• Bengali Word scrap 1 English definition [স্ক্র্যাপ্‌] (noun) ১ [countable noun] ছোট (সাধারণত) অবাঞ্ছিত টুকরা: scraps of paper; (লাক্ষণিক) অত্যল্প পরিমাণ; সামান্যতম; লেশ: not a scrap of truth in the story.
    (২) [uncountable noun] জঞ্জাল, বিশেষত যেসব জিনিসপত্রের মূল্য কেবল তাদের অঙ্গীভূত উপাদানের মধ্যেই সীমাবদ্ধ; টুকরোটাকরা; চাঁট। scrapheap (noun) জঞ্জালের স্তূপ। scrap-iron (noun) [uncountable noun] লৌহনির্মিত জিনিসপত্র যা গলিয়ে আবার ব্যবহার করা হবে; টুকরা লোহা। throw something/somebody on the scrapheap অবাঞ্ছিত বলে পরিত্যাগ করা; আঁস্তাকুড়ে নিক্ষেপ করা। (৩) (plural) টুকিটাকি; উচ্ছিষ্ট; ভুক্তাবশেষ। (৪) [countable noun] সংগ্রহ করার জন্য সাময়িকী ইত্যাদির পৃষ্ঠা থেকে কেটে রাখা ছবি বা অনুচ্ছেদ; ছাঁট। scrap-book (noun) পত্রিকার ছাঁট সেঁটে রাখার জন্য সাদা পৃষ্ঠাসংবলিত পুস্তক; খেরো খাতা। □ (verb transitive) (scrapped, scrapping, scraps) অকেজো বা অব্যবহার্য বলে ফেলে দেওয়া; বাতিল করা: scrap a worn-out motor car. scrappy (adjective) (scrappier, scrappiest) জোড়াতালি দেওয়া; অসম্পূর্ণ; অসম্বন্ধ; খাপছাড়া; এলোমেলো; অগোছালো: a scrappy essay/supper/game of football. scrappily [স্ক্র্যাপিলি] (adverb) অসম্পূর্ণ; অসম্বন্ধ; আধা খাপছাড়া; এলোমেলো; অগোছালো; জোড়াতালি দেওয়া। scrappiness (noun) অসম্বন্ধতা; অসংলগ্নতা।