C পৃষ্ঠা ৪
- English Word camel Bengali definition [ক্যাম্ল্] (noun) উট; উষ্ট্র। cameleer (noun) উষ্ট্রচালক। cameline (adjective) ঔষ্ট্র। camelish (adjective) উষ্ট্রসুলভ; একগুঁয়ে। camel-corps (noun) উষ্ট্রারোহী সেনাদল। camel-hair (noun) উষ্ট্রালোম; শিল্পীদের তুলির উপকরণ হিসেবে কাঠবিড়ালির লেজের লোম; উটের লোমের তৈরি মোটা নরম কাপড়বিশেষ।
- English Word camellia Bengali definition [কামীলিআ] (noun) উজ্জ্বল পাতা এবং সাদা, লাল বা পাটল বর্ণের গোলাপসদৃশ পুষ্পবিশিষ্ট চীন ও জাপান দেশীয় গুল্মবিশেষ; উক্ত ফুল; ক্যামেলিয়া।
- English Word Camembert Bengali definition [ক্যামাম্বেআ(র্)] (noun) (ফরাসি) ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলে উৎপন্ন নবনীসমৃদ্ধ নরম পনিরবিশেষ; কামঁবের।
- English Word cameo Bengali definition [ক্যামিওউ] (noun) (plural cameos [ক্যামিওউজ্]) (১) বিশেষত দ্বিবর্ণবিশিষ্ট মণিবিশেষ, যার উপর মূর্তি খোদাই করে অলংকাররূপে ব্যবহার করা হয়; ক্যামেও। (২) কোনো ব্যক্তি, ঘটনা, স্থান ইত্যাদির সারভূত গুণাবলি-প্রকাশক সংক্ষিপ্ত রচনা বা অভিনয়াংশ; চুম্বকনাট্য।
- English Word camera Bengali definition [ক্যামারা] (noun) (১) ক্যামেরা: film/movie/TV camera. cameraman [ক্যামারাম্যান্] (noun) (plural cameramen) চিত্রগ্রাহক; ক্যামেরাম্যান। (২) in camera (লাক্ষণিক) বিচারকের খাসকামরায়, বিচারালয়ে নয়; একান্তে; রুদ্ধদ্বার।
- English Word camomile, chamomile Bengali definition [ক্যামামাইল্] (noun) [uncountable noun] ডেইজিসদৃশ পুষ্পবিশিষ্ট সুগন্ধ ওষুধিবিশেষ; ওষুধরূপে ব্যবহৃত উক্ত ওষুধির শুষ্ক পাতা ও ফুল; ক্যামোমিল।
- English Word camouflage Bengali definition [ক্যামুফ্লা:জ্] (noun) [uncountable noun] (১) যা কোনো কিছুর উপস্থিতি বা স্বরূপ-উপলব্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে; কপটবেশ; কূটবেশ: Many animals make use of their colour as a natural camouflage against their enemies. (২) (যুদ্ধে) শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য রং, জাল, গাছের ডাল ইত্যাদির সাহায্যে সৃষ্ট মিথ্যা প্রতিভাস; ধোঁকার টাটি; কূটাবরণ। □ (verb transitive) ধূম্রজাল সৃষ্টি করা; চোখে ধুলা দেওয়া; কূটাবরণের সাহায্যে শত্রুকে প্রতারিত করা; কূটবেশ ধারণ করা।
- English Word camp 1 Bengali definition [ক্যাম্প্] (noun) (১) যে স্থানে লোকে (যেমন অবকাশযাপনকারী, সৈনিক, বয়স্কাউট, অনুসন্ধাতা) তাঁবু বা কুটিরে কিছুকালের জন্য অবস্থান করে; শিবির; ছাউনি: be in a camp; pitch a camp, strike/break up camp, (তাঁবু ইত্যাদি) গুটানো। camp-bed/ campchair/ campstool (noun) ক্যাম্পখাট; ক্যাম্পচেয়ার; ক্যাম্পটুল। camp-fire (noun) খোলা আকাশের নিচে প্রজ্বলিত কাঠ ইত্যাদির আগুন; তাঁবুর আগুন। camp-follower (noun) পণ্য বা সেবা বিক্রির