Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word gantry Bengali definition [গ্যান্‌ট্রি] (noun) (plural gantries) চলিষ্ণু ক্রেন, বহুসংখ্যক রেললাইনের উপর দিয়ে রেলসংকেত প্রভৃতির ভার রক্ষার্থে ইস্পাতের দণ্ডনির্মিত কাঠামোবিশেষ; ভারমঞ্চ
  • English Word gaol, jail Bengali definition [জেইল্] (noun) (America(n) সাধারণত 'jail') [countable noun] কারাগার; জেল; কয়েদখানা; কারাগৃহ; [uncountable noun] কারাবাস; কয়েদ: five months in jail. jail-bird (noun) কয়েদি; বিশেষত যে বহুবার কয়েদ খেটেছে। jail-break (noun) জেল থেকে পলায়ন। [countable noun] (verb transitive) জেলখানায় বন্দি করা; কয়েদ করা; কারাগারে পাঠানো। gaoler, jailer, jailor [জেইলা(র্)] (noun(s)) কারারক্ষক; কারাধ্যক্ষ; কারাপাল।
  • English Word gap Bengali definition [গ্যাপ্] (noun) (১) দেওয়াল, বেড়া ইত্যাদির ভাঙা বা খালি অংশ; ফাঁক; ফাটল(২) শূন্যস্থান; ব্যবধান; তফাত; ফারাক; বিভেদ: a wide gap between the views of two leaders; a gap in a conversation, বিরতি; বিরাম; নীরবতা। bridge/fill/stop a gap কোনোকিছুর অভাব পূরণ করা। দ্রষ্টব্য stop 1 (৮) ভুক্তিতে stopgap. credibility gap কোনো ব্যক্তি বা গোষ্ঠী যে সত্য কথা বলছে, সে বিষয়ে অন্যপক্ষের মনে তার প্রতীতি জম্মানোর অক্ষমতা; বিশ্বাসযোগ্যতার ব্যবধান। generation gap নবীন ও প্রবীণের পরস্পরকে বোঝা বা পরস্পর ভাববিনিময় করার অক্ষমতা; প্রজন্মের ব্যবধান। gap toothed [টূথট্] (adjective) ফাঁক ফাঁক দাঁতওয়ালা; বিরলদন্ত।
  • English Word gape Bengali definition [গেইপ্] (verb intransitive) gape (at somebody/something) (১) হাঁ করা; হাঁ করে তাকিয়ে থাকা; হাই তোলা; মুখব্যাদান করা(২) মস্ত ফাঁক হওয়া; হাঁ করে থাকা: a gaping chasm. □ (noun) হাই; হাঁ; জম্ভণ্; মুখব্যাদান; হাঁ-করা দৃষ্টি। the gapes (ক) হাঁসমুরগির রোগবিশেষ; এ রোগে আক্রান্ত হলে হাঁসমুরগি হাঁ করে থাকে এবং এই অবস্থায়ই মারা যায়। (খ) (কৌতুক) বারবার হাই তোলা; হাই তোলার রোগ।
  • English Word garage 1 Bengali definition [গ্যারা:জ্ America(n) গারা:জ্‌] (noun) (১) গাড়ি রাখার জন্য বাড়ি বা ঘর; গাড়িঘর(২) (America(n) = service station) রাস্তার ধারের পেট্রল বিক্রয় ও পরিচর্যাকেন্দ্র। □ (verb transitive) (মোটরযান) গাড়িঘরে রাখা।
  • English Word garage 2 Bengali definition [গ্যারা:জ্‌ America(n) গারা:জ্] (British/Britain কথ্য) এক ধরনের শৌখিন পপসংগীত যাতে ড্রাম, ব্রাস ও হাউস মিউজিক আর উচ্চরব থাকে: in his first garage band.
