Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word scour 1 Bengali definition [স্কাউআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) ঘষে পরিষ্কার করা; মাজা(২) scour something (away/off) ঘষে তুলে ফেলা: scour the rust off. (৩) প্রবাহিত হয়ে (খাত, প্রণালি ইত্যাদি) সাফ করে ফেলা: Rainwater had scoured away the sitted drain. □ (noun) মাজা: scour give the pots and pans a thorough scour. scourer (noun) (বিশেষত) হাঁড়িপাতিল মাজার জন্য শক্ত নাইলন বা তারের ক্ষুদ্র প্যাডসদৃশ বস্তু।
  • English Word scour 2 Bengali definition [স্কাউআর(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) কিছুর সন্ধানে দ্রুতবেগে (কোনো স্থানের) সব অংশে প্রবেশ করা; চষে ফেলা: The soldiers scoured the wood for the deserter. (২) scour about/after/for somebody/something পিছে ধাওয়া করা; দ্রুত অনুধাবন করা; হন্যে হয়ে খুঁজে বেড়ানো/পিছু লাগা: He spent hours scouring magazines for information.
  • English Word scourge Bengali definition [স্কূজ্‌] (noun) চাবুক। □ (verb) চাবকানো।
  • English Word scout 1 Bengali definition [স্কাউট্] (noun) (১) শত্রুর গতিবিধি, শক্তি ইত্যাদি সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য প্রেরিত ব্যক্তি (গুপ্তচর নয়); জাহাজ বা দ্রুতগামী ছোট্ট উড়োজাহাজ; গুপ্তদূত(২) (Boy) Scout চরিত্রগঠন এবং স্বাবলম্বন, শৃঙ্খলা ও জনসেবার মনোবৃত্তি বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সংগঠনের (the Scout Association) সদস্য; স্কাউট। তুলনীয় Girl Guide (America(n)= Girl Scout). scoutmaster (noun) বয়স্কাউট দলের নেতৃত্বদানকারী কর্মকর্তাবিশেষ। (৩) রাস্তায় টহলদার পুলিশ, যারা অটোমোবাইল সমিতি বা রাজকীয় অটোমোবাইল ক্লাবের সদস্য গাড়িচালকদের সাহায্য করে(৪) ( খেলাধুলা অভিনয়) প্রতিভাবান খেলোয়াড়, শিল্পী প্রভৃতির অনুসন্ধান ও সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তি: a talent scout, প্রতিভাসন্ধানী। (৫) (অক্সফোর্ডে) কলেজের ভৃত্য। □ (verb intransitive) scout about/around (for somebody/something) শত্রুপক্ষের তথ্য বা প্রতিভাসন্ধানে ঘুরে বেড়ানো: scout about/around for... ,কিছু খুঁজে বেড়ানো।
  • English Word scout 2 Bengali definition [স্কাউট্‌] (verb transitive) বাজে বা হাস্যকর বলে (চিন্তা, প্রস্তাব) নাকচ করে দেওয়া; উড়িয়ে দেওয়া
  • English Word scow Bengali definition [স্কাউ] (noun) বালি, পাথর, জঞ্জাল ইত্যাদি পরিবহনে চ্যাপটা তলাবিশিষ্ট বৃহৎ নৌকা
  • English Word scowl Bengali definition [স্কাউল্] (noun) [countable noun] ক্রুদ্ধ ভ্রুকুটি; রুষ্ট চেহারা। □ (verb intransitive) scowl (at) ক্রুদ্ধদৃষ্টিতে তাকানো।
