G পৃষ্ঠা ৩
- English Word gambit Bengali definition [গ্যাম্বিট্] (noun) দাবা খেলার প্রারম্ভিক চালবিশেষ (যাতে খেলোয়াড় বিশেষ কোনো উদ্দেশ্যে প্রতিপক্ষকে তাঁর বড়ে বা অন্য কোনো ঘুঁটি মারতে দেন); গোড়ার চাল; (লাক্ষণিক) যেকোনো প্রাথমিক পদক্ষেপ: the opening gambit in a negotiation.
- English Word gamble Bengali definition [গ্যাম্ব্ল্] (verb intransitive), (verb transitive) (১) জুয়া খেলা; সম্ভাব্য লাভ বা সুবিধার আশায় বড় ধরনের ঝুঁকি নেওয়া: Gamble on the Stock Exchange. (২) gamble something away জুয়া খেলে হারানো/ওড়ানো: Don’t: Gamble away your fortune. □ (noun) [countable noun] জুয়া; জুয়াখেলা; বড় ধরনের ঝুঁকিপূর্ণ উদ্যোগ। take a gamble (on something) ঝুঁকি নেওয়া। gambler (noun) জুয়াড়ি। gambling (noun) [uncountable noun] জুয়াখেলা। gambling-den/house (noun(s)) (প্রাচীন প্রয়োগ) জুয়ার আড্ডা বা আখড়া; জুয়াখেলা। দ্রষ্টব্য game 3
- English Word gamboges Bengali definition [গ্যামবূজ্ America(n) গ্যামবউজ্] (noun) [uncountable noun] চিত্রশিল্পীদের ব্যবহৃত গাঢ় হলুদ রংয়ের রঞ্জন দ্রব্যবিশেষ; গ্যাম্বোজ।
- English Word gambol Bengali definition [গ্যাম্ব্ল্] (noun) (সাধারণত plural) (মেষশাবক, শিশু প্রভৃতির) দ্রুত সলীল লাফঝাঁপ; তিড়িংবিড়িং; লীলাচাপল্য। □ (verb intransitive) (gambolled, gambolling, gambols,America(n) অপিচ gamboled, gamboling, gambols) তিড়িংবিড়িং করা।
- English Word game 1 Bengali definition [গেইম্] (noun) (১) [countable noun] (বিশেষত সুনির্দিষ্ট নিয়মকানুন-সংবলিত) খেলা; ক্রীড়া। be off one’s game ভালো খেলতে না-পারা। have the game in one’s hands খেলা হাতের মুঠোয় থাকা; বিজয় নিশ্চিত হওয়া। play the game নিয়ম মেনে চলা; (লাক্ষণিক) অকপট ও সৎ হওয়া। games-master/-mistress ক্রীড়াশিক্ষক/-শিক্ষিকা। games-man-ship [গেইমাজমা্নশিপ] (noun) (কথ্য) প্রতিপক্ষের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে খেলায় জিতার কৌশল; ক্রীড়াচাতুর্য। (২) [uncountable noun] খেলার সরঞ্জাম (যেমন লুডুর বোর্ড, খুঁটি ইত্যাদি); খেলা। (৩) (plural) (আন্তর্জাতিক) ক্রীড়াপ্রতিযোগিতা; ক্রীড়া: the Olympic/Commonwealth/Asian games; (প্রাচীন গ্রিস-রোমে) ক্রীড়া ও নাট্য প্রতিযোগিতা। (৪) [countable noun] টেনিস প্রভৃতি খেলায় একক দফা; জেতার জন্য প্রয়োজনীয় পয়েন্ট; খেলার অবস্থা: win three games first set, প্রথম পর্যায়ে তিনটি খেলায় জেতা; the game is three all; game all, উভয়পক্ষ সমান। (৫) [countable noun] অভিসন্ধি; ফন্দি; চাতুরী; চালাকি; উদ্যোগ; কূটকৌশল; খেলা: play a deep game; a game two people can play, দুজনেই এক খেলা খেলছে। The game is up, খেলা শেষ বা সাঙ্গ হয়েছে (ফন্দি ধরা পড়ে গেছে)। play somebody’s game, অজ্ঞাতসারে অন্যের চালাকিতে সাহায্য করা। None of your little games, আমার সঙ্গে চালাকি চলবে না। give the gameaway গোপন অভিসন্ধি, চালাকি ইত্যাদি ফাঁস করা। (৬) [uncountable noun] (সমষ্টিগত) শিকার, শিকার করা পশুপাখি। big game (noun) [uncountable noun] বড় জানোয়ার (হাতি, সিংহ, বাঘ)। fair