G পৃষ্ঠা ১০
- English Word gimbals Bengali definition [জিম্ব্ল্জ] (noun) (সাধারণত plural) সমুদ্রবক্ষে জাহাজের কম্পাস ইত্যাদি যন্ত্রকে অনুভূমিক রাখার কলকবজাবিশেষ।
- English Word gimcrack Bengali definition [গিম্ক্র্যাক্] (adjective) তুচ্ছ ও বাজেভাবে তৈরি।
- English Word gimlet Bengali definition [গিম্লিট্] (noun) কাঠ ইত্যাদি ছিদ্র করতে ব্যবহৃত ছোট তুরপুনবিশেষ। gimlet eye তীক্ষ্ণ দৃষ্টি।
- English Word gimmick Bengali definition [গিমিক্] (noun) (কথ্য) জনপ্রিয়তা বা দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশল।
- English Word gin 1 Bengali definition [জিন্] (noun) (১) জীবজন্তু ধরার ফাঁদ বা জাল। (cotton) gin তুলা থেকে বীজ ছাড়ানোর যন্ত্র। □ (verb transitive) (২) জালে বা ফাঁদে আটকানো। (৩) তুলা থেকে বীজ ছাড়ানো।
- English Word gin 2 Bengali definition [জিন্] (noun) [uncountable noun] এক প্রকার মদ।
- English Word ginger Bengali definition [জিন্জা(র্)] (noun) [uncountable noun] (১) আদা। (২) সজীবতা; উদ্দীপনা; শক্তি; তেজস্বিতা: a gingergroup, (সংসদে) সরকারকে আরো সক্রিয় হতে উদ্বুদ্ধকারী সংসদ-সদস্যদের গোষ্ঠী। (৩) (অপিচ adverb) হালকা লালচে হলুদ রং: ginger hair. (৪) ginger beer/ale আদামেশানো পানীয়। gingerbread (noun) আদামেশানো গাঢ়রঙের কেক বা বিস্কুট। gingernut আদামিশানো বিস্কুট। □ (verb transitive) ginger (up) আরো প্রাণবন্ত করা।
- English Word gingerly Bengali definition [জিন্জালি] (adverb) কোনো ক্ষতি বা গোলমাল না-হয় এমন; সতর্কতার সঙ্গে; নিঃশব্দচরণে: go about something gingerly. □ (adjective) সতর্ক: in a gingerly fashion.
- English Word gingivitis Bengali definition [জিনজিভাইটিস্] (noun) (চিকিৎসাশাস্ত্র) মাড়ি ফোলা।
- English Word gingko Bengali definition [গিঙ্কো্উ] (noun) তালপাতার মতো পাতাযুক্ত এক জাতের চীনা বা জাপানি গাছ।
- English Word ginham Bengali definition [গিঙাম্] (noun) [uncountable noun] ছাপা সুতি বা রেশমি কাপড়।
- English Word ginseng Bengali definition [জিন্সেঙ্] (noun) [uncountable noun] এক জাতের গাছ, যার সুগন্ধি শিকড় ওষুধে ব্যবহৃত হয়।
- English Word gipsy, Gypsy Bengali definition [জিপ্সি] (noun) (plural gipsies) (১) gipsy ( কৌতূক.) বিশেষত কালো জ্বলজ্বলে চোখের আকর্ষণীয় বা দুষ্টুমিভরা মানুষ। (২) Gypsy (মূলত) এশীয় বংশোদ্ভূত যাযাবর; বেদে: (attributive(ly)) a gipsy camp/girl.
- English Word giraffe Bengali definition [জিরা:ফ America(n) জির্যাফ্] (noun) অতিদীর্ঘ গ্রীবা ও লম্বা পাওয়ালা আফ্রিকান প্রাণী; জিরাফ।
- English Word gird Bengali definition [গাড্] (verb transitive) (plural, past participle 'girded' বা 'girt' [গাট]) (কাব্যিক বা আলংকারিক অর্থ) (১) gird on পেঁচিয়ে বাধা: gird on a sword. (২) gird up ( কোমরবদ্ধ ইত্যাদি) উপরে তুলে বাঁধা: gird up one’s clothes. gird up one’s loins যুদ্ধের জন্য তৈরি হওয়া। (৩) বেষ্টন করা; ঘিরে রাখা: a sea-girl isle, সমুদ্রে ঘেরা দ্বীপ।
- English Word girder Bengali definition [গাডা(র্)] (noun) ছাদ ঠিকা দিতে কাঠ, লোহা বা ইস্পাতের কড়ি বা বিম; কড়িকাঠ; সেতু ইত্যাদিতে ব্যবহৃত ইস্পাতের তৈরি কাঠামো।
- English Word girdle 1 Bengali definition [গাড্ল্] (noun) (১) কোমরবন্ধ; বেল্ট। (২) কাঁচুলি। (৩) কোমরবদ্ধের মতো বস্তু; বেষ্টনী: a of trees round a house. □ (verb transitive) girdle about/around/with বেষ্টন করা; ঘিরে থাকা: field girdled with trees.
