Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sceptic Bengali definition (America(n)= skeptic) [স্কেপটিক] (noun) যে ব্যক্তি কোনো দাবি,তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; সংশয়াত্মা; সংশয়ান; সংশয়বাদীsceptical (America(n)= skeptical) [স্কেপটিকক্‌ল্] (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত। sceptically (America(n)= skeptically) [স্কেপটিককলি] (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে। scepticism (America(n)= skepticism) [স্কেপ্‌টিসিজ্‌ম্‌] (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ।
  • English Word sceptre Bengali definition (America(n)= scepter) [সেপ্‌টা(র্)] (noun) রাজদণ্ডsceptred (America(n)= (noun) sceptered) (adjective) রাজদণ্ডধারী।
  • English Word schedule Bengali definition [শেড্যিঊল্‌ America(n) স্কেজুল্] (noun) [countable noun] বিশেষত বিভিন্ন কাজের বিস্তারিত সময়সূচি; সময়তালিকা; তফসিল; অনুসূচি: a production schedule; a full schedule, ব্যস্ত/নিরবকাশ সময়সূচি। on/behind schedule যথাসময়ে/বিলম্বে। (according) to schedule সময়সূচি/পরিকল্পনা অনুযায়ী। □ (verb transitive) schedule (for) সময়সূচি নির্ধারণ করা; সময়তালিকার অন্তর্ভুক্ত করা; (বিশেষত America(n)) তফসিলভুক্ত করা: scheduled services, তফসিলভুক্ত চাকরি; (বিমান ইত্যাদি) সময়সূচি অনুযায়ী; তফসিলভুক্ত পরিসেবা বা চলাচল (তুলনীয় charter flights): He’s scheduled to deliver a lecture tomorrow, আগামীকাল তার একটি বক্তৃতা দানের সময় নির্ধারিত হয়েছে।
  • English Word schema Bengali definition [স্কীমা] (noun) ছক; রূপরেখা; পরিলেখschematic [স্কিম্যাটিক্] (adjective) সংকল্পনামূলক; ছকবদ্ধ। schematically (adverb) [স্কীমাকলি] (adverb) সঙ্কল্পনামূলকভাবে; ছকবদ্ধরূপে।
  • English Word scheme Bengali definition [স্কীম্] (noun) [countable noun] (১) বিন্যাস; সুশৃঙ্খল সংশ্রয় (সিস্টেম); সংকল্প; পরিকল্প: a colour scheme যেমন কোনো কক্ষের দেওয়ান, গালিচা, পরদা ইত্যাদির রঙের সামঞ্জস্যপূর্ণ সংকল্পনা। (২) (কাজের) পরিকল্পনা; আকল্প: a scheme for producing oil from ricebran; a scheme (=syllabus) for the term’s work. (৩) গোপন; অসৎ পরিকল্পনা; দুরভিসন্ধি; চক্রান্ত। □ (verb intransitive), (verb transitive) (১) scheme for something/to do something (বিশেষত অসৎ) অভিসন্ধি করা(২) (বিশেষত অসৎ উদ্দেশ্যে) পরিকল্পনা করা; ফন্দি আঁটা; চক্রান্ত/ষড়যন্ত্র করা; a scheming thief, ধূর্ত/ফন্দিবাজ চোরschemer (noun) চক্রান্তকারী; কুচক্রী।
  • English Word scherzo Bengali definition [স্কেআট্‌সো] (noun) (plural scherzos [স্কেআট্‌সোজ্‌]) (ইতালীয়) সংগীতে প্রাণবন্ত জোরালো অংশ; চটুল প্রাণবন্ত সংগীত
