• nautical [নোটিক্‌ল্‌] (adjective) জাহাজ, নাবিক বা নৌচালন সম্পর্কিত; নৌ: nautical terms, নৌপরিভাষা; নাবিকদের বুলি: a nautical almanac (সূর্য, চন্দ্র, জোয়ারভাটা ইত্যাদি সম্বন্ধে তথ্যসংবলিত) নৌপঞ্জিকা; a nautical mile, নৌমাইল (এক ডিগ্রির ৬০ ভাগের ১ ভাগ, ৬০৮০ ফুট বা ১৮৫২ মিটার)।
      • seamile (noun) =nautical mile.