- English Word girdle 2 Bengali definition [গাড্ল্] (noun) (স্কটল্যান্ডীয়) = griddle.
- English Word girja Bengali definition [গির্জা] (noun) খ্রিস্টানদের উপাসনাকেন্দ্র; গির্জা; চার্চ।
- English Word girl Bengali definition [গাল্] (noun) বালিকা; মেয়ে; কন্যা; তরুণী; যুবতী মহিলা; কর্মজীবী মহিলা। girl (friend) সন্ধিনী। (British/Britain), Girl Guide, (America(n)) Girl Scout ব্রতচারিণী বালিকা; মেয়েস্কাউট। girlhood [হুড্] (noun) [uncountable noun] বালিকাবস্থা; বালিকা-বয়স। girlish [গাল্ইশ্] (adjective) বালিকাসুলভ: girlish behaviour. girlishly (adverb) girlishness (noun)
- English Word girl crush Bengali definition [গাল্ ক্রাশ্] (noun) (অনানুষ্ঠানিক) (১) কোনো নারী বা বালিকার প্রতি অন্য নারী বা বালিকার তীব্র আকর্ষণ; (প্রধানত অযৌন): I have a serious girl crush on Kazi Rosy. (২) যে নারী বা বালিকা অন্য নারীর প্রবল আকর্ষণ বা ভালো লাগার বিষয়বস্তু: Rakhi admitted that Kona was her girl crush.
- English Word girl friend Bengali definition [গাল্ ফ্রেন্ড] (noun) পুরুষের নিত্যসহচরী বা বান্ধবী যাদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কও থাকতে পারে; গার্লফ্রেন্ড: Spying on his girl friend is a shitty thing to do.
- English Word giro Bengali definition [জাইআরোউ] (noun) [uncountable noun] বাণিজ্য ব্যাংকসমূহের মধ্যে ঋণ হস্তান্তর/স্থানান্তর পদ্ধতি। National Giro (British/Britain) পোস্ট অফিস দ্বারা পরিচালিত অনুরূপ ঋণ হস্তান্তর পদ্ধতি।
- English Word girt Bengali definition [গাট্] দ্রষ্টব্য gird.
- English Word girth Bengali definition [গাট] (noun) (১) জিন যথাস্থানে আটকে রাখতে ঘোড়ার পেট পেঁচিয়ে যে সুতি বা চামড়ার বেল্ট রাখা হয়। (২) যেকোনো বেলনাকার বস্তুর পরিধির বা ঘেরের মাপ: a roller 5 metres in girth, বৃত্তের পরিধি; my girth, আমার কোমরের মাপ।
- English Word gist Bengali definition [জিস্ট্] (noun) the gist মূলকথা; সারমর্ম।
- English Word Gita Bengali definition [গীতা:] দ্রষ্টব্য Bhagavatgita.
