G পৃষ্ঠা ৬
- English Word gawp Bengali definition [গোপ্] (verb transitive) gawp (at) বোকার মতো তাকিয়ে থাকা।
- English Word gay Bengali definition [গেই] (adjective) (১) লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল। (২) আনন্দ ও উচ্ছলতাব্যঞ্জক: gay music. (৩) (কথ্য) সমকামী। □ (noun) [countable noun] (কথ্য) সমকামী ব্যক্তি। gaily [ গেইলি] (adverb) উচ্ছল বা হাসিখুশিভাবে। gayness (noun)
- English Word gaze Bengali definition [গেইজ] (noun) (কেবল 'singular') স্থিরদৃষ্টি। □ (noun) gaze (at) স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। gaze on/upon (আনুষ্ঠানিক) চোখে পড়া: You are the most beautiful woman I have ever gazed upon.
- English Word gazelle Bengali definition [গাজেল্] (noun) ক্ষুদ্র হরিণবিশেষ; গজলা-হরিণ।
- English Word gazette Bengali definition [গাজেট্] (noun) (১) সরকারি ইশতাহার; গেজেট। (২) (নামের অংশ হিসেবে) সংবাদপত্র: the Bangladesh Gazette. □ (verb transitive) (সাধারণত passive) be gazetted গেজেটে প্রকাশিত হওয়া; (সেনাঅফিসার) be gazetted to a regiment.
- English Word gazetteer Bengali definition [গ্যাজাটিআ(র্)] (noun) (মানচিত্রের বইয়ের শেষে সংযোজিত) ভৌগোলিক নামের সূচি; ভৌগোলিক অভিধান।
- English Word gazump Bengali definition [গাজাম্প্] (verb intransitive), (verb transitive) বিক্রির শর্তাদি স্থির হওয়ার পর দলিল সইয়ের আগে সম্পত্তির দাম বাড়িয়ে ক্রেতাকে প্রতারণা করা।
- English Word gb Bengali definition [জিবি] (noun) এটা গিগাবাইটের সংক্ষেপ, জিবি নামে পরিচিত। এটি ডিজিটাল তথ্য স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক: Yahoo mail users can have a gb too.
- English Word gear Bengali definition [গিআ(র্)] (noun) (১) [countable noun] যন্ত্রের, বিশেষত যান্ত্রিক যানের চালক অংশ; গিয়ার; এরূপ চালক অংশ বা গিয়ারের নির্দিষ্ট অবস্থান: on the first/second/third gear. high/low gear গিয়ারের তুলনামূলকভাবে দ্রুত/মন্থর গতি সৃষ্টিকারী অবস্থান। in/out of gear গিয়ারবদ্ধ/গিয়ারবিচ্ছিন্ন। top/bottom gear উঁচুতম/নিচুতম গিয়ার। gear-box/-case গিয়ারের বাক্স। gearstick/lever/shift গিয়ার চালু বা বন্ধ করা কল। (২) [countable noun] বিশেষ কাজের জন্য প্রস্তুত গিয়ার: the landing gear of an aircraft. (৩) [uncountable noun] (সাধারণত) সরঞ্জাম: hunting gear; (আধুনিক প্রয়োগ কথ্য) সাজপোশাক: Party gear. □ (verb transitive), (verb intransitive) gear up/down (গতিবেগ বাড়াতে/কমাতে) অপেক্ষাকৃত উঁচু/নিচু গিয়ারেদেওয়া। gear to কোনোকিছুকে অন্যকিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ করা; নির্ভরশীল করা: Our economy must be geared to the needs of our peasantry.
- English Word gecko Bengali definition [গেকোউ] (noun) টিকটিকি।
- English Word gee 1 Bengali definition (অপিচ gee-up) [জী- আপ্] (interjection) (এগিয়ে যাওয়া বা আরো দ্রুত ছুটতে ঘোড়ার উদ্দেশ্যে ব্যবহার করা শব্দ) চল্-চল্, হেট্-হেট্; জোরে, আরো জোরে। gee-gee [জী জী] (noun) (শিশুবুলি) ঘোড়া।
- English Word gee 2 Bengali definition (অপিচ gee whiz) [জী উইজ্] (interjection) (America(n)) বিস্ময়; মুগ্ধতা ইত্যাদি জ্ঞাপক মৃদুধ্বনি।
- English Word geek Bengali definition [গিক্] (noun) (অপশব্দ) প্রযুক্তিপাগল ব্যক্তি; নতুন প্রযুক্তিতে আগ্রহী ব্যক্তি; সামাজিকভাবে অদক্ষ: Beauty and the geek, a melting pot of wits and tits. geeky (adjective) প্রযুক্তিপাগল: The geek kid now owns a million dollar software company. □ (verb transitive) geese [গীস্] (noun) goose-এর plural
- English Word Geiger Bengali definition [গাইগা(র্)] (noun) (বিশেষত Geigercounter) তেজস্ক্রিয়তা নিরূপক যন্ত্রবিশেষ।
- English Word geisha Bengali definition [গেইশা] (noun) জাপানি বাইজিবিশেষ।
- English Word geist Bengali definition [গাইস্ট] (noun) (জার্মান) (কোনো যুগের বুদ্ধিবৃত্তিক বা নৈতিক) প্রেরণা, উদ্দীপনা; Geist exists in space-time.
