• Bengali Word cross 1 English definition [ক্রস্‌ America(n) ক্রোস্‌] (noun) ১ ক্রসচিহ্ন।
    make one’s cross (প্রাচীন প্রয়োগ) দলিলপত্রে স্বাক্ষরের বদলে নিরক্ষর জনগণ কর্তৃক ক্রস টানা। (২) (প্রাচীন প্রয়োগ) ক্রুশবিদ্ধ করার জন্য আড়াআড়িভাবে স্থাপিত কাঠের টুকরা; ক্রুশ। the Cross যিশুখ্রিষ্ট যে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন; এ ক্রুশ অনুসরণে খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক। market-cross গ্রাম অথবা শহরের বাজার এলাকায় নির্মিত ক্রুশাকৃতির স্মৃতিস্তম্ভ। ধর্মীয় বিধির অংশ হিসেবে ডান হাতে টানা ক্রুশচিহ্ন। (৩) (লাক্ষণিক) জীবন-যন্ত্রণা; দুঃখের বোঝা। (৪) নাইট পদবিধারীদের ব্যবহৃত তারকা অথবা ক্রুশাকারের প্রতীক। (৫) পারাপার স্থান। cut on the cross (পোশাক তৈরির ক্ষেত্রে) তির্যকভাবে কাটা। (৬) সংকরসৃষ্টি।