• Bengali Word trade 1 English definition [ট্রেইড্] (noun) ১ [uncountable noun] কেনাবেচা; ব্যবসাবাণিজ্য।
    stock-in trade, দ্রষ্টব্য stock 1 (১). the trade (কথ্য) বিশেষ দ্রব্যের নির্মাতা ও বিক্রেতা। trademark (noun) ট্রেডমার্ক; (লাক্ষণিক) স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। trade name (noun) কোনো দ্রব্যের নির্মাতা প্রদত্ত নাম। tradeprice (noun) খুচরা বিক্রেতার কাছে নির্মাতা অথবা পাইকারি বিক্রেতার প্রস্তাবিত মূল্য। trade(s)-union (noun) ট্রেড-ইউনিয়ন। trade-unionism (noun) [uncountable noun] ট্রেড-ইউনিয়ন প্রথা; ট্রেড ইউনিয়ন আন্দোলন। trade-unionist (noun) ট্রেড-ইউনিয়ন কর্মী। Trades Union Congress (সংক্ষেপ TUC) ব্রিটেনের ট্রেড-ইউনিয়ন সমিতি। trade-wind (noun) বিষুবরেখা অভিমুখী প্রবল বায়ু। the Trades এই ধরনের সব বায়ুপ্রবাহ। (২) পেশা; জীবিকা অর্জনের উপায়। tradesfolk, tradespeople (noun(s) ব্যবসায়ী। tradesman [ট্রেজ্‌মান] (plural tradesmen) দোকানদার।