Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word subject 1 Bengali definition [সাব্‌জিক্‌ট্‌] (adjective) (১) অধীন; পরাধীন; পরায়ত্ত: a subject province; subject peoples. (২) be subject to বাধ্য/অধীন/অনুবর্তী হওয়া: Every citizen is subject to the. law of the land. (৩) subject to প্রবণ; ধাতযুক্ত: He is subject to colds, সর্দির ধাত আছে। (৪) subject to (adjective), (adverb) -সাপেক্ষ; -সাপেক্ষে: The schedule is subject to change. subject to contract (আইন সম্বন্ধীয়) চুক্তি সম্পাদনসাপেক্ষ। subject to prior sale নিলাম ইত্যাদির তারিখের পূর্বে আরো প্রস্তাব আসার আগে বিক্রয় করা হয়নি এই শর্তে; পূর্ববিক্রয়সাপেক্ষে।
  • English Word subject 2 Bengali definition [সাব্‌জিক্‌ট্‌] (noun) (১) রাষ্ট্রের প্রধান শাসক ব্যতীত অন্য যেকোনো সদস্য; প্রজা, নাগরিক। দ্রষ্টব্য citizen (প্রজাতান্ত্রিক দেশে অধিকতর কাম্য ও প্রচলিত)। (২) বিষয়; প্রসঙ্গ; প্রস্তাব; আলোচ্য: an interesting subject of conversation; the subject of a poem/picture. change the subject বিষয় পরিবর্তন করা; প্রসঙ্গান্তরে যাওয়া। on the subject of বিষয়ে; সংক্রান্ত; সম্পৃক্ত। subject matter (noun) [uncountable noun] বিষয়বস্তু (রচনাশৈলীর বিপরীত)। (৩) যে বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নিয়ে কারবার; বিষয়: a subject for experiment/discussion. (৪) subject for something যে পরিস্থিতি থেকে কোনোকিছু উদ্ভূত হয়; বিষয়: a subject for pity/ridicule/congratulations. (৫) কোনো নির্দিষ্ট (সাধারণত অবাঞ্ছিত) প্রবণতাসম্পন্ন ব্যক্তি; রোগী; গ্রস্ত ইত্যাদি: a hysterical subject, উন্মাদপ্রবণ। (৬) (ব্যাকরণ) উদ্দেশ্য (বিধেয়ের বিপরীত); কর্তা (কর্মের বিপরীত)। (৭) (সংগীত) মূলসুর; ধ্রুবপদ
  • English Word subject 3 Bengali definition [সাব্‌জেক্‌ট্‌] (verb transitive) subject to নিয়ন্ত্রণে আনা; বশীভূত/অধীন করা: England subjected many countries to its rule. (২) আস্পদ/পাত্র করা; অধীন করা: subject oneself to criticism/ridicule. To test its strength the metal was subjected to great pressure. subjection [সাব্‌জেক্‌শ্‌ন্] (noun) [uncountable noun] দমন; বশ্যতা; পরাধীনতা; পরবশ্যতা: The country was held in subject for two hundred years.
  • English Word subjective Bengali definition [সাব্জেকটিভ্] (adjective) (১) (ভাব, অনুভূতি ইত্যাদি) মনোগত; আত্মনিষ্ঠ; আত্মমুখ; মনঃকল্পিত; বিষয়ীকেন্দ্রিক: a subjective impression. (২) (শিল্প, শিল্পী, সাহিত্য ইত্যাদি) (বাস্তববাদী শিল্প, সাহিত্য ইত্যাদির বিপরীত) আত্মগত; আত্মলীন; বিষয়ীকেন্দ্রিক(৩) (ব্যাকরণ) কর্তা বা উদ্দেশ্যবিষয়কsubjectively (adverb) আত্মগতভাবে। subjectivity [সাব্‌জেক্‌টিভাটি] (noun) [uncountable noun] আত্মনিষ্ঠতা; আত্মমাত্রিকতা।
  • English Word subjoin Bengali definition [সাব্‌জয়ন্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) শেষে সংযুক্ত করা; অনুযোজিত করা: subjoin a postscript to a letter.
