Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unprintable Bengali definition [আন্‌প্রিন্‌টাব্‌ল্] (adjective) (নিতান্ত রূঢ় বা অশ্লীল বলে) মুদ্রণের অযোগ্য; অমুদ্রণীয়
  • English Word unprofessional Bengali definition [আন্‌প্রাফেশনাল্] (adjective) (বিশেষত আচরণ) কোনো পেশার বিধিবিধান বা রীতিনীতিবিরোধী; অপেশাদারসুলভ
  • English Word unprofitable Bengali definition [আন্‌প্রফিটাব্‌ল্] (adjective) অলাভজনক; অফলদ; অনর্থক
  • English Word unprompted Bengali definition [আন্‌প্রম্‌প্‌টিড্] (adjective) (উত্তর, কার্য) স্বতঃস্ফূর্ত; স্বপ্রবৃত্ত
  • English Word unprovided Bengali definition [আন্‌প্রাভাইডিড্‌] (adjective) (১) unprovided for সহায়সম্বলহীন; নিঃসম্বল; জীবনোপায়হীন(২) unprovided with যোগানহীন; ব্যবস্থাহীন: hospitals unprovided with medicines and equipments.
  • English Word unprovoked Bengali definition [আন্‌প্রাভোক্‌ট্] (adjective) উসকানিবিহীন; প্ররোচনাহীন: unprovoked attacks.
  • English Word unputdownable Bengali definition [আন্‌পুটডাউনাব্‌ল্‌] (adjective) (কথ্য, বইপত্র) এত মজার যে শেষ না-হওয়া পর্যন্ত ছাড়া যায় না; অত্যাজ্য
  • English Word unqualified Bengali definition [আন্‌কোয়ালিফাইড্] (adjective) (১) অকুণ্ঠ; চরম; নিরঙ্কুশ; নির্বূঢ়; সীমাহীন: unqualified praise; an unqualified denial. (২) unqualified as something/to do something যোগ্যতাহীন; অযোগ্য: unqualified to advise on a problem.
  • English Word unquestionable Bengali definition [আন্‌কোয়েস্‌চানাব্‌ল্] (adjective) সন্দেহাতীত; প্রশ্নাতীত; সুনিশ্চিত; তর্কাতীতunquestionably [আন্‌কোয়েস্‌চানাব্‌লি] (adverb) প্রশ্নাতীতরূপে।
  • English Word unquestioned Bengali definition [আন্‌কোয়েস্‌চান্‌ড্] (adjective) আপত্তি বা তর্কের বিষয় নয়; অতর্কিত; অবসিংবাদিত
  • English Word unquestioning Bengali definition [আন্‌কোয়েস্‌চানিঙ্] (adjective) (বিশেষত) বিনা প্রশ্নে বা আপত্তিতে প্রদত্ত/কৃত; প্রশ্নহীন: unquestioning obedience.
  • English Word unquiet Bengali definition [আন্‌কোরআইট্] (adjective) (আনুষ্ঠানিক) অশান্ত; অস্বস্তিকর; অস্থির; উত্তাল
  • English Word unquote Bengali definition [আন্‌কোয়োট] (verb, কেবল imperative) (টেলিগ্রাম, টেলিফোন-বার্তা ইত্যাদিতে) উদ্ধৃতি বা উদ্ধারচিহ্ন শেষ করা।
  • English Word unravel Bengali definition [আন্‌র‌্যাভ্‌ল্] (verb transitive), (verb intransitive) (unravelled, unravelling, unravels; America(n) unraveled, unraveling, unravels) (১) সুতা আলাদা করা; খোলা বা খুলে যাওয়া; পাক খোলা; আলাদা হয়ে যাওয়া; উদ্গ্রন্থিত হওয়া বা করা; বুনট আলগা হওয়া বা করা(২) স্পষ্ট করা; জট খোলা; সমাধান করা; উদ্ঘাটন করা: unravel a mustery/plot.
