Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word cuddle Bengali definition [কাড্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) বাহুবন্ধনে জড়িয়ে কাউকে বুকের কাছে নেওয়া; নিবিড় আলিঙ্গন(২) cuddle up (to/together) পরস্পর জড়াজড়ি করে আরামে শোয়া। □(noun) act of cuddling (noun) আদর-সোহাগ। cuddlesome [কাড্‌ল্‌সাম্], cuddly [কাড্‌লি] (adjective(s)) আদরযোগ্য; আদর করতে ইচ্ছা করে এমন।
  • English Word cudgel Bengali definition [কাজ্‌ল্] (noun), (verb transitive) মুগুর; মুগুরপেটা করাtake up the cudgels for (আলংকারিক অর্থ) সংগ্রাম করা; ঝাঁপিয়ে পড়া। cudgel one’s brains মাথা ঘামানো; স্মরণ করতে চেষ্টা করা।
  • English Word cue 1 Bengali definition [কিঊ] (noun) [countable noun] (১) কিউ; অভিনেতার সংলাপের শেষ বাক্য যেখান থেকে অন্য অভিনেতা সংলাপ শুরু করতে পারে(২) কীভাবে আচরণ করতে হবে অথবা কী করতে হবে তার ইঙ্গিতtake one’s cue from somebody পথনির্দেশ লাভ করা।
  • English Word cue 2 Bengali definition [কিঊ] (noun) বিলিয়ার্ড খেলোয়াড়ের লাঠি ও বিলিয়ার্ড ছড়ি
  • English Word cuff 1 Bengali definition [কাফ্‌] (noun) (১) কাফ; জামার হাতার কবজিসংলগ্ন অংশplay it off the cuff (কথ্য) উপস্থিতবুদ্ধি খাটানো। cuff-links (noun) কাফলিংক; বোতামবিশেষ। (২) (America(n)) পায়ের পাতা সংলগ্ন প্যান্টের গুটানো অংশ (British/Britain: turn up). (৩) (plural কথ্য) হাতকড়া
  • English Word cuff 2 Bengali definition [কাফ্‌] (verb transitive), (noun) ঘুষি মারা; ঘুষি
  • English Word cuirass Bengali definition [ক্যুইর‍্যাস] (noun) বর্মcuirassier (noun) বর্মধারী অশ্বারোহী সৈনিক।
  • English Word cuisine Bengali definition [ক্যুইজীন] (noun) [uncountable noun] রান্নার পদ্ধতিবিশেষ: French cuisine.
  • English Word cul-de-sac Bengali definition [কাল্ দা স্যাক্] (noun) কানাগলি
  • English Word culinary Bengali definition [কালিনারি America(n) কালিনেরি] (adjective) রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত
  • English Word cull Bengali definition [কাল্‌] (verb transitive) (ফুল) চয়ন করা; নির্বাচন করা।  (noun) হত্যার জন্য নির্বাচিত প্রাণী (যেমন ডিম দেওয়ার অনুপযুক্ত বিবেচনায় জবাইয়ের জন্য নির্বাচিত মুরগি)।
  • English Word cullender Bengali definition [কালান্‌ডা(র্‌)] (noun)= colander.
  • English Word culminate Bengali definition [কাল্‌মিনেইট্] (verb transitive) culminate in শীর্ষবিন্দুতে পৌঁছানোculmination [কালমিনেইশ্‌ন্‌] শীর্ষবিন্দু: the culminate of the career.