জন্য যে ব্যক্তি (অসৈনিক) কোনো সেনাবাহিনীর অনুসরণ করে; সেনাচর। অপিচ দ্রষ্টব্য concentration camp. camping-site (noun) যে স্থলে সাধারণত অবকাশযাপনের উদ্দেশ্যে কিছুদিনের জন্য তাঁবু খাটিয়ে বসবাসের অনুমতি দেওয়া হয় এবং যেখানে প্রায়ই প্রক্ষালন ইত্যাদির ব্যবস্থা থাকে; অবকাশযাপন-শিবির। (২) (বিশেষত ধর্ম ও রাজনীতিতে) একই মতাবলম্বী ব্যক্তিবর্গ; শিবির: We’re in the same camp. □ (verb intransitive) camp (out) তাঁবু বা শিবিরে বাস করা; তাঁবু পাড়া/পোঁতা/ফেলা: Are you camping here? go camping তাঁবু ইত্যাদিতে ছুটি কাটানো: They intend to go camping this summer. camper (noun) camping (noun) (ground) [uncountable noun]: a camping holiday শিবিরের অবকাশযাপন।
- English Word camp 2 Bengali definition [ক্যাম্প্] (adjective) (কথ্য) অতিরঞ্জিতভাবে জাঁকালো/ভঙ্গিপ্রধান: camp acting; ইচ্ছাকৃতভাবে এবং কৌতুকজনকভাবে সেকেলে: such camp old blustering plays. কৃত্রিমভাবে মেয়েলি: a camp walk. □ (noun) উক্ত ধরনের অতিরঞ্জন ও কৃত্রিম আচরণ। □ (verb intransitive), (verb transitive) camp (it up) উক্ত প্রকার আচরণ করা।
- English Word campaign Bengali definition [ক্যাম্পেইন্] (noun) [countable noun] সাধারণত একই এলাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে অনেকগুলো সামরিক তৎপরতা; সমরাভিযান; বিশেষ উদ্দেশ্য সাধনে পরিকল্পিত প্রজম্মপরম্পরা অভিযান; প্রচারাভিযান: a political campaign; a campaign to raise funds. □ (verb intransitive) অভিযান পরিচালনা করা; অভিযানে অংশ নেওয়া। □ (noun) campaigner অভিযানকারী: He is an old campaigner, পরিস্থিতি সামাল দেওয়ার প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন; ঝানু/পোড়খাওয়া লোক।
- English Word campanile Bengali definition [ক্যাম্পানীলি] (noun) গির্জার (সাধারণত পৃথক) ঘণ্টাঘর।
- English Word camphor Bengali definition [ক্যাম্ফা(র্)] (noun) [uncountable noun] কর্পূর। camphorball (noun) কীটপতঙ্গ থেকে বস্ত্রাদি সংরক্ষণে কর্পূরের ছোট গুলি; কর্পূরের গোল্লা। camphorated [ক্যাম্ফারেইটিড্] (adjective) কর্পূরীয়; কর্পূরমিশ্রিত।
- English Word campion Bengali definition [ক্যাম্পিআন্] (noun) [uncountable noun] পথের ধারে বা মাঠে উদগত (বিভিন্ন ধরনের) সাদা বা লাল রঙের সুপরিচিত বুনোফুল এবং ঐ ফুলের গাছ; ঘাসফুল।
- English Word campus Bengali definition [ক্যাম্পাস্] (plural campuses ক্যাম্পাসিজ্) কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এলাকা; ক্যাম্পাস।