  • English Word subjugate Bengali definition [সাব্‌জুগেইট্‌] (verb transitive) জয়/পরাভূত/দমন করা; বশ্যতাস্বীকারে বাধ্য করা; করায়ত্ত করাsubjugation [সাব্‌জুগেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] জয়; বিজয়; দমন; পরাভূত; পরাজয়; নিগ্রহ: subjugate of one’s enemies, শত্রুদমন; subjugate of one’s passions, ইন্দ্রিয়দমন; ইন্দ্রিয়নিগ্রহ।
  • English Word subjunctive Bengali definition [সাব্‌জাঙ্‌টিভ্‌] (adjective) (ব্যাকরণ) শর্ত, অনুমান, সম্ভাবনা ইত্যাদি সূচক, সংশয়ার্থ। □ (noun) [uncountable noun, countable noun] (ক্রিয়ার) সংশয়ার্থ ভাব; সংশয়ার্থ ক্রিয়ারূপ।
  • English Word sublease Bengali definition [সাব্‌লীস্‌] (verb transitive), (verb intransitive) নিজের ইজারা নেওয়া জমি, বাড়ি ইত্যাদি অন্য ব্যক্তির কাছে ইজারা দেওয়া; দর-ইজারা দেওয়া। □ (noun) দর-ইজারা। subleasee (noun) দর-ইজারাদার। subleaseor (noun) দর-ইজারাদাতা।
  • English Word sublet Bengali definition [সাব্‌লেট্] (verb transitive), (verb intransitive) (sublet, subletting, sublets) (১) নিজের ভাড়া করা বাড়ি, ঘর ইত্যাদি অন্য ব্যক্তিকে ভাড়া দেওয়া; কোর্ফা ভাড়া দেওয়া(২) চুক্তিমাফিক কাজের (যেমন কারখানা নির্মাণের) অংশবিশেষ অন্য কাউকে দেওয়া; আংশিক/কোর্ফা ঠিকা দেওয়া
  • English Word sublieutenant Bengali definition [সাবলাটেনান্‌ট্ America(n) সাবলূটেনান্‌ট্] (noun) লেফটেনান্টের অব্যবহিত অধস্তন নৌকর্মকর্তা; সাব-লেফটেনান্ট
  • English Word sublimate Bengali definition [সাব্‌লিমেইট্] (verb transitive) (১) (রসায়ন) (পরিশোধনের জন্য) তাপপ্রয়োগে কঠিন অবস্থা থেকে বাষ্পীভূত করে আবার কঠিন আকারে জমানো; ঊর্ধ্বপাতন করা(২) (মনোবিজ্ঞান) (সহজ প্রবৃত্তিজাত আবেগ, কার্যকলাপ ইত্যাদি) নির্জ্ঞাতভাবে উচ্চতর বা অধিকতর বাঞ্ছনীয় খাতে প্রবাহিত করা; ঊর্ধ্বগামী করা: sublimated, উদ্গতিপ্রাপ্ত। □ (noun), (adjective) ঊর্ধ্বপাতন দ্বারা শোধিত (বস্তু); ঊর্ধ্বপাতিত। sublimation [সাব্‌লিমেইশ্‌ন্‌] (noun) ঊর্ধ্বপাতন; উদ্গতি।
  • English Word sublime Bengali definition [সাব্‌লাইম্‌] (adjective) (১) উচ্চতম ও মহত্তম শ্রেণির; বিস্ময় ও সম্ভ্রম উদ্রেককর; মহিমান্বিত; মহামহিমান্বিত; মহিমময়; মহীয়ান; ভীষণসুন্দর: sublime scenery/heroism/self sacrifice. (২) চরম; (বিশেষত অপরিণামদর্শী ব্যক্তি) আশ্চর্য; মহিমান্বিত: a man of sublime conceit/impudence/indifference. □ (noun) the sublime যা মনে ভয় ও সম্ভ্রম উদ্রেক করে; ভয়ালসুন্দর। (go) from the sublime to the ridiculous সুন্দর, মহৎ, বিরাট কোনো বিষয় বা বস্তু থেকে তুচ্ছ, হীন, নিরর্থক বিষয় বা বস্তুতে চলে যাওয়া, মহত্তম থেকে তুচ্ছতমে চলে যাওয়া। sublimely (adverb) মহীয়ানরূপে: She was sublimely indifferent to the astounded looks of the pedestrians. sublimity [সাব্‌লিমাটি] (noun) [uncountable noun] (plural sublimeties) মহিমময়তা; উত্তুঙ্গ/ভয়াল মহিমা: the sublime of the Himalays; the sublimities of great art.
