Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word generalissimo Bengali definition [জেন্‌রালিসিমোউ] (noun) সম্মিলিত স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রধান বা সর্বাধিনায়ক
  • English Word generality Bengali definition [জেনর‍্যালাটি] (noun) (১) [countable noun] সাধারণ বিধি বা বিবৃতি; অস্পষ্ট বা অনির্দিষ্ট উক্তি বা মন্তব্য(২) [uncountable noun] the generality (of) সংখ্যাগরিষ্ঠ বা বৃহত্তর অংশ: The generality of Swedes are blond. (৩) [uncountable noun] সাধারণ্য বা সাধারণতা: a rule of great যাতে ব্যতিক্রম প্রায় নেই বললেই চলে।
  • English Word generalization, generalisation Bengali definition [জেনরালাইজেইশ্‌ন্‌ America(n) জেনরালিজেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] সাধারণ বা সর্বজনীনকরণ: You ought to be careful on generalization. (২) [countable noun] বিশেষত স্বল্পসংখ্যক দৃষ্টান্তনির্ভর সাধারণীকৃত উক্তি বা বিবৃতি: cheap generalizations.
  • English Word generalize, generaise Bengali definition [জেন্‌রালাইজ্‌] (verb intransitive), (verb transitive) (১) generalize (from) সাধারণ সিদ্ধান্ত টানা; সাধারণীকৃত উক্তি করা(২) generalize (from) সাধারণীকৃত ভাষায় বা সূত্রের মাধ্যমে (কোনো কিছু) বিবৃত করা: generalize a conclusion from a collection of facts. (৩) সাধারণের ব্যবহারে লাগানো: generalize the native use of silk.
  • English Word generally Bengali definition [জেন্‌রালি] (adverb) (সাধারণত finite verb-সহ) (১) সাধারণত, সচরাচর, সাধারণ নিয়ম হিসেবে: The shops generally close at seven in the evening. (২) ব্যাপকভাবে; প্রায় ক্ষেত্রেই: The new budget was generally criticised. (৩) মোদ্দা কথায়; খুঁটিনাটিতে না-গিয়ে: generally speaking.
  • English Word generate Bengali definition [জেনারেইট্] (verb transitive) ঘটানো; উৎপাদন করা: generate heat/electricity.
  • English Word generation Bengali definition [জেনারেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] উৎপাদন; সংঘটন: the generation of heat; profit-generation. (২) [countable noun] বংশের একটি ধাপ বা পর্যায়; পুরুষ; প্রজন্ম: the third generation. (৩) [countable noun] গড় কালপর্ব (৩০ বছর ধরা হয়) যার ভিতরে সন্তানরা বড় হয়, বিয়ে করে এবং নিজেরাই সন্তানের জন্ম দেয়: a generation ago. generationgap, দ্রষ্টব্য gap (২)। (৪) [countable noun] একই সময়ে জন্মগ্রহণকারী এবং সে কারণে একই বয়সের সব ব্যক্তি: the coming generation.
  • English Word generative Bengali definition [জেনারাইটিভ] (adjective) উৎপাদনক্ষম; ফলদায়ক
  • English Word generator Bengali definition [জেনারেইটা(র্)] (noun) [countable noun] (বিদ্যুৎ, বাষ্প, গ্যাস) উৎপাদনযন্ত্র। (America(n) = dynamo).
  • English Word generic Bengali definition [জিনেরিক্] (adjective) কোনো শ্রেণি বা গোষ্ঠীর জন্য সামগ্রিকভাবে প্রযোজ্য এমনgenerically [জিনেরিক্লি] (adverb)
  • English Word generosity Bengali definition [জেনারসাটি] (noun) (১) [uncountable noun] উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা(২) [countable noun] উদার বা মহৎ কাজ ইত্যাদি
  • English Word generous Bengali definition [জেনারাস্‌] (adjective) (১) উদার; সহৃদয়: He is always generous to his friends. (২) পর্যাপ্ত; প্রচুর: a generous supply of provisions. generously (adverb)
  • English Word genesis Bengali definition [জেনাসিস্‌] (noun) (১) সূচনা; প্রারম্ভিক বিন্দু: the genesis of nationalism. (২) Genesis, Old Testament-এর অন্তর্ভুক্ত সৃষ্টিতত্ত্ব নামক প্রথম গ্রন্থ
  • English Word genetic Bengali definition [জিনেটিক্] (adjective) gene সম্বন্ধীয়; বংশানুগতি সম্বন্ধীয়genetics (noun) (plural) (singular verb-সহ) বংশগতবিষয়ক বিজ্ঞান; প্রজননশাস্ত্র। genetic code (noun) যে পদ্ধতি অনুসারে বংশানুগতির তথ্য জীবকোষস্থিত chromosome-এ সঞ্চিত থাকে। genetic engineering (noun) একক gene-এর কাঠামো বা অবস্থান পরিবর্তন করে সাধিত বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন। geneticist [জিনেটিসিস্‌ট্] (noun) প্রজননশাস্ত্রবিদ।
