C পৃষ্ঠা ৭০
- English Word cuddle Bengali definition [কাড্ল্] (verb transitive), (verb intransitive) (১) বাহুবন্ধনে জড়িয়ে কাউকে বুকের কাছে নেওয়া; নিবিড় আলিঙ্গন। (২) cuddle up (to/together) পরস্পর জড়াজড়ি করে আরামে শোয়া। □(noun) act of cuddling (noun) আদর-সোহাগ। cuddlesome [কাড্ল্সাম্], cuddly [কাড্লি] (adjective(s)) আদরযোগ্য; আদর করতে ইচ্ছা করে এমন।
- English Word cudgel Bengali definition [কাজ্ল্] (noun), (verb transitive) মুগুর; মুগুরপেটা করা। take up the cudgels for (আলংকারিক অর্থ) সংগ্রাম করা; ঝাঁপিয়ে পড়া। cudgel one’s brains মাথা ঘামানো; স্মরণ করতে চেষ্টা করা।
- English Word cue 1 Bengali definition [কিঊ] (noun) [countable noun] (১) কিউ; অভিনেতার সংলাপের শেষ বাক্য যেখান থেকে অন্য অভিনেতা সংলাপ শুরু করতে পারে। (২) কীভাবে আচরণ করতে হবে অথবা কী করতে হবে তার ইঙ্গিত। take one’s cue from somebody পথনির্দেশ লাভ করা।
- English Word cue 2 Bengali definition [কিঊ] (noun) বিলিয়ার্ড খেলোয়াড়ের লাঠি ও বিলিয়ার্ড ছড়ি।
- English Word cuff 1 Bengali definition [কাফ্] (noun) (১) কাফ; জামার হাতার কবজিসংলগ্ন অংশ। play it off the cuff (কথ্য) উপস্থিতবুদ্ধি খাটানো। cuff-links (noun) কাফলিংক; বোতামবিশেষ। (২) (America(n)) পায়ের পাতা সংলগ্ন প্যান্টের গুটানো অংশ (British/Britain: turn up). (৩) (plural কথ্য) হাতকড়া।
- English Word cuff 2 Bengali definition [কাফ্] (verb transitive), (noun) ঘুষি মারা; ঘুষি।
- English Word cuirass Bengali definition [ক্যুইর্যাস] (noun) বর্ম। cuirassier (noun) বর্মধারী অশ্বারোহী সৈনিক।
- English Word cuisine Bengali definition [ক্যুইজীন] (noun) [uncountable noun] রান্নার পদ্ধতিবিশেষ: French cuisine.
- English Word cul-de-sac Bengali definition [কাল্ দা স্যাক্] (noun) কানাগলি।
- English Word culinary Bengali definition [কালিনারি America(n) কালিনেরি] (adjective) রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।
- English Word cull Bengali definition [কাল্] (verb transitive) (ফুল) চয়ন করা; নির্বাচন করা। (noun) হত্যার জন্য নির্বাচিত প্রাণী (যেমন ডিম দেওয়ার অনুপযুক্ত বিবেচনায় জবাইয়ের জন্য নির্বাচিত মুরগি)।
- English Word cullender Bengali definition [কালান্ডা(র্)] (noun)= colander.
- English Word culminate Bengali definition [কাল্মিনেইট্] (verb transitive) culminate in শীর্ষবিন্দুতে পৌঁছানো। culmination [কালমিনেইশ্ন্] শীর্ষবিন্দু: the culminate of the career.
