G পৃষ্ঠা ৫
- English Word gaseous Bengali definition [গ্যাসিআস্] (adjective) গ্যাসীয়; বায়ব্য; বায়বীয়।
- English Word gash Bengali definition [গ্যাশ্] (noun) [countable noun] দীর্ঘ ও গভীর ক্ষত বা জখম; কাটা ঘা। □ (verb transitive) গভীরভাবে কাটা।
- English Word gasify Bengali definition [গ্যাসিফাই] (verb transitive), (verb intransitive) গ্যাসীভূত করা বা হওয়া। gasification [গ্যাশিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] গ্যাসীভাব।
- English Word gasket Bengali definition [গ্যাস্কিট্] (noun) (১) বাষ্প, গ্যাস ইত্যাদি যাতে বেরিয়ে যেতে না-পারে সেই উদ্দেশ্যে জোড়া চাপনল (পিস্টন) প্রভৃতি বাঁধার জন্য নরম, পাতলা কোনো পদার্থের খণ্ড বা ফালি; কর্ষণী। (২) (সাধারণত plural) (নৌচালনবিদ্যা) গোটানো পাল আড়কাঠের সঙ্গে বাঁধার ছোট ছোট দড়ি।
- English Word gasoline Bengali definition (অপিচ gasolene) [গ্যাসালীন্] (noun) [uncountable noun] (America(n)) পেট্রল গাড়ির তেল।
- English Word gasometer Bengali definition [গাসমিটা(র্)] (noun) (সাধারণত গ্যাস কারখানায়) বৃহৎ গোলাকার আধারবিশেষ যাতে গ্যাস মজুদ ও পরিমাপ এবং নলের সাহায্যে গ্যাস বিলি করা হয়; গ্যাসমিটার।
- English Word gasp Bengali definition [গা:স্প্ America(n) গ্যাস্প্] (verb intransitive), (verb transitive) (১) অতিকষ্টে/ঘন ঘন শ্বাস টানা; দম বন্ধ হয়ে আসা; হাঁপানো: gasping for breath; gasping (-রুদ্ধশ্বাস) with rage. (২) gasp out হাঁপাতে হাঁপাতে বলা। □ (noun) [countable noun] শ্বাসরোধ; নাভিশ্বাস; at one’s last gasp মুমূর্ষু/ নাভিশ্বাস ওঠার অবস্থায়।
- English Word gassy Bengali definition [গ্যাসি] (adjective) বায়বীয়; গ্যাসীয়; গ্যাসপূর্ণ; (কথাবার্তা) ফাঁকা; শূন্যগর্ভ; হামবড়া।
- English Word gasteropod, gastropod Bengali definition [গ্যাস্টারাপড্] (noun) শামুকজাতীয় প্রাণী, যাদের চলাচলের অঙ্গ উদরের নিচে অবস্থিত; উদরঙ্গম।
- English Word gastric Bengali definition [গ্যাস্ট্রিক] (adjective) পাকাশয়সংক্রান্ত: a gastric ulcer, পাকাশয়ের ক্ষত; gastric fever, পাকাশয়ঘটিত জ্বর; gastric juices, পাচকরস। gastritis [গ্যাসট্র্যাইটিস্] (noun) [uncountable noun] পাকাশয়প্রদাহ।
- English Word gastroenteritis Bengali definition [গ্যাসট্রোএন্টেরাইটিস্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ।
- English Word gastronomy Bengali definition [গ্যাসট্রনামি] (noun) [uncountable noun] উত্তম খাদ্য নির্বাচন, প্রস্তুতকরণ ও ভোজনবিদ্যা; সুভোজনবিদ্যা। gastronomic [গ্যাস্ট্রানমিক্] সুভোজনবিদ্যা সংক্রান্ত।
- English Word gastropub Bengali definition [গ্যাস্ট্রোপাব্] (noun) ('gastronomy' আর 'pub' মিলে তৈরি) যে পাব বা মদ্যশালা পর্যাপ্ত খাদ্যগুণসম্পন্ন খাবার পরিবেশন করে: Where the gastropub began?
