Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word scrimmage Bengali definition [স্ক্রিমিজ্‌] (noun) (১) [countable noun] হুড়াহুড়ি; কাড়াকাড়ি; মারামারি; ঠেলাঠেলি; ধাক্কাধাক্কি(২) (America(n) ফুটবল) খেলা আরম্ভ বা পুনরারম্ভ করার সময় দুইপক্ষের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর যে খেলা হয়; হুড়দঙ্গল(৩)= scrum(mage). □ (verb intransitive), (verb transitive) হুড়াহুড়ি/মারামারি করা; বল হুড়দঙ্গলের মধ্যে ফেলা।
  • English Word scrimp Bengali definition [স্ক্রিম্‌প্] (verb)= skimp
  • English Word scrip 1 Bengali definition [স্ক্রিপ্‌] (noun) [countable noun] যে প্রমাণপত্র হস্তগত হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পূরণ করার পর ব্যবসা প্রতিষ্ঠানের পরিপণের (স্টক) মালিকানার আনুষ্ঠানিক সনদ পাওয়া যায়; পৌর্বিক সনদ; [uncountable noun] এই ধরনের সনদের সমষ্টি।
  • English Word scrip 2 Bengali definition [স্ক্রিপ্] (noun) [countable noun] ভিখারি, পর্যটক বা তীর্থযাত্রীর থলে; ঝোলা
  • English Word script Bengali definition [স্ক্রিপ্‌ট্] (noun) (১) হস্তলিপি; হস্তলিপির অনুকরণে মুদ্রিত টানা লেখা; হস্তলেখ: That line isn’t in the original script. (২) [countable noun] (বিশেষত সম্প্রচারের জন্য অভিনেতাদের পার্ট, কথিকা, আলোচনা, নাটক ইত্যাদির) পাণ্ডুলিপি; পাণ্ডুলেখ্যscript-writer (noun) যে ব্যক্তি চলচ্চিত্র বা সম্প্রচার-অনুষ্ঠানের জন্য পাণ্ডুলিপি রচনা করেন; পাণ্ডুলিপিলেখক। scripted (adjective) পাণ্ডুলিপি দেখে পঠিত।
  • English Word scripture Bengali definition [স্ক্রিপ্‌চা(র)] (noun) (১) (Holy) Scripture, The (Holy) Scriptures (পবিত্র) বাইবেল; (attributive(ly)) বাইবেলের; বাইবেল সম্বন্ধীয়: a script lesson. (২) ধর্মগ্রন্থscriptural [স্ক্রিপ্‌চারাল্] (adjective) বাইবেলভিত্তিক; বাইবেলি।
  • English Word scrivener Bengali definition [স্ক্রিভ্‌না(র্)] (noun) [uncountable noun] (ইতিহাস) লেখক; দলিলের মুসাবিদালেখক; কেরানি; মুহুরি
  • English Word scrofula Bengali definition [স্ক্রিফ্যিউলা] (noun) ক্ষয়রোগবিশেষ, যাতে লসিকাগ্রন্থিসমূহ ফুলে ওঠে; গণ্ডমালাscrofulous [স্ক্রিফিউ্যলাস্‌] (adjective) গণ্ডমালাঘটিত।
  • English Word scroll Bengali definition [স্ক্রোউল্] (noun) (১) লেখার জন্য কাগজ বা চামড়ার পাকানো ফালি; ঐরূপ কাগজে লেখা প্রাচীন গ্রন্থ; লেখ্যপট(২) পাথরে উৎকীর্ণ ঢেউখেলানো কাগজের আকারের অলংকারবিশেষ; লিপির অলংকরণবিশেষ, যা রেখার বক্রতা দিয়ে পাকানো কাগজের ব্যঞ্জনা দেয়
  • English Word scrotum Bengali definition [স্ক্রেটাম্‌] (noun) অণ্ডকোষের থলে; মুষ্ক
  • English Word scrounge Bengali definition [স্ক্রাউন্‌জ্‌] (verb intransitive), (verb transitive) কথ্য) কাঙ্ক্ষিত বস্তু বিনা অনুমতিতে বা চালাকি করে হস্তগত করা; হাতিয়ে নেওয়া; কুক্ষিগত/লোপাট করা; মেরে দেওয়াscrounger (noun) যে ব্যক্তি লোপাট করে।
  • English Word scrub 1 Bengali definition [স্ক্রাব্] (noun) (১) [uncountable noun] নিম্নমানের গাছ ও ঝোপঝাড়; ঐরূপ গাছ ও গুল্মাবৃত জমি; যে বনের গাছ ঠিকমতো বেড়ে উঠতে পারেনি; করকটে গাছ বা বনবাদাড়; (attributive(ly)) করকটে: scrub-pine; scrub palm. (২) [countable noun] স্বাভাবিক আকারের চেয়ে ছোট যেকোনো বস্তুscrubby [স্ক্রাবি] (adjective) (scrubbier, scrubbiest) (১) করকটে; নীচ(২) খোঁচা খোঁচা দাঁড়িওয়ালা: a scrubby chin.
  • English Word scrub 2 Bengali definition [স্ক্রাব্] (verb transitive), (verb intransitive) (scrubbed, scrubbing, scrubs) scrub (out) বিশেষত শক্ত ব্রাশ, সাবান ও পানি দিয়ে জোরে জোরে ডলে পরিষ্কার করা; মাজা: scrub the floor, বাতিল বা উপেক্ষা করা: scrub (out) on order. scrubbing-brush (noun) মেঝে ইত্যাদি ঘষে পরিষ্কার করার জন্য শক্ত ব্রাশ; মার্জনী। □ (noun) ঘষামাজা: Give the walls a good scrub.
