P পৃষ্ঠা ৩৭
- English Word pollute Bengali definition [পালূট্] (verb transitive) দূষিত/কলুষিত/দুষ্ট/নোংরা/অপবিত্র করা: polluted water. pollutant [পালূটান্ট্] (noun) যা দূষিত করে; দূষক; দূষণ। pollution [পালূশ্ন্] (noun) [Uncountable noun] দূষণ; কলুষীকরণ; মলদূষণ।
- English Word polo Bengali definition [পোলো] (noun) [Uncountable noun] ঘোড়ার পিঠে চড়ে দীর্ঘ মুগুরসদৃশ যষ্টিযোগে বলখেলাবিশেষ; পোলো। water-polo (noun) বড় বল নিয়ে সাঁতারুদের খেলাবিশেষ; পানি-পোলো। polo-neck (adjective)= turtleneck(ed), দ্রষ্টব্য turtle 1
- English Word polonium Bengali definition [পালোনিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) আকরিক ইউরেনিয়মে প্রাপ্ত তেজস্ক্রিয় মৌল (প্রতীক Po); পলোনিয়ম।
- English Word polony Bengali definition [পালোনি] (noun) [Uncountable noun] আধাসিদ্ধ শূকর মাংসের সসেজবিশেষ; পলনি।
- English Word poltroon Bengali definition [পলট্রুন্] (noun), (adjective) ভীরু; কাপুরুষ; ক্লীব।
- English Word poly Bengali definition [পলি] (noun) polytechnic- এর কথ্যসংক্ষেপ।
- English Word polyandry Bengali definition [পলিঅ্যানড্রি] (noun) [Uncountable noun] একই সময়ে বহুপতি গ্রহণের প্রথা; বহুভর্তৃত্ব। polyandrous [পলিঅ্যান্ড্রাস] (adjective)১ বহুভর্তৃকা। (২) (উদ্ভিদ) বহুপুংকেশরবিশিষ্ট; বহুকেশরী।
- English Word polyanthus Bengali definition [পলিঅ্যান্থাস্] (noun) (plural ভিন্ন ভিন্ন চারা বোঝাতে polyanthuses [পলিঅ্যান্থাসিজ্]) কয়েক ধরনের উদ্যানপুষ্পবিশেষ-যারা একই বৃন্তে অনেকগুলো করে ফোটে; বসন্তকুসুম।
- English Word polyarchy Bengali definition [পলিআ:কি] (noun) বহুব্যক্তির শাসনব্যবস্থা; বহুতন্ত্র।
- English Word polychromatic Bengali definition [পলিক্রোম্যাটিক্] (adjective) বহুবর্ণ।
- English Word polyclinic Bengali definition [পলিক্লিনিক্] (noun) বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার জন্য প্রতিষ্ঠান; সাধারণ আরোগ্যশালা।
- English Word polyester Bengali definition [পলিএস্টা(র্)] (noun) [Countable noun, Uncountable noun] পোশাক তৈরির জন্য কৃত্রিম তন্তুবিশেষ; পলিয়েস্টার।
- English Word polygamy Bengali definition [পালিগামি] (noun) বহুবিবাহ; বহুপত্নীত্ব। polygamist [পালিগামিস্ট্] (noun) বহুপত্নীক। polygamous [পালিগামাস্] (adjective) বহুবিবাহ সম্বন্ধীয়: a polygamy marriage/society.