  • English Word garb Bengali definition [গা:ব্] (noun) [uncountable noun] (বিশেষত কোনো বিশেষ ধরনের ব্যক্তির) পোশাক বা পোশাকের কেতা; লেবাস: a man in clerical garb. □ (verb transitive) (সাধ. passive) লেবাস পরানো।
  • English Word garbage Bengali definition [গা:বিজ্‌] (noun) [uncountable noun] (১) উচ্ছিষ্ট; ভুক্তাবশেষ; (America(n)) আবর্জনা; জঞ্জালgarbage-can (noun) (America(n)) আবর্জনা ফেলার পাত্র; ডাস্টবিন। (২) (কথ্য) বাজে জিনিস; কম্পিউটারের কোনো সম্ভরণ-কৌশলে (storage) সঞ্চিত অর্থহীন বা অবান্তর উপাত্ত; জঞ্জাল
  • English Word garble Bengali definition [গা:ব্‌ল্] (verb transitive) বিশেষত ভুল ধারণা দিতে বিবৃতি, তথ্য ইত্যাদির মধ্য থেকে অসম্পূর্ণভাবে কিংবা যথেচ্ছভাবে বেছে নেওয়া; যথেচ্ছ নির্বাচন করা: a garbled report of a speech, যথেচ্ছ নির্বাচিত/বিকৃত প্রতিবেদন।
  • English Word garden Bengali definition [গা:ড্‌ন্] (noun) (১) [countable noun, uncountable noun] বাগান; বাগিচা; উদ্যান; উপবন; a kitchen garden, শাকসবজির বাগান; a market garden, বাজারে বিক্রির জন্য যে বাগানে শাকসবজি, ফুল ও ফলের চাষ হয়; পণ্যোদ্যানlead somebody up the garden path (কথ্য) বিভ্রান্ত/বিপথগামী করা। garden centre (noun) যে স্থানে বীজ, চারা, বাগান তৈরির সাজসরঞ্জাম ইত্যাদি বেচা হয়; উদ্যানকেন্দ্র। garden city/suburb (noun) (খোলা জায়গা ও গাছশোভিত) উদ্যাননগরী/উদ্যান-উপনগর। gardenparty (noun) উদ্যানমিলন; উদ্যানসম্মিলন। (২) (সাধারণত plural) গণউদ্যান; পার্ক (verb intransitive) বাগান করা; বাগানের কাজ করা। gardener (noun) বেতনভুক্ত বা শখের উদ্যানপালক; মালী। gardening (noun) [uncountable noun] উদ্যানপালন: (attributive(ly)) garden tools, উদ্যানের হাতিয়ার।
  • English Word gardenia Bengali definition [গা:ডীনিআ] (noun) সাধারণত সাদা বা হলুদ ফুলের সুগন্ধি বড় বড় গাছ বা গুল্ম; গার্ডেনিয়া
  • English Word gargantuan Bengali definition [গা:গ্যান্‌টিউআন্‌] (adjective) প্রকাণ্ড; দানবীয়
  • English Word garget Bengali definition [গেআগেট্] (noun) গাই বা ভেড়ির স্তন বা বাঁটের স্ফীতি
  • English Word gargle Bengali definition [গা:গ্‌ল্] (verb transitive), (verb intransitive) মুখে পানি বা অন্য কোনো তরল পদার্থ নিশ্বাসের সাহায্যে সচল রেখে গলা পরিষ্কার করা; গড়গড়া করা; আচমন করা। □ (noun) গরগরা; আচমন।
  • English Word gargoyle Bengali definition [গা: গয়ল্] (noun) ভবনের (বিশেষত গথিকরীতির গির্জার) ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনে সাধারণত নিকট চেহারার মানুষ বা পশুকৃতি পাথর বা ধাতুনির্মিত চোঙা