  • English Word scrabble 1 Bengali definition [স্ক্র্যাব্‌ল্] (noun) [uncountable noun] (Proprietary name) খেলাবিশেষ, যাতে একটি (চৌকা ছক-কাটা) বোর্ডে অক্ষরের পর অক্ষর সাজিয়ে শব্দ গঠন করতে হয়
  • English Word scrabble 2 Bengali definition [স্ক্র্যাব্‌ল্] (verb intransitive) (১) তাড়াহুড়া/হিজিবিজি করে কিছু লেখা; আঁচড় কাটা(২) scrabble about (for something) (কিছু খোঁজা বা সংগ্রহ করতে) হাতড়ে বেড়ানো। □ (noun) হিজিবিজি; হাতড়ানি।
  • English Word scrag Bengali definition [স্ক্র্যাগ্‌] (noun) (১) হাড্ডিসার লোক বা জন্তু(২) scrag (-end) ভেড়ার গলার অস্থিময় অংশ যা দিয়ে স্যুপ বা ঝোল তৈরি করা হয়। □ (verb transitive) (scragged, scragging, scrags) গলা টিপে মারা; ঘাড় মটকানো। scraggy (adjective) (scraggier, scraggiest) হাড্ডিসার।
  • English Word scram Bengali definition [স্ক্র্যাম্] (verb intransitive) (imperative বা 'infinitive) (অপশব্দ) চলে যাওয়া; কেটে পড়া
  • English Word scramble Bengali definition [স্ক্র্যাম্‌ব্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) (খাড়া বা বন্ধুর ভূমিপৃষ্ঠে) হামাগুড়ি দিয়ে আরোহণ করা; চড়া; বেয়ে ওঠো: scramble over a rocky hillside. (২) scramble (for) কিছু পাওয়ার জন্য কাড়াকাড়ি/হুড়াহুড়ি/ ঠেলাঠেলি করা(৩) (ডিম) ফেটিয়ে মাখন ও দুধসহযোগে কড়াইতে জ্বাল দিয়ে রান্না করা(৪) (বেতারতরঙ্গের পৌনঃপুনিকতা পরিবর্তন করে) টেলিফোন ইত্যাদির মাধ্যমে প্রেরিত বার্তা এমনভাবে অবোধ্য করে তোলা যে বিশেষ ধরনের গ্রাহকযন্ত্র ছাড়া তার মর্মোদ্ধার করা সম্ভব নয়। □ (noun) [countable noun] (১) প্রতিবন্ধকতা, বন্ধুর দুর্গম ভূমি ইত্যাদির মধ্য দিয়ে আরোহণ, পদব্রজে বা মোটরসাইকেলে দৌড়; দুরতিক্রমণ(২) হুড়াহুড়ি; কাড়াকাড়ি; ঠেলাঠেলিscrambler [স্ক্র্যামব্লা(র্‌)] (noun) টেলিফোন-বার্তা অবোধ্য করে তোলার যান্ত্রিক কৌশল। উপরে ৪ দ্রষ্টব্য
  • English Word scrannel Bengali definition [স্ক্র্যানেল্‌] (adjective) (পুরাতনী আওয়াজ) ক্ষীণ; খ্যানখ্যানে; বেসুরো
  • English Word scrap 1 Bengali definition [স্ক্র্যাপ্‌] (noun) (১) [countable noun] ছোট (সাধারণত) অবাঞ্ছিত টুকরা: scraps of paper; (লাক্ষণিক) অত্যল্প পরিমাণ; সামান্যতম; লেশ: not a scrap of truth in the story. (২) [uncountable noun] জঞ্জাল, বিশেষত যেসব জিনিসপত্রের মূল্য কেবল তাদের অঙ্গীভূত উপাদানের মধ্যেই সীমাবদ্ধ; টুকরোটাকরা; চাঁটscrapheap (noun) জঞ্জালের স্তূপ। scrap-iron (noun) [uncountable noun] লৌহনির্মিত জিনিসপত্র যা গলিয়ে আবার ব্যবহার করা হবে; টুকরা লোহা। throw something/somebody on the scrapheap অবাঞ্ছিত বলে পরিত্যাগ করা; আঁস্তাকুড়ে নিক্ষেপ করা। (৩) (plural) টুকিটাকি; উচ্ছিষ্ট; ভুক্তাবশেষ(৪) [countable