  • English Word genial Bengali definition [জীনিআল্] (adjective) (১) সদয়; সহানুভূতিশীল; মিশুক: a genial old man; a genial attitude. (২) বৃদ্ধির অনুকূলে; মৃদু; উষ্ণ: a genial climate. genially (adverb) geniality [জীনিঅ্যালাটি] (noun) [uncountable noun] সদয়তা; সহানুভূতিশীলতা; সঙ্গপ্রিয়তা; [countable noun] সদয় দৃষ্টি; কাজ, উক্তি।
  • English Word genie Bengali definition [জীনি] (noun) (আরব্য কাহিনি) আশ্চর্য ক্ষমতাসম্পন্ন জিন বা দৈত্য
  • English Word genital Bengali definition [জেনিট্‌ল্‌] (adjective) জনন সম্বন্ধীয় বা প্রাণীর প্রজনন-অঙ্গ সম্বন্ধীয়genitals (noun) (plural) যৌনাঙ্গ।
  • English Word genitive Bengali definition [জেনাটিভ] (adjective) genitive (case) (ব্যাকরণ) সম্বন্ধপদসূচক কারকবিশেষ; ষষ্ঠী বিভক্তি
  • English Word genius Bengali definition [জীনিআস্‌] (noun) (১) [uncountable noun] প্রতিভা; সৃজনী ক্ষমতা: a man of genius. (২) প্রতিভাবান ব্যক্তি: Rabindranath was a poetic genius. (৩) a genius for কোনো বিশেষ দিকে প্রবাহিত সহজাত ক্ষমতা: She has a genius for dancing. (৪) the genius (of) ব্যক্তি; স্থান বা প্রতিষ্ঠানের অদৃশ্য নিয়ন্তা শক্তি; এই সূত্রে কোনো ভাষা; কাল, প্রতিষ্ঠান ইত্যাদির অন্তর্নিহিত বৈশিষ্ট্য, ভাব বা নীতিমালা: the Bengalee genius; the genius of the Bengalee renaissance. (৫) (plural genii [জীনিআই]) অশরীরী আত্মা; ভূতপ্রেত! one’s good/evil genius কারো স্বর্গ/ নরকপ্রাপ্তি সাধনাকারী অশরীরী শক্তি; কারো শুভ/অশুভের উপর প্রবল প্রভাববিস্তারকারী ব্যক্তি
  • English Word genocide Bengali definition [জেনাসাইড্] (noun) [uncountable noun] গণহত্যা
  • English Word genre Bengali definition [জা:নরা] (noun) (১) (ফরাসি) প্রকার, রকম, ধরন; (বিশেষত কাব্য, নাটক, উপন্যাস) বিভাগ বা শাখা(২) (অপিচ genre-painting) (চিত্রাঙ্কনে) সাধারণ জীবনের ছবি
  • English Word gent Bengali definition [জেন্‌ট্‌] (noun) gentleman-এর কথা সংক্ষেপ; ভদ্রলোকthe/a Gents (noun) (British/Britain কথ্য) পুরুষদের সাধারণ শৌচাগার।
  • English Word genteel Bengali definition [জেনটীল্] (adjective) (আধুনিক প্রয়োগে সাধারণত বিদ্রূপাত্মক, যদিও ইতিপূর্বে ঐকান্তিকভাবে ব্যবহৃত হতো) ভদ্র ও পরিশীলিত; কেতাদুরস্ত; সমাজের উপর তলার বৈশিষ্ট্যবাহী; উপর তলায় মানায় এমন: living in genteel poverty, অভাব সত্ত্বেও উপর তলার ধাঁচে চলার প্রয়াস করেছে এমন। genteelly (adverb)
  • English Word gentian Bengali definition [জেন্‌শ্‌ন্‌] (noun) একধরনের নীল পাহাড়ি ফুলগাছ
  • English Word gentile Bengali definition [জেন্‌টাইল্] (noun), (adjective) ইহুদি নয় এমন (ব্যক্তি)।
  • English Word gentility Bengali definition [জেন্‌টিলইটি] (noun) [uncountable noun] ভদ্রতা; পরিশীলতা
  • English Word gentle Bengali definition [জেন্‌ট্‌ল্‌] (adjective) (১) অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক: a gentle nature/touch; a gentle breeze. (২) (পরিবার) সুপ্রতিষ্ঠিত: a woman of gentle birth. gentlefolk (noun) (plural) ভদ্র সম্প্রদায়; ভদ্রসমাজ। gentleness (noun)
  • English Word gentleman Bengali definition [জেন্‌ট্‌ল্‌মান্] (noun) (১) সজ্জন ও অমায়িক ব্যক্তি; ভদ্রলোকgentleman’s agreement যে চুক্তি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের উপর প্রতিষ্ঠিত, কিন্তু যার আইনগত ভিত্তি নেই। (২) (ইতিহাস) রাজদরবার বা রাজপরিবারের সঙ্গে সংযুক্ত সদ্বংশীয় ব্যক্তি: one of the king’s gentleman. gentleman-at-armsসার্বভৌম রাজা বা রানির দেহরক্ষী।
  • English Word gentlewoman Bengali definition [জেন্‌ট্‌ল্‌উওমান্‌] (noun) ভদ্রমহিলা
  • English Word gently Bengali definition [জেন্‌ট্‌লি] (adverb) আলতোভাবে; ধীরে: The nurse held the baby gently in her arms.