Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word saturnine Bengali definition [স্যাটানাইন্‌] (adjective) (সাহিত্যিক) বিমর্ষ; গোমড়া
  • English Word satyr Bengali definition [স্যাটা(র)] (noun) (১) (গ্রিক ও রোমান পুরাণ) অর্ধমানব ও অর্ধপশুরূপী বনদেবতা(২) অসংযত যৌনকামনাবিশিষ্ট ব্যক্তিsatyric [সাটিরিক্] (adjective) স্যাটার সম্বন্ধীয় বা স্যাটারসদৃশ।
  • English Word sauce Bengali definition [সোস্] (noun) (১) [countable noun, uncountable noun] স্বাদগন্ধ বাড়াতে কোনো কোনো খাবারের সঙ্গে পরিবেশিত ঝোলজাতীয় বস্তুWhat is sauce for the goose is sauce for the gander (প্রবাদ) যা এক ক্ষেত্রে প্রযোজ্য তা অভিন্ন বা অনুরূপ ক্ষেত্রেও প্রযোজ্য। sauce-boat (noun) যে পাত্রে করে টেবিলে সস পরিবেশিত হয়। (২) [uncountable noun] কথ্য (সাধারণত কৌতুক) প্রগলভতা; ফাজলামি। □ (verb transitive) (কথ্য) (কারো সঙ্গে) ফাজলামি করা। saucy (adjective) (saucier, sauciest) (১) চপল; ধৃষ্ট; ঠ্যাঁটা; ফাজিল(২) (কথ্য) চটকদার; ছিমছামsaucily (adverb) প্রগল্‌ভভাবে। sauciness (noun) প্রগলভতা; ঠ্যাঁটামি।
  • English Word saucepan Bengali definition [সোস্‌পান্‌ America(n) সোস্‌প্যান্‌] (noun) গোলাকার এবং ঢাকনা ও হাতলযুক্ত, ধাতুনির্মিত রন্ধনপাত্রবিশেষ; সসপ্যান
  • English Word saucer Bengali definition [সোসা(র্‌)] (noun) (১) পিরিচ; তশতরি: washing the cups and saucers. saucer-eyed (adjective) বিস্ফারিত দৃষ্টি; ড্যাবড্যাবে (যেমন বিস্ময়ে)। flying saucer দ্রষ্টব্য flying. (২) বেতার দূরবীক্ষণের পিরিচ আকৃতির বৃহৎ চাকতি (যা dish নামেও পরিচিত); থাল(৩) খানা; খন্দ
  • English Word sauerkraut Bengali definition [সাউআক্রাউট্] (noun) [uncountable noun] (জার্মান) বাঁধাকপি কুটে লবণযুক্ত করে টক না হওয়া পর্যন্ত গাঁজিয়ে তৈরি করা খাবার বিশেষ; টক বাঁধাকপি
  • English Word sauna Bengali definition [সাউনা] (noun) ফিনল্যান্ডীয় রীতির বাষ্পস্নান বা স্নানঘর; স্বেদস্নান
  • English Word saunter Bengali definition [সোন্‌টা(র্‌)] (verb intransitive) মৃদুমন্দ/অলস গতিতে হেঁটে বেড়ানো। □ (noun) মন্থর গতি; মৃদুমন্দ গতিতে চলন: come at a saunter. saunterer (noun) যে ব্যক্তি ঐভাবে চলে বা হেঁটে বেড়ায়।
  • English Word saurian Bengali definition [সোরিআন্] (noun), (adjective) কুমির, গিরগিটি ও কিছু বিলুপ্ত প্রাণীকে নিয়ে গঠিত প্রাণিবর্গের অন্তর্ভুক্ত; উক্ত প্রাণিবর্গের সদস্য; সোরীয়
  • English Word sausage Bengali definition [সাসিজ্‌ America(n) সোসিজ্‌] (noun) [uncountable noun, countable noun] পাতলা চামড়ার আবরণের মধ্যে মসলাযুক্ত মাংসের কিমা ভরে প্রস্তুত খাদ্যবিশেষ; এদের কোনো কোনোটি টুকরা করে কাঁচা খাওয়া যায়, কোনোটি রান্না করে গরম গরম খেতে হয়; সসিজsausagedog (British/Britain কথ্য): dachshund (noun) sausagemeat (noun) (সসিজের জন্য) মাংসের কিমা। sausageroll (noun) পেস্ট্রি দিয়ে আচ্ছাদিত সসিজ।
  • English Word saute Bengali definition [সোটেই America(n) সোটেই] (adjective) (ফরাসি) (খাদ্য) অল্প তেল বা চর্বিতে দ্রুত ভর্জিত; saute potatoes. □ (verb transitive) উক্ত পদ্ধতিতে খাদ্যদ্রব্য দ্রুত তাজা।
  • English Word savage Bengali definition [স্যাভিজ্‌] (Adjective) (১) অসভ্য; আদিম; অসংস্কৃত: savage customs. (২) হিংস্র; নৃশংস; নির্মম: a savage dog; savage criticism. (৩) (কথ্য) অত্যন্ত ক্রুব্ধ; রোষান্বিত। □ (noun) বন্য; অসভ্য (বিশেষত যারা শিকার করে ও মাছ ধরে জীবিকানির্বাহ করে); আদিবাসী। □ (verb transitive) আক্রমণ করে দংশন ও পদদলিত করা: badly savaged by a dog. savagely (adverb) নৃশংসভাবে। savageness (noun) savagery [স্যাভিজ্‌রি] (noun) [uncountable noun] অসভ্যতা; বন্যতা; আদিম অবস্থা; নৃশংসতা; হিংস্রতা; নৃশংস আচরণ; living in savagery.
