• Bengali Word mouth 1 English definition [মাউথ] (noun) (plural - mouths [মাউদস্‌]) (noun) ১ মুখ; মুখগহ্বর; মুখবিবর।
    by word or mouth (খবর ইত্যাদি) বাচনিক; মুখে মুখে। down in the mouth বিমর্ষ; হতোদ্যম; নিস্তেজ। out of the mouths of babes and sucklings (প্রবাদ) অবোধ শিশুর মুখ দিয়েও জ্ঞানগর্ভ বাণী উচ্চারিত হতে পারে। laugh on the wrong side of one’s mouth বিলাপ করা; হতাশ হওয়া। look a gift-horse in the mouth কোন বস্তু অকৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, বিশেষত খুঁটিয়ে খুঁটিয়ে বস্তুটির দোষ বের করা। put words into somebody’s mouth (ক) কাউকে কিছু বলতে বলা; অন্যকে দিয়ে বলানো। (খ) কেউ কিছু বলেছে বলে ইঙ্গিত বা দাবি করা; অন্যের মুখে চাপানো। take the words out of somebody’s mouth অন্যের মুখের কথা কেড়ে নেওয়া; কী বলবে তা আঁচ করা। mouth ful [মাউথফ্‌ল্‌] (noun) এক গ্রাস। mouthorgan (noun) ধাতব পাতযুক্ত ছোট হারমোনিয়াম, যা ফুঁ দিয়ে বাজাতে হয়; হার্মোনিকা। mouthpiece (noun) (ক) তামাকের পাইপ, বাদ্যযন্ত্র প্রভৃতির যে অংশ মুখে থাকে; মুখ। (খ) অন্যের মতামত প্রকাশক ব্যক্তি সংবাদপত্র ইত্যাদি; মুখপাত্র। mouthwatering (adjective) দ্রষ্টব্য water 2 (৩). (২) (থলে বোতাম, গুহা, সুড়ঙ্গ, নদী ইত্যাদির মুখ।