• Bengali Word fly 1 English definition [ফ্লাই] (noun) (plural files) মাছি; মক্ষিকা।
      a fly in the ointment (লাক্ষণিক) সুখের পরিপূর্ণতার অন্তরায়স্বরূপ অকিঞ্চিৎকর পরিস্থিতি। There are no flies on him (লাক্ষণিক, অপশব্দ) সে বোকা নয়; তাকে ফাঁকি দেওয়া চাট্টিখানি কথা নয়। fly-blown (adjective) (মাংস) মাছির ডিমভরতি (এবং সেইহেতু পচনশীল); (লাক্ষণিক) পচা; বাসী। fly catcher (noun) পাখিবিশেষ; কটকটে। fly-paper (noun) মাছি ধরার জন্য চটচটে কাগজবিশেষ। fly-fish (verb intransitive) টোপ হিসেবে কৃত্রিম মাছি ব্যবহার করে মাছ ধরা। সুতরাং fly-fishing [noun] [uncountable noun] কৃত্রিম মাছি দিয়ে মৎস্যশিকার। fly-trap (noun) মাছি ধরার ফাঁদ। flyweight (noun) '১১২ পাউন্ড বা তার কম ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা।
    • Bengali Word fly 2 English definition [ফ্লাই] (verb intransitive), (verb transitive) (plural) flew [ফ্লূ] (past participle) flown [ফ্লৌন] ১ ওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া।
      fly high উচ্চাকাঙ্ক্ষী হওয়া। The bird is/ has flown কাঙ্ক্ষিত ব্যক্তিটি পালিয়েছে; পাখি উড়ে গেছে। (২) (উড়োজাহাজ) চালনা করা; বিমানপথে পরিবহন করা। (৩) শাঁ করে চলে যাওয়া বা আসা; দুদ্দাড় করে ছুটে আসা। fly down the road. The boys flew to have a glimpse of the princess. The window flew open. দড়াম করে খুলে গেল; a flying visit, ক্ষণিকের জন্য আগমন। fly at somebody (ক্রুদ্ধ হয়ে) কারো উপর ঝাঁপিয়ে পড়া। let fly (at) দ্রষ্টব্য let 1 (s)। fly off the handle, দ্রষ্টব্য handle. fly in the face of (ক) প্রকাশ্যে। অগ্রাহ্য/অমান্য করা: You must not fly in the face of law. (খ) সম্পূর্ণ বিরুদ্ধ বা বিরোধী হওয়া: You statement flies in the face of what the doctor said. fly into a rage/ passion/temper রাগে জ্বলে ওঠা; হঠাৎ ক্ষেপে যাওয়া। fly to arms সাগ্রহে অস্ত্র তুলে নেওয়া। fly to bits/into pieces খানখান হয়ে ছড়িয়ে পড়া। make the feathers/ fur fly ঝগড়া বা মারামারি লাগানো। make the miney fly টাকা ওড়ানো। send somebody flying মেরে ধরাশায়ী করা। send things flying (প্রচণ্ড রাগে) জিনিসপত্র ইতস্তত ছুড়ে মারা বা ফেলা। (৪) (ঘুড়ি/পতাকা) ওড়ানো। (৫) ছেড়ে পালানো: fly the country.
    • Bengali Word fly 3 English definition [ফ্লাই] (noun) (plural flies) ১ (অপিচ কথ্য, 'singular' অর্থে 'proprietary name' প্রয়োগ) পোশাক চেইন বা বোতামের ঘর লাগানোর বা ঢাকার জন কাপড়ের ফালি (যেমন প্যান্টের সম্মুখভাগে)।
      (২) তাঁবু বা আচ্ছাদিত গাড়ির প্রবেশ পথে ক্যানভাসের ঢাকনা। (৩) (প্রাচীন প্রয়োগ) এক ঘোড়ার ছেকড়া/ভাড়াটে গাড়ি। (৪) পতাকার যে প্রান্ত খুঁটি থেকে দূরে থাকে।
    • Bengali Word fly 4 English definition [ফ্লাই] (adjective) অপশব্দ ধূর্ত; হুঁশিয়ার; ধড়িবাজ।
    • Bengali Word flyer, flier English definition [ফ্লাইআ(র্)] (noun) ১ অসাধারণ দ্রুতিগতিসম্পন্ন জন্তু, যানবাহন, উড়ুক্কু।
      (২) বৈমানিক।