noun] সংগ্রহ করার জন্য সাময়িকী ইত্যাদির পৃষ্ঠা থেকে কেটে রাখা ছবি বা অনুচ্ছেদ; ছাঁটscrap-book (noun) পত্রিকার ছাঁট সেঁটে রাখার জন্য সাদা পৃষ্ঠাসংবলিত পুস্তক; খেরো খাতা। □ (verb transitive) (scrapped, scrapping, scraps) অকেজো বা অব্যবহার্য বলে ফেলে দেওয়া; বাতিল করা: scrap a worn-out motor car. scrappy (adjective) (scrappier, scrappiest) জোড়াতালি দেওয়া; অসম্পূর্ণ; অসম্বন্ধ; খাপছাড়া; এলোমেলো; অগোছালো: a scrappy essay/supper/game of football. scrappily [স্ক্র্যাপিলি] (adverb) অসম্পূর্ণ; অসম্বন্ধ; আধা খাপছাড়া; এলোমেলো; অগোছালো; জোড়াতালি দেওয়া। scrappiness (noun) অসম্বন্ধতা; অসংলগ্নতা।
  • English Word scrap 2 Bengali definition [স্ক্র্যাপ্] (noun) (কথ্য) মারামারি; ঝগড়াঝাঁটি। □ (verb intransitive) (scrapped, scrapping, scraps) মারামারি করা; ঝগড়াঝাটি করা।
  • English Word scrape Bengali definition [স্ক্রেইপ্] (verb transitive), (verb intransitive) (১) scrape something (from/off something); scrape something (away/off) কোনো হাতিয়ারের কঠিন প্রান্ত বা খসখসে কোনো বস্তু দিয়ে ঘসে পরিষ্কার/মসৃণ/সমান করা; চাঁছা/ঘষটানো; রগড়ানো; ঘসে বা চেঁছে তুলে ফেলা(২) scrape something (from/off something) কঠিন ঘর্ষণ ইত্যাদির দ্বারা আহত বা ক্ষতিগ্রস্ত করা; ছোলা: scrape one’s knee by falling. (৩) scrape something (out) ঘষে ঘষে তৈরি করা: scrape (out) a hole. (৪) পা ঘেঁষে যাওয়া/থাকা: scrape along a wall. scrape along (লাক্ষণিক) কষ্টেসৃষ্টে জীবন ধারণ করা; টেনেটুনে বেঁচে থাকা। scrape through (something) নেহাত উতরে যাওয়া (যেমন পরীক্ষা); পার হয়ে যাওয়া। bow and scrape এক পা মেজেতে ঘষটাতে ঘষটাতে দৃষ্টিকটুভাবে সালাম করা; (লাক্ষণিক) ভক্তিতে গদগদ, বেসামাল বা আত্মহারা হওয়া। (৫) scrape something/somebody together কায়ক্লেশে/বহুক্লেশে জোগাড় করা: scrape together enough money to buy a new dress. scrape (up) an acquaintance with somebody গায়ে পড়ে পরিচয় করা। scrape a living কষ্টেসৃষ্টে জীবিকা নির্বাহ করা। □ (noun) (১) ঘর্ষণ বা ঘর্ষণের শব্দ; ঘষটানি; ঘসঘস: the scrape of somebody’s pen on paper. (২) যে স্থান ছুলে গেছে; ঘষটানি: a bad scrape on the knee. (৩) হঠকারিতা বা বোকামির দরুন উদ্ভূত বিব্রতকর পরিস্থিতি; বিপাক: get into scrapes; আহাম্মকি করে বিপাকে পড়া। scraper (noun) (জুতার তলার কাদা, আসবাবপত্রের রং ইত্যাদি) চেঁছে ফেলার হাতিয়ার; কারিগরি কাজে ব্যবহৃত চাঁছার যন্ত্র। scraping (noun) (বিশেষত plural) চেঁছে বা ছুলে যা বের করা হয়; ছিলকা: scrapes from the bottom of a saucepan.
  • English Word scrappy Bengali definition [স্ক্র্যাপি] (adjective) দ্রষ্টব্য scrap 1.