  • English Word schism Bengali definition [সিজাম্‌] (noun) [uncountable noun, countable noun] (ধর্মীয়) সাধারণত মতভেদের দরুন (বিশেষত ধর্মীয়) সংগঠনের দুই বা ততোধিক দলে বিভাজন এবং ঐরূপ বিভাজন সৃষ্টির অপরাধ; বিভেদ; বিভেদন; ধর্মবিচ্ছেদ; মতবিভেদschismatic [সিজ্‌ম্যাটিক্] (adjective) বিভেদপ্রবণ; বিভেদ সৃষ্টি জন্য অপরাধী; ধর্মভেদক।
  • English Word schist Bengali definition [শিস্‌ট্‌] (noun) বিভিন্ন ধরনের শিলা, যা সহজেই ভেঙে পাতলা ফলকে পরিণত হয়; ভঙ্গুর শিলা
  • English Word schizophrenia Bengali definition [স্কিট্‌সোফ্রীনিআ] (noun) মানসিক রোগবিশেষ (কথ্য split personality) যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা
  • English Word schizophrenic Bengali definition [স্কিট্‌সোফ্রেনিক্] (adjective) ভগ্নমনস্কতা-বিষয়ক। □ (noun) (কথ্য) সংক্ষেপ schizo) ভগ্নমনস্ক।
  • English Word schmal(t)z Bengali definition [শ্‌মোল্‌ট্‌স্‌] (noun) (কথ্য) পীড়াদায়ক ভাবালুতা/ভাববিলাসিতাschmaly (adjective) ভাববিলাসী; পীড়াদায়কভাবে ভাবালু; ভাবালুমনস্কতা।
  • English Word schnapps Bengali definition [শ্‌ন্যাপ্‌স্‌] (noun) [uncountable noun] শস্য চোলাই করে প্রস্তুত সুরাজাতীয় উগ্র পানীয়বিশেষ
  • English Word schnitzel Bengali definition [শনিট্‌স্‌ল্] (noun) পাউরুটির টুকরাসহযোগে তেলে ভাজা বাছুর মাংসের কাটলেট
  • English Word schnorkel Bengali definition [স্নোক্‌ল্] (noun)= snorkel.
  • English Word scholar Bengali definition [স্কলা(র্‌)] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) পাঠশালার পড়ুয়া; বিদ্যার্থী; শিক্ষার্থী(২) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী(৩) বিদ্বান; পণ্ডিত; বিদ্বজ্জনscholarly (adjective) পাণ্ডিত্যপূর্ণ; বিদ্বজ্জনোচিত; বিদ্যানুরাগী; বিদ্ব্যৎকল্প; a scholarly dissertation; a scholarly young man.
  • English Word scholarship Bengali definition [স্কলাশিপ্‌] (noun) (১) [uncountable noun] পাণ্ডিত্য; বিদ্যাবত্তা; মনীষা(২) (শিক্ষালাভের জন্য) বৃত্তি; ছাত্রবৃত্তি
  • English Word scholastic Bengali definition [স্কাল্যাস্‌টি্ক্‌] (adjective) (১) [uncountable noun] বিদ্যালয় ও শিক্ষাসংক্রান্ত: the scholastic profession, শিক্ষকতার পেশা; a scholastic post, শিক্ষকের পদ। (২) মধ্যযুগের, বিশেষত যে সময়ে মানুষ শাস্ত্রের খুঁটিনাটি নিয়ে সূক্ষ্ম তর্কবিতর্কে লিপ্ত হতো, সেই যুগের বিদ্যাসম্পর্কিতscholasticism [স্কাল্যাস্‌টিসিজাম্‌] (noun) [uncountable noun] মধ্যযুগে বিশ্ববিদ্যালয়সমূহে পঠিত দর্শনশাস্ত্র; মধ্যযুগীয় দর্শন।
  • English Word schollop Bengali definition [স্কলাপ্‌] (noun), (verb transitive)= scallop