  • English Word subliminal Bengali definition [সাব্‌লিমিন্‌ল] (adjective) চৈতন্যের দোরগোড়ার নিচে; যে সম্পর্কে বিষয়ীর সচেতন জ্ঞান থাকে না; অবচৈত্তিক: subliminal advertisement, অবচৈত্তিক বিজ্ঞাপন (যেমন যে বিজ্ঞাপন চলচ্চিত্র বা টিভি পরদায় মুহূর্তের জন্য প্রক্ষিপ্ত হয় এবং কেবল মগ্নচৈতন্যের দ্বারা লক্ষিত হয়)।
  • English Word sublunary Bengali definition [সাব্‌লূনারি] (adjective) চন্দ্রতলবর্তী; পৃথিবী ও চাঁদের কক্ষপথের মধ্যবর্তী; চাঁদের প্রভাবাধীন; পার্থিব; ইহলৌকিক
  • English Word submarine Bengali definition [সাবমারীন্ America(n) সাব্‌মারীন্‌] (adjective) সমুদ্রতলস্থ; অবসামুদ্রিক: submarine plant life; a submarine cable. □ (noun) ডুবোজাহাজ। submariner [সাবম্যারিনা(র্‌)] (noun) ডুবোজাহাজের নাবিক; ডুবোজাহাজি।
  • English Word submerge Bengali definition [সাব্‌মাজ্‌] (verb transitive), (verb intransitive) (১) ডোবানো; মজ্জিত/নিমজ্জিত করা; প্লাবিত করা; মজ্জিত/নিমজ্জিত হওয়া; ডোবা; ডুব দেওয়া(২) submerged (adjective) মগ্ন; নিমগ্ন; নিমজ্জিত: submerged rocks, মগ্নশৈল। submergence [সাবমাজান্‌স্‌], submersion [সাব্‌মাশ্‌ন্‌ America(n) সাব্‌মাজন] (noun(s) [uncountable noun] নিমজ্জনযোগ্য; আপ্লাবন। submersible [সাব্‌মাসব্‌ল্‌] (adjective) নিমজ্জনযোগ্য।
  • English Word submission Bengali definition [সাব্‌মিশন্‌] (noun) [uncountable noun] বশ্যতা; বশীভূততা; আত্মসমর্পণ; বশ্যতাস্বীকার: The enemy made their submission to the victorious general. (২) [uncountable noun] আনুগত্য; বিনয়; বিনম্রতা; আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা: with all due submission, একান্ত বিনয়ের সঙ্গে। (৩) [countable noun, uncountable noun] (আইন সম্বন্ধীয়) বিচারক বা জুরির কাছ পেশকৃত যুক্তি, মতামত ইত্যাদি; নিবেদন: My submission is that.... submissive [সাব্‌মিসিভ্] (adjective) বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী: submissive to advice; a submissive wife. submissively (adverb) অনুগতভাবে। submissiveness (noun) অনুবর্তিতা; বশবর্তিতা; আনুগত্য।
  • English Word submit Bengali definition [সাব্‌মিট্] (verb transitive), (verb intransitive) (submitted, submitting, submits) (১) submit oneself to somebody/something আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া: submit oneself to discipline. (২) submit somebody to something সহ্য করানো: submit a prisoner to torture/interrogation, নির্যাতন/জিজ্ঞাসাবাদ করা। (৩) submit something (to somebody/something) মতামত, আলোচনা, সিদ্ধান্ত ইত্যাদির জন্য উপস্থাপন করা; পেশ/দাখিল করা: submit plans/proposals, etc to the authorities. (৪) (আইন সম্বন্ধীয়) যুক্তি উপস্থাপন করা; নিবেদন করা: The defendant submitted that he was falsely implicated in the case. (৫) submit to somebody/something আত্মসমর্পণ করা; মেনে নেওয়া: submit to the enemy/ill treatment/separation from one’s family.