  • English Word scratch 1 Bengali definition [স্ক্র্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) আঁচড় দেওয়া/কাটা; আঁচড়ানোscratch the surface (লাক্ষণিক) ভাসা-ভাসা/উপর-উপর আলোচনা করা; গায়ে আঁচড় কাটা: scratch the surface of a subject. (২) (গায়ে) আঁচড় খাওয়া: How did you scratch your hands? (৩) scratch something out (নাম, শব্দ ইত্যাদি) কেটে বাদ দেওয়া; কেটে ফেলা(৪) (ঘোড়া, প্রার্থী বা নিজেকে) প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা; দৌড় বা প্রতিযোগিতার তালিকা থেকে (ঘোড়া/প্রার্থীর নাম) বাদ দেওয়া; সরে দাঁড়ানো; নাম তুলে নেওয়া: He scratched at the last moment. (৫) কণ্ডূয়ন করা; চুলকানোscratch one’s head (বিব্রত হয়ে) মাথা চুলকানো। If you’ll scratch my back, I’ll scratch yours (লাক্ষণিক) তুমি আমার পিঠ চুলকাও (স্তাবকতা, সাহায্য ইত্যাদি কর), আমিও করব। (৬) scratch something (out) (আঁচড়িয়ে) খোঁড়া: scratch (out) a hole. (৭) তাড়াহুড়া করে/হিজিবিজি করে লেখা: scratch a few lines to a friend. scratch-pad (noun) টোকা নেওয়ার জন্য সস্তা কাগজের বাঁধাই করা তাড়া; টোকাফর্দ। (৮) ঘ্যাঁষঘ্যাঁষ (শব্দ) করা। (৯) scratch about (for something); scratch something up কিছুর সন্ধানে নখ দিয়ে খোঁড়া; খোঁড়াখুঁড়ি করা: The fox scratch up a corpse. (১০) কায়ক্লেশে/টেনেটুনে জোগাড় করা: scratch up/together a few pounds.
  • English Word scratch 2 Bengali definition [স্ক্র্যাচ্] (noun) (১) [countable noun] আঁচড়; নখাঘাত; করিকা; আঁচড়ের দাগ; ছড়; আঁচড়ানির শব্দ; খচড়খচড়: escape without a scratch, অক্ষত শরীরে। a scratch of pen খসখস করে লেখা সামান্য কথা; কলমের আঁচড়; দস্তখত। (২) (কেবল singular) কণ্ডূয়ন; চুলকানো(৩) (কেবল singular; article ছাড়া) দৌড়ের প্রারম্ভ-রেখাstart from scratch প্রারম্ভ-লেখা থেকে শুরু করা; (লাক্ষণিক) কোনোরূপ সহায়-সম্বল ছাড়া শুরু করা; (লাক্ষণিক) প্রস্তুতি ছাড়া/শূন্য থেকে শুরু করা। be/come/bring somebody up to scratch (লাক্ষণিক) প্রত্যাশিত কিছু করার জন্য প্রস্তুত হওয়া/করা; তৈরি হওয়া/করে দেওয়া। (৪) (attributive(ly))(ক্রীড়া) কোনো প্রতিবন্ধক আরোপ করা হয় না এমন; অপ্রতিবন্ধ: scratch players. দ্রষ্টব্য handicap. scratch-race (noun) যে দৌড়ে সব প্রতিযোগী সমশর্তে প্রারম্ভ রেখা থেকে যাত্রা শুরু করে; অপ্রতিবদ্ধ দৌড়। (৫) (attributive(ly)) দৈবক্রমে একত্র; হাতের কাছে যা কিছু পাওয়া যায় তার সাহায্যে বানানো; প্রস্তুত; গঠিত; জোড়াতাড়া লাগা; জোড়াতাড়া দেওয়া: a scratch crew/team; a scratch dinner, যা কিছু ঘরে আছে, তাই দিয়ে বানানো। scratchy (adjective) (১) (লেখা বা আঁকা) অযত্নের সঙ্গে বা অদক্ষভাবে করা; আধাখেঁচড়া(২) (কলম) ক্যাঁচক্যাঁচে; খড়খড়ে
