G পৃষ্ঠা ২২
- English Word grunt Bengali definition [গ্রান্ট্] (verb intransitive), (verb transitive) (১) (প্রাণী, বিশেষত শূকর) grunt (out) ঘোঁতঘোঁত করা; অনুরূপ শব্দ করে বিরক্তি, মতানৈক্য, ইত্যাদি প্রকাশ করা। (২) grunt (out) ঘোঁতঘোঁত করে প্রকাশ করা: grunt (out) on answer. □ (noun) [countable noun] ঘোঁতঘোঁত শব্দ।
- English Word gryphon Bengali definition [গ্রিফয়ান্] (noun) = griffin.
- English Word guano Bengali definition [গোআ: নোউ] (noun) [countable noun] সার হিসেবে ব্যবহৃত সামুদ্রিক পাখির বিষ্ঠা।
- English Word guarantee 1 Bengali definition [গ্যারান্টী] (noun) [countable noun] (১) (আইনে guaranty) যেকোনো লেনদেনে স্বীকৃতি শর্তাবলি পূরণের (সাধারণত লিখিত বা মুদ্রিত) অঙ্গীকার; a year’s guarantee with a refrigerator. (২) (আইনে guarranty) জামিন। (৩) (আইনে grarantor) জামিনদার। (৪) (আইনে, guaranty) জামানত: He offered his house and land as a guarantee. (৫) (কথ্য) যে বস্তু কোনো কিছুর সম্ভাবনাকে তুলে ধরে; সম্ভাবনার প্রতিশ্রুতি: Money is not always a guarantee of good life.
- English Word guarantee 2 Bengali definition [গ্যারানটী] (verb transitive) (কারো বা কোনো কিছুর জন্য) লিখিত অঙ্গীকার প্রদান করা; জামিন হওয়া।
- English Word guarantor Bengali definition [গ্যারান্টো(র্)] (noun) guarantee (৩)-এর আইনে ব্যবহৃত রূপ; জামিনদার।
- English Word guaranty Bengali definition [গ্যারান্টি] (noun) guarantee (১,২,৪)-এর আইনে ব্যবহৃত রূপ।
- English Word guard 1 Bengali definition [গা:ড্] (noun) (১) [uncountable noun] প্রহরা: The sentry is on guard. (২) [uncountable noun] আত্মরক্ষার প্রস্তুতি। be on/off one’s guard আক্রমণের বিরুদ্ধে প্রস্তুত/অপ্রস্তুত থাকা: Be on your guard against the enemy. He hit me while I was off my guard. (৩) প্রহরারত সৈনিক বা সৈনিকের দল; প্রহরী। change guard (সামরিক) একজন সৈনিকের পাহারার পালা শেষ হলে আরেকজন সৈনিককে তার জায়গায় মোতায়েন করা। mount guard প্রহরী হিসেবে নিজের অবস্থান নেওয়া। relieve guard কোনো প্রহরীর পালা শেষ হলে তার জায়গা নেওয়া। stand guard প্রহরীর দায়িত্ব পালন করা। (৪) কারারক্ষী। (৫) (British/Britain) রেলের গার্ড (America(n) = brakeman). (৬) (plural) Guards (ব্রিটেনসহ কতিপয় দেশে) রাজা বা রানির দেহরক্ষী: the Royal Horse Guards; a Guards officer. guards man রাজকীয় (দেহ) রক্ষীবাহিনীর সদস্য। (৭) [countable noun] কোনো ব্যক্তির দেহরক্ষা, তাকে সম্মান প্রদর্শন বা প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকবৃন্দ; সম্মাননা বাহিনী: The king inspected the guard of honour at the airport. (৮) (বিশেষত যৌগশব্দ) আঘাত বা ক্ষতিনিরোধক বস্তু বা সরঞ্জাম (বাইসাইকেল বা মোটরগাড়ির চাকার উপর লাগানো): mud guard. (৯) (যৌগশব্দে) guard-boat (noun) পোতাশ্রয়ে নোঙর করা নৌবহরের চতুর্দিকে পাহারা দেওয়ার কাজে ব্যবহৃত রক্ষীযান বা গার্ডাবাট। guard-house (noun) (সামরিক) সামরিক রক্ষীভবন বা সামরিক কারাভবন। guard-rail (noun) (সিঁড়ি বা অন্য কোথাও ব্যবহৃত) নিরাপত্তামূলক রেলিং। guard-room (noun) রক্ষীকামরা। guard-ship (noun) পোতাশ্রয় রক্ষাকারী জাহাজ।
