Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word gal Bengali definition [গ্যাল্] (noun) (প্রাচীন কথ্য) মেয়ে; বালিকা
  • English Word gala Bengali definition [গা:লা America(n) গেইলা] পর্ব; পরব; পার্বণ; আনন্দোৎসব: (attributive(ly)) a gala night, বিশেষ সমারোহপূর্ণ উৎসবমুখর রাত (যেমন রঙ্গমঞ্চে বিশেষ অনুষ্ঠানমালাসংবলিত)।
  • English Word galactic Bengali definition [গাল্যাক্‌টিক] (adjective) ছায়াপথসংক্রান্ত; ছায়াপথবর্তীর: extra-galactic systems, আমাদের সৌরমণ্ডল যে ছায়াপথের অন্তর্গত; তার বাইরের সংশ্রয়সমূহ; ছায়াপথবহির্ভূত সংশ্রয়সমূহ।
  • English Word galantine Bengali definition [গ্যালান্‌টীন্‌] (noun) হাড়ছাড়ানো; মসলাযুক্ত; ও বেলনাকারে রান্না করা সাদা (হাঁসমুরগি, বাছুর বা শূকরের) মাংস, যা ঠাণ্ডা পরিবেশন করা হয়।
  • English Word galaxy Bengali definition [গ্যালাক্‌সি] (noun) (১) (plural galaxies) মহাকাশে নক্ষত্রপুঞ্জ বা নীহারিকাসৃষ্ট সুদীর্ঘ জ্যোতির্ময় বেষ্টনী; ছায়াপথthe Galaxy সৌরমণ্ডল যে ছায়াপথের অন্তর্গত; ছায়াপথ (the ‘Milky way’ নামে পরিচিত)। (২) (লাক্ষণিক) উজ্জ্বল/দেদীপ্যমান সমাবেশ; নক্ষত্রমণ্ডল; তারার হাট: a galaxy of talent/beautiful women.
  • English Word gale Bengali definition [গেইল্] (noun) (১) প্রবল বায়ু; দমকা; বাত্যা; ঝড়(২) কোলাহলপূর্ণ আকস্মিক বিস্ফোরণ; দমকা: gales of laughter.
  • English Word galilee Bengali definition [গ্যালিলী] (noun) গির্জার প্রবেশপথে অবস্থিত অলিন্দ বা প্রার্থনাগৃহ
  • English Word galingale Bengali definition [গ্যালিঙ্‌গেইল্‌] (noun) (১) আগেকার দিনে রান্না ও ওষুধে বহুলব্যবহৃত, পূর্ব এশিয়া-জাত আদাজাতীয় কন্দবিশেষ; আম-আদা(২) ইংল্যান্ডের জলাভূমি বা জলের ধারে উৎপন্ন ঘাসজাতীয় উদ্ভিদবিশেষ
  • English Word gall 1 Bengali definition [গোল্] (noun) [uncountable noun] (১) পিত্তgall-bladder (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) পিত্তাশয়; পিত্তকোষ। gall-stone (noun) পিত্তের পাথরি। (২) তিক্ত অনুভূতি; বিদ্বেষ; কটূতা; গরল: with a pen dipped in gall.ও (কথা) ধৃষ্টতা।
  • English Word gall 2 Bengali definition [গোল্] (noun) [countable noun] (অশ্বসজ্জা ইত্যাদি) ঘর্ষণের দরুন প্রাণীর বিশেষত ঘোড়ার শরীরে কষ্টদায়ক স্ফীতি; ঘষার ফলে অনাবৃত স্থান; ঘষটানি (verb transitive) (১) ঘষে ছাল তোলা(২) (লাক্ষণিক) মনঃপীড়া দেওয়া; ছোট করা; অবমাননা করা: gall somebody with one’s remarks.