- English Word give 1 Bengali definition [গিভ] (verb transitive), (verb intransitive) (১) give (to) অর্পণ করা; (উপহার ইত্যাদি হিসেবে) দান করা: She gave me a book. The teacher gave a book to each of the children. He gives generously, তিনি অর্থ ইত্যাদি উদারহস্তে দান করেন। (২) give (somebody) (something) for something; give (something) to do something (মূল্য বা ক্ষতিপূরণ হিসেবে) কোনোকিছুর বিনিময়ে কোনোকিছু দেওয়া: She gave fifty thousand taka for the diamond ring. I would give anything to get back my books. (৩) give (to) (কাউকে কোনো কিছুকে) কারো হেফাজতে অর্পণ করা: You can give your bags to the porter (to be looked after). (৪) (কাউকে) সময় দেওয়া; স্বীকার করা; মেনে নেওয়া: Give me five minutes and I’ll do the sum. The watch is a very good one, ‘Ok, I’ll give you that (= আপনার কথা মেনে নিচ্ছি) but it’s of an old model’. give somebody (some/no/any, etc) trouble কাউকে (কম/বেশি ইত্যাদি) কষ্ট দেওয়া; জ্বালাতন করা: We all gave our parents much trouble when we were young. (৫) সরবরাহ করা: The sun gives us warmth and light. (৬) (কোনোকিছুর) কারণ হওয়া: She’s given me her cold, তার কাছ থেকে ঠাণ্ডা লেগেছে। (৭) উৎসর্গ করা: He gave his life to the cause of the poor. (৮) (গুরুত্ব বোঝাতে imperative-এ ব্যবহৃত): Give me liberty or give me death, হয় মুক্তি, না-হয় মৃত্যু। (৯) (স্বয়ং verb হিসেবে ব্যবহৃত হতে পারে এমন noun- এর সঙ্গে ক্ষেত্রবিশেষে ব্যবহার্য) : give a groan/laugh/yell/sigh (verb হিসেবে groan, laugh, yell, sigh) (গোঙানি/হাসি/চিৎকার; নিশ্বাস ফেলা; give somebody a kick/push/shove (verb হিসেবে kick, push, shove) কাউকে টেলিফোন করা। (১০) (নির্ধারিত give somebody a ring, phrase-সমূহে) give birth (to), দ্রদ্রষ্টব্য birth. give chase (to), দ্রষ্টব্য chase 1. give currency (to), দ্রষ্টব্য currency. give one’s ears, দ্রষ্টব্য ear 1 (১). give evidence of, দ্রষ্টব্য evidence. give ground, দ্রষ্টব্য ground 1 (২). give place to, দ্রষ্টব্য place 1 (১০). give rise to, দ্রষ্টব্য rise 1 (৫) . give or take ধরে বা ছেড়ে দিয়ে; যোগ বা বিয়োগ করে: He will be here at 5 O’clock, give or take a few minutes. give somebody (প্রাচীন প্রয়োগ) কারো শ্রেষ্ঠত্ব স্বীকার করা। best give somebody to understand that কাউকে জানানো; নিশ্চয়তা দেওয়া: We were given to understand that she would be sent here to assist in our project. give it to somebody (কথ্য) কাউকে শাস্তি দেওয়া বা তিরস্কার করা। give somebody something to cry for, দ্রষ্টব্য cry 1 (২). give somebody what for/a piece of one’s mind (কথ্য) কাউকে শাস্তি দেওয়া বা তিরস্কার করা। give way (ক) সরে যাওয়া; পিছু হটা: The enemy troops gave way. (খ) বহন করতে না-পারা: The wall gave way. give way (to something/somebody) (ক) জায়গা ছেড়ে দেওয়া বা পথ করে দেওয়া: We had to give way to the car coming inform the opposite direction. (খ) (কারো/ কোনোকিছুর দ্বারা) স্থানচ্যুত হওয়া: Darkness gave way to light. (গ) কোনো কিছুর কাছে নিজেকে সমর্থন করা: I tried hard not to give way to despair. (ঘ) নতি স্বীকার করা: These demands are unreasonable; you mustn’t give way to them. (১১) শক্তি বা তীব্রতা হারিয়ে ফেলা; বেঁকে বা দেবে যাওয়া: My knees gave, আমি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেললাম (ফলে পড়ে গেলাম) ; The storm is beginning to give, ঝড়ের তীব্রতা কমে আসছে; The branch gave, শাখাটি বেঁকে গেল। (১২) given (past participle) (ক) (আনুষ্ঠানিক দলিলপত্রে) প্রদত্ত; অর্পিত: given under my hand and seal in this tenth day of March, 1972. (খ) যুক্তির খাতিরে কোনোকিছু আছে এই কথা ধরে নিয়ে: Given a clear route, I can make the hundred miles in a couple of hours. (গ) স্বীকৃত; নির্ধারিত: under the given conditions; to meet at a given time and place. (ঘ) given name পারিবারিক নাম বা উপাধির পূর্বে যুক্ত নাম। (ঙ) be given to something/doing something বদভ্যাস থাকা: He’s given to gambling. (১৩) (adverbial particle ও