- English Word can 1 Bengali definition [ক্যান্] (noun) (১) তরল পদার্থ ইত্যাদি রাখার সাধারণত ঢাকনাওয়ালা ধাতবপাত্র; ক্যানেস্তারা: oil-can, milk-can. carry the can for (somebody) (অপশব্দ) দোষের ভাগী হওয়া; নিজের ঘাড়ে দোষ নেওয়া। (be) in the can (ফিল্ম; ভিডিও-টেপ) ধারণকৃত ছবিসহ ব্যবহারের জন্য প্রস্তুত। (২) (পূর্বে কেবল America(n) এখন ব্রিটেনেও) খাদ্য, পানীয় ইত্যাদির জন্য টিনের তৈরি বায়ুনিরোধক পাত্র; উক্ত পাত্রের আধেয়; টিন; a can of beer/mangoes. দ্রষ্টব্য tin. (৩) (America(n) অপশব্দ) ফাটক। □ (verb intransitive) (canned, canning, cans) (খাদ্য ইত্যাদি) টিনে বায়ুমুক্ত অবস্থায় বন্ধ করা; সংরক্ষণ করা; টিনজাত করা: canned beef; canned music (অপশব্দ) রেকর্ড ইত্যাদিতে ধারণকৃত সংগীত। canned [ক্যান্ড্] (adjective) মাতাল। cannery [ক্যানারি] (noun) যেখানে খাদ্য ইত্যাদি টিনজাত করা হয়।
- English Word can 2 Bengali definition [কান্; জোরালো রূপ: ক্যান্] modal (negative(ly) cannot [ক্যানাট্] বা' can’t [কা:ন্ট্ America(n) ক্যান্ট্]) past tense could [কাড্; জোরালো রূপ: কুড্], negative(ly) couldn’t [কুড্ন্ট্] (১) পারা: Can you climb that wall? (Could অতীতে কোনো কিছু করার শক্তি বা ক্ষমতা নির্দেশ করে): He could read and write at the age of five. উক্ত বা উহ্য শর্ত নির্দেশের জন্য if-clause এ could ব্যবহৃত হয়: Could you climb that tree (অর্থাৎ চেষ্টা করলে এখন)? (উল্লেখ্য যে অতীতকালে কোনো বিচ্ছিন্ন কর্মের ক্ষেত্রে শর্ত ছাড়া could-এর প্রয়োগ হয় না। তার বদলে be able to, manage to কিংবা succeed in (doing something) ব্যবহার করা শ্রেয়): When the house collapsed, we were able to/managed to get out. (২) (সংবোধমূলক ক্রিয়াপদের সঙ্গে কিংবা সরল কালের স্থলে সচরাচর can ব্যবহৃত হয়। তাতে অর্থের কোনো পরিবর্তন ঘটে না) পাওয়া: I can see the bus coming. (৩) (কথ্যরীতিতে অনুমতি বোঝাতে may-র স্থলে can ব্যবহৃত হয়) পারা: You can come in. (৪) (সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্দেশে can/could ব্যবহৃত হয়) পারা: He left at five O’clock-he can/could (= may) be at home by now. (৫) (বিস্ময়, কিংকর্তব্যবিমূঢ়তা, অধৈর্য ইত্যাদি নির্দেশ করতে প্রশ্নবোধক বাক্যে (বিশেষত whatever, where, how-এর সঙ্গে। এক্ষেত্রে can-এর জোরালো রূপ ব্যবহৃত হয়) পারা: How can/could he be so insolent? (৬) (স্বভাবসিদ্ধতা/স্বাভাবিক প্রভৃতি বোঝাতে can/could ব্যবহৃত হয়। প্রায়ই পৌনঃপুন্যসূচক adverbials (যেমন at times, sometimes)-ও উপস্থিত থাকে) পারা: He can sometimes be very rude. (৭) (ইচ্ছা করা বোঝাতে could ব্যবহৃত হয়): He could blow his brains out. (৮) (কথ্যরীতিতে আদেশের প্রবলতাসহ অবশ্যকর্তব্য নির্দেশে can ব্যবহৃত হয়) পারা: Tell Mr Hardy that he can get the letter typed now. (৯) শিষ্টাচারসম্মত অনুরোধে can/could ব্যবহৃত হয়; দ্রষ্টব্য will 1 (৩): Could you close the door? দয়া করে দরজাটা বন্ধ করুন।
- English Word can't Bengali definition [কা:ন্ট্ America(n) ক্যান্ট্]= cannot, দ্রষ্টব্য cant 2.