- English Word polyglot Bengali definition [পলিগ্লট্] (adjective) বহুভাষায় কৃতবিদ্য বা লিখিত; বহুভাষিক। □ (noun) বহুভাষিক; বহুভাষী; বহুভাষিক পুস্তক।
- English Word polygon Bengali definition [পালিগান্ America(n) পালিগন্] (noun) বহুভুজ।
- English Word polygyny Bengali definition [পলিজিনি] (noun) বহুবিবাহ; বহুগামিতা।
- English Word polyhedron Bengali definition [পলিহেড্রন্] (noun) (বিশেষত) ছয়টি সমতলবিশিষ্ট ঘনবস্তু; বহুতলক। polyhedral, polyhedric (adjective) বহুতল।
- English Word polymath Bengali definition [পলিম্যাথ্] (noun) বহু বিষয়ে কৃতবিদ্য ব্যক্তি; বহুবিদ্যাজ্ঞ; বহুশাস্ত্রজ্ঞ।
- English Word polymer Bengali definition [পলিমা(র্)] (noun) (রসায়ন) বড় বড় অণুযোগে গঠিত প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যৌগবিশেষ, ঐ অণুগুলো আবার ছোট ছোট সরল অণুর সমবায়ে গঠিত; পলিমার।
- English Word polymorphous Bengali definition [পলিমোফাস্] (অপিচ polymorphic পলিমোফিক্]) (adjective) (ক্রমবিকাশ, বৃদ্ধি ইত্যাদির) বহুস্তরবিশিষ্ট কিংবা বহুস্তর অতিক্রমকারী; বহু পর্যায়িক।
- English Word polynomial Bengali definition [পলিনোমিআল্] (adjective) (বীজগণিত) দুইয়ের অধিক পদবিশিষ্ট; বহুপদ।
- English Word polyp Bengali definition [পলিপ্] (noun) (প্রাণীবিদ্যা) (১) অতি অপরিণত দেহযন্ত্রবিশিষ্ট জলচর জীববিশেষ; বহুপদী: Coral is formed by certain types of polyp. (২) (বিশেষত নাকের ক্ষেত্রে) (শারীরবিদ্যা) কোনো অস্বাভাবিক বৃদ্ধি। দ্রষ্টব্য polypus.
- English Word polyphony Bengali definition [পালিফানি] (noun) [Uncountable noun] (সংগীত)= counterpoint; একই সময়ে একাধিক স্বয়ংসম্পূর্ণ সুরের সমবায়; উক্ত রীতিতে সংগীত রচনা; বহুস্বরতা। polyphonic [পলিফনিক্] (adjective) বহুস্বরিক।
- English Word polypod Bengali definition [পলিপড্] (noun) বহুপদপ্রাণী।
- English Word polypus Bengali definition [পলিপাস] (noun) (plural polypuses [পলিপাসিজ্], polypi [পলিপাই]) (প্যাথলজি) সাধারণত দেহতন্তু পর্যন্ত বিস্তৃত আকর্ষীসদৃশ একাধিক নালিবিশিষ্ট অর্বুদ বা ব্রণ; বহুনাল ব্রণ; (নাকে হলে) নাসা।
- English Word polystyrene Bengali definition [পলিস্টাইরীন্] (noun) [Uncountable noun] বিশেষত বাক্স ইত্যাদি বানাতে একধরনের হালকা, মজবুত প্লাস্টিক উপাদান (এটি একটি উত্তম অন্তরক); পলিস্টাইরিন: a polystyrene cup.
- English Word polysyllable Bengali definition [পলিসিলাব্ল্] (noun) একাধিক (সাধারণত তিনের অধিক) স্বরবিশিষ্ট শব্দ। polysyllabic [পলিসিল্যাবিক্] (adjective) বহুস্বরযুক্ত বা স্বতঃউচ্চার্য ধ্বনিযুক্ত।
- English Word polytechnic Bengali definition [পলিটেক্নিক্] (noun) (কথ্য সংক্ষেপ 'poly' [পলি]) বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিঘটিত বিষয়ে পূর্ণকালীন বা খণ্ডকালীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান; পলিটেকনিক।
- English Word polytheism Bengali definition [পলিথীজাম্] (noun) [Uncountable noun] একাধিক ঈশ্বরে বিশ্বাস; একাধিক ঈশ্বরের উপাসনা; বহুঈশ্বরবাদ; বহুদেববাদ। polytheistic [পলিথীইস্টিক্] (adjective) বহুঈশ্বরবাদী; বহুদেববাদী।
- English Word polythene Bengali definition [পলিথীন্] (noun) [Uncountable noun] পানিনিরোধক মোড়ক, অন্তরক ইত্যাদির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত প্লাস্টিক উপাদানবিশেষ; পলিথিন।