Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word demigod Bengali definition [ডেমিগড্] (noun) অর্ধদেবতা; উপদেবতা; দেবতুল্য; নরদেবতা
  • English Word demijohn Bengali definition [ডেমিজন্‌] (noun) সাধারণত বাঁশ, বেত ইত্যাদির বুননির দ্বারা পরিবেষ্টিত, সংকীর্ণগ্রীব, বৃহৎ বোতলবিশেষ; ডেমিজন
  • English Word demilitarize, demilitarise Bengali definition [ডীমিলিটারাইজ্] (verb transitive) (কোনো দেশ যা দেশের অংশবিশেষ) সন্ধি বা চুক্তির অধীনে সেনাদল বা সমরসজ্জা থেকে মুক্ত রাখা; সেনামুক্ত করা: a demilitarized zone, সেনামুক্ত এলাকা। demilitarization, demilitarisation (noun) নিঃসামরিকীকরণ।
  • English Word demise Bengali definition [ডিমাইজ] (noun) (আইন সম্বন্ধীয়) মৃত্যু; সম্পত্তি হস্তান্তর; (উত্তরাধিকারীকে) রাজ্যাধিকার দান। □ (verb transitive) সম্পত্তি হস্তান্তর করা।
  • English Word demission Bengali definition [ডিমিশান্‌] (noun) পদত্যাগ; (অধিকার, ক্ষমতা) পরিত্যাগ; অধঃপাতন।
  • English Word demist Bengali definition [ডীমিস্‌ট্] (verb transitive) (যেমন মোটরগাড়ির বাতাবরণ থেকে) কুয়াশা অপসারণ করাdemister [ডীমিসটা(র)] (noun) কুয়াশানিবারক।
  • English Word demit Bengali definition [ডিমিট্‌] (verb transitive) পদত্যাগ করা; (অধিকার) ত্যাগ করা।
  • English Word demob Bengali definition [ডীমব্] (verb transitive) (demobbed, demobbing, demobs) ও (noun) demobilize demobilization এর কথ্যসংক্ষেপ (British/Britain); সৈনিকবৃত্তি থেকে অব্যাহতি দেওয়া; সেনানিবৃত্তি: He got demobbed/his demob after two years.
  • English Word demobilize, demobilise Bengali definition [ডীমোউবালাইজ্‌] (verb transitive) সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াdemobilization, demobilisation [ডীমৌবালাই-জেইশ্‌ন্‌ America(n) ডীমোউবালিজেইশ্‌ন্‌] সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দান; সেনানিবৃত্তি।
  • English Word democracy Bengali definition [ডিমক্রাসি] (noun) (plural democracies) [countable noun, uncountable noun] গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/সমাজ
  • English Word democrat Bengali definition [ডেমক্র্যাট্] (noun) (১) গণতন্ত্রের পক্ষপাতী বা সমর্থক ব্যক্তি; গণতান্ত্রিক(২) Democrat (America(n)) ডেমোক্র্যাট দলের সদস্য
  • English Word democratic Bengali definition [ডেমক্র্যাটিক্] (adjective) (১) গণতান্ত্রিক(২) the Democratic Party (America(n)) যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি; গণতান্ত্রিক দল। দ্রষ্টব্য Republican. democratically [ডেমক্র্যাটিক্‌লি] (adverb) গণতান্ত্রিকভাবে; গণতান্ত্রিক পদ্ধতিতে।
  • English Word democratize, democratise Bengali definition [ডিমক্রাটাইজ্] (verb transitive) গণতান্ত্রিক করা; গণতান্ত্রিক রীতিপদ্ধতি প্রবর্তন করাdemocratization, democratisation [ডিমক্রাটাইজেইশ্‌ন্ America(n) ডিমক্রাটিজেইশ্‌ন্] (noun) গণতন্ত্রীকরণ।
  • English Word demography Bengali definition [ডিম্‌গ্রাফি] (noun) একটি জনগোষ্ঠীর অবস্থা নির্ণয়ে জন্ম, মৃত্যু, রোগব্যাধি ইত্যাদির পরিসংখ্যান এবং এতদ্বিষয়ক বিদ্যা; জনসংখ্যাতত্ত্ব। [uncountable noun] demographer [ডিমগ্রাফা(র্‌)] (noun) জনসংখ্যাবিদ; জনসংখ্যাতাত্ত্বিক। demographic [ডিমগ্র্যাফিক্] (adjective) জনসংখ্যাতাত্ত্বিক।
  • English Word demolish Bengali definition [ডিমলিশ্] (verb transitive) ভেঙে ফেলা; ধ্বংস/বিধ্বস্ত/চুরমার করা; উচ্ছিন্ন করা; (যুক্তি ইত্যাদি) নস্যাৎ/খণ্ডন করা। demolition [ডেমালিশ্‌ন্ (noun) [countable noun, uncountable noun] বিনাশ; ধ্বংস; উচ্ছেদন; উম্মূলন; সংহার।
  • English Word demon Bengali definition [ডীমান্‌] দুষ্ট, অশুভ কিংবা নিষ্ঠুর অতিপ্রাকৃত সত্তা বা শক্তি; অপদেবতা; পিশাচ; প্রেত; দানব; (কথ্য) প্রচণ্ড কর্মশক্তিসম্পন্ন ব্যক্তি; কর্মদানব: a demon bowler; (ক্রিকেট) উচ্চণ্ড; দুর্দান্ত বোলার: He’s a demon for work. demonic [ডীমনিক্] (adjective) দানবীয়; দানবিক; আসুরিক।