  • English Word gall 3 Bengali definition [গোল্] (adjective), (noun) ওক প্রভৃতি গাছের গায়ে কীটপতঙ্গজনিত অস্বাভাবিক বৃদ্ধি; বৃক্ষস্ফোট
  • English Word gallant Bengali definition [গ্যালইন্‌ট্‌] (adjective) (১) (পুরাতনী) সাহসিক; দুঃসাহসিক; অকুতোভয়; উদারচেতা: a gallant general; gallant deeds. (২) চমৎকার; জমকালো; মহীয়ান: a gallant-booking ship. (৩) (অপিচ [গইল্যান্‌ট্] স্ত্রীলোকের প্রতি বিশেষ সম্মান ও সৌজন্য প্রদর্শন করে এমন; স্ত্রী উপাসক; রমণীমোহন। □ (অপিচ [গ্যাল্যান্‌ট্]) (noun) কেতাদুরস্ত এবং বিশেষত স্ত্রীলোকদের প্রতি বিশেষ আগ্রহী ও মনোযোগী যুবক; নাগর। gallantly (adverb) অকুতোভয়ে; বীরের মতো। gallantry (noun) (১) [uncountable noun] সাহস; বীরত্ব(২) [uncountable noun] স্ত্রীলোকের প্রতি বিশেষ আনুগত্য ও শিষ্টাচারপূর্ণ মনোযোগ(৩) [countable noun] (plural gallantries) কোনো নারীর উদ্দেশে বিস্তৃতভাবে মার্জিত বা প্রণয়পূর্ণ আচরণ বা ভাষণ; প্রণয়ভাষণ; নাগরালি
  • English Word galleon Bengali definition [গ্যালিআন্‌] (noun) উঁচু পশ্চাদ্ভাগবিশিষ্ট (১৫ থেকে ১৭ শতকের) স্পেনীয় পালতোলা জাহাজ
  • English Word gallery Bengali definition [গ্যালারি] (noun) (plural galleries) (১) শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ(২) রঙ্গালয়ে সবচেয়ে উঁচু ও সস্তা আসনসমূহ; দর্শকমঞ্চ; গ্যালারিplay to the gallery লোকসাধারণের রুচিকে তুষ্ট করে অনুমোদন বা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা। (৩) হলঘর, গির্জা প্রভৃতির আভ্যন্তর দেওয়ালের সঙ্গে যুক্ত উঁচু তল বা মঞ্চ, প্রেক্ষণিকা: the press gallery of the Parliament. (৪) একদিকে আংশিক খোলা; আচ্ছাদিত বারান্দা বা অলিন্দ, সমান ব্যবধানে স্থাপিত স্তম্ভশ্রেণি; বহির্দ্বার প্রকোষ্ঠ(৫) দীর্ঘ সংকীর্ণ কক্ষ: a shooting- gallery, গুলিচালনা অনুশীলনের জন্য লম্বা সরু প্রকোষ্ঠ। (৬) খনিতে ভূগর্ভস্থ অনুভূমিক পথ; সুড়ঙ্গপথ। দ্রষ্টব্য shaft.
  • English Word galley Bengali definition [গ্যালি] (noun) (plural galleys) (১) (ইতিহাস) একতলাবিশিষ্ট নিচু পালতোলা জাহাজ, যা ক্রীতদাস বা অপরাধীরা দাঁড় টেনে (এক সময়) চালাত; প্রাচীন গ্রিক বা রোমান রণতরিgalley-slave (noun) গ্যালিতে দাঁড় টানার জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তি; দাঁড়টানা কয়েদি। (২) জাহাজের রান্নাঘর(৩) সাজানো অক্ষরপঙক্তি রাখার জন্য লম্বা ধাতুফলক; গ্যালিgalley-proof (noun) উক্ত ফলকের উপর চাপ দিয়ে তোলা মুদ্রণপত্র (পৃষ্ঠায় ভাগ করার আগে); গ্যালিপ্রুফ।
  • English Word Gallic Bengali definition [গ্যালিক্] (adjective) গলদেশ বা গলজাতি সম্বন্ধীয়; গ্যালীয়; (প্রায়ই হাস্যরসাত্মক) ফরাসি। gallicism [গ্যালিসিজাম্‌] (noun) [countable noun] অন্য ভাষায় ফরাসির মতো করে বলা কোনোকিছু; ফরাসিয়ানা।
  • English Word gallium Bengali definition [গ্যালিআম্‌] (noun) [uncountable noun] ধাতব মৌলবিশেষ (প্রতীক Ga) যা তাপমাত্রার ব্যাপক হেরফেরেও তরল থাকে- নিম্ন তাপমাত্রার গলনাঙ্কবিশিষ্ট সংকর ধাতুতে ও উচ্চ তাপমাত্রায় তাপমানযন্ত্রে এটি ব্যবহৃত হয়; গ্যালিয়ম
  • English Word gallivant Bengali definition [গ্যালিভ্যান্‌ট্] (verb intransitive) gallivant about/off (ক্রিয়ার সাধারণ বা সরল কালগুলিতে ব্যবহৃত হয় না) = gad about, দ্রষ্টব্য gad 1; ফুর্তির খোঁজে বেরোনো
  • English Word gallon Bengali definition [গ্যালান্‌] (noun) তরল পদার্থের মাপ (৪.৫ লিটার); গ্যালন। দ্রষ্টব্য পরি. ৫।
  • English Word gallop Bengali definition [গ্যালাপ্‌] (noun) (ঘোড়া ইত্যাদি) চার পা এক সঙ্গে তুলে দ্রুততম বেগে ধাবন; বল্গিতগতি; আষ্কন্দন: ride away at a gallop; at full gallop. (২) প্লুতগতি। □ (verb intransitive), (verb transitive) (১) বল্গিতগতিতে ধাবিত হওয়া বা করা(২) তাড়াহুড়া করা; দ্রুত অগ্রসর হওয়া: gallop through one’s lecture/work.
