• Bengali Word art 1 English definition [আ:ট্‌] (noun) ১ [Uncountable noun] মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা: the art of Bengal; tell a story with great art.
    the fine arts চারুকলা; ললিতকলা (চিত্রাঙ্কন, ভাস্কর্য, সংগীত, নৃত্য)। a work of art শিল্পকর্ম। an art gallery চিত্রশালা। an art school চারুকলা বিদ্যালয়। (২) [Countable noun] যাতে সঠিক পরিমাপ ও গণনের চেয়ে কল্পনা ও রুচির গুরুত্ব বেশী: the arts subjects. Bachelor/Master of Arts (সংক্ষেপ BA/MA) বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর উপাধি। (৩) [Uncountable noun] চাতুরী; কৌশল; ছলনা; [Countable noun] ছল; ফাঁদ: She used all her arts to attract the young man. the black art (অশুভ উদ্দেশ্যপ্রণোদিত) জাদুবিদ্যা। (৪) (attributive(ly)) (১)-এ প্রদত্ত অর্থের সঙ্গে সম্পর্কিত; শিল্প গুণান্বিত: an art critic; art film.