  • English Word garish Bengali definition [গেআরিশ্‌] (adjective) অপ্রীতিকরভাবে উজ্জ্বল; অত্যধিক রঞ্জিত বা অলংকৃত: garish clothes. garishly (adverb) ক্যাটকেটে রকম।
  • English Word garland Bengali definition [গা:লান্‌ড্] (noun) অলংকার হিসেবে ফুল বা পাতার মালা; মালা; বিজয়মালা। □ (verb transitive) মাল্যভূষিত করা।
  • English Word garlic Bengali definition [গা:লিক্] (noun) রসুন; a clove of garlic, রসুনের কোয়া।
  • English Word garment Bengali definition [গা:মান্‌ট্‌] (noun) [countable noun] পোশাক; পরিচ্ছদ: (America(n), attributive(ly)) the garment industry, পোশাকশিল্প।
  • English Word garner Bengali definition [গা:না(র্)] □ (verb transitive) (কাব্যিক; আলংকারিক অর্থ) garner (in/up) মজুত করা; সঞ্চয়/গোলাজাত করা; সংগ্রহ/উপচিত করা
  • English Word garnet Bengali definition [গা:নিট্] (noun) গাঢ় স্বচ্ছ লাল রঙের উপরত্ববিশেষ; তামড়ি
  • English Word garnish Bengali definition [গা:নিশ্‌] (verb transitive) garnish (with) (বিশেষত টেবিলে পরিবেশন করতে) সাজানো; সজ্জিত/শোভিত করা: fish garnished with slices of lemon. □ (noun) টেবিলে খাদ্যবস্তু সাজাতে ব্যবহৃত কোনোকিছু; সজ্জা।
  • English Word garret Bengali definition [গ্যারাট্] (noun) বাড়ির সর্বোচ্চ তলায় বিশেষত ছাদের ঠিক নিচের (প্রায়ই ক্ষুদ্র, অন্ধকার) কুঠুরি; চিলেকোঠা
  • English Word garrison Bengali definition [গ্যারিস্‌ন্‌] (noun) [countable noun] কোনো শহরে বা দুর্গে সন্নিবিষ্ট সেনাদল; রক্ষীসেনা; (attribe) a garrison town, যে শহরে একটি রক্ষীসেনাদল স্থায়ীভাবে নিয়োজিত; রক্ষীনগরী। (verb transitive) (কোনো শহরে) রক্ষীসেনা মোতায়েন করা; সেনাদলকে (দুর্গ বা শহর) রক্ষার দায়িত্বে নিয়োজিত করা।
  • English Word garrotte, garotte Bengali definition [গারট্] (verb transitive) (মৃত্যুদণ্ডপ্রাপ্তকে) শ্বাসরুদ্ধ করে বা গলা টিপে (শ্বাসনালির উপর বাঁধা একটি রশিকে লাঠি দিয়ে পেঁচিয়ে ক্রমশ কষিয়ে) হত্যা করা; উক্ত প্রক্রিয়ায় কাউকে খুন করা (noun) মৃত্যুদণ্ড কার্যকর করার উক্তরূপ পদ্ধতি; এই উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্র; ফাঁসকল।
  • English Word garrulous Bengali definition [গ্যারালাস্] (adjective) বাচাল; বাক্যবাগীশgarrulity [গারূলাটি] (noun) [uncountable noun] বাচালতা।
  • English Word garter Bengali definition [গা:টা(র্‌)] (noun) মোজা যথাস্থানে ধরে রাখতে পায়ে পরার (স্থিতিস্থাপক) ফিতাবিশেষ; মোজাবন্ধনীthe Garter ইংরেজ নাইটতন্ত্রের সর্বোচ্চ শ্রেণি; দি গাটার।