  • English Word subnormal Bengali definition [সাবনোম্‌ল্‌] (adjective) স্বাভাবিকের চেয়ে নিচে বা কম; স্বাভাবিকেতর: subnormal temperatures; a child of subnormal intelligence. □ (noun) স্বাভাবিকেতর বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তি; ন্যূনধী ব্যক্তি।
  • English Word suborbital Bengali definition [সাবওবিট্‌ল্‌] (adjective) (গ্রহ, উপগ্রহ) একটি কক্ষপথের চেয়ে কম দূরত্ব বা স্থায়িত্ব; উপকক্ষীয়
  • English Word subordinate Bengali definition [সাবোডিনাট্‌ America(n) সাবোডানাট্] (adjective) (১) submit (to) অপ্রধান; গৌণ; অধীন, অধস্তন: a subordinate position. (২) subordinate clause (ব্যাকরণ) অধীন খণ্ডবাক্য; সংযোজক অব্যয় দ্বারা আরম্ভ; বিশেষ্য, বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ-স্থানীয় খণ্ডবাক্য। দ্রষ্টব্য co-ordinate. □ (noun) অধীনস্থ বা অধস্তন কর্মচারী/কর্মকর্তা। □ (verb transitive) [সাবোডিনেইট্ America(n) সাবোডানেইট্] subordinate something to অধস্তন হিসেবে বিবেচনা/গণ্য করা; অধীন/অধীনস্থ করা। subordinating clause (ব্যাকরণ) যে সংযোজক অব্যয় দিয়ে অধীন খণ্ডবাক্যের সূত্রপাত করা হয় (যেমন because, as, if); গৌণতাবাচক সংযোজক অব্যয়। subordination [সাবোডিনেইশ্‌ন্‌ America(n) সাবোডান্‌এইশ্‌ন্‌] (noun) অধীনতা; গৌণতা; অপ্রধানতা; অধীনীকরণ; গুণীভবন। subordinative [সাবোডিনাটিভ America(n) সাবোডানেইটিভ] (adjective) গৌণতাবাচক।
  • English Word suborn Bengali definition [সাবোন্‌] (verb transitive) ঘুষ দিয়ে বা অন্য উপায়ে কাউকে মিথ্যা হলফ করতে বা অন্য বেআইনি কাজে প্ররোচিত করা; কূটসাক্ষ্য দেওয়ানো; কুকর্মসাধনে প্রবৃত্ত করাsubornation [সাবোনেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] কুকর্মসাধনে বিয়োজন।
  • English Word subpoena Bengali definition [সাপীনা] (noun) (plural subpoenas) [countable noun] (আইন সম্বন্ধীয়) আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা। □ (verb transitive) (past tense past participle subpoenaed) সপিনা দেওয়া/পাঠানো; তলবনামা জারি করা বা পাঠানো।
  • English Word subrogation Bengali definition [সাব্‌রোগেইশ্‌ন] (noun) (আইন সম্বন্ধীয়) একপক্ষের স্থলে অনপেক্ষকে উত্তমর্ণরূপে প্রতিকল্পন, যাতে করে শেষোক্ত পক্ষের উপর প্রথম পক্ষের সব অধিকার ও দায়দায়িত্ব বর্তায়; উত্তরাধিকার প্রতিকল্পন
