C পৃষ্ঠা ৫
- English Word candidate Bengali definition [ক্যান্ডিডাট্ America(n) ক্যান্ডিডেইট্] (noun) (১) প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী। (২) পরীক্ষার্থী। candidature [ক্যান্ডিডাচা(র্)] (noun) প্রার্থিতা।
- English Word candied Bengali definition দ্রষ্টব্য candy.
- English Word candle Bengali definition [ক্যান্ড্ল্] (noun) মোমবাতি; দীপ। burn the candle at both ends (প্রবাদ) অধিক শক্তি ব্যয় করে ফেলা; খুব ভোর থেকে অধিক রাত পর্যন্ত কাজ করা। can’t / is not fit to hold a candle to (প্রবচন) তুলনার যোগ্য নয়; পায়ের নখের যোগ্য নয়। The game is not worth the candle (প্রবাদ) খাজনার চেয়ে বাজনা বেশি। candlelight (noun) মোমের আলো। candle-power (noun) আলো মাপার এককবিশেষ; মোমশক্তি: a twenty candle power lamp. candlestick (noun) মোমদানি; পিলসুজ।
- English Word candour Bengali definition (America(n)= candor) [ক্যান্ডা(র্)] (noun) অকপটতা; সারল্য; স্পষ্টবাদিতা।
- English Word candy Bengali definition [ক্যান্ডি] (noun) (১) (অপিচ sugar- candy) [uncountable noun] বারবার জ্বাল দিয়ে শক্ত পিণ্ডে পরিণত করা চিনি; মিছরি; [countable noun] (কেবল America(n); British/Britain: sweet(s) সাধারণত ফলের রস, দুধ, বাদাম ইত্যাদি যুক্ত এবং স্বাদগন্ধের জন্য অন্যান্য উপকরণ মিশ্রিত পক্ব চিনি, সিরাপ ইত্যাদির সাকার খণ্ড; মিঠাই; সীতাখণ্ড। □ (verb transitive), (verb intransitive) (১) (ফল ইত্যাদি) চিনিতে জ্বাল দিয়ে সংরক্ষণ করা; মোরব্বা বানানো: candied cherries. (২) চিনির দানায় পরিণত করা।
- English Word candytuft Bengali definition [ক্যান্ডিটাফ্ট্] (noun) সাদা, গোলাপি বা নীললোহিত বর্ণের ফুলের উদ্যান-উদ্ভিদবিশেষ।
- English Word cane Bengali definition [কেইন্] (noun) (১) [uncountable noun] সমষ্টিগতভাবে এবং আসবাব ইত্যাদি তৈরির উপাদান হিসেবে বড় নল কিংবা তৃণসদৃশ উদ্ভিদের (যেমন বাঁশ, আখ) দীর্ঘ, ফাঁপা, গ্রন্থিযুক্ত কাণ্ড অথবা [countable noun] এসব উদ্ভিদের একক কাণ্ড কিংবা কাণ্ডের অংশবিশেষ (যেমন উদ্ভিদের আলম্ব কিংবা যষ্টি): cane-chair, বেতের চেয়ার; canefruit, যেসব ফল মাচার উপরে ফলানো হয় । canesugar (noun) আখের চিনি। (২) (শিশুদের শাস্তি দিতে) বেত। get the cane বেত খাওয়া। □ (verb transitive) বেত মারা।
- English Word canine Bengali definition [কেইনাইন্] (adjective) কুকুর-সম্বন্ধীয়; কুক্করীয়। caninetooth (noun) (মানুষের) শ্বদন্ত বা ছেদক দন্ত।
- English Word canister Bengali definition [ক্যানিসটা(র্)] (noun) (১) চা ইত্যাদি রাখার জন্য (সাধারণত ধাতুনির্মিত) ঢাকনাযুক্ত পাত্র; ক্যানেস্তারা; টিন। (২) বেলনাকৃতি পাত্রবিশেষ, যা বিক্ষিপ্ত হলে বা কামান থেকে উৎক্ষিপ্ত হলে বিস্ফোরিত হয়ে অভ্যন্তরস্থ আধেয় ছড়িয়ে দেয়; গোলা; ক্যানেস্তারা: a tear-gas canister.
