Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unicellular Bengali definition [ইঊনিসেল্যিউলা(র্‌)] (adjective) এককোষী
  • English Word unicorn Bengali definition [ইঊনিকোন্‌] (noun) (রূপকথায়) একশিংওয়ালা অশ্বসদৃশ প্রাণিবিশেষ; (আভিজাতিক চিহ্নরূপে) সিংহের লেজযুক্ত উক্ত প্রাণীর প্রতিরূপ; ইউনিকর্ন; একশৃঙ্গ।
  • English Word unidentified Bengali definition [আনাইডেন্‌টিফাইড্‌] (adjective) অশনাক্তunidentified flying object (সংক্ষেপ UFO [ইঊএফ্‌ও] বা [ইঊফো]) দ্রষ্টব্য fly ভুক্তিতে flying saucer.
  • English Word uniform Bengali definition [ইঊনিফোম্] (adjective) একই; সমান; একরূপ; সমরূপ: boxes of uniform size; a uniform temperature. □টিভ্‌] (adjective) অকল্পনীয়; কল্পনাতীত; অভাবনীয়। (noun) কোনো সংগঠনের সব সদস্যের পরিধেয় পোশাক; উর্দি। in uniform উর্দিপরা; উর্দিতে। uniformed (adjective) উর্দিপরিহিত। সমভাবে; সমরূপে। uniformly (adverb) [ইঊ্যনিফোমাটি] (noun) [uncountable noun] সমান অবস্থা; সমরূপতা; একরূপতা।
  • English Word unify Bengali definition [ইঊনিফাই] (verb transitive) (past tense, past participle unified) (১) একীভূত করা; ঐক্যবদ্ধ করা(২) সমরূপ/একরূপ করাunification [ইঊনিফিকেইশ্‌ন্‌] (noun) একত্রীকরণ; একীকরণ; একীভবন।
  • English Word unilateral Bengali definition [ইঊনিল্যাট্‌রাল্] (adjective) একপাক্ষিক; একতরফা: a unilateral declaration of independence, (সংক্ষেপ UDI) unilateraly [ইঊনিল্যাট্‌রালি] (adverb) একতরফা; একপাক্ষিকভাবে।
  • English Word unimaginable Bengali definition [আনিম্যাজিনাব্‌ল্‌] (adjective) অকল্পনীয়; কল্পনাতীত; অভাবনীয়
  • English Word unimaginative Bengali definition [আনিম্যাজিনাটিভ্‌] (adjective) কল্পনাশক্তিহীন
  • English Word unimpaired Bengali definition [আনিম্‌পেআড্‌] (adjective) অক্ষত; অটুট
  • English Word unimpeachable Bengali definition [আনিমপীচাব্‌ল্‌] (adjective) অনিন্দ্য; তর্কাতীত; সন্দেহাতীত; অনভিশংসনীয়: unimpeachable honesty.
  • English Word unimpeded Bengali definition [আনিম্‌পীডিড্] (adjective) অব্যাহত; অপ্রতিবন্ধ
  • English Word unimpressive Bengali definition [আনিম্‌প্রেসিভ্‌] (adjective) ছাপ ফেলে না বা প্রভাব বিস্তার করে না এমন; অপ্রভবিষ্ণু
  • English Word uninformed Bengali definition [আনিম্‌ফোমড্‌] (adjective) (বিশেষত) পর্যাপ্তভাবে প্রভাবিত নয় বা পর্যাপ্ত তথ্যোপকরণ ব্যতিরেকে কৃত; অনবিহিত; অজ্ঞ; তথ্যানভিজ্ঞ; বেখবর: uninformed criticism.
  • English Word uninhibited Bengali definition [আনিন্‌হিবিটিড্] (adjective) আভ্যাসিক কুণ্ঠা বা সংকোচ থেকে মুক্ত (দ্রষ্টব্য inhibit); প্রথানুগত মানুষের মধ্যে সামাজিক ও নৈতিক ধারা থেকে মুক্ত; নির্বাধ
  • English Word uninspired Bengali definition [আনিন্‌স্‌ফাইআড্‌] (adjective) মামুলি; সাদামাটা; অননুপ্রাণিত; নিষ্প্রাণ: an uninspired lecture.