- English Word Canadian Bengali definition [কানেইডিআন্] (noun), (adjective) কানাডীয়।
- English Word canal Bengali definition [কান্যাল্] (noun) (১) (মানুষের কাটা) খাল। canalboat (noun) খালে চালিত লম্বা সরু নৌকাবিশেষ, যা অনেক সময়ে ঘোড়া দিয়েও টানানো হয়; ছিপ নৌকা। (২) উদ্ভিদ বা জীবদেহে খাদ্য বায়ু ইত্যাদির জন্য নালি বা নল: the alimentary canal, পৌষ্টিকনালি। canalize [ক্যানালাইজ্] (verb intransitive) (নদীকে বাঁধ ইত্যাদির সাহায্যে সোজা করে) খালে পরিণত করা; (লাক্ষণিক) পরিচালিত/এক খাতে প্রবাহিত করা: canalize one’s energies into humanitarian efforts. canalization [ক্যানালাইজেইশ্ন্ America(n) ক্যানালিজেইশ্ন্] (noun) প্রণালিভূতকরণ।
- English Word canapé Bengali definition [ক্যানাপেই America(n) ক্যানাপেই] (noun) (ফরাসি) মসলাদিযুক্ত মাছ; পনির ইত্যাদি মাখানো রুটির পাতলা টুকরা; কানাপে।
- English Word canard Bengali definition [ক্যানা:ড্] (noun) (ফরাসি) মিথ্যা বৃত্তান্ত; গুজব; রটনা।
- English Word canary Bengali definition [কানেআরি] (১) (noun) (plural canaries) (১) (অপিচ canarybird) সাধারণত পিঞ্জরাবদ্ধ; পীত পালকযুক্ত; ছোট গানের পাখিবিশেষ; ক্যানারি; [uncountable noun] উক্ত পাখির হালকা হলুদ রং। (২) (অপিচ canarywine) ক্যানারি দ্বীপপুঞ্জের সুমিষ্ট সাদা মদ।
- English Word canasta Bengali definition [কান্যাস্তা] (noun) দুই তাড়া তাস নিয়ে দুই থেকে ছয় খেলোয়াড়ের খেলাবিশেষ; ক্যানাস্তা।
- English Word cancan Bengali definition [ক্যান্ক্যান্] (noun) (সাধারণত the cancan) উদ্দাম, প্রাণবন্ত নৃত্যবিশেষ; দীর্ঘ স্কার্ট-পরিহিত রমণীরা দল বেঁধে উঁচুতে পা ছুড়ে এই নাচ নেচে থাকেন; ক্যানক্যান।
- English Word cancel Bengali definition [ক্যান্স্ল্] (verb transitive), (verb intransitive) (cancelled, cancelling, cancels, America(n) canceled, canceling cancels ) (১) (শব্দ বা সংখ্যা) কেটে (বাদ) দেওয়া; (ডাকটিকিট ইত্যাদির পুনর্ব্যবহারের প্রতিকার হিসেবে) ছাপ মারা: cancelled stamps. (২) বাতিল/রদ করা: The meeting was cancelled. (৩) cancel out (পাটিগণিত) (লব ও হর) পরস্পর সমান হওয়া; কাটাকাটি হওয়া/করা; (লাক্ষণিক) পারস্পরিকভাবে বাতিল হওয়া/করা: The propositions cancel (each other)out. cancellation[ক্যান্সালেইশ্ন্] (noun) [uncountable noun] বাতিলকরণ; [countable noun] বাতিল করার চিহ্ন; ছাপ।
- English Word cancer Bengali definition [ক্যানসা(র্)] (noun) [countable noun, uncountable noun] ক্যান্সার; (লাক্ষণিক) (যেমন সমাজের)দুষ্ট ক্ষত। cancerous [ক্যান্সারাস্](adjective) ক্যান্সারসদৃশ; ক্যান্সার-আক্রান্ত।
- English Word Cancer 2 Bengali definition [ক্যান্সা(র্)] (noun) Tropic of Cancer কর্কটক্রান্তি; উত্তরায়ণ; কর্কট রাশি।
- English Word candela Bengali definition [ক্যান্ডেইলা] (noun) আলোর তীব্রতা পরিমাপের একক; ক্যান্ডেলা।
- English Word candelabrum Bengali definition [ক্যান্ডিলা:ব্রাম্] (noun) (plural candelabra [ব্রা) ঝাড়বাতিদান।
- English Word candid Bengali definition [ক্যানডিড্] (adjective) (১) frank; অকপট; মনখোলা; সরল. (২) candid camera মানুষের ঘরোয়া বা ভঙ্গিমাহীন ছবি তোলার ছোট ক্যামেরা। candidly (adverb) অকপটে; খোলামনে।