  • English Word school 1 Bengali definition [স্কুল্‌] (noun) (১) [countable noun] বিদ্যালয়; শিক্ষালয়; স্কুল: evening school নৈশস্কুল; (America(n)) কলেজ; বিশ্ববিদ্যালয়। school board (America(n)) স্থানীয় শিক্ষা-কর্তৃপক্ষ। schoolbook বিদ্যালয়ে ব্যবহৃত বই; পাঠ্যপুস্তক। schoolboy (noun) স্কুলপড়ুয়া ছেলে: (attributive(ly)) schoolboy slang, বিদ্যালয় ছাত্রদের অপভাষা। schooldays (noun) (plural) বিদ্যালয়জীবন; ছাত্রজীবন। schoolfellow (noun) বিদ্যালয়ের সহপাঠী। schoolgirl (noun) বিদ্যালয়ে পড়ুয়া মেয়ে; বিদ্যার্থিনী। schoolhouse (noun) (বিশেষত গ্রামের ছোট) বিদ্যালয়; স্কুলঘর। schoolman [স্কুল্‌মান্‌] (noun) (plural schoolmen) মধ্যযুগের ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যারিস্টটলীয় তর্কবিদ্যার সাহায্যে শাস্ত্রব্যাখ্যাতা ধর্মবেত্তা। schoolmaster/mistress (noun) স্কুল শিক্ষক/শিক্ষয়িত্রী। schoolmate (noun) বিদ্যালয়ের সহপাঠী। schooltime (noun) বিদ্যালয়ে পাঠের সময়। (২) [uncountable noun] (definite article ছাড়া) স্কুলের শিক্ষা: school age স্কুলের বয়স; schoolleaving age স্কুল ছাড়ার বয়স। (৩) [uncountable noun] (definite article ছাড়া) বিদ্যালয়ে পাঠদানের সময়; স্কুলের পড়াশুনা: When will school begin tomorrow? (৪) (definite article- সহ) বিদ্যালয়ের সব শিক্ষার্থী; স্কুল: The whole school came to welcome the prince. (৫) কোনো বিশেষ বিষয়ের পঠনপাঠনে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের বিভাগ: Law/ Medical schools; (British/Britain) যে সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হয়: The History school; যে হলে ঐরূপ পরীক্ষা অনুষ্ঠিত হয়, (plural) ঐরূপ পরীক্ষা। (৬) [countable noun] (লাক্ষণিক) যে সব পরিস্থিতি বা কর্মানুষ্ঠান শৃঙ্খলা বা অভিজ্ঞতা যোগায়; শিক্ষাঙ্গন; পাঠশালা: The hard school of adversity. (৭) (plural) the schools মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়সমূহের অধ্যাপকমণ্ডলী, পঠনপাঠন ও যুক্তিতর্ক(৮) কোনো শিল্পী, দার্শনিক প্রভৃতির অনুসারী বা অনুকারকবৃন্দ কিংবা একই নিয়মনীতি বা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিবর্গ; গোষ্ঠী: The French school of painting, a gentleman of the old school, সনাতন ধারার ভদ্রলোক। school of thought গোষ্ঠীবিশেষের মধ্যে পরিব্যাপ্ত চিন্তাধারা। □ (verb transitive) school somebody (in something/to do something) প্রশিক্ষিত করা; বশে/বাগে আনা; দমানো; শাসন করা: school a horse; school oneself to be patient. schooling (noun) [uncountable noun] শিক্ষা; লেখাপড়া।
  • English Word school 2 Bengali definition [স্কুল্] (noun) [countable noun] (মাছের) ঝাঁক
  • English Word schooner Bengali definition [স্কূনা(র)] (noun) (১) পালের জাহাজবিশেষ, যাতে দুই বা ততোধিক মাস্তুল এবং সামনে ও পিছনে পাল থাকে(২) মদ্যপানের উঁচু গ্লাসবিশেষ