- English Word gel Bengali definition [জেল্] (noun) জেলির মতো ঘন বস্তু। □ (verb transitive) (১) জেলি বসানো। (২) = jell.
- English Word gelatine Bengali definition [জেলাটীন্ America(n) জেলাটিন্] (অপিচ gelatin [জেলাটিন্]) জীবজন্তুর হাড় ও বর্জ্য পানিতে সিদ্ধ করে তৈরি জেলির মতো স্বচ্ছ স্বাদহীন পদার্থ; জাউ; হালুয়া।
- English Word gelatinous Bengali definition [জিল্যাটিনাস্] (adjective) নরম ও আঠালো; ঘনত্ব ইত্যাদিতে জেলির মতো।
- English Word geld Bengali definition [গেল্ড্] (verb transitive) নিবীর্য করা; খোজা বা খাসি করা। gelding (noun) খাসি করা পশু (বিশেষত ঘোড়া)।
- English Word gelignite Bengali definition [জেলিগ্নাইট্] (noun) [uncountable noun] নাইট্রিক এসিড ও গ্লিসারিন থেকে তৈরি বিস্ফোরক।
- English Word gem Bengali definition [জেম্] (noun) (১) মূল্যবান রত্ন। (২) যেকোনো সুন্দর, দামি ব্যক্তি বা বস্তু। gemmed (participial adjective) রত্নখচিত; যেন রত্নখচিত এমন: a sky gemmed with stars.
- English Word Gemini Bengali definition [জেমিনি] (noun) মিথুনরাশি।
- English Word gen Bengali definition [জেন্] (noun) (অপশব্দ) (the) gen তথ্য; খবর। □ (verb transitive) gen up তথ্য সরবরাহ করা।
- English Word gendarme Bengali definition [জন্ডা:ম্] (noun) (ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশে, কিন্তু 'British/Britain' বা 'America(n)' এ নয়) পুলিশের দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর সদস্য। gendarmerie [জনডা:মারি] (noun) (collective singular) এরূপ সদস্যবাহিনী।
- English Word gender Bengali definition [জেন্ডা(র্)] (noun) (১) শব্দের (বিশেষ্য ও সর্বনাম) ব্যাকরণগত শ্রেণিবিন্যাস (পুরুষ, স্ত্রী ও ক্লীব)। (২) = sex (১).
- English Word gene Bengali definition [জীন্] (noun) [countable noun] (জীববিদ্যা) বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান।
- English Word genealogy Bengali definition [জীনিঅ্যালাজি] (noun) (১) [uncountable noun] উদ্ভিদ ও প্রাণীর ক্রমবিকাশের ধারাবিষয়ক বিজ্ঞান; উদ্ভববিজ্ঞান। (২) [countable noun] কোনো বৃক্ষ বা প্রাণীর ক্রমবিকাশের চিত্র; কোনো ব্যক্তির বংশবৃত্তান্ত। genealogist [জীনিঅ্যালাজিস্ট্] (noun) উদ্ভববিজ্ঞানী। genealogical [জীনিআলাজিকল্] (adjective) উদ্ভববিষয়ক: genealogy tree. genealogically [জীনিআলাজিক্লি] (adverb)
- English Word genera Bengali definition [জেনারা] genus-এর plural
- English Word general Bengali definition [জেন্রাল্] (adverb) (১) সাধারণ; সর্বজনীন; সর্বজনগত; বিশিষ্ট বা স্থানীয় নয়: a matter of general interest; a general meeting. as a general rule; in general অধিকাংশ ক্ষেত্রে; সাধারণত। general degree দুই বা ততোধিক বিষয়ে লব্ধ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ডিগ্রি। general election সমগ্র দেশব্যাপী আইনসভার সাধারণ নির্বাচন। general knowledge বহুবিস্তৃত জ্ঞান। general practitioner (British/Britain) বিশেষজ্ঞ নয় এমন সাধারণ চিকিৎসক। general practice সাধারণ চিকিৎসা। (২) পুঙ্খানুপুঙ্খ নয়; সুনির্দিষ্ট নয়: a general outline. (৩) (সরকারি পদবির শেষে ব্যবহার্য) প্রধান: director-general. □ (noun) ফিল্ড মার্শালের পর সর্বোচ্চ সেনাঅফিসার।