preposition(al)-সহ ব্যবহার) give somebody away (বিশেষ) কন্যাদান করা: The bride was given away by her father. give something away (ক) অন্যকে যাওয়ার সুযোগ করে দেওয়া; ত্যাগ করা; ছেড়ে দেওয়া: This is my only chance and I’m not going to give it away. (খ) বিতরণ করা: The Headmaster will give away the prizes. (গ) বিনিময়ে কিছু প্রত্যাশা না-করে দেওয়া: She gave away all her money. (ঘ) ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ফাঁস করে দেওয়া: Don’t give away my secret. give-away (noun) (কথ্য) (ক) বিনামূল্যে দেওয়া বস্তু: The company presented give-aways (= উপহার) to its patrons. (খ) যা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়েছে: The expression on the accused’s face was a give- away, আসামির মুখভঙ্গিতে তার অপরাধ ধরা পড়লো। give the game away, দ্রষ্টব্য game 1 (৫)। give something back (to somebody); give somebody back something ফেরত দেওয়া: Give the horse back to it’s owner; give the man back his land. give something forth (প্রাচীন প্রয়োগ বা সাহিত্য) ( ধোঁয়া, গন্ধ ইত্যাদি) নিঃসৃত বা উদ্গিরণ করা। give in (to somebody) আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা: Our men were forced to give in. She usually had to give in to her husband. give something in যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া: It’s time for you to give in your examination papers. give one’s name in (to somebody) (দায়িত্ব, প্রার্থীপদ ইত্যাদি গ্রহণে) নিজের ইচ্ছা বা প্রস্তুতির কথা জানিয়ে দেওয়া। give something off ( ধোঁয়া, গন্ধ ইত্যাদি) নিঃসৃত বা উদ্গিরণ করা। give on to ( খোলা জানালা ইত্যাদি দিয়ে) দৃষ্টিপথে পড়া: My bedroom windows give on to the Shishu Park. give out শেষ হওয়া; নিঃশোষিত হওয়া: My patience is beginning to give out. give somebody out/not out (ক্রিকেট খেলায় আম্পায়ার দ্বারা) ব্যাটসম্যান আউট হয়েছে/আউট হয়নি বলে ঘোষণা করা। give something out বিলি করা: give out handbills. give somebody out to be; give it out that somebody is ঘোষণা করা: It was given out that he would preside over the meeting. give upon = give on to. give over (অপশব্দ) ক্ষান্ত হওয়া; থামা: Will you please give over whining? give somebody/something over (to somebody) (hand over প্রচলিত) হাতে তুলে দেওয়া; সোপর্দ করা: Give a thief over to the police. be given over to something (ক) (অনাকাঙ্ক্ষিত অবস্থায়) নিজেকে সঁপে দেওয়া বা নিমজ্জিত হওয়া: be given over to despair. (খ) অর্পিত হওয়া বা নিবেদিত হওয়া: The last days of her life were given over to earning for disabled children. give up চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া: I can’t solve the problem, I give up. He has given up all hope of getting a state scholarship. give somebody up (ক) কাউকে বা কারো অবস্থাকে হতাশাপূর্ণ মনে করা: His parents have given him up, তার মা-বাবা তাকে মানুষ করা যাবে না বলে ধরে নিয়েছেন; The doctors have given him up, ডাক্তার তাকে সারিয়ে তোলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন। (খ) (কথ্য) সংসর্গ ত্যাগ করা: His sloppiness forced her to give him up. (গ) কাউকে আর প্রত্যাশা না-করা: He was so late that we had given him up. give somebody up for lost কাউকে খুঁজে পাওয়ার বা বাঁচানোর আশা ছেড়ে দেওয়া। give somebody/oneself/something up (to somebody) আত্মসমর্পণ করা; ছেড়ে দেওয়া: I gave up my seat to the old lady. The rebel leader gave himself up. give something up কোনোকিছু ছেড়ে দেওয়া: I don’t believe he can ever give up gambling. give up the ghost মারা যাওয়া।
- English Word give 2 Bengali definition [গিভ] (noun) [uncountable noun] স্থিতিস্থাপকতা: A stone floor has no give in it; (লাক্ষণিক) (ব্যক্তি) নমনীয়তা: There’s no give in the present IG of Police. give and take পারস্পরিক দেওয়া-নেওয়া: give and take is essential to a happy marriage.
- English Word given Bengali definition [গিভ্ন্] give 1 -এর past participle