  • English Word scrawl Bengali definition [স্কোল] (verb transitive), (verb intransitive) দ্রুত বা অযত্নের সঙ্গে লেখা বা আঁকা; হিজিবিজি লেখা; আঁকিবুঁকি করা; খসখস করে লেখা: scratch few words on a postcard. □ (noun) (১) [countable noun] হিজিবিজি (লেখা); কলমের আঁচড়। (কেবল singular) অপরিচ্ছন্ন হাতের লেখা; কদক্ষর; হিজিবিজি।
  • English Word scrawny Bengali definition [স্ক্রনি] (adjective) (scrawnier, scrawniest) হাড্ডিসার
  • English Word scream Bengali definition [স্ক্রীম্‌] (verb intransitive), (verb transitive) (১) scream (out) (ভয়ে বা বেদনায়) তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা; চেঁচিয়ে ওঠা; চেঁচিয়ে বলাscream one’s head off চেঁচিয়ে বাড়ি মাথায় করা। (২) (বায়ু, যন্ত্র ইত্যাদি) উচ্চ; তীক্ষ্ণ ধ্বনি করা; শোঁ শোঁ করা; আর্তনাদ করা। □ (noun) [countable noun] (১) তীক্ষ্ণ চিৎকার; চেঁচানি; আর্তনাদ: the scream of a peacock, কেকা। (২) (কথ্য) যে ব্যক্তি বা বস্তু উচ্চ হাস্যধ্বনি উদ্রেক করে; হাসির বস্তু: a perfect scream. screamingly (adverb) (বিশেষত) screamingly funny, এতো কৌতুককর যে হাসতে হাসতে দম ফেটে যেতে চায়।
  • English Word scree Bengali definition [স্ক্রী] (noun) [countable noun, uncountable noun] ছোট ছোট আলগা নুড়ি, যা পায়ের চাপে গড়িয়ে পড়ে; পর্বতপৃষ্ঠের অংশবিশেষ, যা ঐরূপ নুড়িতে ঢাকা থাকে; উপল
  • English Word screech Bengali definition [স্ক্রীচ্] (verb transitive), (verb intransitive) screech (out) (১) কানফাটা শব্দ করা; ক্যাঁচ করে ওঠা: jet planes screeching over the house-tops. (২) ক্রোধে বা যন্ত্রণায় চিৎকার করা; তীব্রশব্দে চিৎকার: monkeys screeching in the forest. □ (noun) [countable noun] কানফাটা চিৎকার বা আর্তনাদ; The screech of tyres, screech-owl (noun) এক ধরনের পেঁচা, যা হুট হুট করার পরিবর্তে চিৎকার করে; কালপেঁচা।
  • English Word screed Bengali definition [স্ক্রীড্] (noun) [countable noun] দীর্ঘ (এবং সাধারণত নীরস) লেখা; একঘেয়ে দীর্ঘ বক্তৃতা; ভ্যাজরভ্যাজর