  • English Word uninterested Bengali definition [আন্‌ইনট্রাস্‌টিড্] (adjective) আগ্রহহীন; আগ্রহশূন্য
  • English Word union Bengali definition [ইঊনিআন্] (noun) [uncountable noun, countable noun] (১) একীভবন; একীকরণ; মিলন; ঐক্য; ইউনিয়ন; একীনতা: the Universal Postal Union. the Union (ক) (১৭০৭ সালে) ইংল্যান্ড ও স্কটল্যাল্যান্ডের ঐক্য। (খ) মার্কিন যুক্তরাষ্ট্র। the Union Jack ব্রিটিশ পতাকা। (২) [uncountable noun, countable noun] একমত বা সামঞ্জস্যপূর্ণ হওয়ার অবস্থা; ঐক্য; মিলন: live in perfect union; A union, শুভমিলন (বিবাহ)। (৩) [countable noun] সমিতি; সংঘ। বিশেষত trade union দ্রষ্টব্য trade 1 (১)। (৪) the Union কোনো কোনো বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে সাধারণ সমিতি(৫) [countable noun] সংযোগ(৬) union suit, (America(n))= combinations(৪) unionist [ইঊনিইস্‌ট্‌] (noun) [countable noun] (১) শ্রমিকসংঘের সদস্য বা সমর্থক(২) Unionist (ক) (British/Britain রাজনীতি) স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যে ব্যক্তি আয়ারল্যান্ডকে স্বাধীনতাদানের বিরোধী ছিলেন। (খ) গৃহ যুদ্ধের সময় আমেরিকার ফেডারেল সরকারের সমর্থক; রাষ্ট্র, ফেডারেশন ইত্যাদি থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরোধী; ঐক্যবাদী।
  • English Word unique Bengali definition [ইঊনিক্] (adjective) অদ্বিতীয়; অনন্য; একমাত্র। অনন্যরূপে; অনন্যসাধারণভাবে। uniqueness (noun) অনন্যতা।
  • English Word unisex Bengali definition [ইউনিসেক্‌স্‌] (adjective) (পোশাক) নারীপুরুষ উভয়ের ব্যবহারোপযোগী
  • English Word unison Bengali definition [ইঊনিস্‌ন্‌] (noun) (in) unison মিল; ঐক্য: sign in unison, সমস্বরে গাওয়া; act in unison, একসঙ্গে কোনোকর্মে রত হওয়া।
  • English Word unit Bengali definition [ইঊনিট] (noun) [countable noun] (১) স্বয়ংসম্পন্ন বলে বিবেচিত একক ব্যক্তি, বস্তু বা দল; একাঙ্ক: (সামরিক) an armoured unit. (২) (মাপের বা পরিমাপের) একক: the monetary unit. (৩) ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা; ১(৪) (যৌগশব্দ) central procession unit, দ্রষ্টব্য central (১). kitchen unit রান্নাঘরের সাজসরঞ্জাম (যেমন তাকসহ সিংক, পানি নিষ্কাশনের জন্য বোর্ড ইত্যাদি) যা অনুরূপ নকশা ও আকৃতির সরঞ্জামের সঙ্গে দেওয়ালের সঙ্গে লাগানো যায়। SI units (ফরাসি Systéme International) প্রধান সাতটি এককের উপরে ভিত্তি করে নির্ণীত বৈজ্ঞানিক পরিমাপের আন্তর্জাতিকভাবে গৃহীত পদ্ধতি (দ্রষ্টব্য ampere, candela, Kelvin, kilo- ভুক্তিতে kilogram, metre, mole 2. second); আন্তর্জাতিক পরিমাপপ্রণালির একক। visual display unit কম্পিউটারের সঙ্গে সংযুক্ত টেলিভিশনের পরদার অনুরূপ পরদা, যাতে কম্পিউটারের সঞ্চিত তথ্যাদি প্রদর্শন করা যায়; আক্ষিক প্রদর্শন ইউনিট। unit furniture এক সঙ্গে ব্যবহার করার জন্য অনুরূপ নকশা, উপাদান ইত্যাদির আসবাবপত্র; একরূপ আসবাবপত্র। unit trust যে ন্যাস বা ট্রাস্ট বহুসংখ্যক ও বহুবিধ স্টকে অর্থ বিনিয়োগ করে এবং (ইউনিট নামে অভিহিত) সনদ প্রদান করে- এই সনদের উপর লভ্যাংশ দেওয়ার ব্যবস্থা থাকে।