  • English Word gallows Bengali definition [গ্যালিউজ্‌] (noun) (plural) (সাধারণত singular verb-সহ) ফাঁসিকাঠ: send a man to the gallows, ফাঁসিতে ঝোলানোর আদেশ দেওয়া। gallows-bird (noun) (কারো কারো বিবেচনায়) ফাঁসির যোগ্য ব্যক্তি।
  • English Word Gallup poll Bengali definition [গ্যালাপ্‌ পোউল্] (noun) (proprietary name) বিশেষত পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্যে কোনো বিষয়ে (যেমন জনসাধারণ কোনো নির্বাচনে কীভাবে ভোট দেবে) জনমত যাচাইয়ে জনসাধারণের মধ্য থেকে প্রতিনিধিত্বমূলক কিছু মানুষ বাছাই করে তাদের প্রশ্নকরণ; গ্যালাপ্‌ পল।
  • English Word galop Bengali definition [গ্যালাপ্‌] (noun) - ২/৪ তালের প্রাণবন্ত নৃত্যবিশেষ। □ (verb intransitive) গ্যালপ নৃত্য করা।
  • English Word galore Bengali definition [গালো(র্)] (adverb) প্রচুর পরিমাণে: a dinner with chicken and wine galore.
  • English Word galoshes Bengali definition [গালশিজ] (noun), (plural) (pair of) galoshes বৃষ্টির দিনে পরার জন্য রাবারের জুতা (যার ভিতরে জুতা পরিচ্ছন্ন বা শুকনা থাকে)।
  • English Word galucous Bengali definition [গ্ল্যাকাস্‌] (adjective) (১) ফিকে সবুজ বা নীল। (পাতা, আঙুর ইত্যাদি) মিহি গুঁড়ার আন্তরণে ঢাকা।
  • English Word galumph Bengali definition [গালাম্‌ফ] (verb intransitive) ('gallop' ও 'triumph' জোড়া দিয়ে তৈরি) বিজয়ের আনন্দে ধেই ধেই করে নাচা
  • English Word galvanism Bengali definition [গ্যালভানিজাম্] (noun) [uncountable noun] ব্যাটারি থেকে রাসায়নিক ক্রিয়ায় উৎপন্ন বিদ্যুৎ; উক্ত বিদ্যুদ্বিষয়ক বিজ্ঞান; চিকিৎসার ক্ষেত্রে উক্ত বিদ্যুতের ব্যবহার; গ্যালভানিজামgalvanic [গ্যালভানিক্] (adjective) (১) উক্ত বিদ্যুদ্বিষয়ক; গ্যালভানিক(২) (লাক্ষণিক) (হাসি, নড়াচড়া ইত্যাদি) (বিদ্যুৎস্পৃষ্টের মতো) আকস্মিক ও কষ্টোৎপন্ন
  • English Word galvanize, galvanise Bengali definition [গ্যাল্‌ভানাইজ] (verb transitive) (১) (লোহার পাত ইত্যাদির উপর) দস্তা প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া; কলাই করা: galvanized iron. (২) galvanize somebody (into doing something) কাউকে কিছু করতে উদ্দীপ্ত করা; যা মেয়ে কিছু করানো
  • English Word gambade, gami bado Bengali definition [গ্যাম্‌বেইডোউ] (noun) (plural gambados, gambadoes) ঘোড়ার লাফ; খেয়াল; উচ্ছৃঙ্খল আচরণ