• Bengali Word Dutch English definition [ডাচ্] (adjective) ১ হল্যান্ডের; হল্যান্ডবাসীর বা ওলন্দাজদের অথবা তাদের ভাষা সম্পর্কে।
    (২) (কথ্য ব্যবহারসমূহ) Dutch auction যে নিলামে ক্রেতা না-পাওয়া পর্যন্ত ক্রমশ দাম কমানো হয়। Dutch courage মদ্যপানের ফলে সঞ্চারিত সাহস। Dutch treat যে ভোজ বা উৎসবে অংশগ্রহণকারীরা নিজ নিজ ব্যয়ভার বহন করে। go Dutch (with somebody) খরচের অংশ বহন করা। talk to somebody like a Dutch uncle খোলাখুলি কিন্তু দৃঢ়ভাবে কাউকে তিরস্কার বা ভর্ৎসনা করা। □(noun) the Dutch হল্যান্ডের জনগণ। (২) হল্যান্ডবাসীদের ভাষা। double Dutch অবোধ্য ভাষা। Dutchman হল্যান্ডবাসী; ওলন্দাজ।