  • English Word scruff Bengali definition [স্ক্রাফ্] (noun) (কেবল) the scruff of the neck ঘাড়: seize/take an animal by the scruff of the neck.
  • English Word scruffy Bengali definition [স্ক্রাফি] (adjective) (scruffier, scruffiest) (কথ্য) দেখতে নোংরা, যত্নহীন ও অপরিপাটি; হতচ্ছাড়া
  • English Word scrum Bengali definition [স্ক্রাম্‌] (noun) scrummage- এর সংক্ষেপscrum half রাগবি খেলায় যে হাফব্যাক বলটি হুটপাটের মধ্যে ছুড়ে মারে।
  • English Word scrummage Bengali definition [স্ক্রামিজ্‌] (noun) রাগবি খেলার যে পর্যায়ে দুইপক্ষের সম্মুখভাগের খেলোয়াড়রা মাথা নত করে একত্র জড়ো হলে বলটি তাদের মাঝখানে ছুড়ে মারা হয় এবং তারা বলটি তাদের নিজ নিজ দলের পায়ে দেওয়ার জন্য চেষ্টা করে; খেলার এই পর্যায়ে যে সব খেলোয়াড় অংশ নেয় তাদের সমষ্টি; হুটোপুটি
  • English Word scrumptious Bengali definition [স্ক্রাম্‌প্‌শাস্‌] (adjective) (কথ্য, বিশেষত খাদ্য) সুস্বাদু; রসনালোভন
  • English Word scrunch Bengali definition [স্ক্রান্‌চ্] (noun), (verb transitive)= crunch (২).
  • English Word scruple Bengali definition [স্ক্রূপ্‌ল্] (noun) (১) ২০ গ্রেন পরিমাণের ওজনের একক দ্রষ্টব্য পরি ৫(২) [countable noun, uncountable noun] বিবেকের অস্বস্তি; বিবেকজনিত সংকোচ বা দ্বিধা; বিবেকিতা: tell lies without scruple, নিঃসংকোচে। □ (verb intransitive) scruple to do something বিবেকের দরুন দ্বিধা করা; সংকুচিত হওয়া।
  • English Word scrupulous Bengali definition [স্ক্রূপ্যিউলাস্‌] (adjective) নৈতিক কোনো অন্যায় না-করার বিষয়ে সতর্ক; বিবেকবান; বিবেকদর্শী; খুঁতখুঁতেscrupulously (adverb) বিবেকিতার সঙ্গে; বিবেকীজনোচিত: scrupulously exact/careful.
  • English Word scrutineer Bengali definition [স্ক্রূটনিআ(র্) America(n) স্ক্রূট্‌নিআর] (noun) ব্যালট যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না তা পরীক্ষা করার কাজে নিয়োজিত কর্মকর্তা; ব্যালট-পরীক্ষক
  • English Word scrutinize, scrutinise Bengali definition [স্ক্রূটিনাইজ্‌ America(n) স্ক্রূটানাজ্‌] (verb transitive) তন্ন তন্ন করে পরীক্ষা করা; অবেক্ষণ করা
  • English Word scrutiny Bengali definition [স্ক্রূটিনি America(n) স্ক্রূটানি] (noun) (plural scrutinies) (১) [uncountable noun, countable noun] তন্ন তন্ন করে পরীক্ষা; অবেক্ষণ; নিরীক্ষা(২) [countable noun] সরকারিভাবে ভোট পরীক্ষা, বিশেষত প্রথম বারের ভোটগণনার ফলাফল খুব কাছাকাছি হলে ভোট পুনর্গণনা; নিরীক্ষণ: demand a scrutiny.
  • English Word scud Bengali definition [স্কাড্] (verb intransitive) (scudded, scudding, scuds) স্বচ্ছন্দে সোজা দ্রুত ধাবিত হওয়া; ছুটে চলা; ছোটা: clouds scudding across the sky. □ (noun) [countable noun] ছুটে চলা; ছুট; ছোটন; [uncountable noun] বায়ুতাড়িত বাষ্পময় মেঘ।
  • English Word scuff Bengali definition [স্কাফ্] (verb intransitive), (verb transitive) (১) পা টেনে টেনে হাঁটা; ঘষটে চলা(২) ঘষটে ঘষটে ক্ষয় করা: scuff one’s shoes.
  • English Word scuffle Bengali definition [স্কাফ্‌ল্‌] (verb intransitive), (noun) হাতাহাতি (করা); মারপিট (করা)।
  • English Word scull Bengali definition [স্কাল্] (noun) (১) একজন দাঁড়ির দুই হাতে একসঙ্গে চালিত দুটি দাঁড়ের যেকোনো একটি; ক্ষেপণি(২) নৌকায় হাল (বা বাওয়া হয়)। □ (verb transitive), (verb intransitive) দাঁড় বেয়ে (নৌকা) চালানো; দাঁড়টানা/ বাওয়া। sculler (noun) দাঁড়ি।
  • English Word scullery Bengali definition [স্কালারি্] (noun) (plural sculleries) সাধারণত বড় বাড়িতে রান্নাঘরসংলগ্ন প্রকোষ্ঠ, যেখানে হাঁড়িপাতিল, বাসনকোসন ইত্যাদি ধোয়া হয়; ধোলাইঘর
  • English Word scullion Bengali definition [স্কালিআন্] (noun) (ইতিহাস) বড় বাড়ি ইত্যাদিতে রান্নাঘরের শ্রমসাধ্য কাজে নিয়োজিত বালক বা পুরুষ লোক