  • English Word garth Bengali definition [গা:থ্] (noun) (পুরাতনী) ঘেরাও স্থান; প্রাঙ্গণ; বাগান; ঘের
  • English Word Garuda Bengali definition [গোরূডা্‌] (noun) (হিন্দুপুরাণ) পৌরাণিক প্রাণী, যা হিন্দু দেবতা বিষ্ণুর বাহন; গরুড়
  • English Word gas Bengali definition [গ্যাস্‌] (noun) (plural gases [গ্যাসিজ্‌]) (১) [countable noun] বায়ুর মতো পদার্থ; বিশেষত এই জাতীয় যেসব পদার্থ সাধারণ তাপমাত্রায় কঠিন বা তরল হয় না; গ্যাস(২) [uncountable noun] আলো ও তাপ উৎপাদনে ব্যবহৃত বিশুদ্ধ গ্যাস বা গ্যাসের মিশ্রণ, যেমন প্রাকৃতিক গ্যাস কিংবা কয়লা থেকে উৎপন্ন গ্যাস; যুদ্ধাস্ত্ররূপে ব্যবহৃত কিংবা স্বাভাবিকভাবে উৎপন্ন (যেমন কয়লাখনিতে) (বিষাক্ত) গ্যাস। gas-bag (noun) (ক) গ্যাসভরতি থলে (যেমন বিমানতরিতে); গ্যাসথলে। (খ) (কথ্য) যে ব্যক্তি অযথা বকরবকর করে; কথার ধোকড়; গ্যাসথলে। gas-bracket দেওয়াল থেকে অভিক্ষিপ্ত, এক বা একাধিক বার্নারযুক্ত নল। gaschamber (noun) প্রাণনাশের উদ্দেশ্যে গ্যাসপূরিত কক্ষ, গ্যাসপ্রকোষ্ঠ। gas-cooker (noun) গ্যাসচুল্লি। gas fire (noun) (ঘর গরম রাখতে) গ্যাসের আগুন। gas-fitter (noun) গ্যাসমিস্ত্রি। gas-fittings (noun) (plural) গ্যাসের সরঞ্জাম (নল, চুল্লি ইত্যাদির)। gas-holder (noun) = gasometer. gas-light (noun) [uncountable noun] (কয়লার) গ্যাসের আলো। gas-mask (noun) ক্ষতিকর গ্যাস থেকে আত্মরক্ষায় শ্বাসযন্ত্রবিশেষ; গ্যাসমুখোশ। gas-meter (noun) নির্গত গ্যাসের পরিমাণ-নির্ণায়ক যন্ত্র; গ্যাসমিটার। gas-oven (noun) (ক) গ্যাসতন্দুর। (খ) = gas chamber. gaspoker গ্যাসলাইনের সঙ্গে সংযুক্ত এক প্রান্তে ছিদ্রযুক্ত ধাতব দণ্ডবিশেষ; যা দিয়ে অগ্নিকুণ্ডে আগুন ধরানো হয়; গ্যাসশলাকা। gas-ring (noun) রান্নাবান্নার জন্য ছোট ছোট অসংখ্য ছিদ্রবিশিষ্ট, গ্যাসের সরবরাহযুক্ত ধাতব আংটাবিশেষ; গ্যাসের আংটা। gas-stove = gas-cooker. gas-works (noun) (plural) (singular verb) কয়লা থেকে গ্যাস উৎপাদনের কারখানা; গ্যাসকারখানা। (৩) (অপিচ laughing-gas) অনুভূতিনাশক হিসেবে দন্তচিকিৎসকদের ব্যবহৃত নাইট্রাস অক্সাইড (N 2O)। (৪) (America(n) কথ্য) (gasoline-এর সংক্ষেপ) পেট্রলstep on the gas গতিবর্ধক পাদানিতে চাপ দেওয়া; গতিবৃদ্ধি করা। gas-station (noun) (America(n)) পেট্রল স্টেশন। (৫) (লাক্ষণিক কথ্য) ফাঁকাবুলি; হামবড়াই; দম্ভোক্তি (verb transitive), (verb intransitive) (gassed, gassing, gases or gasses) (১) গ্যাস প্রয়োগ করা; গ্যাসে অভিভূত করা(২) (কথ্য) দীর্ঘক্ষণ বাজে বকা; গ্যাস ছাড়া