game (noun) [uncountable noun] বৈধ শিকার (যা শিকারে আইনি বাধা নেই); (লাক্ষণিক) যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ন্যায়ত আক্রমণ করা যায়; বৈধ আক্রমণস্থল। game-bag (noun) শিকারের থলে। game-bird (noun) শিকারের পাখি (চকোরসহ বুনো পাখি)। gamecock (noun) লড়িয়ে মোরগ। gamekeeper (noun) গ্রামস্থ এস্টেটে শিকারের পশুপাখির রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তি; শিকাররক্ষক। gamelaws (noun) (plural) শিকারের পশুপাখি হত্যা ও সংরক্ষণবিষয়ক বিধিবিধান; শিকারের আইন। game-licence (noun) শিকারের অনুমতিপত্র। gamy [গেইমি] (adjective) শিকার করা পশুপাখির মাংসের (বিশেষত ঈষৎ বাসি) স্বাদগন্ধযুক্ত; বুনো স্বাদের।
- English Word game 2 Bengali definition [গেইম্] (adjective) (১) সাহসী; তেজি; তেজস্বী; এক পায়ে খাড়া; লড়াকু। (২) game for/to do something যথেষ্ট তেজস্বী; উৎসাহী; উৎসুক: He’s game to do anything you may suggest.
- English Word game 3 Bengali definition [গেইম্] (verb intransitive), (verb transitive) জুয়া খেলা। gaming-room/table (সাধারণত অনুমতিপ্রাপ্ত) জুয়ার ঘর/টেবিল।
- English Word game 4 Bengali definition [গেইম্] (adjective) (কথ্য) (হাত, পা ইত্যাদি) খঞ্জ ; পঙ্গু; বিকল; অক্ষম।
- English Word gamete Bengali definition [গ্যামীট্] (noun) জীবাকর জাতীয় বস্তু; যা অন্য বস্তুর সঙ্গে মিলিত হয়ে নতুন একক গঠনে সক্ষম; জননকোষ; গ্যামিট। gametic (adjective) জননকোষীয়; গ্যামিটিক।
- English Word gamification Bengali definition [গ্যামিফিকেইশ্ন্] (noun) (অপিচ gameification) [uncountable noun] সরাসরি মাঠপর্যায়ে খেলায় অংশ নেওয়ার পরিবর্তে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে খেলা সংক্রান্ত চিন্তন প্রক্রিয়া, যাতে খেলাটি সম্পর্কে ব্যবহারকারীর আগ্রহের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ে: I am intrigued by the idea of using gamification to get real work done. □ (verb transitive) gamify (অপিচ gameify): The theory goes that if you gamification something.
- English Word gamin Bengali definition [গ্যামান্] (feminine gamine [গ্যামীন্]) (noun) (ফরাসি) চ্যাংড়া/ ঠ্যাঁটা ছেলে; ছোকরা; বেআদব বালক।
- English Word gamma Bengali definition [গ্যামা] (noun) গ্রিক বর্ণমালার তৃতীয় বর্ণ; গামা। দ্রষ্টব্য পরি. ৪। gamma-rays (noun) (plural) তেজষ্ক্রিয় পদার্থ থেকে বিচ্ছুরিত অত্যন্ত হ্রস্ব তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট রশ্মি; গামারশ্মি।
- English Word gamma globulin Bengali definition [গ্যামা গ্লাবিঊলিন্] (noun) (চিকিৎসাশাস্ত্র) রক্তরস থেকে প্রাপ্ত এক ধরনের প্রোটিন, যা কোনো কোনো রোগের প্রতিষেধকরূপে কাজ করে; গামা গ্লোবিঊলিন।
- English Word gammon Bengali definition [গ্যামান্] (noun) [countable noun] পিছনের পাসহ শূকরের মাংসখণ্ড বা বেকন (bacon দ্রষ্টব্য); [uncountable noun] শূকরের পায়ের ঊর্ধ্বাংশের লবণজারিত মাংস (ham দ্রষ্টব্য); গ্যামন।
- English Word gammy Bengali definition [গ্যামি] (adjective) (কথ্য) = game 4. a gammy leg.
