sure to get a copy. (২) (attributively predicative(ly)) নির্ভরযোগ্য; বিশ্বস্ত; নিশ্চিত; অমোঘ: a sure remedy for malaria; sure proof; send a letter by a sure hand. surefooted (adjective) হোঁচট খায় না এমন; দৃঢ়পদ। □ (adverb) (১) sure enough অবশ্য; নিশ্চিতভাবে; বস্তুত; নিশ্চয়ই: He said he would succeed, and sure enough, he did succeed. for sure (সাধারণত কথ্য) নিশ্চয়ই; অবশ্যই(২) as sure as (কোনোকিছুর) মতো সুনিশ্চিত; as sure as fate. (৩) (কথ্য, বিশেষত America(n)) নিশ্চয়ই; অবশ্যই: It sure was interesting. sureness (noun) নিশ্চয়তা; নৈশ্চিত্য; নিঃসন্দিগ্ধতা।
  • English Word surely Bengali definition [শূআলি] (adverb) (১) (সাধারণত verb- এর সঙ্গে সন্নিবেশিত) নিশ্চিতভাবে; নির্ঘাৎ; অবশ্যই: He will surely come. (২) (উদ্দেশ্যের সঙ্গে – সাধারণত উদ্দেশ্যের পূর্বে কিংবা বাক্যের শেষে সন্নিবেশিত, প্রায়ই আত্মবিশ্বাস বা অবিশ্বাসসূচক) অভিজ্ঞতা বা সম্ভাব্যতার উপর বিশ্বাস স্থাপন করা গেলে; নিশ্চয়ই: Surely these terrible times won’t last forever! He didn’t intend to get away With your brief-case, surely! (বিশেষত America(n))(প্রশ্নোত্তরে) অবশ্যই, নিশ্চয়ই: Won’t you come round and see me some time?’ - ‘Surely!’ (British/Britain- র প্রয়োগরীতিতে certainly অধিক সমাদৃত)।
  • English Word surety Bengali definition [শুআরাটি America(n) শুআর্‌টি] (noun) (plural sureties) [countable noun, uncountable noun] জামানত; ন্যাস; জামিন; প্রতিভূ: Stand surety for somebody.