- English Word canker Bengali definition [ক্যাঙ্কা(র্)] (noun) (১) [uncountable noun] বৃক্ষাদির ক্ষয়রোগবিশেষ; মানুষের মুখে এবং কুকুর, বিড়াল ইত্যাদির কানে ক্ষতসৃষ্টিকারী রোগবিশেষ। (২) (লাক্ষণিক) ক্ষয়কর অশুভ প্রভাব বা প্রবণতা; দুষ্টক্ষত। □ (verb transitive) দুষ্টক্ষতের দ্বারা ধ্বংস করা; দুষ্টক্ষতস্বরূপ হওয়া। cankerous [ক্যাঙ্কারাস্] (adjective) দুষ্টক্ষতসদৃশ; দুষ্টক্ষতঘটিত; ক্ষতোৎপাদক।
- English Word canna Bengali definition [ক্যানা] (noun) উজ্জ্বল হলুদ, লাল বা কমলা রঙের ফুলবিশেষ; উক্ত ফুলের গাছ; সর্বজয়া; কলাবতী।
- English Word cannabis Bengali definition [ক্যানাবিস্] (noun) [uncountable noun] ভাং; গাঁজা; হাশিশ; চরস। দ্রষ্টব্য hemp.
- English Word cannibal Bengali definition [ক্যানিব্ল্] (noun) (মানুষ) নরখাদক; রাক্ষস; যে পশু স্বজাতীয়ের মাংস ভক্ষণ করে; স্বজাতিখাদক; (attributive(ly)) নরখাদক সম্বন্ধীয়; রাক্ষুসে; a cannibal feast. cannibalism [ক্যানিবালিজাম্] স্বজাতীয় জীবের মাংস ভক্ষণের অভ্যাস; স্বজাতিভক্ষণ। cannibalistic [ক্যানিবালিস্টিক্] (adjective) রাক্ষুসে। cannibalize[ক্যানিবালাইজ্] (verb transitive) বিকল যন্ত্র থেকে যন্ত্রাংশ নিয়ে একই রকম অন্য যন্ত্রে তা ব্যবহার করা।
- English Word cannon Bengali definition [ক্যানান্] (noun) (১) (collective; plural- এর স্থলে প্রায়ই 'singular ব্যবহৃত হয়) (বিশেষত ধাতুর তৈরি নীরেট গোলানিক্ষেপক, প্রাচীন) কামান; (এতে ব্যবহৃত গোলাকে cannon ball বলা হয়। আধুনিক অস্ত্রের ক্ষেত্রে gun ও shell শব্দ ব্যবহৃত হয়)। (২) আধুনিক সামরিক বিজ্ঞানে ব্যবহৃত গোলানিক্ষেপক ভারী, স্বয়ংক্রিয় কামান। cannon-fodder (noun) যুদ্ধে অপচয়যোগ্য বলে বিবেচিত সৈনিক বা অন্য মানুষের দল; কামানের ইন্ধন। cannonade [ক্যানানেইড্] কামানের অবিশ্রান্ত গোলাবর্ষণ। cannon into somebody/something কারো/কোনো কিছুর সঙ্গে প্রচণ্ড ধাক্কা খাওয়া।
- English Word cannot Bengali definition [ক্যানাট্] দ্রষ্টব্য can 2.
- English Word canny Bengali definition [ক্যানি] (adjective) (cannier, canniest) (বিশেষত অর্থ সম্বন্ধে) হুঁশিয়ার; চতুর; বিচক্ষণ। cannily (adverb) চতুরভাবে; বিচক্ষণতার সঙ্গে।
- English Word canoe Bengali definition [কানূ] (noun) ডিঙিজাতীয় নৌকাবিশেষ। □ (verb transitive) ডিঙিতে চড়া। canoeist (noun) ডিঙির চালক।
- English Word canon Bengali definition [ক্যানান্] (noun) (১) গির্জা কর্তৃক বিজ্ঞাপিত বিধি বা বিধান: canon law, গির্জার বিধান। (২) যে সর্বজনীন মান বা মূলসূত্র অনুযায়ী কোনো কিছুর বিচার করা হয়; বিধি; বিধান: the canons of conduct/good taste. (৩) যথার্থ বলে স্বীকৃত রচনাবলি; খ্রিষ্টীয় ধর্মসঙ্ঘ কর্তৃক যথার্থ বলে স্বীকৃত বাইবেলের পুস্তকাবলি: the canon scripture; the Chaucer canon. (৪) কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত তালিকা; আধিকারিক তালিকা। (৫) ক্যাথিড্রালে নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত পাদরিমণ্ডলীর একজন (উপাধি the Rev canon). দ্রষ্টব্য chapter (৩)।
- English Word cañon 2 Bengali definition [ক্যানিয়ান্] দ্রষ্টব্য canyon.