  • English Word savanna(h) Bengali definition [সভ্যানা] (noun) [Countable noun] ঊষ্ণমণ্ডলীয় বা প্রায়-ঊষ্ণমণ্ডলীয় আমেরিকা এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকার বৃক্ষহীন তৃণময় সমতলভূমি; সাভানা। দ্রষ্টব্য pampas, prairie, steppe, veld.
  • English Word savant Bengali definition [স্যাভান্‌ট্ America(n) স্যাভা:ন্‌ট্‌] (noun) অত্যন্ত পণ্ডিতব্যক্তি; পণ্ডিতপ্রবর
  • English Word save 1 Bengali definition [সেইভ] (verb transitive), (verb intransitive) (১) save (from) বাঁচানো; রক্ষা/ত্রাণ করা; নিস্তার/উদ্ধার করাsave one’s beacon, দ্রষ্টব্য beacon. save one’s face, দ্রষ্টব্য face 1 (৪). save one’s skin (অনেক সময়ে কাপুরুষের মতো) গা বাঁচানো; ঝুঁকি এড়িয়ে চলা। save the situation পরিস্থিতি সামাল দেওয়া। (২) save (up) (for something); save something (up) (for something) ভবিষ্যতের জন্য সাশ্রয়, উপচয় বা সঞ্চয় করা; জমানো; তুলে রাখা; নির্দিষ্ট কিছু আলাদা করে রাখাsave for a rainy day, দ্রষ্টব্য rainy. (৩) অপ্রয়োজনীয় করে তোলা; প্রয়োজনমুক্ত করা; সাশ্রয় করা; বাঁচানো; নিষ্কৃতি দেওয়া: That will save you a lot of money/trouble. (৪) save somebody (from something) (খ্রিষ্টধর্মে) পাপের শাস্তি (বা অনন্ত শাস্তি) থেকে রক্ষা করা; ত্রাণ/পরিত্রাণ করা(৫) ব্যতিক্রম হিসেবে যোগ করা: a saving clause অব্যাহতিসূচক/ব্যতিক্রমসূচক ধারা। □ (noun) (ফুটবল ইত্যাদিতে) গোলের হাত থেকে অব্যাহতি লাভ; বাঁচোয়া: a brilliant save. Saver (noun) ত্রাতা; পরিত্রাতা; ত্রাণকর্তা; যা সাশ্রয় করে; সাশ্রয়কর কৌশল: a useful time-saver. saving (adjective) (বিশেষত) উদ্ধারক; মোক্ষদ; ক্ষতিপূরক। saving grace যে একটিমাত্র গুণ অন্যান্য সদগুণের অভাব পুষিয়ে দেয়; ঔদ্ধারিক গুণ: He has many vices and no saving grace. □ (noun) (১) সাশ্রয়: saving of time and money. (২) (plural) উপচিত অর্থ; সঞ্চয়: Keep one’s savings in the bank. savings account (noun) সঞ্চয়ী হিসাব। savings-bank (noun) যে ব্যাংক অল্পস্বল্প সঞ্চিত অর্থ জমা রাখে এবং ঐ অর্থের উপর সুদ প্রদান করে; সঞ্চয়ী ব্যাংক।
  • English Word save 2 Bengali definition [সেইভ্‌] (অপিচ saving [সেইভিঙ্]) (preposition(al)) ছাড়া; ব্যতীত; ব্যতিরেকে: all save me.
