• Bengali Word chauvinism English definition [শোউভিনিজাম্‌] (noun) [uncountable noun] অন্ধ স্বদেশপ্রেম; উৎকট স্বাদেশিকতা।
    chauvinist [শোউভিনিইস্‌ট্] (noun) অন্ধ স্বদেশভক্ত; উগ্র স্বদেশি। male chauvinist; shauvinist male (আধুনিক প্রয়োগ) নারী অপেক্ষা পুরুষ শ্রেষ্ঠ- এই বিশ্বাস যে পুরুষ পোষণ করে ও সেই অনুযায়ী কাজ করে। chauvinistic [শোউভিনিস্‌টিক্‌] (adjective) অন্ধ স্বদেশভক্তি বা অন্ধ স্বদেশভক্ত সম্পর্কিত।