• Bengali Word service English definition [সাভিস্‌] (noun) ১ [uncountable noun] চাকর বা সেবকের পদ বা চাকরি।
    be in/go into/go out to service ভৃত্যরূপে নিয়োজিত হওয়া। (২) [countable noun] জনসেবা; সরকারি নিয়োগ ইত্যাদির বিভাগ; চাকরি; কৃত্যক: the Civil Service, the Diplomatic Service; the fighting services. On active service (যুদ্ধকালে) সক্রিয় দায়িত্বে নিয়োজিত। see service in something (সশস্ত্র বাহিনীতে) চাকরি করা: I’ve seen service in the second world war. have seen (good) service কাউকে উত্তম সেবা দান করা: That old walking stick have seen good service on his countless jaunts through the forest. (৩) অন্যের সাহায্য বা উপকারার্থে কৃত কোনোকিছু; সেবা: service to the state; service of a doctor/lawyer. do somebody a service সাহায্য/উপহার করা। (৪) [uncountable noun] উপকার; সাহায্যসেবা; কাজ; ব্যবহার: Everything I have is at your service. (৫) [countable noun] জনসাধারণের প্রয়োজন মেটানোর জন্য, বিশেষত যাতায়াত ও যোগাযোগের জন্য ব্যবস্থা; পদ্ধতি; সংশ্রয়: a bus/train service; the telephone service; a good postal service. service road (noun) প্রধান সড়ক থেকে বাড়িঘরের দিকে যাওয়ার জন্য অপ্রধান রাস্তা; ছোট রাস্তা। (৬) [countable noun] প্রার্থনা-অনুষ্ঠানের ধরনবিশেষ: attend morning/evening service. (৭) [countable noun] খাওয়ার টেবিলে ব্যবহারের জন্য থালা, বাসন, বাটি ইত্যাদির পূর্ণাঙ্গ সংগ্রহ; আহার-সরঞ্জাম: a tea/dinner service of 45 pieces. (৮) [uncountable noun] (হোটেল ইত্যাদিতে) খাদ্য ও পানীয় পরিবেশন; হোটেলের কর্মচারী, গৃহভৃত্য প্রভৃতির সেবা; পরিচর্যা; উপচার: Is service charge included in the bill? serviceflat (noun) (সাধারণত নিত্যব্যবহার্য দ্রব্যাদিতে সুসজ্জিত) ফ্ল্যাটবিশেষ, যার ভাড়ার মধ্যে সেবার জন্য অতিরিক্ত একটা মূল্য অন্তর্ভুক্ত করা হয়। (৯) [uncountable noun] পণ্য বিক্রয়ের পরে উৎপাদক বা তার প্রতিনিধিদের প্রদত্ত বিশেষজ্ঞ-পরামর্শ বা সাহায্য; সেবা; পরিচর্যা: The manufacturers assure free service for one year. (attributive(ly)) service department, সেবা-বিভাগ। service station (noun) পেট্রোল স্টেশন, যেখানে গাড়ির সাধারণ পরিচর্যারও ব্যবস্থা থাক। (১০) (আইন সম্বন্ধীয়) তলব, পরোয়ানা ইত্যাদি জারি। (১১) (টেনিস ইত্যাদি) বল মারা; মারার ভঙ্গি; বল মারার পালা; সার্ভিস। □ (verb transitive) (গাড়ি, রেডিও, যন্ত্র ইত্যাদি বিক্রয়ের পর) রক্ষণাবেক্ষণ ও মেরামত করা (উপরে ৯ দ্রষ্টব্য)। serviceable [সাভিসাব্‌ল্‌] (adjective) (১) সাধারণভাবে ব্যবহারের উপযোগী; মজবুত ও টেকসই: serviceable clothes for school children. (২) উপযোগী; উপকারক; কার্যক্ষম।