- English Word culpable Bengali definition [কাল্পাব্ল্] (adjective) (আইন সম্বন্ধীয়) দণ্ডনীয় (অপরাধ); শাস্তিযোগ্য। culpably [কালপাবলি] (adverb) culpability [কাল্পাবিলাটি] (noun) শাস্তিযোগ্যতা।
- English Word culprit Bengali definition [কাল্প্রিট্] (noun) দোষী; অপরাধী।
- English Word cult Bengali definition [কাল্ট্] (noun) [countable noun] (১) ধর্মীয় প্রার্থনার প্রথা। (২) কোনো ব্যক্তির প্রতি অপরিসীম শ্রদ্ধা। (৩) (এক শ্রেণির ব্যক্তির ভক্তি আছে এমন) জনপ্রিয় ফ্যাশন: (attributive(ly)) a cultword, জনপ্রিয় বিশেষ ফ্যাশনে বিশ্বাসী ব্যক্তিদের ব্যবহৃত বিশেষ শব্দ।
- English Word cultivable Bengali definition [কাল্টিভাব্ল্] (adjective) চাষযোগ্য; আবাদযোগ্য।
- English Word cultivate Bengali definition [কাল্টিভেইট্] (verb transitive) (১) (জমি) চাষ করা; আবাদ করা; শস্য ফলানো। (২) বিকাশ সাধন করা: to cultivate the literary faculty. cultivated (adjective) (ব্যক্তি.) সংস্কৃত; পরিমার্জিত; শিক্ষিত।
- English Word cultivation Bengali definition [কালটিভেইশ্ন্] (noun) [uncountable noun] চাষ।
- English Word cultivator Bengali definition [কাল্টিভেইটা(র্)] (noun) চাষি; কৃষিযন্ত্রবিশেষ।
- English Word cultural Bengali definition [কাল্চারাল] (adjective) সংস্কৃতিবিষয়ক; সাংস্কৃতিক: the cultural ministry; a cultural function.
- English Word culture Bengali definition [কাল্চা(র্)] (noun) (১) [uncountable noun] সংস্কৃতি; কৃষ্টি। (২) [uncountable noun] মানবসমাজের মানসিক বিকাশের প্রমাণ: Educational institutions should be centres of culture. (৩) একটি জাতির মানসিক বিকাশের অবস্থা; কোনো জাতির বিশেষ ধরনের মানসিক বিকাশ: the Bangla Culture. (৪) কোনো জাতির বৈশিষ্ট্যসূচক শিল্পসাহিত্য; বিশ্বাস; সমাজনীতি: the culture of the Chakmas. (৫) (মৌমাছি, গুটিপোকা প্রভৃতি) পালন বা উৎপাদন। (৬) [countable noun] (জীববিদ্যা) (বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে) ব্যাকটেরিয়া উৎপাদন: a culture of cholera germs. cultured (adjective) (ব্যক্তি) সংস্কৃতিবান। cultured pearl কৃত্রিম উপায়ে উৎপন্ন মুক্তা।
- English Word culvert Bengali definition [কালভাট্] (noun) কালভার্ট; ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার স্থাপনের সময় সড়ক, রেলপথ অথবা বাঁধের নিচের সংযোগকারী পয়োনালি ও নর্দমা।
- English Word cumbersome Bengali definition [কাম্বাসাম্] (adjective) ঝামেলাপূর্ণ; দুর্বহ; কষ্টসাধ্য।
- English Word cumin Bengali definition [কামিন্] (adjective), (noun) [uncountable noun] সুপরিচিত মসলাবিশেষ; জিরা।
- English Word cummerbund Bengali definition [কামাবান্দ] (পুরাতনী) গৃহভৃত্যদের ও অফিসের নিম্নশ্রেণির কর্মচারীদের কোমরে বাঁধতে ব্যবহৃত গামছাজাতীয় বস্ত্রখণ্ড; কোমরবন্ধ; কোমরবন্ধনী।
- English Word cumulative Bengali definition [কিয়ূমিয়ূলাটিভ্ America(n) কিয়ূমিয়ূলেইটিভ্] (adjective) ক্রমবর্ধমান।
- English Word cumulus Bengali definition [কিয়ূমিয়ুলাস্] (noun) (plural cumuli [কিয়ূমিয়ুলাই] (মেঘ সম্বন্ধে) পুঞ্জ পুঞ্জ।
- English Word cuneiform Bengali definition [কিয়ূনিফোম্] (adjective) কীলকাকার; প্রাচীন পারসিক ও অ্যাসিরীয় হস্তলিপিতে ব্যবহৃত পদ্ধতি।
- English Word cunning 1 Bengali definition [কানিং] (adjective) (১) ধূর্ত। (২) (প্রাচীন প্রয়োগ) দক্ষ: a cunning carpenter. (৩) (America(n)) আকর্ষণীয়; সুদর্শন: a cunning baby. cunningly (adverb) ধূর্ততার সঙ্গে।