- English Word gastrosexual Bengali definition [গ্যাস্ট্রোসেকশুআল্] (noun) [countable noun] ('gastronomy' আর 'sextual' মিলে তৈরি) যে পুরুষ তার বন্ধু আর বান্ধবীকে অভিভূত করতে রান্নায় বিশেষ পারদর্শিতা অর্জন করে; গ্যাস্ট্রোসেক্সুয়াল। gastrosexuality (noun) [uncountable noun] (gastronomy আর sexuality মিলে তৈরি)।
- English Word gat Bengali definition [গ্যাট্] (noun) পিস্তল বা অন্য আগ্নেয়াস্ত্র।
- English Word gate Bengali definition [গেইট্] (noun) (১) দ্বার; দরজা; ফটক; তোরণ; বহির্দ্বার। gate crash (verb transitive) বিনা আমন্ত্রণে বা প্রবেশমূল্য না দিয়ে (ভিতরে কোনো একান্ত সামাজিক সম্মিলিন অনুষ্ঠিত হচ্ছে এমন কোনো ভবনে) প্রবেশ করা; অনাহূত। সুতরাং; gatecrasher (noun) অনাহূত প্রবেশক। gate-house (noun) উদ্যান, ভবন প্রভৃতির সদর দরজার পাশে বা উপরে দ্বাররক্ষকের ব্যবহারের জন্য নির্মিত বাড়ি; ফটকের বাড়ি। gate-legged table (noun) ভাঁজ করে রাখার উপযোগী টেবিলবিশেষ যার উপরের পাল্লাটি তোরণসদৃশ একটি কাঠামোর উপর স্থাপন করা হয় এবং এই কাঠামাটি এক পাশে ঠেলে পাল্লাটি ঝুলিয়ে রাখা যায়। gatemoney (noun) (স্টেডিয়াম ইত্যাদিতে) সর্বসাধারণের জন্য উন্মুক্ত অনুষ্ঠানের প্রবেশমূল্যরূপে প্রাপ্ত মোট অর্থ; মোট প্রবেশমূল্য। gate-post (noun) দরজার বাজু। between you (and) me and the gate-post একান্ত গোপনে। gate-way (noun) দ্বারযুক্ত প্রবেশ বা বহির্গমনপথ; তোরণ; (লাক্ষণিক) প্রবেশপথ; সিংহদ্বার; সদর দরজা: a gateway to fame/knowledge. (২) = gatemoney. উপরে (১) দ্রষ্টব্য। (৩) startinggate ঘোড়া বা ডালকুত্তার দৌড়ের, শুরুতে (অনুভূমিক দড়ি কিংবা প্রতিবন্ধকযুক্ত খোপের) অন্তরায়; প্রারম্ভিক দ্বার। □ (verb transitive) (শাস্তি হিসেবে কোনো ছাত্রকে) স্কুল বা কলেজে আটক রাখা।
- English Word gâteau Bengali definition [গ্যাটোউ America(n) গ্যাটোউ] (noun) (ফরাসি) শৌখিন পিঠাবিশেষ।
- English Word gather Bengali definition [গ্যাদা(র্)] (verb transitive), (verb intransitive) (১) জড়ো করা বা হওয়া: Children gathered round him. be gathered to one’s fathers (সাহিত্য বা আলংকারিক অর্থ) মারা যাওয়া। (২) (ফুল ইত্যাদি) চয়ন করা বা তোলা; একত্র করা: He gathered his papers and left. She is gathering flowers in the garden. (৩) ক্রমান্বয়ে অর্জন করা; ধীরে ধীরে সঞ্চয় করা: gather experience. (৪) বুঝে-ওঠা: Did you gather anything from his statement? উপসংহারে পৌঁছানো: We gather, from what they say, that ...... (৫) (সেলাইতে) সুতা টেনে ভাঁজ করা; বস্তুর বিশেষত পোশাকের অংশসমূহ টেনে একত্র করা: a skirt gathered at waist. (৬) (ফোঁড়া বা ঘা) থেকে ফুলে ওঠা; পরিপূর্ণ হওয়া; জমে ওঠা। gathering (noun) [countable noun] (১) জনসমাবেশ; সভা। (২) পুঁজপূর্ণ ফোড়া।