  • English Word demonetize, demonetise Bengali definition [ডীমানিটাইজ] (verb transitive) মুদ্রা হিসেবে (কোনো ধাতুকে) মূল্যবিরহিত করা; (কোনো ধাতুকে) মুদ্রারূপে ব্যবহার থেকে প্রত্যাহার করা; মুদ্রামূল্যরহিত করা। demonetized (adjective) মুদ্রামূল্যরহিত। demonetization, demonetisation [ডীমানিটাইজেইশ্‌ন্ America(n) ডীমানিটিজেইশ্‌ন্] (noun) মুদ্রামূল্য রহিতকরণ।
  • English Word demoniac Bengali definition [ডিমোউনিঅ্যাক্] (noun), (adjective) পৈশাচিক; কর্মদানব; আসুরিকdemoniacal [ডীমানাইআক্‌ল্‌] (adjective)= demoniac. demoniacally [ডীমনাইআক্‌লি] (adverb) পৈশাচিকভাবে; অসুরের মতো।
  • English Word demonstrable Bengali definition [ডেমান্‌স্‌ট্র্যাব্‌ল্] (adjective) যা প্রতিপাদন করা যায় বা যুক্তি দিয়ে প্রমাণ করা যায়; প্রতিপাদনযোগ্য; প্রতিপাদনীয়; মীমাংস্যdemonstrably [ডেমান্‌স্‌ট্র্যাব্‌লি] (adverb) প্রতিপাদনীয়রূপে।
  • English Word demonstrate Bengali definition [ডেমান্‌স্‌ট্রেইট্] (verb transitive), (verb intransitive) (১) প্রতিপাদন করা: to demonstrate a fact/a theory; কার্যপ্রণালী প্রদর্শন করা; হাতেকলমে দেখানো; Could you demonstrate the new type-writer? (২) বিক্ষোভ করা
  • English Word demonstration Bengali definition [ডেমান্‌স্‌ট্রেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] (১) প্রতিপাদন; প্রমাণ: to reach something by demonstration; প্রত্যক্ষ প্রমাণ; চাক্ষুস প্রমাণ: a demonstration of sympathy; কার্যপ্রণালী প্রদর্শন: a demonstration of a new video recorder. (২) বিক্ষোভ প্রদর্শন
  • English Word demonstrative Bengali definition [ডিমন্‌স্‌ট্র্যাটিভ] (adjective) (১) (ব্যক্তি) আবেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করে এমন; অভিব্যক্তিশীল: She is more demonstrative than her husband. (২) আবেগ-অনুভূতির প্রকাশ্য অভিব্যক্তিসম্বলিত; আবেগোচ্ছল; সোচ্চার: demonstrative behavior. (৩) (বিশেষত ব্যাকরণ) নির্দেশকdemonstrative pronoun (this, these, that, those) নির্দেশক সর্বনাম। demonstratively (adverb) আবেগোচ্ছলভাবে।
  • English Word demonstrator Bengali definition [ডেমান্‌স্‌ট্রেইটা(র্‌)] (noun) (১) বিক্ষোভকারী(২) যে ব্যক্তি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে বোঝান বা ব্যাখ্যা করেন; প্রতিপাদক; প্রদেষ্টা
  • English Word demoralize, demoralise Bengali definition [ডিমরালাইজ্‌ America(n) ডিমোরালাইজ্‌] (verb intransitive) (কারো, যেমন কোনো সৈন্যদলের) সাহস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ইত্যাদি দুর্বল করা; মনোবল ভেঙে দেওয়া। দ্রষ্টব্য morale. demoralized (participial adjective) হৃতমনোবল; মনোবলহীন। demoralization, demoralisation [ডিমরালাইজেইশ্‌ন্‌ America(n) ডিমোরালিজেইশ্‌ন্‌] (noun) মনোবল হরণ; মনোবলহীনতা।
  • English Word demos Bengali definition [ডীমস্] (noun) (প্রধানত তুচ্ছ) গণদেবতা
  • English Word demote Bengali definition [ডীমোউট্] (verb transitive) হীনপদস্থ/পদভ্রষ্ট করা; পদমর্যাদা লাঘব করাdemoted (participial adjective) পদভ্রষ্ট। দ্রষ্টব্য promote. demotion [ডীমোউশ্‌ন্‌] (noun) পদভ্রংশ।
  • English Word demotic Bengali definition [ডিমাটিক্] (adjective) সাধারণ মানুষ সম্বন্ধীয়: demotic greek, আধুনিক গ্রিক ভাষার কথ্যরূপ; দিমতিক গ্রিক।
  • English Word demur Bengali definition [ডিমা(র্)] (verb intransitive) (demurred, demurring, demurs) demur (at/to) (আনুষ্ঠানিক) আপত্তি উত্থাপন করা; ইতস্তত করা; আশঙ্কা প্রকাশ করা: to demur to a proposal; to demur at contributing to a charity fund. □ (noun) [uncountable noun] দ্বিধা; আপত্তি; সংশয়; (প্রধানত) without demur, নির্দ্বিধায়।
  • English Word demure Bengali definition [ডিমিউ্যআ(র্)] (adjective) প্রশান্ত গভীর; প্রসন্ন: Mr Selimullah is a demure old gentleman; উক্তরূপ হাবভাবযুক্ত: She gave the young man a demure smile, প্রশান্ত গভীরভাবে হাসল। demurely (adverb) প্রশান্ত গভীরভাবে; প্রসন্নভাবে। demureness (noun) শান্ত গাম্ভীর্য।
  • English Word demy Bengali definition [ডিমাই] (noun) কাগজের মাপ বিশেষ; ছাপার জন্য ২২১/২ × ১৭১/২ ইঞ্চি; লেখার জন্য ২০× ১৫১/২ ইঞ্চি (America(n)) (২১) × ১৬ ইঞ্চি; ডিমাই