  • English Word unreal Bengali definition [আন্‌রিআল্] (adjective) অবাস্তব; কাল্পনিক; অলীক; অসার; অপ্রকৃত
  • English Word unreasonable Bengali definition [আন্‌রীজনাব্‌ল্‌] (adjective) অন্যায্য; অযৌক্তিক; যুক্তিহীন; অসংগত; অপরিমিত; অতিশয়িত; অতিরেক: make unreasonable demands.
  • English Word unreasoning Bengali definition [আন্‌রীজানিঙ্] (adjective) যুক্তি ব্যবহার করে না বা যুক্তি দ্বারা নয় এমন; যুক্তিহীন; যুক্তিবর্জিত
  • English Word unrecognized Bengali definition [আন্‌রেকগনাইজ্‌ড্] (adjective) চেনা হয়নি বা স্বীকৃতি পায়নি এমন; অনভিজ্ঞাত; অস্বীকৃত; স্বীকৃতিহীন
  • English Word unrelenting Bengali definition [আন্‌রিলেন্‌টিঙ্] (adjective) তীব্রতা ইত্যাদি কমে না এমন; অবিশ্রান্ত; অনবরত; অবিরাম; ক্ষমাহীন; ক্ষান্তিহীন; অকরুণ: unrelenting pressure/attacks দ্রষ্টব্য relentless.
  • English Word unreliable Bengali definition [আন্‌রিলাইআব্‌ল্] (adjective) আস্থা স্থাপনের অযোগ্য; অনির্ভরযোগ্য; অবিশ্বস্ত; অবিশ্বাসী
  • English Word unrelieved Bengali definition [আল্‌রিলীভ্‌ড্‌] (adjective) (বিশেষত) একঘেয়েমি দূর করার মতো কিছু নেই এমন; নিরবকাশ; নিরবচ্ছিন্ন: unrelieved boredom/tedium.
  • English Word unremitting Bengali definition [আন্‌রিমিটিঙ্] (adjective) অবিশ্রান্ত; অবিরাম; অনবরত; অশ্রান্ত; অক্লান্ত: unremitting care/efforts.
  • English Word unrequited Bengali definition [আন্‌রিকোয়াইটিড্‌] (adjective) প্রতিদানহীন: unrequited love/service.
  • English Word unreserved Bengali definition [আন্‌রেজাভ্‌ড্‌] (adjective) (১) (রঙ্গালয় ইত্যাদির আসন) অসংরক্ষিত(২) অকুণ্ঠ; অখণ্ড: unreserved attention.
  • English Word unreservedly Bengali definition [আন্‌রিজা্ভিড্‌লি] (adverb) নিঃশেষে; অকুণ্ঠিতচিত্তে; মুক্তকণ্ঠে; মন খুলে: speak unreservedly; trust somebody unreservedly.
  • English Word unrest Bengali definition [আন্‌রেস্‌ট্] (noun) [uncountable noun] বিশেষত অস্থির অবস্থা; অস্থিরতা; উত্তেজনা; বিক্ষুব্ধতা: social/political unrest.
  • English Word unrestrained Bengali definition [আনরিস্‌ট্রেইন্‌ড্‌] (adjective) অসংযত; অনিয়ন্ত্রিত; উচ্ছৃঙ্খল
  • English Word unrestricted Bengali definition [আন্‌রিস্‌ট্রিক্‌টিড্‌] (adjective) অবাধ; অবারিত; বাধাহীন; (বিশেষত রাস্তা) গতিসীমাহীন; অবাধগতি।
  • English Word unrivalled Bengali definition (America(n)= unrivaled) [আন্‌রাইভ্‌ল্‌ড্] (adjective) (সাহস ইত্যাদিতে) প্রতিদ্বন্দ্বীহীন; অতুলনীয়
  • English Word unroll Bengali definition [আন্‌রোল্] (verb transitive), (verb intransitive) পাক খোলা; বিছানো; unroll a carpet/map.