  • English Word saveloy Bengali definition [স্যাভালয়] (noun) [countable noun] প্রচুর মসলা যুক্ত শূকরের মাংসের সসিজবিশেষ
  • English Word saving Bengali definition [সেইভিঙ্] (preposition(al)) দ্রষ্টব্য save 2.
  • English Word saviour Bengali definition (America(n)= savior) [সেইভিআ(র্)] (noun) পরিত্রাতা; ত্রাণকর্তা; ত্রাতাThe saviour, Our Saviour ত্রাণকর্তা যিশুখ্রিষ্ট।
  • English Word savoirfaire Bengali definition [স্যাভোফা: ফেআর(র্‌)] (noun) [uncountable noun] (ফরাসি) সামাজিক বিচক্ষণতা; যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা; কর্মজ্ঞতা; কার্যপটুতা; কর্মকুশলতা
  • English Word savoirvivre Bengali definition [স্যাভোফা: ভিভর্] (noun) [uncountable noun] শিষ্ট সমাজের রীতিনীতি বিষয়ক জ্ঞান ও তার অনুশীলন; সভ্যাচার
  • English Word savory Bengali definition [সেইভারি] (noun) [uncountable noun] রন্ধনকার্যে ব্যবহৃত পুদিনাজাতীয় গাছড়াবিশেষ
  • English Word savour Bengali definition (America(n)= savor) [সেইভা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] (১) savour of (কোনোকিছুর) স্বাদ বা গন্ধ; আমেজ; আভাস: soup with a savour of mint; a savour of madness. □ (verb transitive), (verb intransitive) (সাহিত্যিক বা লাক্ষণিক) স্বাদ, গন্ধ বা প্রকৃতি উপভোগ/কদর করা: I could not savour the remark. (২) savour of উপস্থিতির ইঙ্গিত/আভাস দেওয়া: His remark savours of impudence.
  • English Word savoury Bengali definition (America(n)= savory) [সেইভারি] (Adjective) ক্ষুধা উদ্রেককর স্বাদ বা গন্ধযুক্ত; সুস্বাদু; (খাদ্যের পদ) নোনতা বা ঝাল স্বাদের; রসনারোচক: a savoury omelette. □ (noun) [countable noun] (plural savouries) বিশেষত ভোজনের আগে বা পরে ভক্ষিত রসনারোচক খাদ্য।
  • English Word savoy Bengali definition [সাভয়] (noun) [countable noun, uncountable noun] কোঁকড়া পাতাওয়ালা শীতকালীন বাঁধাকপি বিশেষ
  • English Word saw 1 Bengali definition [সো] see 1 -এর past tense
  • English Word saw 2 Bengali definition [সো] (noun) [Countable noun] করাত; ক্রকচchain saw (noun) দ্রষ্টব্য chain(৪). saw-dust. (noun) [uncountable noun] করাতের গুঁড়া। saw-horse (noun) যে কাঠ চেরা হবে তার আলম্বস্বরূপ কাঠের কাঠামোবিশেষ; কাঠ ফাড়ার মাচা। sawmill (noun) (বিদ্যুৎচালিত) করাতকল। saw-pit (noun) বড় করাত চালানোর জন্য যে স্থানে দাঁড়িয়ে করাতের মুখের দিক টানা ও ঠেলা হয়; করাতের খাদ। □ (verb transitive), (verb intransitive) (past tense sawed, past participle sawn [সোন্‌] এবং America(n) sawed) (১) করাত দিয়ে চেরা বা ফাড়া; করাত চালানোsaw something off করাত দিয়ে ছেঁটে ফেলা: a sawn off shotgun, কাটা বন্দুক। saw something up করাত দিয়ে টুকরা টুকরা করা: All the trees have been sawn up into logs. (২) সামনে পিছনে চালানো: sawing at one’s fiddle, করাতের মতো ছড় টানা। (৩) করাত দিয়ে কাটার উপযোগী হওয়া; করাতে কাটা: This log does not saw easily. sawyer [সোইয়া(র্‌)] (noun) করাতি।
  • English Word saw 3 Bengali definition [সো] (noun) [countable noun] প্রবাদবচন
  • English Word sawder Bengali definition [সোডা(র্‌)] (noun) [uncountable noun] চাটুবাক্য; তোষামোদ
  • English Word sax Bengali definition [স্যাক্‌স্‌] (noun) স্যাক্সোফোন (- এর সংক্ষেপ)।