- English Word gauche Bengali definition [গোউশ্] (adjective) সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল; পরিবেশ-পরিস্থিতি ও লোক না-বুঝে কথা বলা: Their manners always make me feel gauche. gaucherie [গোউশারি America(n) গোউশারি] (noun) [uncountable noun] আড়ষ্ট আচরণ। [countable noun] আড়ষ্ট কাজ, গতি, চলন ইত্যাদি।
- English Word gaucho Bengali definition [গাউচোউ] (noun) দক্ষিণ-আমেরিকার মিশ্রবর্ণের রাখালবিশেষ।
- English Word gaudy 1 Bengali definition [গোডি] (adjective) জমকালো; রুচিহীনভাবে চকচকে। gaudily [গোডিইলি] (adverb)
- English Word gaudy 2 Bengali definition [গোডি] (noun) প্রাক্তন সদস্যদের সম্মানে দেওয়া কলেজের বার্ষিক ভোজ।
- English Word gauge Bengali definition (America(n) অপিচ 'gage') [গেইজ] (noun) (১) [uncountable noun] পরিমাপের মান; মানদণ্ড; মাপ; বিস্তার; ব্যাপ্তি; সীমা: take the gauge of (eg somebody’s character); মূল্যায়নকরণ; বিচারকরণ। (২) [uncountable noun, countable noun] রেললাইনের মধ্যবর্তী ব্যবধান: broad gauge. (৩) [uncountable noun] ধাতব তার বা পাত ইত্যাদির পুরুত; বন্দুকের গুলি ইত্যাদির ব্যাস। (৪) [countable noun] মাপার যন্ত্র। □ (verb transitive) সঠিকভাবে মাপা; (লাক্ষণিক) (চরিত্র, ব্যক্তিত্ব, ক্ষমতা ইত্যাদির) মূল্যায়ন করা।
- English Word gaunt Bengali definition [গোঁট] (adjective) (ব্যক্তি) রোগা; কৃশ; (স্থান) কঠিন; ঊষর; জনশূন্য।
- English Word gauntlet 1 Bengali definition [গোন্ট্লিট্] (noun) (১) মধ্যযুগে যোদ্ধাদের ব্যবহৃত লোহার দস্তানা। throw down/pick up/take up the gauntlet দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা/দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গ্রহণ করা। (২) গাড়ি চালনা, অসিক্রীড়ায় ব্যবহৃত কবজি পর্যন্ত ঢাকা শক্ত দস্তানা।
- English Word gauntlet 2 Bengali definition [গোন্ট্লিট্] (noun) run the gauntlet (কেবল এই বাগ্বিধিতে) এক ধরনের শাস্তি, যাতে দণ্ডিত ব্যক্তিকে দুই সারিতে দাঁড়িয়ে থাকা দণ্ডদাতাদের ভিতর দিয়ে দৌড়ে যেতে হয় এবং দণ্ডদাতারা তাকে যথেচ্ছ প্রহার করে; (লাক্ষণিক) বিরামহীন সমালোচনা, ঝুঁকি, বিপদ ইত্যাদির মুখোমুখি হওয়া: He ran the gauntlet of their criticism/scorn.
- English Word gauze Bengali definition [গোজ্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) তুলা বা রেশমের তৈরি কাপড়বিশেষ; (কীটপতঙ্গ নিবারণে জানালায় ব্যবহৃত) মিহি তার দিয়ে তৈরি পরদা বা ঘন জাল। gauzy (adjective)
- English Word gave Bengali definition [গেইভ] give-এর past tense
- English Word gavel Bengali definition [গ্যাভল্] (noun) শৃঙ্খলা নির্দেশের বা মনোযোগ আকর্ষণে ব্যবহৃত নিলামদার বা সভাপতির হাতুড়ি।
- English Word gawk Bengali definition [গক্] (verb transitive) রাখঢাক ছাড়া নির্বোধের মতো তাকানো: □ (noun) আনাড়ি; লজ্জিত ব্যক্তি। gawker (noun) অদক্ষ; অপটু: gawkish (adjective) বেঢপ, বেমানান: Even if he leaned down it would look gawk and awkward. gawky [গোকি] (adjective) (ব্যক্তি) আড়ষ্ট; লাজুক। gawkiness (noun)