  • English Word screen Bengali definition [স্ক্রীন] (noun) [countable noun] (১) খাড়া (সাধারণত স্থাবর এবং কখনো কখনো ভাঁজ করে রাখার উপযোগী) কাঠামোবিশেষ, যা কোনো বস্তু বা ব্যক্তিকে আড়াল করতে কিংবা বায়ুপ্রবাহ বা অতিরিক্ত আলো, তাপ ইত্যাদি থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয়; অন্তঃপট; পরদা(২) (গির্জায়) গির্জার প্রধান অংশ এবং বেদি কিংবা ক্যাথিড্রালের কেন্দ্রীয় অংশ ও গায়কবৃন্দের জন্য নির্ধারিত স্থানের মধ্যে (আংশিক) বিভেদক কাঠ বা পাথরের নির্মিতিবিশেষ; ব্যবধান; অন্তরাল(৩) কারো নজর, আবহাওয়া ইত্যাদি থেকে রক্ষা করার জন্য যা কিছু ব্যবহৃত হয় বা হবে; আড়াল; আবডাল; অন্তরাল: a screen of trees; a smoke-screen, (যুদ্ধকালে ব্যবহৃত) ধোঁয়ার আবরণ; a screen of indifference, (আগ্রহ গোপন করতে) উদাসীনতার অন্তরাল। (৪) যে সাদা বা রুপালি পিঠের উপর স্লাইড, সিনেমা-ফিল্ম, টেলিভিশনের ছবি ইত্যাদি প্রক্ষিপ্ত হয়; পরদা। অতএব, (attributive(ly) = সিনেমা): a screenplay, চলচ্চিত্রের পাণ্ডুলিপি; screen actors/stars, চিত্রাভিনেতা/চিত্রতারকা; a screentest, কোনো ব্যক্তির চলচ্চিত্রে অভিনয়ের উপযোগিতা পরীক্ষণ। (৫) মশা, মাছি ইত্যাদি ঠেকানোর জন্য সূক্ষ্ম তারের পরদা; জাল: window screen, door screen. (৬) কয়লা, কাঁকর ইত্যাদি বিভিন্ন আকার অনুযায়ী পৃথক করার জন্য বৃহৎ চালনি; ঝাঁজরি(৭) (ক্রিকেট) ব্যাটসম্যানদের বল দেখার সুবিধার জন্য সীমান্তরেখার কাছাকাছি স্থাপিত সাদা কাঠ বা ক্যানভাসের দু’টি বৃহৎ কাঠামোর যে কোনো একটি। □ (verb transitive), (verb intransitive) screen (off) দৃষ্টির আড়াল/অন্তরাল করা; পরদাযুক্ত করা; জাল লাগিয়ে (মশামাছির) উপদ্রব থেকে বাঁচানো। (২) screen (from) (লাক্ষণিক) দোষ, শাস্তি ইত্যাদি থেকে রক্ষা করা; ঢাকা; আড়াল করা: screen somebody’s faults. (৩) (কয়লা ইত্যাদি) ঝাঁজরিতে চালা: screened coal, ঝাড়া কয়লা। (৪) (কারো) অতীত ইতিহাস সম্পর্কে তদন্ত করা (যেমন সরকারি চাকরির উমেদারদের ক্ষেত্রে তাদের আনুগত্য, বিশ্বস্ততা ইত্যাদি যাচাই করার জন্য); যাচাই করা(৫) (কোনো বস্তু, দৃশ্য) পরদায় দেখানো; চলচ্চিত্রায়িত করাscreen well/badly (মঞ্চ-নাটক, অভিনেতা প্রভৃতি) চলচ্চিত্রের উপযোগী/অনুপযোগী হওয়া।
  • English Word screenager Bengali definition [স্ক্রীনেইজা(র)] (noun) (plural screenagers) (অনানুষ্ঠানিক 'screen' আর 'teenager' মিলে তৈরি, মার্কিন সাহিত্যিক 'Douglas Rushkoff' শব্দটি উদ্ভাবন করেন) যে তরুণ বা টিনএজার প্রযুক্তিবান্ধব এবং কম্পিউটার, টেলিভিশন, আইফোন আর মুভিস্ক্রিনের সামনে দীর্ঘ সময় থাকে: Screenagers see the world through communications technology.