  • English Word subscribe Bengali definition [সাব্‌সক্রাইব্‌] (verb intransitive), (verb transitive) (১) subscribe something (to/for) চাঁদা দেওয়া; (শেয়ার ইত্যাদি) নেওয়া: Did you subscribe to the flood relief fund? He subscribed for 10 shares in the new company. (২) subscribe to something (ক) (পত্রপত্রিকায়) গ্রাহক হওয়া। (খ) (মতামত, দৃষ্টিভঙ্গি ইত্যাদির) অংশীদার হওয়া; একমত হওয়া। subscribe for a book প্রকাশিত হওয়ার আগেই এক বা একাধিক কপি কিনতে রাজি হওয়া; বইয়ের গ্রাহক হওয়া। (৩) (আনুষ্ঠানিক) (দলিল ইত্যাদির নিচে) স্বাক্ষর/নামসই করা: subscribe one’s name to a petition. subscriber (noun) গ্রাহক; চাঁদাদাতা। subscription [সাবস্ক্রিপ্‌শ্‌ন্] (noun) (১) [uncountable noun] অর্থদান; চাঁদা: The school was established by public subscription. (২) [countable noun] (পত্রপত্রিকা, জনহিতকর কাজ, সমিতি ইত্যাদির) চাঁদা। subscription concert যে সংগীতানুষ্ঠানের সব আসনের জন্য আগাম প্রবেশমূল্য আগেই গ্রহণ করা হয়; চাঁদার বিনিময়ে সংগীতানুষ্ঠান।
  • English Word subsection Bengali definition [সাব্‌সেক্‌শন্] (noun) উপপরিচ্ছেদ; উপধারা; উপপ্রকরণ
  • English Word subsequent Bengali definition [সাব্‌সিকোআন্‌ট্] (adjective) subsequent (to) পরবর্তী; পশ্চাৎকালীন; উত্তরকালীন: subsequent events; subsequent to this event. subsequently (adverb) পরবর্তীকালে; পশ্চাৎকালে; উত্তরকালে।
  • English Word subserve Bengali definition [সাবসাভ্‌] (verb transitive) সাহায্য করা; সহায়ক হওয়া
  • English Word subservient Bengali definition [সাব্‌সাভিআন্‌ট্] (adjective) subservient to দাস-ভাবাপন্ন; বিনয়বিগলিত; সেবাতৎপর: subservient shopkeepers. (২) (কোনো উদ্দেশ্যসাধনের) সহায়ক; উপযোগী; অধীনsubserviently (adverb) দাসোচিতভাবে ইত্যাদি। subservience [সাব্‌সাভিআন্স্] (noun) [uncountable noun] দাস্য; দাসমনোভাব; উপযুক্ততা; সহায়তা।
  • English Word subside Bengali definition [সাব্‌সাইড্] (verb intransitive) (১) (বন্যার পানি) হ্রাস পাওয়া; নেমে যাওয়া(২) (ভূমি) ধসে যাওয়া, বসে/নেমে যাওয়া(৩) (ভবন) মাটিতে বসে যাওয়া(৪) (বায়ু, চিত্তবেগ ইত্যাদি) শান্ত/প্রশমিত হওয়া; পড়ে যাওয়া(৫) (হাস্যরসাত্মক) (ব্যক্তি) ধীরে ধীরে নিচে নামা; প্রতিষ্ঠিত/রোপিত হওয়া: subside into a chair. subsidence [সাব্‌সাইডন্‌স্‌] (noun) [countable noun, uncountable noun] অধোগমন; অবনমন; অধোগতি; অধঃপতন।