- aren’t [আ:ন্ট্] =are not: aren’t I? =am I not?
- ask [আ:স্ক্ America(n) অ্যাস্ক্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle asked) ১ জিজ্ঞাসা/প্রশ্ন করা; জানতে চাওয়া; চাওয়া; অনুরোধ করা: May I ask (you) your name? I asked the price. I would ask a favour of you. You have asked too much of me. You did not ask me for help.
ask after (সম্বন্ধে) জিজ্ঞাসা করা; খবর জানতে চাওয়া: Did you ask after my health?
২ নিমন্ত্রণ করা; আমন্ত্রণ জানানো; বলা: Ask him to come in.
He has been asked (out) to lunch.
ask for trouble, (কথ্য) ask for it বিপদ/ঝামেলা ডেকে আনা।
৩ প্রার্থনা করা; অনুমতি চাওয়া: Did he ask permission to leave? I would ask you to excuse me/ask to be excused.
৪ (মূল্য হিসেবে) চাওয়া: I asked (him) $500 for the car; Am I asking too much? asking price কোনো পণ্য বা সেবার জন্য যে মূল্য চাওয়া হয় এবং যা সাধারণত দর কষাকষি করে কমানো হয়; অর্থিত মূল্য।
- ice 1 [আইস্] (noun) [uncountable noun] ১ বরফ; তুষার; হিম; হিমানী।
break the ice (লাক্ষণিক) আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা; সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা; কোনো নাজুক ব্যাপারে প্রথম পদক্ষেপ নেওয়া; বরফভাঙা।
cut no ice (with somebody) প্রভাবপ্রতিপত্তি/জারিজুরি না-খাটা; হালে পানি না-পাওয়া।
keep something on ice ফ্রিজে রাখা; (লাক্ষণিক) ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা।
be skating on thin ice (লাক্ষণিক) বিপজ্জনক বা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে চলা।
dry ice, dry 1(১২) দ্রষ্টব্য২ [countable noun] বিভিন্ন ধরনের জমানো মিষ্টান্ন:water-ice, cream ice; two strawberry ices, নিচে ice-cream দ্রষ্টব্য।
৩ ( যৌগশব্দ) the ice Age (noun) তুষারযুগ; যখন উত্তর গোলার্ধের অধিকাংশ এলাকা তুষারাবৃত ছিল।
ice-axe (noun) (পাহাড়ে বরফ কেটে পা রাখার স্থান তৈরি করার জন্য পর্বতারোহীদের ব্যবহৃত) বরফকাটারি।
iceberg (noun) (সমুদ্রে ভাসমান) হিমশৈল; (লাক্ষণিক) আবেগবর্জিত মানুষ: an iceberg of a wife.
iceboat (noun) হিমায়িত হ্রদ বা সাগরের উপর ভ্রমণের জন্য পালযুক্ত নৌকা; বরফের নাও।
icebound (adjective) (পোতাশ্রয় ইত্যাদি) হিমবদ্ধ।
icebox (noun) খাবার শীতল রাখতে বরফভরতি বাক্স; হিমাধার; (America(n)) হিমায়নযন্ত্র।
icebreaker (noun) বরফ ভেঙে পথ তৈরি করার জন্য শক্তিশালী বাঁকানো সম্মুখভাগযুক্ত জাহাজ; বরফভাঙা জাহাজ।
ice-cap (noun) উঁচু কোনো কেন্দ্রস্থলের সব দিক ঘিরে বরফের স্থায়ী আবরণ; হিমমুকুট।
ice cream (noun) [countable noun, uncountable noun] মালাই বরফ; আইসক্রিম।
ice cube (noun) (হিমাগারে বরফের খাঞ্জায় জমানো) বরফের ঘনক।
ice fall (noun) হিমায়িত জলপ্রপাতের মতো দেখতে হিমবাহের খাড়া পার্শ্ব; হিমপ্রপাত।
ice field (noun) মেরুঅঞ্চলে (বিশেষত সমুদ্রে) বরফের বিশাল বিস্তার; তুষারপ্রান্তর।
ice floe [আইস্ফ্লোউ] (noun) ভাসমান বরফের বিশাল চাই; হিমরাশি।
ice-free (adjective) (বন্দর বা পোতাশ্রয়) বরফমুক্ত।
উপরে icebound দ্রষ্টব্যice hockey, দ্রষ্টব্যhockey.
ice house (noun) গ্রীষ্মকালে ব্যবহারের উদ্দেশ্যে শীতকালে বরফ মজুত করতে (সাধারণত) অংশত কিংবা সম্পূর্ণত ভূতলস্থ ভবন, বরফঘর।
ice lolly (noun) কাঠির মাথায় চিনি, ফলের রস ইত্যাদির জমানো খণ্ড; বরফচুষি।
iceman [আইস্ম্যান্] (noun) (plural icemen) (America(n)) খুচরো বরফবিক্রেতা; বরফওয়ালা।
icepack (noun) (ক) সাগরের যে অংশ ভাঙা বরফের টুকরার সমবায়ে গঠিত বৃহৎ চাকের নিচে ঢাকা পড়েছে; বরফমোড়া সাগর।
(খ) শুশ্রূষায় ব্যবহারের জন্য কুচা বরফপূর্ণ থলেবিশেষ; বরফের মোড়ক।
icepick (noun) বরফভাঙা কুড়াল।
ice rink (noun) (গৃহাভ্যন্তরে স্কেটিংয়ের জন্য কৃত্রিম) বরফচত্বর।
ice show (noun) (কৃত্রিম বরফের মেঝের উপর) স্খলনপাদুকা-পরিহিত শিল্পীদের দ্বারা পরিবেশিত বিনোদনমূলক অনুষ্ঠান; বরফবিচিত্রা।
ice-skate (noun) বরফের উপর স্কেটিং করার জন্য বুটের তলায় যুক্ত পাতলা ধাতব পাত, বরফের স্খলনপাদুকা।
□ (verb intransitive) বরফের উপর স্কেটিং করা।
ice-tray (noun) (হিমায়নযন্ত্রে বরফের ঘনক তৈরিতে) বরফের খাঞ্জা।