  • English Word screw Bengali definition [স্ক্রু] (noun) (১) প্যাঁচ; স্ক্রুa screw loose (লাক্ষণিক) কোনো গোলমাল বা গোলযোগ; প্যাঁচ; গোল: to have a screw loose, কিঞ্চিৎ বেকুফ হওয়া। screw-driver (noun) প্যাঁচ খোলা বা কষানোর হাতিয়ারবিশেষ। screw-topped (adjective) (বয়েম ইত্যাদি) প্যাঁচওয়ালা ঢাকনাযুক্ত। screw-ball (noun),(adjective) (America(n) অপশব্দ) আড়পাগলা; পাগলাটে; মাথা-খারাপ। (২) যে বস্তু প্যাঁচের মতো ঘোরানো হয় এবং চাপ দেওয়া বা কষানোর জন্য ব্যবহৃত হয়put the screw(s) on somebody; give (somebody) another turn of the screw কাউকে কিছু করতে বাধ্য করার জন্য নিজের শক্তি, শক্তিপ্রয়োগের ভয় ইত্যাদির আশ্রয় নেওয়া; প্যাঁচ (আরেকটু) কষানো। thumb screw (noun) দ্রষ্টব্য thumb. (৩) মোচড়; কষা: give another screw. (৪) screw (propeller) জাহাজের সঞ্চালক পাখা: a turn-screw ship. (air) screw উড়োজাহাজের সঞ্চালক পাখা। (৫) [countable noun, uncountable noun] (বিলিয়ার্ড প্রভৃতি খেলায়) বলের গতি পরিবর্তন বা বলকে বাঁকা পথে চালিত করার জন্য প্রদত্ত মোচড়; পাক(৬) পুরিয়া: a screw of tea/tobacco. (৭) (কথ্য) কিপটে(৮) (British/Britain অপশব্দ) বেতন বা মাইনা(৯) (British/Britain অপশব্দ) (= turnkey) কারারক্ষক(১০) (নিষেধ.) রমণ; যৌনসঙ্গী। □ (verb transitive), (verb intransitive) (১) প্যাঁচ দিয়ে কষানো: screw a lock on a door; screw up a door. have one’s head screwed on (the right way) কাণ্ডজ্ঞান/বিচারবিবেচনা থাকা। (২) মোচড়ানো; প্যাঁচ কষা; কষানো; কষে বন্ধ করা: screw a lid on/off a jar; screw one’s head round, (পিছনে দেখতে) মাথা ঘোরানো; screw up one’s face/features/eyes , মুখ, চোখ ইত্যাদি কোঁচকানো। screw up one’s courage ভয় কাটিয়ে ওঠা; সাহস সঞ্চয় করা। (৩) নিংড়ানো; নিংড়ে ফেলা বা নেওয়া: screw water out of a towel/more money from a client. (অপশব্দ)৪ be screwed মাতাল/বেহেড হওয়া(৫) (নিষেধ.) সঙ্গম বা রমণ করাscrewy (adjective) (British/Britain কথ্য) খ্যাপা; পাগলাটে; আড়পাগলা; খামখেয়ালি; (America(n) কথ্য) উদ্ভট; আজগুবি।
  • English Word scribble Bengali definition [স্ক্রিব্‌ল] (verb transitive), (verb intransitive) যেমন-তেমন করে লেখা; অযত্নের সঙ্গে লেখা; কলমের আঁচড় কাটা; হিজিবিজি লেখাscribbling-block (noun) দ্রষ্টব্য scratch-pad. □ (noun) [uncountable noun, countable noun] হিজিবিজি; কদক্ষর; কালির আঁচড়। scribbler [স্ক্রব্লা(র্)] (noun) যে ব্যক্তি হিজিবিজি লেখে; (কথ্য) বাজে লেখক।
  • English Word scribe Bengali definition [স্ক্রাইব্] (noun) (১) নকলনবিশ; অনুলেখক; যিনি সুন্দর হস্তাক্ষরে লেখেন(২) প্রাচীনকালে ইহুদিদের দলিল-দস্তাবেজের লেখক ও রক্ষক; মিসরে বন্দিদশা থেকে মুক্তিলাভের পরবর্তীকালে ইহুদিদের আইনের ব্যাখ্যাদাতা একটি পেশাদার শ্রেণির সদস্য; মোহাফেজ(৩) কাঠ, ইট ইত্যাদি ঈপ্সিত আকারে কাটার জন্য দাগ দেওয়ার হাতিয়ার