- English Word guard 2 Bengali definition [গা:ড্] (verb transitive), (verb intransitive) (১) রক্ষা করা; পাহারা দেওয়া: guard a camp; guard one’s reputation. (২) কোনো কিছু নিরোধকল্পে সতর্ক থাকা: guard disease. guarded (adjective) (বক্তব্য, বিবৃতি ইত্যাদি) সতর্ক: a guarded answer. guardedly (adverb) সতর্কভাবে।
- English Word guardian Bengali definition [গা:ডিআন্] (noun) তত্ত্বাবধায়ক; অভিভাবক। guardian-angel কোনো ব্যক্তি বা স্থানের অহিতবিনাশী ও হিতসাধনকারী দেবদূত। guardianship [গা:ডিআন্-শিপ্] (noun) তত্ত্বাবধায়কের কাজ; অভিভাবকত্ব।
- English Word guava Bengali definition [গোআ:ভা্] (noun) পেয়ারা; পেয়ারাগাছ।
- English Word gubernatorial Bengali definition [গূবানাটেরিআল্] (adjective) (America(n), নাইজেরিয়া ইত্যাদি দেশে) প্রাদেশিক গভর্নর বা রাজ্যপালবিষয়ক।
- English Word gudgeon Bengali definition [গাজান্] (noun) টোপ হিসেবে ব্যবহৃত মিঠা পানির ছোট মাছ।
- English Word guelderrose Bengali definition [গেল্ডা রোউজ্] (noun) ফুলের গাছবিশেষ-এতে থোকায় থোকায় সাদা ফুল ফোটে; স্নোবল গাছ।
- English Word guerrilla, guerilla Bengali definition [গারিলা] (noun) নিয়মিত সেনাবাহিনীর সদস্য নয় এমন যে ব্যক্তি ছোট ছোট গুপ্ত দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করার রীতি অনুসরণ করে; গেরিলাযোদ্ধা। guerrilla warfare (noun) [uncountable noun] গেরিলাযুদ্ধ। guerrilla war (noun) [countable noun] এক বা উভয়পক্ষে গেরিলাদের দ্বারা পরিচালিত যুদ্ধ। urban guerrilla শুধু নগরে সক্রিয় গেরিলা যোদ্ধা; নগরগেরিলা।
- English Word guess Bengali definition [গেস্] (verb transitive), (verb intransitive) guess (at) অনুমান করা; ধারণা করা: Guess what I have got in this bag. Can you guess my weight? It’s difficult to guess at her age. I guess (America(n) কথ্য = আমি মনে করি, আমার মনে হয়) you’re right. □ (noun) [countable noun] অনুমান; ধারণা: make a guess (at something). it’s any body’s guess কেউ এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারে না বা কারো পক্ষেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব নয়। at a guess অনুমান করে: At a guess I should say there were 20 people there. by guess অনুমানের উপর ভর করে: Don’t answer by guess. guess-work (noun) [uncountable noun] অনুমাননির্ভর কাজ; অনুমানজাত ফল।
- English Word guesstimate Bengali definition [গেস্টিমাট্] (noun) ('guess' আর 'estimate' মিলে তৈরি) অন্ধ অনুমান; খসড়া অনুমান; দায়সারা ধারণা: I’m doing the guesstimates based on what I believe. □ (verb transitive) আন্দাজ করা: Organisers guesstimated it.
