• Bengali Word candy English definition [ক্যান্‌ডি] (noun) ১ (অপিচ sugar- candy) [uncountable noun] বারবার জ্বাল দিয়ে শক্ত পিণ্ডে পরিণত করা চিনি; মিছরি; [countable noun] (কেবল America(n); British/Britain: sweet(s) সাধারণত ফলের রস, দুধ, বাদাম ইত্যাদি যুক্ত এবং স্বাদগন্ধের জন্য অন্যান্য উপকরণ মিশ্রিত পক্ব চিনি, সিরাপ ইত্যাদির সাকার খণ্ড; মিঠাই; সীতাখণ্ড।
    □ (verb transitive), (verb intransitive) (১) (ফল ইত্যাদি) চিনিতে জ্বাল দিয়ে সংরক্ষণ করা; মোরব্বা বানানো: candied cherries. (২) চিনির দানায় পরিণত করা।