• Bengali Word tea English definition [টী] (noun) [uncountable noun] ১ চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা।
    not my cup of tea (লাক্ষণিক) আমার যে রকম জিনিস পছন্দ তা নয়। tea-break চা-বিরতি। tea-caddy দৈনন্দিন ব্যবহারের চা রাখার জন্য বায়ুনিরোধক বাক্স। teacup (noun) চায়ের পেয়ালা। a storm in a tea cup চায়ের পেয়ালায় ঝড় অর্থাৎ সামান্য ব্যাপার নিয়ে তুলকালাম কাণ্ড। tea-garden (noun) চা-এর বাগান, চা ও অন্যান্য হালকা খাবারযে বাগানসদৃশ জায়গায় বসে খাওয়া হয়। tea-house (noun) (জাপান ও চীনে) রেস্টুরেন্ট, যেখানে চা বিক্রি হয়। tea-kettle (noun) চায়ের কেতলি। tea-leaf (noun) চা-পাতা। tea-party (noun) বৈকালিক চা-পানের আসর। tea-pot চা তৈরি করার পাত্রবিশেষ। tearoom (noun) যে রেস্তোরাঁয় চা ও জলখাবার পাওয়া যায়। tea-service/-set চা তৈরি ও পান করার বাসনকোসন, যথা- পেয়ালা, পিরিচ, টি-পট ইত্যাদি। teaspoon (noun) চা-চামচ। tea spoonful (adjective) চা-চামচের সমপরিমাণ। tea-strainer (noun) চা-ছাকনি। tea-table (noun) চায়ের টেবিল। tea-taster চা-পান করে এর গুণাগুণ নির্ধারণে সক্ষম ব্যক্তি। tea-things, দ্রষ্টব্য tea-set. tea-time (noun) [uncountable noun] বৈকালিক চা-নাস্তা খাওয়ার সময়। tea-towel (noun) চায়ের সরঞ্জাম ধোয়ার পর মোছার জন্য তোয়ালে। tea-tray (noun) চা-এর সরঞ্জাম বহনের পাত্র। tea-trolly/-wagon চা পরিবেশনে ব্যবহৃত চাকাওয়ালা ছোট টেবিল। (২) চা-চক্র (বৈকালিক): We were invited to tea by the Vice-Chancellor. high tea পেটভরা খাবারসহ চা (সাধারণত দ্বিপ্রাহরিক ও সান্ধ্য খাবারের সময়ের মধ্যবর্তীকালে)।