- English Word guest Bengali definition [গেস্ট্] (noun) অতিথি। guest-room (noun) অতিথিদের জন্য রক্ষিত শোয়ার ঘর। guest-house (noun) অতিথিশালা। guest-night (noun) যে রাতে ক্লাব, কলেজ, মেস ইত্যাদির সদস্যরা বন্ধুদের এনে অতিথি হিসেবে আপ্যায়ন করতে পারে। paying guest যে ব্যক্তি খরচা দিয়ে কারো বাড়িতে থাকে ও খায়।
- English Word guffaw Bengali definition [গাফো] (verb intransitive), (noun) অট্টহাসি (দেওয়া)।
- English Word guidance Bengali definition [গাইড্ন্স্] (noun) পথনির্দেশ; পরিচালনা; নেতৃত্ব।
- English Word guide Bengali definition [গাইড্] (noun) (১) পথপ্ৰদর্শক, বিশেষত যে ব্যক্তি পর্যটকদের দর্শনীয় বস্তু দেখানোর কাজে নিযুক্ত। Girl Guide, দ্ৰষ্টব্য girl. (২) যে বস্তু (আচরণ ইত্যাদি) পরিচালিত বা প্রভাবিত করে: Instinct is not always a good guide. guide-line (noun) (সাধ. plural) (সাধারণত কর্তৃত্বে অধিষ্ঠিত কারো পক্ষ থেকে দেওয়া) নীতি ইত্যাদি বিষয়ক পরামর্শ বা নির্দেশাবলি: guide-lines on distribution of government land among the landless. (৩) (অপিচ guidebook) পর্যটক বা পরিব্রাজকের জন্য কোনো স্থান সম্পর্কে বিভিন্ন তথ্যসংবলিত বই; পথপঞ্জি; গাইড: a guide to Bangladesh. (৪) তথ্যপঞ্জি, নির্দেশিকা: a Guide to Horse-Breeding. (৫) দণ্ড বা রড বা যন্ত্রপাতির যে অংশ অন্যান্য অংশকে প্রয়োজন মতো চালাতে পারে। □ (verb transitive) (কারো) পথপ্রদর্শক হিসেবে কাজ করা। guided missile নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র।
- English Word guild Bengali definition [গিল্ড্] (noun) (পুরনো বানান 'gild') (পারস্পরিক সহযোগিতা, সমাজকল্যাণ, বাণিজ্য ইত্যাদির স্বার্থে গঠিত) সমবায় সংঘ। Guild hall (noun) মধ্যযুগে যে সভাকক্ষে গিল্ড সদস্যরা মিলিত হতো। the Guild-hall লন্ডন নগর কর্পোরেশনের হলঘর, যেখানে অভ্যর্থনা, আপ্যায়ন ইত্যাদির আয়োজন করা হয়। guild socialism যে পদ্ধতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সদস্যদের (মালিক-শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী) নিয়ে গঠিত পরিষদ বা কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- English Word guilder Bengali definition [গিলডা(র্)] (noun) নেদারল্যান্ডের মুদ্রা।
- English Word guile Bengali definition [গাইল্] (noun) [uncountable noun] প্রতারণা; ছলনা; ধূর্তামি; চাতুর্য। guileless (adjective) প্রতারণাহীন। guileful (adjective) প্রতারণাময়।
- English Word guillemot Bengali definition [গিলিমট্] (noun) মেরু অঞ্চলের সামুদ্রিক পাখি।
- English Word guillotine Bengali definition [গিলাটীন্] (noun) (১) (ফ্রান্সে অপরাধীদের) শিরশ্ছেদ করার যন্ত্রবিশেষ। (২) বইয়ের কিনার, কাগজ ইত্যাদি কেটে সমান করার যন্ত্রবিশেষ। (৩) (সংসদে) (অতিরিক্ত বিতর্ক সৃষ্টির মাধ্যমে) কোনো প্রস্তাবিত বিল বা আইনের খসড়ার অনুমোদন ব্যাহত করার প্রয়াসকে ভোট গ্রহণের সময় নির্ধারণের মাধ্যমে থামানোর পদ্ধতি।
- English Word guilt Bengali definition [গি্ল্ট্] (noun) দোষ; অপরাধ; অপরাধিতা। guiltless (adjective) guiltless (of) নির্দোষ; নিরপরাধ: guiltless of an offence. guilty (adjective) guilty (of) (১) দোষী; অপরাধী: plead not guilty to a crime; be guilty of a crime. (২) অপরাধী দেখায় বা অপরাধ বোধ করে এমন: He looks guilty; a guilty conscience. অপরাধবোধে পীড়িত বিবেক। guiltily [গি্ল্ট্ইলি] (adverb) guiltiness (noun)
- English Word guinea Bengali definition [গিনি্] (noun) (plural guineas সংক্ষেপ gns) (২১) শিলিংয়ের সমপরিমাণ অর্থ।
- English Word guinea-fowl Bengali definition [গিনি ফাউল্] (noun) মোরগজাতীয় পাখিবিশেষ।
- English Word guineapig Bengali definition [গিনি পিগ্] (noun) ছোট কানবিশিষ্ট বড় ইঁদুরের মতো, বৈজ্ঞানিক গবেষণায় এই প্রাণীকে প্রায়ই ব্যবহার করা হয়; যে ব্যক্তি চিকিৎসাশাস্ত্রীয় বা অন্য কোনো গবেষণায় নিজেকে ব্যবহৃত হতে দেয়।