• Bengali Word scallop English definition [স্কলাপ্] (noun) ১ খাঁজওয়ালা দুটি খোলাবিশিষ্ট ঝিনুকজাতীয় প্রাণিবিশেষ; কম্বু।
    scallop shell (noun) উক্ত প্রাণীর খোলা, যাতে কোনো মুখরোচক খাদ্য রান্না করে পরিবেশন করা হয়। (২) (plural) পেস্ট্রি, কাপড় ইত্যাদির কিনারায় উক্ত ঝিনুকের আকারের অলংকরণ বা নকশাবিন্যাস। □ (verb transitive) (১) স্ক্যালপের খোলায় কিছু রান্না করা। (২) কোনো কিছুর কিনারায় ঝিনুকের নকশা করা: a scalloped hem.