  • English Word schwa Bengali definition [শোয়া:] (noun) ধ্বনিতাত্ত্বিক বর্ণমালায় ǝ- এই প্রতীক যা কেন্দ্রীয় স্বরধ্বনি এবং যুগ্মস্বরের উপাদানবিশেষের স্থলে ব্যবহৃত হয়, যেমন ago- এর লিপ্যন্তর ǝgǝʋ; শেওয়া।
  • English Word sciatic Bengali definition [সাইঅ্যাটীক্] (adjective) নিতম্ব সম্বন্ধীয়: sciatic nerve, নিতম্ব ও ঊরুর মধ্য দিয়ে বিস্তৃত স্নায়ু; শ্রোণিস্নায়ু। sciatica [সাইঅ্যাটিকা্] (noun) [uncountable noun] শ্রোণিস্নায়ুর সুচ ফোটানোর মতো বেদনা।
  • English Word science Bengali definition [সাইআন্‌স্‌] (noun) (১) [uncountable noun] সুশৃঙ্খল, সুবিন্যস্ত, বিশেষত পর্যবেক্ষণজাত ও পরীক্ষা-নিরীক্ষার দ্বারা যাচাইকৃত জ্ঞান; বিজ্ঞান(২) [countable noun, uncountable noun] উক্তরূপ জ্ঞানের বিভাগ: বিজ্ঞান। দ্রষ্টব্য art 1 (২). the natural sciences প্রাকৃতিক বিজ্ঞান (যেমন উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা)I the physical sciences ভৌতবিজ্ঞান (যেমন পদার্থবিদ্যা, রসায়ন)। social science (s) সামাজিক বিজ্ঞান যেমন মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান)। the applied sciences ফলিতবিজ্ঞান (যেমন প্রকৌশল)। science fiction সাম্প্রতিক বা কল্পিত বৈজ্ঞানিক আবিষ্কার ও অগ্রগতিঘটিত কল্পকাহিনি; বৈজ্ঞানিক কল্পকথা। (৩) [uncountable noun] বিশেষজ্ঞসুলভ দক্ষতা (শক্তির বিপরীত); বিজ্ঞান; Some sports need more science than strength. scientist [সাইআন্‌টিস্‌ট্‌] (noun) বিজ্ঞানী।
  • English Word scientific Bengali definition [সাআন্‌টিফিক্‌] (adjective) (১) বৈজ্ঞানিক: scientific methods; scientific approach. (২) বিশেষ জ্ঞান বা দক্ষতা আছে, ব্যবহার করছে বা আবশ্যক এমন; দক্ষ, কুশল, লব্ধবিদ্য, অভিজ্ঞ, বিশেষজ্ঞ: a scientific cricketer. scientifically [সাআন্‌টিফিক্‌লি] (adverb) বৈজ্ঞানিকভাবে; বিজ্ঞানসম্মতভাবে।
  • English Word scimitar Bengali definition [সিমিটা(র)] (noun) আরব, পারসিক ও তুর্কিদের পুরনো আমলের খাটো, বাঁকা, একধারি তলোয়ারবিশেষ; খঞ্জর; নিমচা
  • English Word scintilla Bengali definition [সিনটিলা] (noun) [countable noun] স্ফুলিঙ্গ; ফুলকি; পরমাণু; ফোঁটা; বিন্দু; লেশ: not a scintilla of truth in the statement.
  • English Word scintillate Bengali definition [সিনটিলেইট্‌ America(n) সিনটালেইট্] (verb intransitive) দ্যুতি বিকিরণ করা; জ্বলজ্বল করা; দ্যুতিময় হওয়াscintillation [সিন্‌টিলেইশন America(n) সিনট্‌লেইশ্‌ন্‌] (noun)
  • English Word sciolism Bengali definition [সাইওলিজাম্‌] (noun) জ্ঞানী বলে অসার অভিমান; পণ্ডিতম্মন্যতাsciolist (noun)
  • English Word scion Bengali definition [সাইআন্] (noun) (১) (বিশেষত সুপ্রাচীন বা অভিজাত) পরিবারের তরুণ সদস্য; বংশধর(২) উদ্ভিদের অঙ্কুর, বিশেষত যা রোপণ বা কলম করার জন্য কাটা হয়