- English Word canonical Bengali definition [ক্যান্নিক্ল্] (adjective) গির্জার অনুশাসন অনুযায়ী; অনুমোদিত; বিধিসম্মত: canonical books; canonical dress, পাদরিদের পরিধান।
- English Word canonize Bengali definition [ক্যানানাইজ্] (verb transitive) (Roman Catholic ধর্মসঙ্ঘ) সিদ্ধ [দ্রষ্টব্য saint (৩)] বলে, ধর্মীয় অধিকারবলে ঘোষণা করা; (কথ্য) স্থায়ীভাবে ক্ষমতা দান করা। canonization [ক্যানানাইজেইশ্ন্ America(n) ক্যানানিজেইশ্ন্] (noun) সিদ্ধ ঘোষণা; স্থায়ী ক্ষমতাপ্রদান।
- English Word canoodle Bengali definition [ক্যানূড্ল্] (verb) নিবিড়ভাবে জড়িয়ে ধরা; আলিঙ্গন করা; আদর বা সোহাগ করা: Mother loves to canoodle her child. canoodling (noun) আলিঙ্গন, জড়াজড়ি: cheerful room with balcony seating perfect for spying or canoodle.
- English Word canopy Bengali definition [ক্যানাপি] (noun) (plural canopies) চাঁদোয়া; চন্দ্রাতপ; শামিয়ানা; বিমানে ককপিটের উপরের আচ্ছাদন; (লাক্ষণিক) মাথার উপর যেকোনো আচ্ছাদন: the canopy of the heavens, আকাশ: a canopy of leaves, পল্লববিতান।
- English Word cant 1 Bengali definition [ক্যান্ট্] (noun) [uncountable noun] (১) কপটবাক্য (বিশেষত কপট ধার্মিকতাসূচক); ভণ্ডোক্তি; ভণ্ডামি। (২) কোনো শ্রেণি বা সম্প্রদায়ের বিশেষ বুলি বা শব্দ; অবভাষা; বিভাষা: thieves’ cant; (attributive(ly)) a cant phrase.
- English Word cant 2 Bengali definition [ক্যান্ট্] (noun) ঢালু বা কাত করা অবস্থা। □ (verb transitive), (verb intransitive) কাত করা/হওয়া: cant a boat for repairs.
- English Word cantaloup, cantaloupe Bengali definition [ক্যানটালূপ্] (noun) ফুটি বা খরমুজ।
- English Word cantankerous Bengali definition [ক্যানট্যাঙ্কারাস্] (adjective) বদমেজাজি; কলহপ্রিয়।
- English Word cantata Bengali definition [ক্যান্টা:টা] (noun) মূল গায়ক এবং দোহারগণ পরিবেশিত নাটকীয় কাহিনিনির্ভর এক ধরনের সংক্ষিপ্ত গান; গীতিকা। দ্রষ্টব্য oretorio, opera.
- English Word canteen Bengali definition [ক্যান্টীন্] (noun) (১) (বিশেষত কারখানা, অফিস, সৈন্যাবাসে) যে স্থলে খাদ্য ও পানীয় বিক্রি হয় এবং কিনে খাওয়া হয়; ক্যান্টিন। (২) তৈজসপত্র ও ছুরি-কাঁটা রাখার বাক্স বা ভাণ্ড: a canteen of cutlery, ছুরি-কাঁটার বাক্স। সৈন্যদের পানাহারের পাত্র।
- English Word canter Bengali definition [ক্যান্টা(র্)] (noun) (ঘোড়া) গতিবিশেষ; চার পায়ে ঘোড়ার দ্রুততম গতির চেয়ে কিছুটা কম গতি; রেচিত; অর্ধবল্গিত: The horse was running at a canter. □ (verb transitive), (verb intransitive) অর্ধবল্গিতগতিতে ঘোড়া ছোটানা।