  • English Word Unitarian Bengali definition [ইঊনিটেআরিআন্] (noun) খ্রিষ্টান গির্জা সংগঠনবিশেষের সদস্য, যিনি ত্রিত্বতত্ত্বে বিশ্বাস করেন না, ঈশ্বরের একক ব্যক্তিতে বিশ্বাস করেন; একত্ববাদী। □(adjective) একত্ববাদী: the Unitarian Church. Unitarianism [ইঊনিটেআরিআন্নিজাম্] একত্ববাদ।
  • English Word unite Bengali definition [ইঊনাইট্] (verb transitive), (verb intransitive) (১) এক হওয়া বা করা; মেলা বা মেলানো; একত্র হওয়া বা করা(২) unite (in stm/to do something) ঐক্যবদ্ধ হয়ে/একযোগে/একত্রে/এক হয়ে কাজ করা: Let us unite in fighting/ unite to fight poverty and diesease. united (adjective) (১) ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে ঐক্যবদ্ধ; সদ্ভাবপূর্ণ: a united family. (২) ঐক্যবদ্ধ; সম্মিলিত; একতাবদ্ধ: make an united effort. (৩) রাজনৈতিকভাবে যুক্ত: the Unite Kingdom, যুক্তরাজ্য। unitedly (adverb) মিলিতভাবে; ঐক্যবদ্ধভাবে; একজোটে।
  • English Word unity Bengali definition [ইঊনাটি] (noun) (plural unities) ঐক্য; একতা; বিভিন্ন অংশের সমন্বয়ে রচিত সমগ্রতা: the unity of a poem, the dramatic unities; the unifies of place, time and action (নাটক) আগাগোড়া একই দৃশ্যের ব্যবহার; নাটকের ঘটনাকালে একদিনে বা অভিনয়ের মধ্য দিয়ে অতিবাহিত সময়ে সীমিতকরণ এবং কোনোরূপ অবান্তর প্রসঙ্গবর্জিত একক প্লটের ব্যবহার; নাটকীয় ঐক্যত্রয়। (২) [uncountable noun] (লক্ষ্য অনুভূতি ইত্যাদির) মিল, সামঞ্জস্য; সংগতি; ঐক্য; একতা: in unity with others, অন্যের সঙ্গে মিলেমিশে; political unity.
  • English Word universal Bengali definition [ইঊনিভাস্‌ল্‌] (adjective) সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীনa universal joint যে সন্ধির দ্বারা সংযুক্ত অংশগুলো সব দিকে ঘোরানো যায়; সর্বতোমুখ সন্ধি। a universal rule যে নিয়মের কোনো ব্যত্যয় নেই; বিশ্বজনীন বিধান। universal suffrage সর্বজনীন ভোটাধিকার। universal time, দ্রষ্টব্য greenwich. universaly [ইঊনিভাস্‌ল্‌লি] (adverb) সর্বজনীনভাবে। universality [ইঊনিভাস্যালাটি] (noun) সর্বজনীনতা; সার্বলৌকিকতা; বিশ্বলৌকিকতা।
  • English Word universe Bengali definition [ইঁঊনিভাস্] (noun) (১) the Universe বিশ্ব; মহাবিশ্ব; বিশ্বব্রহ্মাণ্ড; সমগ্র সৃষ্টি ও স্রষ্টা(২) [countable noun] ছায়াপথসমষ্টি; বিশ্ব: Astronomers are looking for new universes.
  • English Word university Bengali definition [ইঊনিভাসিটি America(n) ইঊনিভাসাটি] (noun) (plural universities) বিশ্ববিদ্যালয়: (attributive(ly)) a university student/lecture.
  • English Word univocal Bengali definition [ইঊনিভোক্‌ল্] (adjective) এককণ্ঠ সম্বন্ধীয়; একস্বরিক; একার্থক
  • English Word unjust Bengali definition [আনজাস্‌ট্] (adjective) অন্যায়; অন্যায্য
  • English Word unjustifiable Bengali definition [আন্‌জাস্‌টিফাইআব্‌ল্] (adjective) যৌক্তিকতা প্রতিপাদন করা যায় না এমন; অপ্রতিপাদ্য