  • English Word culpable Bengali definition [কাল্‌পাব্‌ল্] (adjective) (আইন সম্বন্ধীয়) দণ্ডনীয় (অপরাধ); শাস্তিযোগ্যculpably [কালপাবলি] (adverb) culpability [কাল্‌পাবিলাটি] (noun) শাস্তিযোগ্যতা।
  • English Word culprit Bengali definition [কাল্‌প্রিট্] (noun) দোষী; অপরাধী
  • English Word cult Bengali definition [কাল্‌ট্] (noun) [countable noun] (১) ধর্মীয় প্রার্থনার প্রথা(২) কোনো ব্যক্তির প্রতি অপরিসীম শ্রদ্ধা(৩) (এক শ্রেণির ব্যক্তির ভক্তি আছে এমন) জনপ্রিয় ফ্যাশন: (attributive(ly)) a cultword, জনপ্রিয় বিশেষ ফ্যাশনে বিশ্বাসী ব্যক্তিদের ব্যবহৃত বিশেষ শব্দ।
  • English Word cultivable Bengali definition [কাল্‌টিভাব্‌ল্] (adjective) চাষযোগ্য; আবাদযোগ্য
  • English Word cultivate Bengali definition [কাল্‌টিভেইট্] (verb transitive) (১) (জমি) চাষ করা; আবাদ করা; শস্য ফলানো(২) বিকাশ সাধন করা: to cultivate the literary faculty. cultivated (adjective) (ব্যক্তি.) সংস্কৃত; পরিমার্জিত; শিক্ষিত।
  • English Word cultivation Bengali definition [কালটিভেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] চাষ
  • English Word cultivator Bengali definition [কাল্‌টিভেইটা(র্‌)] (noun) চাষি; কৃষিযন্ত্রবিশেষ
  • English Word cultural Bengali definition [কাল্‌চারাল] (adjective) সংস্কৃতিবিষয়ক; সাংস্কৃতিক: the cultural ministry; a cultural function.
  • English Word culture Bengali definition [কাল্‌চা(র্‌)] (noun) (১) [uncountable noun] সংস্কৃতি; কৃষ্টি(২) [uncountable noun] মানবসমাজের মানসিক বিকাশের প্রমাণ: Educational institutions should be centres of culture. (৩) একটি জাতির মানসিক বিকাশের অবস্থা; কোনো জাতির বিশেষ ধরনের মানসিক বিকাশ: the Bangla Culture. (৪) কোনো জাতির বৈশিষ্ট্যসূচক শিল্পসাহিত্য; বিশ্বাস; সমাজনীতি: the culture of the Chakmas. (৫) (মৌমাছি, গুটিপোকা প্রভৃতি) পালন বা উৎপাদন(৬) [countable noun] (জীববিদ্যা) (বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে) ব্যাকটেরিয়া উৎপাদন: a culture of cholera germs. cultured (adjective) (ব্যক্তি) সংস্কৃতিবান। cultured pearl কৃত্রিম উপায়ে উৎপন্ন মুক্তা।
  • English Word culvert Bengali definition [কালভাট্] (noun) কালভার্ট; ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার স্থাপনের সময় সড়ক, রেলপথ অথবা বাঁধের নিচের সংযোগকারী পয়োনালি ও নর্দমা
  • English Word cumbersome Bengali definition [কাম্‌বাসাম্] (adjective) ঝামেলাপূর্ণ; দুর্বহ; কষ্টসাধ্য
  • English Word cumin Bengali definition [কামিন্‌] (adjective), (noun) [uncountable noun] সুপরিচিত মসলাবিশেষ; জিরা
  • English Word cummerbund Bengali definition [কামাবান্দ] (পুরাতনী) গৃহভৃত্যদের ও অফিসের নিম্নশ্রেণির কর্মচারীদের কোমরে বাঁধতে ব্যবহৃত গামছাজাতীয় বস্ত্রখণ্ড; কোমরবন্ধ; কোমরবন্ধনী
  • English Word cumulative Bengali definition [কিয়ূমিয়ূলাটিভ্‌ America(n) কিয়ূমিয়ূলেইটিভ্‌] (adjective) ক্রমবর্ধমান
  • English Word cumulus Bengali definition [কিয়ূমিয়ুলাস্‌] (noun) (plural cumuli [কিয়ূমিয়ুলাই] (মেঘ সম্বন্ধে) পুঞ্জ পুঞ্জ
  • English Word cuneiform Bengali definition [কিয়ূনিফোম্‌] (adjective) কীলকাকার; প্রাচীন পারসিক ও অ্যাসিরীয় হস্তলিপিতে ব্যবহৃত পদ্ধতি
  • English Word cunning 1 Bengali definition [কানিং] (adjective) (১) ধূর্ত(২) (প্রাচীন প্রয়োগ) দক্ষ: a cunning carpenter. (৩) (America(n)) আকর্ষণীয়; সুদর্শন: a cunning baby. cunningly (adverb) ধূর্ততার সঙ্গে।