- English Word gamp Bengali definition [গাম্প্] (noun) (কৌতুকাত্মক) বড় ধরনের ছাতা।
- English Word gamut Bengali definition [গ্যামাট্] (noun) সম্পূর্ণ স্বরগ্রাম। the gamut কোনোকিছুর পূর্ণ বিস্তার বা ব্যাপ্তি: the whole gamut of feeling. run the gamut (of something) কোনোকিছুর আদ্যন্ত অভিজ্ঞতা লাভ করা।
- English Word gander Bengali definition [গ্যান্ডা(র্)] (noun) (feminine goose) কলহংস।
- English Word Gandhism Bengali definition [গানধিজাম্] (noun) [uncountable noun] গান্ধি প্রবর্তিত মতবাদ, গান্ধিবাদ।
- English Word gang Bengali definition [গ্যাঙ্] (noun) (১) (বিশেষত অপরাধীদের) দল; দঙ্গল। দ্রষ্টব্য gangster. (২) (কথ্য) বক্তার অপছন্দ ব্যক্তিবর্গ; যারা এক সঙ্গে চলাফেরা করে; পাল: See, how that gang is loafing about. □ (verb intransitive) gang up জোট বাঁধা; দলবদ্ধ হওয়া: gang up on/against somebody. ganger [ গ্যাঙা(র্)] (noun) দলের প্রধান ব্যক্তি; পালের গোদা।
- English Word Ganges Bengali definition [গ্যাঙ্জেজ্] (অপিচ Ganga [গঙ্গা]) (noun) গঙ্গানদী। Gangetic (adjective) গাঙ্গেয়।
- English Word gangling Bengali definition [গ্যাঙগলিঙ] (adverb) (ব্যক্তি) ঢেঙা; লম্বা, পাতলা ও বেঢপ।
- English Word ganglion Bengali definition [গ্যাঙ্গ্লিআন] (noun) (plural ganglions বা 'ganglia' [গ্যাঙ্গ্লিআ]) গুচ্ছবদ্ধ স্নায়ুকোষসমূহ, যার থেকে স্নায়ুতন্তুসমূহ বিকীর্ণ হয়; স্নায়ুগ্রন্থি।
- English Word gangnam style Bengali definition [গ্যাঙনাম স্টাইল] (noun) [countable noun] দক্ষিণ কোরিয়ার পপশিল্পী সাই যে স্টাইলে নেচেগেয়ে দুনিয়া মাত করেছেন, সেটাই গ্যাংনাম স্টাইল। দেশটির রাজধানী সিউলে গ্যাংনাম বলে একটা এলাকা আছে। সেখানকার বিলাসবহুল জীবনযাপনকারীদের ব্যঙ্গ করেই এ গান গাওয়া হয়েছে। গানটির কথা যতটা না মজার, তারচেয়ে বেশি অদ্ভুত শিল্পী সাইয়ের ঘোড়ানাচ: Who needs food when you got gangnam?
- English Word gangplank Bengali definition [গ্যাঙ্প্ল্যাঙ্ক্] (noun) (জাহাজ বা নৌকায়) সিঁড়ি।
- English Word gangrene Bengali definition [গ্যাঙ্গ্রীন্] (noun) দেহের কোনো অংশের মৃত্যু ও ক্ষয় (যেমন রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়); মাংসপূতি। [uncountable noun] gangrenous [গ্যাঙ্গ্রিনাস্] (adjective) পূতিমাংসময়।
- English Word gangster Bengali definition [গ্যাঙ্সটা্(র্)] (noun) সশস্ত্র অপরাধীচক্রের সদস্য; দস্যু; গুণ্ডা: (attributive(ly)) gangster films.
- English Word gangway Bengali definition [গ্যাঙ্ওয়েই] (noun) (১) (জাহাজের) পার্শ্বদ্বার; পার্শ্বদ্বার থেকে তটে নামানো অস্থাবর সেতু বা সিঁড়ি। (২) (America(n) = aisle) সংসদ রঙ্গালয় বা কনসার্ট হলে আসন-পঙ্ক্তির ভিতর দিয়ে কিংবা মানুষের সারির ভিতর দিয়ে চলাচলপথ; পক্ষ। □ (interjection) পথ দিন দয়া করে।
- English Word ganja Bengali definition [গান্জা] (noun) [uncountable noun] ভাং গাছ থেকে উৎপন্ন এক ধরনের তীব্র মাদক, যা ধূমপানের সঙ্গে গ্রহণ করা হয়; গাঁজা।
- English Word gannet Bengali definition [গ্যানিট্] (noun) এক জাতের বৃহদাকার সামুদ্রিক পাখি।